চুয়াডাঙ্গা মুক্ত দিবস আজ

আজ ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে হটিয়ে চুয়াডাঙ্গা জেলাকে শত্রুমুক্ত করে বাংলার দামাল ছেলেরা। সেদিন থেকেই চুয়াডাঙ্গার আকাশে উড়ে বিজয়ের কেতন।

১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে চুয়াডাঙ্গা শত্রুমুক্ত করেন বাংলার মুক্তিসেনারা। এদিন মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর তুমুল প্রতিরোধের মুখে পাকহানাদার বাহিনী এক রক্তক্ষয়ী যুদ্ধের পর চুয়াডাঙ্গা ছেড়ে পার্শ্ববর্তী কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা অভিমুখে পালিয়ে যায়। হানাদার মুক্ত হয় চুয়াডাঙ্গা।

দেশ স্বাধীনের পর থেকে এই দিনটিকে স্থানীয়ভাবে মুক্ত দিবস হিসেবে পালন করা হয়।

দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাতে হানাদার বাহিনীর নির্বিচারে হত্যাযজ্ঞের পরই চুয়াডাঙ্গার হাজার হাজার মুক্তিপাগল দামাল ছেলেরা দুর্বার আন্দোলন গড়ে তোলেন।




ডাঃ রমেশ ক্লিনিকে হরিজন সম্প্রদায়ের লোকদের ভাঙচুর

অস্ত্রোপচারের প্রায় দুই মাস পার হওয়ার পরও রোগী সুস্থ না হওয়াতে ভুল চিকিৎসার অভিযোগ এনে রমেশ ক্লিনিকে ভাঙচুর চালিয়েছে হরিজন সম্প্রদায়ের কয়েকজন। ক্লিনিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একাধিক সূত্র থেকে জানা গেছে প্রায় দুই মাস আগে মেহেরপুর শহরের হালদারপাড়া নিবাসী এবং জেলা জজ আদালতে সুইপার পদে কর্মরত বিনোদের স্ত্রী জোসনা মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় ডাঃ রমেশ ক্লিনিকে পিত্তথলিতে অস্ত্রপচার করান। অস্ত্রপচার করেন ডাঃ মোস্তফা জাহিদ কামাল। ক্লিনিক থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি যাওয়ার কয়েকদিন পর জোসনার শারীরিক অবস্থার অবনতি ঘটে। রোগীর স্বামী রোগীকে আবার রমেশ ক্লিনিকে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় জোসনার একটি নার্ভ ছিড়ে গেছে।

রোগী অসচ্ছল ও হরিজন সম্প্রদায়ের হওয়াতে এবং জেলা জজ আদালতের কর্মচারীদের অনুরোধে রমেশ ক্লিনিক কর্তৃপক্ষ তার চিকিৎসা দায়িত্ব নিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রথমে রাজশাহী ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়।

দীর্ঘদিন চিকিৎসা করানোর পরও তার অবস্থার কোন উন্নতি না হওয়াতে ভুল চিকিৎসার কারণে জোসনার অবস্থার অবনতি হয়েছে এমন অভিযোগ এনে কতিপয় ব্যক্তি বুধবার বিকালে ডাঃ রমেশ ক্লিনিকে ভাঙচুর চালালে, খবর পেয়ে মেহেরপুর সদর ফাড়ি পুলিশ এবং ডিবি সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সাথে কথা বলে। ক্লিনিক কর্তৃপক্ষ জোসনার আরো উন্নত চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেয়ার পর বিষয়টির সাময়িক মীমাংসা হয়।

এ বিষয়ে রমেশ ক্লিনিকের ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, ‘অপারেশনের পর রোগী বাড়ি চলে যায়। পরে আবার শারীরিক অবস্থার অবনতি হলে রোগী অসচ্ছল হওয়াতে আমি তার উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়ে। দুই মাস যাবৎ তার চিকিৎসা সকল খরচ আমি দিচ্ছি। এ পর্যন্ত আমার প্রায় দুই লক্ষ টাকা খরচ হয়েছে তার চিকিৎসার বাবদ। রোগীর স্বামী রোগীর সাথে ঢাকায় আছে। আজকেও আমার সাথে তার কথা হয়েছে, টাকাও পাঠিয়েছি। কিন্তু হরিজন সম্প্রদায়ের কয়েকজন আজকে আমার ক্লিনিকে যে ভাঙচুর অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করেছে সেটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।




