মেহেরপুর জেলা জামায়াতের আমির গ্রেফতার

মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খানকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার বিকাল সোয়া ৪টার দিকে মুজিবনগর উপজেলার গৌরিনগর থেকে মুজিবনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মাওলানা তাজ উদ্দিন খান মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদরাসার সিনিয়র মৌলভি শিক্ষক। তিনি বল্লবপুর গ্রামের মৃত আবুল হোসেন খান এর ছেলে।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, বিশেষ ক্ষমতা আইনে জেলা জামায়াতের আমি তাজ উদ্দিন খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অনেকগুলো মামলা চলমান রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।




কুষ্টিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ার মিরপুরে বাইসাইকেলে করে প্রাইভেট পড়তে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় সিয়াম আহমেদ পমন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার সকালে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের বহলবাড়ীয়া সাতমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম আহমেদ পমন মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামের মিজানুর রহমান মিলনের ছেলে।

ঘটনাস্থল থেকে স্থানীয় জাসদ নেতা সাইদুর রহমান মন্টু বলেন, নিহতের বাবা মিলন মিরপুর উপজেলা যুবলীগের সহসভাপতি। তার একমাত্র ছেলে পমন সেখানকার বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সামনে এসএসসি পরীক্ষা তাই প্রতিদিনের মতো বহলবাড়িয়া বাজারে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যাওয়ার পথে সাতমাইল মোড়ের ওপর সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন পমন। এমন সময় পিছন দিক থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে পড়ে যায় পমন।




হাফ সেঞ্চুরিতে ঐশ্বরিয়া

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্মদিন আজ। জীবনের হাফ সেঞ্চুরিতে পা রাখলেন তিনি। ১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন সাবেক এই বিশ্বসুন্দরী ।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বরিয়া রাই এর জন্ম কর্ণাটকে হলেও তিনি বেড়ে উঠেছেন মুম্বাইতেই। ঐশ্বরিয়া ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট অর্জন করেছিলেন। এর অনেক আগে থেকেই টেলিভিশনে বিজ্ঞাপনের কাজ করতেন তিনি। ১৯৯৩ সালে আমির খানের সঙ্গে পেপসির বিজ্ঞাপনের মাধ্যমে লাইমলাইটে আসেন এই বলিউড অভিনেত্রী। ঐশ্বরিয়ার সিনেমা ক্যারিয়ার শুরু হয় ১৯৯৭ সালে মণিরত্নমের তামিল ছবি ‘ইরুভার’ এর মধ্য দিয়ে।

১৯৯৯ সালে সঞ্জয়লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির নন্দিনী চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন ঐশ্বরিয়া। একই বছর সুভাষ ঘাইয়ের ‘তাল’ ছবিটিও তাকে প্রশংসা, জনপ্রিয়তা এনে দেয়। এরপর তাকে দেখা গেছে ‘দেবদাস’, ‘গুরু’, ‘ধুম ২’, ‘যোধা আকবর’, ‘চোখের বালি’, ‘এনথিরাম’, ‘গুজারিশ’, ‘পন্নিয়িন সেলভান’র মতো দর্শকপ্রিয় ও প্রশংসিত সিনেমায়।

বিখ্যাত কান উৎসব যেন ঐশ্বরিয়ার দ্বিতীয় বাড়ি! নিয়ম করে প্রতি বছরই তার ডাক আসে সেখানে। তিনিও মুগ্ধতা ছড়াতে হাজির হন চোখ ধাঁধানো সাজে। টানা দুই দশকের বেশি সময় ধরে তিনি কান উৎসবের লাল গালিচায় হেঁটে বেড়াচ্ছেন!

পর্দায় জুটি বাঁধার পর বাস্তব জীবনেও প্রেমে জড়িয়ে পড়েন ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন। এরপর ২০০৭ সালের ২০ এপ্রিল তারা বিয়ে করেন। ২০১১ সালে অভিষেক-ঐশ্বরিয়ার ঘর আলো করে জন্ম নেয় সন্তান আরাধ্য। দাম্পত্য জীবনের দীর্ঘ সময় নিয়ে ঐশ্বরিয়া একদা বলেছেন, ‘এই জার্নিটা যেন চোখের পলকের মতো। এটা অসধারণ একটা সময়, যেটা খুব দ্রুত বয়ে যাচ্ছে।’

