দর্শনা দক্ষিনচাঁদপুর গ্রাম থেকে মোটরসাইকেল চুরি

চুয়াডাঙ্গার দর্শনায় দক্ষিনচাঁদপুর গ্রাম থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। আজ শুক্রবার দুপুরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দর্শনা থানায় একটি সাধারন ডাইরি করছে তারেক আহম্মেদ।

অভিযোগ সুত্রে জানাযায় দর্শনা পৌরসভার দক্ষিনচাঁদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে তারেক আহম্মেদ ১৫০ সিসির পালসার মোটরসাইকেল যার ডিজিটাল নাং চুয়াডাঙ্গা ল ১১-৬৮৪৪ বাড়ির সামনে রিলিংয়ের ভিতর রেখে নামাজ পড়তে যায়।নামাজ পড়ে এসে দেখে তার ব্যাবহারকৃত মোটরসাইকেলটি আর নাই। পরে অনেক খুঁজাখুঁজি করে মোটরসাইকেলটির আর সন্ধান মেলেনি।

দর্শনায় হঠাৎ করে আবারো মোটরসাইকেল চোর চক্র সক্রিয় হয়ে উঠছে।গত ১ মাস আগেও দর্শনা মোহাম্মদপুর থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। কোন উপায়ন্ত না পেয়ে দর্শনা থানায় একটি সাধারন ডাইরি করেছে।

এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার সাহা বলেন মোটরসাইকেল চুরির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি সাধারন ডাইরি হয়েছে।একটি অভিযোগপত্র পাওয়া গেছে।তবে বিষয়টি তদন্ত করে চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশি তৎপরতা চলছে।




অ্যান্ড্রয়েড অটোতে কালার স্কিমে পরিবর্তন

অ্যান্ড্রয়েড অটোতেও এবার কালার স্কিমে পরিবর্তনে নতুন রঙের প্যালেটের মধ্যে সেলফোন, ট্যাবলেট ও ডেস্কটপের গুগল ম্যাপে প্রয়োগ করা হয়েছে, যা এখন অ্যান্ড্রয়েড অটোতে দৃশ্যমান হচ্ছে। আপডেটের পর ম্যাপে উষ্ণ রঙের পরিবর্তে কিছুটা নীলাভ বা ঠাণ্ডা রঙ যুক্ত করা হয়েছে।

এ ছাড়াও গাড়িতে গুগল ম্যাপস ব্যবহার করার সময় অ্যান্ড্রয়েড অ্যাপটিতে শীতল ও গাঢ় রঙে নতুন পরিবর্তন দেখা যাবে।

আপডেটের অংশ হিসেবে পার্ক ও বনের প্রতিনিধিত্ব করতে সবুজ রঙের বদলে ব্যবহার করা হয়েছে মিন্ট রঙ। রাস্তাগুলোকে ধূসর রঙ করা হয়েছে। এমন পরিবর্তন ব্যবহারকারীদের নজর কাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।

নেভিগেশন রুটের নীল লাইন ও ওপরে থাকা তথ্য কার্ডে দিকনির্দেশনাগুলো এখন আপডেট করা রঙের স্কিমের সঙ্গে মিলিয়ে দেখানো হবে। নতুন গুগল ম্যাপস তাদের মানচিত্রকে আরো আধুনিক করার অংশ হিসেবে পরিবর্তন এনেছে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা। তবে অনেকের কাছে এ পরিবর্তন গ্রহণযোগ্যতা পায়নি। উষ্ণ রঙগুলো সাধারণত আরো বেশি ব্যবহারকারীবান্ধব হয়ে থাকে। যে কারণে নতুন ঠাণ্ডা প্যালেট বা নীলাভ রঙ গাড়ির ভেতর ম্যাপ দেখা ব্যবহারকারীর জন্য কষ্টকর হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: গ্যাজেট৩৬০




দামুড়হুদাতে সড়ক দুর্ঘটনায় আহত ২ : একজনকে রাজশাহী রেফার্ড

দামুড়হুদায় বন্ধুর ভাইয়ের বিয়ের ফুল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কোমরপুর ঈদগাহ নামক স্থানে এঘটনা ঘটে।আহতরা হলেন দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের পূর্বপাড়ার আব্দুল মান্নান বিশ্বাসের ছোট ছেলে আইনুর বিশ্বাস(২৪) ও সুলতান আলীর ছোট ছেলে সিফাত হোসেন(১৭)। এর মধ্যে আইনুর বিশ্বাসের অবস্থা আশংকাজনক।