চুয়াডাঙ্গায় নির্বাচন পূর্ববর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স ড্রিলশেডে নির্বাচন পূর্ববর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতির করণীয় ও বর্জনীয় উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল দশটার সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবা সভাপতিত্বে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখার লক্ষ্যে পুলিশের করনীয় ও বর্জনীয় উপলক্ষে অফিসার ফোর্সদের উদ্দেশ্য ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ব্রিফিং এ পুলিশ সুপার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী সময়ে জেলা পুলিশের সকল সদস্য মনোবল দৃঢ় রেখে নিয়মিত অস্ত্র প্রশিক্ষণসহ কর্ম উদ্দীপনা নিয়ে পেশাদারিত্বের সাথে সতর্কবস্থায় ডিউটি করার নির্দেশনা প্রদান করেন।

উক্ত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ নাজিম উদ্দিন আল আজাদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার( দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১ ডিএসবি আবু জিহাদ ফখরুল আলম খান, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, আরআই পুলিশ লাইন্স মোঃ আমিনুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।




দর্শনায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দর্শনা বাসস্ট্যান্ডের দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমান আদায় করেছে।

আজ বিকাল তিনটার দিকে দর্শনা পৌর এলাকা বাসস্ট্যান্ড গোল চত্বর সংলগ্ন সুরমা বেকারিতে অভিযান চালায়।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পণ্য উৎপাদন করায় বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরই পাশের মিঠাই ঘর মিষ্টির দোকানে মূল্য তালিকা না থাকায় ও মিষ্টির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পূর্ণ রাখাসহ বাঁশি পচা মিষ্টি ফ্রিজজাতকরণের কারণে মিষ্টির দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করে। এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহাম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও দর্শনা থানা পুলিশ।




মেহেরপুরে গরু বাচাতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট, অতঃপর মৃত্যু

মেহেরপুরের রাজনগর গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তরিকুল ইসলাম সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়ার লিয়াকত আলীর ছেলে।

আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় নিজ বাড়িরতেই লালন পালন করা একটি গরুকে বিদ্যুতায়িত হওয়া থেকে বাঁচাতে যেয়ে তরিকুল নিজেই বিদ্যুতস্পৃষ্ট হয়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায় তরিকুল বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে কাজ করতো। বারাদি বাজারে ইলেকট্রিক সামগ্রীর একটি দোকানও রয়েছে তার।

নিজ বাড়ির গোয়াল ঘরের পাশ দিয়ে বিদ্যুতের লাইন টানা ছিলো। সেখানে একটি সিমগাছের লতা তারের সাথে জড়ানো ছিলো। বাড়িতে লালন পালন করা একটি গরু সিমের লতা সহ বিদ্যুতের তার চাবাতে যেয়ে বিদ্যুতায়িত হয়। গরুটিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তরিকুলও। এলাকাবাসী তাকে উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে পিতা-পুত্রসহ আটক-৩

মেহেরপুরে এক মাদক বিরোধী অভিযানে পিতা-পুত্র সহ ৩ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

আটককৃতরা হলো মেহেরপুর নতুন পোস্ট অফিস পাড়ার মৃত ইউনুস খাঁর ছেলে জনি খাঁ (৪০) তার ছেলে শিশির (২২) ও গোরস্থান পাড়ার আবু হানিফের ছেলে আমিনুল ইসলাম ওরফে এ্যামি(৪৮)।

আজ বুধবার (৬ ডিসেম্বর) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে একটি দল মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রাম থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৭ গ্রাম হেরোইন এবং মাদক পরিবহনে ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক আবুল হাশেম বলেন, ‘উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আটককৃতদের মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।’




ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস পালিত

৬ ডিসেম্বর ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরতন ডিসি কোট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের স্মরণে স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এতে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে দিনটির তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেসময় জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসনেসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহীনি ও মিত্রবাহিনীর আক্রমনে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার ও তার দোসররা। আকাশে উড়ে লাল সবুজের স্বাধীন পতাকা। মুক্তির মিছিল ছড়িয়ে পড়ে জেলা থেকে গ্রাম ও গ্রামান্তরে।




বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ২ পদে নিয়োগ 

দুটি শূন্য পদে ২৩ জন নিয়োগ দিবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। আগ্রহীরা আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)

পদের সংখ্যা: ০২টি

লোকবল নিয়োগ: ২৩ জন।

পদের নাম: সহকারী শিক্ষক। (বাংলা -০১ জন, ইংরেজি-০২ জন, গণিত -০৪ জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০২ জন, ভৌতবিজ্ঞান-০২ জন, সামাজিকবিজ্ঞান-০৬ জন)

পদসংখ্যা: ১৭টি। বেতন: দৈনিক ৮২৩ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি/সমনান ও বিএড ডিগ্রি/ সমমান। অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান। তবে শিক্ষক নিবন্ধনধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর, তবে শিক্ষকতায় অভিজ্ঞতা থাকলে বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

পদের নাম: শারীরিক শিক্ষক।

পদসংখ্যা: ০৬টি।

বেতন: দৈনিক ৮২৩ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি। তবে শিক্ষক নিবন্ধনধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। তবে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতায় অভিজ্ঞতা যোগ্যতার কলামে উল্লিখিত খেলায় কোচিৎ-এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

চাকরির ধরন: অস্থায়ী।

কর্মস্থল: দিনাজপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার।

আবেদন ফি : আবেদনকারীকে উত্তরা ব্যাংকের যেকোনো শাখা থেকে ২০০ টাকার ব্যাংক ড্রাফট মহাপরিচালক, বিকেএসপি -এর অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: মহাপরিচালক, বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকা বরাবর ২১ ডিসেম্বরের মধ্যে ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বক্সে সরাসরি জমা দিতে হবে। এছাড়ও অফিশিয়াল ওয়েবসাইটে https://bksp.gov.bd/ করা যাবে।

সূত্র: বিকেএসপি




দামুড়হুদায় দেড় কোটি টাকার স্বর্ণসহ সাঈদ ড্রাইভার আটক

দামুড়হুদায় ১ কোটি ৫৪ লাখ টাকার স্বর্ণের তৈরি গহনা ও মোটরসাইকেলসহ এক চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ।

আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ স্বর্ণসহ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা-চুয়াডাঙ্গা বাইপাস সড়কের দামুড়হুদা লোকনাথপুর গ্রামের একটি আমবাগান থেকে তাকে আটক করা হয়। আটক ব্যাক্তি একই উপজেলার লোকনাথপুর গ্রামের দাউদ আলির ছেলে সাইদ হোসেন (৪০)। পরে লোকজনদের সামনে তার দেহ তল্লাশি করে ছয়টি ছোট বড় প্যাকেট ভর্তি এক কেজি ৬৩৫ গ্রাম স্বর্ণের গহনা ও চোরাচালান কাজে ব্যবহারের আর টি আর ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা-চুয়াডাঙ্গা বাইপাস সড়কের দামুড়হুদা লোকনাথপুর গ্রামের একটি আমবাগানে অ্যাম্বুস করা হয়। এ সময় মোটরসাইকেলে একজন ব্যাক্তি পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাকে তাড়িয়ে আটক করা হয়।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও পরিদর্শন) মো: নাজিম উদ্দিন আল আজাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আটক ব্যাক্তিকে মামলাসহ দামুড়হুদা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্নালংকার ট্রেজারিতে পাঠানো হয়েছে।




মেহেরপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উঠান বৈঠক

নারীর ক্ষমতায়ন ও জীবনযাত্রার মনোনয়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের সুবিধাভোগী মহিলাদের সমন্বয়ে মেহেরপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা প্রতিপাদ্যে” বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বামন পাড়ায় সিডিপি কার্যালয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত উঠান বৈঠককে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া,সিডিপি
সমন্বয়কারী জন প্রবঞ্জন বিশ্বাস,রজনী মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী রোজিনা খাতুন,পূর্ণভবা মহিলা কল্যাণ সমিতির সাধারন সম্পাদিকা
জান্নাতুল আরা লিনা,নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী সুফিয়া আক্তার জামিলা বক্তব্য রাখেন।

ট্রেড প্রশিক্ষক মীর দানীয়েল হোসেনের সঞ্চালনায় এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সমিতির সভানেত্রীবৃন্দ,উপকারভোগী ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

পরে “নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ” এই প্রতিবাদে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।