তারকা জীবনের বাইরে ঐশ্বরিয়া একজন আদর্শ মা হিসেবেও পরিচিত। কন্যা আরাধ্যের জন্য তার ত্যাগ, ভালোবাসা কম-বেশি সবার জানা। জন্মের পর থেকে প্রায় সার্বক্ষণিক কন্যাকে নিজের সঙ্গে রাখেন অ্যাশ। মাতৃত্ব ও কন্যাকে নিয়ে একবার তিনি বলেছেন, ‘আমি তার শাসক হতে চাই না। আমি চাই একজন মা হতে, যেটা আমি প্রতি দিন একটু একটু করে আবিষ্কার করছি। আমি শুধু তাকে খুশি, সুস্থ আর নিরাপদ দেখতে চাই। সে এমন একজন মানুষ হয়ে উঠুক, যে নিজেকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে।’

অভিনয়ের জন্য এ পর্যন্ত প্রায় দেড়শ পুরস্কার পেয়েছেন ঐশ্বরিয়া। এর মধ্যে রয়েছে ২০০৯ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী, একই বছর ফিল্মফেয়ার থেকে ‘মোস্ট বিউটিফুল পিপল’ সম্মাননা। ২০০০ সালে তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ‘সর্বকালের সেরা সুন্দরী’র খেতাবও জিতেছেন। এছাড়া একই প্রতিষ্ঠান থেকে ২০১৪ সালে তিনি ‘সবচেয়ে সফল মিস ওয়ার্ল্ড’ হিসেবেও সম্মানিত করা হয়। সেরা অভিনেত্রী হিসেবে দুইবার ফিল্মফেয়ার, ছয়বার আইফা, ছয়বার স্ক্রিন অ্যাওয়ার্ডসসহ বহু পুরস্কার পেয়েছেন বচ্চনবধূ।
ঐশ্বরিয়ার হাফ সেঞ্চুরি




মুজিবনগরে বিজন হত্যাকান্ডে জড়িত ৩ আসামিকে কারাগারে প্রেরণ

ইজিবাইক চালক বিজন মোল্লা হত্যাকান্ডে জড়িত সন্দেহে আটক ৩ জনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আদালত জবানবন্দী গ্রহন করে তাদের কারাগারে প্রেরণের করে।

আজ বুধবার (১লা নভেম্বর) দুপুরে মুজিবনগর থানা থেকে তাদের আদালতে প্রেরণ করা হয়। তারা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার পর তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে মেহেরপুর জেলা গয়েন্দা পুলিশ ও মুজিবনগর থানা পুলিশের সমন্বিত একটি দল হত্যাকাণ্ডে সম্প্রিক্ততার প্রাথমিক তথ্যপ্রমাণ পেয়ে প্রযুক্তি ব্যবহার করে ঢাকার মিরপুর থেকে গত ৩০ অক্টোবর দিবাগত রাতে আসামী সোহেল রানা(৩৮),শাকিল শেখ(২৪) ও ডালিম(২০) কে গ্রেফতার করে মেহেরপুর নিয়ে আসে।

উল্লেখ্য গত ২৯ অক্টোবর রবিবার রাতে মোনাখালী ইউনিয়নের মুড়িতলা মাঠ থেকে ইজিবাইক চালক বিজনের (২৬) অরর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর পরিবারের অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে জেলা পুলিশ আসামীদের সনাক্ত ও আটক করতে সক্ষম হয়।

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল বলেন, আটককৃত আসামীরা হত্যাকান্ডের সম্পৃক্ততার কথা স্বাকীর করেছে। তাদের আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।




ভিডিও হাইলাইটের নতুন ফিচার গুগল ফটোজে

গুগল ফটোসে পুরনো অনেক ছবি অনলাইনে জমা রাখা যায়। শুধু সংরক্ষণই এই অ্যাপের বা ক্লাউডের কাজ নয়। গুগল ফটোজে এডিটিং ফিচারও কিন্তু কম নেই। তারপরও সোশ্যাল মিডিয়া রেডি ভিডিও আপলোড করার সুবিধা এতদিন এই অ্যাপে ছিল না। তবে এখন থেকে আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য একটি হাইলাইট তৈরি করতে পারবেন।

অনেকেই নিজেদের সোশ্যাল মিডিয়া ফিডের জন্য দ্রুত একটি হাইলাইট ভিডিও তৈরি করতে চান। কিন্তু ফোনে অসংখ্য ফটো এবং ভিডিও থাকে, যার মধ্যে থেকে সেরাটা বেছে নিতে অনেক সময় লাগতে পারে। এর ফলে অনেকেই একটি হাইলাইট ভিডিও তৈরি করতে চাইলেও, তা করা হয়ে ওঠে না।