সড়ক দুর্ঘটনায় আহত সিফাত হোসেন জানায়, আমার বড় ভাই শামিম হোসেনের বিবাহ ছিল গতকাল। বরযাত্রীর গাড়ি ও বাসর ঘর সাজানোর জন্য ফুল কিনতে কার্পাসডাঙ্গা বাজারের উদ্দেশ্য দুলাভাই এর মোটরসাইকেল নিয়ে যায়। সাথে ছিল আইনুর বিশ্বাস নিজেই খুব দ্রুত চালাচ্ছিল মোটরসাইকেল, ফুল নিয়ে ফেরার পথে কার্পাসডাঙ্গা-দামুড়হুদা সড়কের কোমরপুর ঈদগাহর কাছাকাছি আসলে ইজিবাইক পাশ কাটিয়ে যায়। হটাৎ অপরদিক থেকে আসা পাওয়ারটিলার এর সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলেই ছিটকে পড়ে যায় দুজন। তারপর ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলি পরে আমার আর কিছু মনে নেই।

এদিকে সড়ক দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন বিয়ের মাইক্রো নিয়ে দুজনকে দ্রুতই দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে দুজনকে। আহত আইনুর বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। মাথায় অতিরিক্ত জখম হওয়ায় জ্ঞান হারিয়ে ফেলে। পুনরায় শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকরা রাজশাহীতে রেফার্ড করেন। এদিকে পরিবারের লোকজন জানান আহত সিফাত হোসেনের অবস্থার উন্নতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে। মারাত্মকভাবে মাথায় জখম হওয়া আইনুর বিশ্বাসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে বলে জানান।




বাংলাদেশের লক্ষ্য এখন ৩ উইকেট

সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে ৩৩২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সেই লক্ষ্য ব্যাট করতে নেমে শুরতেই চাপে পড়ে কিউইরা। তাইজুল ইসলামের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপ সামাল দিতে ব্যর্থ হয় নিউজিল্যান্ড। ৭ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছে সফরকারীরা। শেষ দিনে জয়ের জন্য ৩ উইকেট প্রয়োজন বাংলাদেশের।

গত বছরের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে এই কিউইদেরই টেস্টে হারানোর রোমাঞ্চের বাতাস বইতে শুরু করেছে চা–বাগানে ঘেরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। একবার তো কিউইদের নিজেদের আঙিনায় হারানো হলো। এবার ঘরের মাঠে হারানোর পালা। যেখানে ২০১৬ সালে ইংল্যান্ড ও ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে হারানোর পর বড় দলের বিপক্ষে কোনো জয় পায়নি বাংলাদেশ।

এবার স্মরণীয় টেস্টের অধ্যায়ে ২০২৩ সালের সিলেট টেস্টটাও জায়গা করে নেওয়ার পালা। চতুর্থ ইনিংসে ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দিন শেষ করেছে ৭ উইকেটে ১১৩ রান নিয়ে। জয়ের জন্য আগামীকাল শেষ দিন বাংলাদেশের দরকার ৩ উইকেট, নিউজিল্যান্ডের ২১৯ রান।

লক্ষ্য যখন ৩৩২ রান, টপ অর্ডার থেকে একটা বড় জুটি তো লাগেই। বাংলাদেশ আজ নিউজিল্যান্ডকে সেই জুটি গড়তে দেয়নি। নতুন বল কাজে লাগিয়ে তিন নিউজিল্যান্ড ব্যাটসম্যানকে আউট করে চা-বিরতিতে গিয়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় সেশন শেষে নিউজিল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ৩৭। প্রথম ওভারেই নিউজিল্যান্ড ওপেনার টম ল্যাথামকে আউট করেন শরীফুল ইসলাম। অফ স্টাম্পের বাইরে পিচ করে হালকা মুভমেন্টে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার। কোনো রানই করতে পারেননি ল‍্যাথাম।

পরের উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ৯ ওভার। তাইজুল ইসলাম ইনিংসের দশম ওভারে প্রথম ইনিংসে শতক করা কেইন উইলিয়ামসনকে আউট করেন। দারুণ আর্ম বলে এলবিডব্লিউ করেন অভিজ্ঞ টপ অর্ডার ব‍্যাটসম‍্যানকে। ২৪ বল খেলে ১১ রানে থামে উইলিয়ামসনের ইনিংস। এ নিয়ে টেস্ট ক্রিকেটে তৃতীয়বার উইলিয়ামসনের বিপক্ষে বল করে তিনবারই তাঁর উইকেট নিলেন তাইজুল।

পরের উইকেটটি নেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ১৩তম ওভারে মিরাজ বল শুরুর আগে মুশফিকুর রহিমের পরামর্শে ডিপ ফাইন লেগে থাকা নাঈম হাসানকে শর্ট ফাইন লেগে আসতে বলেন অধিনায়ক নাজমুল হোসেন। ওভারের চতুর্থ বলে ঠিক সেই জায়গাতেই ক্যাচ দেন হেনরি নিকোলস। ভালো জায়গা থেকে ফ্লাইট দেওয়া বলে সুইপ করতে গিয়ে নিকোলস ধরা পড়েন। তিনি করেন ২ রান।

দিনের শেষ সেশনের শুরুতে আরও একবার নিউজিল্যান্ড ব্যাটিংয়ে আঘাত হানেন তাইজুল। মিরাজের সঙ্গে তাইজুলের যুগলবন্দীতে স্বাচ্ছন্দ্যে খেলতে পারছিলেন না ডেভন কনওয়ে। সুইপ, রিভার্স সুইপ খেলে চাপ সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত ২৪তম ওভারে তাইজুলের বল মিড-অফের দিকে ব্লক করতে গিয়ে ব‍্যাটের কানা ছুঁয়ে প‍্যাডে লেগে যায় শর্ট লেগে থাকা শাহাদাতের হাতে। আউট হওয়ার আগে ৭৬ বলে তিন চারে কনওয়ে করেন ২২ রান।

টম ব্লান্ডেলের ইনিংসও বড় হতে দেননি তাইজুল। ২৮তম ওভারে তাইজুলের মিডল স্টাম্প থেকে নিখুঁত টার্ন ও বাড়তি বাউন্সে বেরিয়ে যাওয়া বলটি খেলতে গিয়ে তালগোল পাকিয়ে বসেন ব্লান্ডেল। সামনের পায়ে খেলার বল পেছনের পায়ে খেলতে গিয়ে ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল জমা পড়ে নুরুল হাসানের গ্লাভসে। ১৬ বল স্থায়ী ইনিংস থামে ৬ রানে। মাত্র ৬০ রানে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তখন বড় বিপদে।

ড্যারেল মিচেল আক্রমণাত্মক ব্যাটিংয়ে বিপদ কাটানোর চেষ্টা করেন। কিন্তু হতে দেননি আরেক স্পিনার নাঈম হাসান। গ্লেন ফিলিপসকে অফ স্টাম্পের অনেক বাইরে থেকে টার্ন করে ভেতরে আসা বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাঈম। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে ফিলিপসকে ড্রেসিংরুমে ফেরায় বাংলাদেশ।

জয়ের জন্য বাংলাদেশের তখন দরকার আরও ৪ উইকেট। তাইজুল সংখ্যাটাকে ৩-এ নামিয়ে আনেন ৪৪তম ওভারে। ৯ রান করা কাইল জেমিসনকে আর্ম বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ৭ রান করা ইশ সোধিকে নিয়ে দিনের বাকি সময়টা পার করেন মিচেল। ৮৬ বল খেলে মিচেল অপরাজিত ৪৪ রানে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও এখন পর্যন্ত ৪ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম।

এর আগে প্রথম সেশনে ৩ উইকেটে ২১২ রান করা বাংলাদেশ অলআউট হয় ৩৩৮ রানে। নাজমুলের ১০৫ রানের পর অর্ধশত করেছেন মুশফিকুর রহিম (৬৭) ও মেহেদী হাসান মিরাজ (৫০*)। নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন এজাজ প্যাটেল।




ঝিনাইদহে জাতীয় পার্টির প্রার্থীর সংবাদ সম্মেলন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত মাহফুজুর রহমান।