গুগল ফটোসের নতুন এআই-চালিত ফিচারগুলো ব্যবহারকারীদের দ্রুত হাইলাইট ভিডিও তৈরি করতে সাহায্য করবে এবং এটির জন্য খুবই কম সময় লাগবে। এখন যেকোনো একটি ইভেন্ট বা একটি কার্যকলাপের দ্রুত সংক্ষিপ্ত বিবরণ দিয়ে একটি ভিডিও তৈরি করতে পারবেন। গুগল আপনার বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে এমনসব ছবি আপনার গুগল ফটোস থেকে বের করে হাইলাইটস তৈরি করে দেবে। তবে আপাতত এই ফিচার এখনই ফোনে এই সুবিধা দেওয়া হবে না। ফিচারটি অবশ্য আস্তে আস্তে ফোনে আসবে।

সূত্র: ইত্তেফাক




ইডেনে ফিলিস্তিনের পতাকা উড়ানোয় আটক ৪

ইজারায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয়। যা পুরো বিশ্বের কার কাছে অজানা নয়। এইবার ফিলিস্তিনের পতাকা হাতে দেখা গিয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে। ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করায় ৪ যুবকে আটক করেছে কলকাতার পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। জানা গেছে, এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢোকার গেটেই ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় সেই চার যুবককে। পরে ম্যাচ চলাকালীন সময় স্টেডিয়ামে সেই পতাকা উড়িয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন তারা। সেই অভিযোগে আটক করা হয় তাদের।

স্থানীয় পুলিশ জানিয়েছে, চার জনের দুইজনকে ছয় নম্বর গেটের কাছ থেকে ফিলিস্তিনের পতাকা-সহ আটক করা হয়। বাকি দুই জনকে আটক করা হয় জি-১ ব্লক থেকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশ জানিয়েছে চারজনের বয়সই ২০ বছরের আশেপাশে। ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধে হামাসকে সমর্থন করতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচকে বেছে নেয় তারা।

স্থানীয় পুলিশের ডিসি প্রিয়ব্রত রায়ের সঙ্গে আলাপকালে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘তাদের উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ।’

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরের মোনাখালীতে জাতীয় যুব দিবস পালিত

পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর উদ্যোগে ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে মোনাখালী ইউনিয়নে জাতীয় যুব দিবস-২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।

আজ বুধবার (০১ নভেম্বর) মোনাখালী সমৃদ্ধি শাখা অফিসে জাতীয় যুব দিবস-২০২৩ পালন উপলেক্ষ আলোচনা সভা করা হয়।

উক্ত আলোচনা সভা উপস্থিত ছিলেন মোনাখালী সমৃদ্ধি শাখার কর্মসূচী সমন্বয়কারী মোহাঃ হাসানুজ্জামান, ইউনিয়ন যুব কমিটির সভাপতি আক্তারুজ্জামান, ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচীর স্বাস্থ্য কর্মকর্তাগন, সমাজ উন্নয়ন কর্মকর্তা এবং উক্ত ইউনিয়নের যুবগণ।

উক্ত আলোচনা সভায় মোনাখালী ইউনিয়নের যুবদের উদ্যোক্তা হয়ে বাংলাদেশ গড়ার জন্য করণীয় বিষয়ে ২ দিন ব্যাপী মোট ২০০ জন যুবকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী যুব গড়ার উদ্দ্যোগ গ্রহন করা হয়।




মেহেরপুর বিচার বিভাগে বদলিজনিত শূন্য পদে তিন বিচারকের যোগদান

সম্প্রতি বদলেজনিত কারণে মেহেরপুর বিচার বিভাগের জেলা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শূন্য হওয়া তিনটি পদে নতুন তিনজন বিচারক যোগদান করেছেন।

গতকাল মঙ্গলবার মেহেরপুর জেলা জজ আদালতে সিনিয়র সহকারী জজ হিসেবে বিচারক নাহিদ হোসেন এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক হিসেবে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল-আমিন ও জাহিদুর রহমান যোগদান করেছেন।

গতকাল মঙ্গলবার জেলা জজ আদালতে জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে নব যোগদান কৃত তিন বিচারককে বরণ করে নেয়া হয়। অতঃপর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদালতে যোগদান কৃত দুই জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ফুল দিয়ে বরণ করে নেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক।




২৪ ঘন্টায় মেহেরপুরে বিএনপির ১০ নেতাকর্মী গ্রেফতার

বিএনপির ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিন অনেকটা নিরুত্তাপ কেটেছে। দোকানপাট ও স্থানীয় যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে। তবে দুরপাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি। এদিকে নাশকতা ঠেকাতে মেহেরপুর জেলা পুলিশ গত ২৪ ঘস্টায় বিশেষ অভিযান পরিচালনা করে তিন উপজেলা থেকে বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সদর থানা ৪ জন, গাংনী থানা ৫ জন এবং মুজিবনগর থানা একজনকে আটক করেছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশে তিন থানার ওসির নেতৃত্বে পুলিশের একাধিক টিম মঙ্গলবার দিনব্যাপী জেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

এসময় বিশেষ ক্ষমতা আইনে সদর থানা পুলিশ কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: শামীম হোসেন (৪৫), মুজিবনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম (৩৬), বিএনপি কর্মী মো: এনামুল হক (৫৫), কুতুবপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতিমো: তুহিন হোসেন (৪০)। গাংনী থানা পুলিশ সাহারবাটি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আসমাউল হুসনা(২৮), রায়পুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান (৫০), ওয়ার্ড যুবদলের সভাপতি জামাল হোসেন (৪৫), জুমাত আলী(৫০), সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি,গাংনী পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো: এডাম সুমন(৪০), মুজিবনগর থানা পুলিশ মহাজনপুর ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সাব্দার আলী(৫৪)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিনিধি

বিএনপির ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিন অনেকটা নিরুত্তাপ কেটেছে। দোকানপাট ও স্থানীয় যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে। তবে দুরপাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি। এদিকে নাশকতা ঠেকাতে মেহেরপুর জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তিন উপজেলা থেকে বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সদর থানা ৪ জন, গাংনী থানা ৫ জন এবং মুজিবনগর থানা একজনকে আটক করেছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশে তিন থানার ওসির নেতৃত্বে পুলিশের একাধিক টিম মঙ্গলবার দিনব্যাপী জেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

এসময় বিশেষ ক্ষমতা আইনে সদর থানা পুলিশ কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: শামীম হোসেন (৪৫), মুজিবনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম (৩৬), বিএনপি কর্মী মো: এনামুল হক (৫৫), কুতুবপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতিমো: তুহিন হোসেন (৪০)। গাংনী থানা পুলিশ সাহারবাটি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আসমাউল হুসনা(২৮), রায়পুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান (৫০), ওয়ার্ড যুবদলের সভাপতি জামাল হোসেন (৪৫), জুমাত আলী(৫০), সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি,গাংনী পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো: এডাম সুমন(৪০), মুজিবনগর থানা পুলিশ মহাজনপুর ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সাব্দার আলী(৫৪)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




চুয়াডাঙ্গায় যুব মহিলা লীগের অবস্থান কর্মসূচি

চুয়াডাঙ্গায় যুব মহিলা লীগের সভাপতি আফরোজ পারভিনের নেতৃত্বে বিএনপি- জামায়াতের অবরোধের নাশকত ঠেকাতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার সময় থেকে যুব মহিলা লীগের নেতা-কর্মীদের নিয়ে বিএনপি জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি বানচাল করা ও সাধারণ জনগণের সাধারণ ভাবে জীবন যাপন উৎসাহিত করার জন্য ভ্যান যোগে চুয়াডাঙ্গা জেলার বড় বাজার হাসান চত্বর কোর্ট মোড় একাডেমি মোড় কেদারগঞ্জ বাস টার্মিনাল এলাকায় শো- ডাউন ও অবস্থা কর্মসূচি পালন করতে দেখা যায় জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দের।

এ সময় চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন এবং অবস্থান নেওয়া নেতা-কর্মীরা জানান, বিএনপি- জামায়াত নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। সতর্ক পাহারায় আছি। মানুষের মাঝে অবরোধ কর্মসূচির ভয় না পেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে উৎসাহিত করছি। বিএনপির-জামায়াত যদি কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাই তাহলে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের পক্ষে থেকে শক্ত হাতে প্রতিহত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিজা খাতুন ,সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি-কাজলী আক্তার , সাংগঠনিক সম্পাদক সপ্না খাতুন চিনি, দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহেদা খাতুন ,আলমডাঙ্গা উপজেলার যুব মহিলা লীগের সভাপতি মনিরা খাতুন,সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, পূর্ণিমা হালদার, চুয়াডাঙ্গা পৌর ৯নং ওয়ার্ড সভাপতি-আরজিনা খাতুন, সাধারণ সম্পাদক বেবি, সাংগাঠনিক সম্পাদক মিতা রানী, ৬ নং ওয়ার্ড সভাপতি রুপালি, সাধারণ সম্পাদক ফাহিমা, ২নং ওয়ার্ড কমিটির অর্থ সম্পাদক শিউলি খাতুন,মিমি খাতুন, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ রাতুল, সাকিব শেখ , মাহফুজ, আকাশ,কুতুব, রিপন,শাওন, সিফাত,জিরান,সেজান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।