শুক্রবার (১ডিসেম্বর) সকালে এ উপলক্ষে ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় তার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে দলটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাহফুজুর রহমান সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে ঝিনাইদহ ও হরিণাকুন্ডুবাসীকে জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।




মেহেরপুরের কলাইডাঙ্গায় পুকুরে ডুবে নিভে গেলো শিশুর জীবন প্রদীপ 

মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামে বাড়ীর পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে সাইমন (২) নামের এক শিশুর নিভে গেলো জীবন প্রদীপ ।
শুক্রবার সকাল আটটার দিকে শিশুটির বাড়ীর অদূরবর্তী একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। সাইমন কলাইডাঙ্গা পশ্চিম পাড়ার  দিনমজুর হাসান আলীর একমাত্র পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ীর আঙ্গিনায়  খেলা করছিল শিশু সাইমন।  হঠাৎ করেই তাকে খুঁজে পাওয়া  যাচ্ছিল না। তারপর শুরু হয় খোঁজাখুঁজি।  একপর্যায়ে বাড়ির অদূরে মুকুল মেম্বারের একটি অরক্ষিত পুকুরে তার ভাসমান দেহটি দেখতে পেয়ে প্রতিবেশীরা উদ্ধার করে। পরে ২৫০ শয্যা  মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু সাইমনের মরদেহ বাড়ীতে আসলে পরিবার পরিজন আত্নীয় স্বজনের কান্নার রোল পড়ে যায়। ফুটফুটে  মাছুম বাচ্চার মুখটি একনজর দেখার জন্য ভীড় করে স্বজন ও প্রতিবেশীরা।
প্রতিবেশীরা বলেন, পুকুরটি ঘেরা থাকলে বাচ্চাটির এমন করুণ মৃত্যু হতো না। বাড়ীর কাছ থেকে মাত্র ১৫-২০ গজ দুরে পুকুর টি এভাবে অরক্ষিত অবস্থায় রাখা ঠিক হয়নি। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল পিতা হাসান আলী ও মা প্রিয়া খাতুন। দাদা সিরাজুল ইসলাম বলেন, এভাবে আমাদের একমাত্র বুকের ধন হারিয়ে যাবে স্বপ্নেও ভাবিনি। বাদ জুম্মা জানাজা নামাজ শেষে গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



বদলি হতে যাচ্ছেন মেহেরপুর সদর ও মুজিবনগর থানার ওসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব থানার ওসিকে বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার ইসি সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে যেসব থানার ওসিরা বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় আছেন, তাদের অন্য জেলায় বা অন্য কোনো থানায় পর্যায়ক্রমে বদলির নির্দেশ দিয়েছে কমিশন। এ হিসেবে মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বদলি হতে যাচ্ছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে ইসি আগামী ৫ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।




জীবননগরে আ.লীগের স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে চুয়াডাঙ্গা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইজন মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল মল্লিক ও জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা।

গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল চারটার দিকে জীবননগর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। এসময় জীবননগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজর আহমেদ উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিকের মনোনয়নপত্র জমা দেয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন,খলিলুর রহমান,আঃ খাজা।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক মোল্লার মনোনয়নপত্র জমা দেয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন,সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, সীমান্ত ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিকাইল ইসলাম পারুল প্রমুখ।




মেহেরপুরে নৌকা প্রার্থী ফরহাদ হোসেনের মনোনয়ন দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর ১ আসনে নৌকা প্রার্থী ফরহাদ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রিটারিং অফিসার শামীম হাসানের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পিপি পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, ইউপি চেয়ারম্যান আমান হোসেন মিলু, মোঃ শাহ্ জামান,মোঃ সেলিম রেজা, রওশন আলী টোকন,মোঃ আয়ুব হোসেন, মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের মনোনয়ন দাখিল

মেহেরপুর ১ সংসদীয় আসনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান।

আজ বৃহস্পতিবার (৩০ শে নভেম্বর) দুপুর ৩ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রিটারিং অফিসার শামীম হাসানের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, সহ সভাপতি আব্দুল মান্নান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এম এ এস ইমন, জেলা আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান চাদু  ও যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ।