গাংনীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ

মেহেরপুরের গাংনীতে ‘বিকল্প পন্থায় বিরোধ নিষ্পত্তি ও ছাগল পালন প্রকল্প’ এর আওতায় বিনামূল্যে ছাগল(ছাগী) বিতরণ করেছে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি।

মঙ্গলবার বিকেলে সংস্থার প্রধান কার্যালয়ে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি ছাগল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ছাগল বিতরণ প্রকল্পের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,সহকারি কমিশনার(ভূমি) নাদির হোসেন শামীম ও ভেটেরিনারি সার্জন ডাক্তার আরিফুল ইসলাম। সংস্থার পরিচালক কামরুজ্জামানের সঞ্চালিত অনুষ্ঠানে সংস্থার নানা কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মুহাঃ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ রমজান আলী। এসময় পারিবারিক বিরোধ নিষ্পত্তি হওয়া অলিনগর গ্রামের কনিকা খাতুন ও চৌগাছা গ্রামর মমতা খাতুন মাত্র ১০০ টাকায় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি’র কাছে বিচার চেয়ে সংসার ফিরে পাওয়ার গল্প শোনান।

আলোচনা শেষে ১৫জন উপকারভোগীদের মাঝে ছাগল (ছাগী)বিতরণ করা হয়। সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ছাগল পালন ও বিনামূল্যে ছাগল বিতরণ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে সকলের কাছে আহবান রাখেন বক্তারা।




কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি,সম্পাদকসহ গ্রেপ্তার ৪

বিএনপির মহাসমাবেশে হামলা এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন কুষ্টিয়ায় চলছে।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর ৬টা থেকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এরফলে দূর পাল্লার যাত্রীবাহি পরিবহন বন্ধ রয়েছে। যাত্রীদের ভোগান্তী বেড়েছে চরমে। তারা ইজিবাইক ও সিএনজিতে চলাচল করছে।

দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় কিছুটা বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। অধিক ভাড়া দিয়ে সিএনজি বা অন্যান্য পরিবহনে উপজেলা শহরগুলোতে যাতায়াত করতে দেখা গেছে অফিসগামী লোকজন সহ সাধারণ যাত্রীদের।

এদিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য, আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ও জেলা যুবদলের সহসভাপতি মেজবাউর রহমানকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে শহরের আলফামোড় এলাকার নিজ বাড়ি থেকে কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিনকে একটি মাইক্রোবাসে করে নিয়ে যান জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

একই সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ ও জেলা যুবদলের সহসভাপতি মেজবাউর রহমানকে জেলা বিএনপি কার্যালয় থেকে আটক করে নিয়ে যায় সদর মডেল থানার পুলিশ। এছাড়াও দৌলতপুর থেকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য, আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাকে আটক করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও মেজবাউর রহমানকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিএনপির অবরোধ কর্মসূচিতে নাশকতার প্রস্তুতিকালে হাত বোমা,লোহার রড লাঠিসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই দুই নেতার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলাও রয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জানতে চাইলে পারে জানানো হবে বলে জানান ওসি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনের বাড়ির তত্ত্বাবধায়ক আবদুল আলিম সাংবাদিকদের বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে সাদাপোশাকধারী দু-তিনজন পুলিশ সদস্য এসে খোঁজখবর নেন। এরপর ওপরে উঠে সাহেবের কক্ষে যান। স্যারকে জানালে স্যার বেরিয়ে আসেন। ওই সময় ডিবি সদস্যরা রুম এবং পুরো বাড়ি তল্লাশি চালান।’

দুপুর পৌনে ১২টার দিকে ডিবি পুলিশের সদস্যরা সোহরাব উদ্দিনকে বাড়ি থেকে বের করে একটি মাইক্রোবাসে করে কুষ্টিয়া শহরে পুলিশ লাইনসের দিকে নিয়ে যান। এ সময় হাস্যোজ্জ্বল মুখে হাত নাড়েন সোহরাব।

এরআগে রোববার দুপুরে কুষ্টিয়ায় বিএনপির ২১৬ নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

গত রোববার দুপুরে মামলাটি করেন কুষ্টিয়া সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিপংকর কুমার দেবনাথ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার রাত সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোডের সিঙ্গার মোড়ে বিএনপির মহাসমাবেশের সমর্থনে নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় বেশ কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য সমবেত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৭০ থেকে ২২০ জন উচ্ছৃঙ্খল নেতা-কর্মী দৌড়ে পালিয়ে যান। এ সময় পুলিশ পাঁচজনকে হাতেনাতে আটক করে। ঘটনাস্থল থেকে পুলিশ ৪টি অবিস্ফোরিত ককটেল, ১৪টি বাঁশের লাঠি, ৯টি লোহার রড ও ৪০টি ইটের টুকরা উদ্ধার করে।

পুলিশের করা এই মামলার আসামিরা হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মইদ (৫৩), শামিমুল হাসান (৫২), সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম (৫২), জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজ্জাকির রহমান (২৯), সদস্যসচিব খন্দকার তসলিম উদ্দিন (৩৩), জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (৫১), জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল হাকিম (৪০), সাধারণ সম্পাদক আবু সাঈদ (৪০), শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিন (৪৫), জেলা কৃষক দলের বহিষ্কৃত আহ্বায়ক আরিফুল ইসলাম (৪২) ও ভারপ্রাপ্ত আহ্বায়ক আমজাদ হোসেন (৪২)।




গাংনীতে পিএসকেএসের উদ্যোগে ২৫ জন উপকারভোগীর মাঝে উপকরণ বিতরণ

পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস)-এর সমন্বিত কৃষি ইউনিট এর কৃষি খাতের আওতায় নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে গাংনী শাখার ভাটপাড়া গ্রামের ২৫ জন উপকারভোগীর মাঝে উপকরণ বিতরণ করা হয় ।

বিতরণকৃত উপকরণ সমূহের মধ্যে ছিল- স্পিডো লিউর, কিউ লিউর, বিএসএফবি লিউর, যা বিভিন্ন ফসলের পোকামাকড় দমনের জন্য ব্যবহ্রত হয় যেমন, লাউ, কুমড়া, শসা, ফুলকপি, বেগুন ঝিঙ্গা,বরবটি ইত্যাদি। পাশাপাশি উপকারভোগীদেরকে উক্ত উপকরন প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্যসহ কিভাবে এর রক্ষণাবেক্ষন করতে হবে সে সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়।

উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন পিএসকেএস এর সমন্বিত কৃষি ইউনিটের সকল কর্মকর্তাগন ।




যেসব খাবারে খিদে বাড়ায়

কিছু খাবার আছে যা আপনার ক্ষুধাপ্রবণতা দেয় অনেক অনেক বাড়িয়ে৷ খাই খাই প্রবণতা বাড়ানোর ক্ষেত্রে এই কিছু খাবার অনেক প্রভাব রাখে। যদিও আমাদের অনেকেরই জানা নেই এই খাবারগুলো আসলে কতটা প্রভাব ফেলে। প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট ও চিনিযুক্ত খাবার খেলে এই অনুভূতি বেশি কাজ করে। কোন কোন খাবারে এমন প্রবণতা কাজ করে চলুন জেনে নেই:

পেস্ট্রি
পেস্ট্রি সবারই পছন্দের ট্রিট৷ আর এই খাবারটি আপনার খাই খাই স্বভাব অনেক বাড়িয়ে দেয়। পেস্ট্রিতে ফাইবার ও প্রোটিন তেমন থাকে না। তাই রক্তে শর্করার মাত্রা যায় বেড়ে। দ্রুত পেটে হজম হয়ে আবার খিদে বাড়ায়।

প্রসেসড দই
কম ননীওয়ালা দইয়ে আলাদা মিষ্টি দেওয়া হয়। ফলে শরীরে ওজন বাড়ার পাশাপাশি বারবার খাওয়ার প্রবণতা বাড়ায়। এক্ষেত্রে টক দই খাওয়াই ভালো। টক দইয়ে প্রোটিন আছে আর আছে প্রাকৃতিক চিনি।

আলুর চিপস
এটা অবশ্য অনেকেরই জানা। আলুর চিপস লালাগ্রন্থির লালা নিঃসরণ বাড়ায়। তখন অনেক কিছুই খেতে ইচ্ছে হয়। অনেক সময় আলুর চিপস খিদে নষ্ট করে। তবে খাওয়ার প্রবণতা জাগায় রাখে।

সূত্র: ইত্তেফাক




কোটচাঁদপুরে ফলন্ত ৫ হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে,দূর্বত্তরা

কোটচাঁদপুরে বর্গা চাষির ফলন্ত ৫ হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছেন,দূর্বত্তরা। এতে করে ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন চাষি আলমগীর হোসেন।গতকাল সোমবার (৩০-১০-২৩) রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর পৌরসভাধীন বড়বামনদহ মাঠে।

জানা যায়,কোটচাঁদপুর বড়বামনদহ গ্রামের বর্গা চাষি আলমগীর হোসেন। তিনি ওই গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। নিজের কোন জমি নাই তাঁঁর। দীর্ঘদিন ধরে পরের জমি বর্গা নিয়ে চাষ করে থাকেন। ওই মাঠে চাষি আলমগীর হোসেনের ড্রাগন সহ ১০ বিগা জমি বর্গা নেয়া। বাকি জমিতে আম বাগান করেছেন তিনি।

গতকাল সোমবার রাতে দূর্বৃত্তরা তাঁর ২৫ কাঠা জমির ৫ হাজার ড্রাগন গাছ কেটে সাবাড় করেছেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছেন,বলে জানিয়েছেন চাষি আলমগীর হোসেন। আমার জানা মতে কোন শত্রু নাই। তবে অনেক মানুষের কাছে সারের টাকা পাবো। সেটা নিয়ে হয়তো কেউ অখুশি থাকতে পারে।

তিনি বলেন, ড্রাগন গাছ লাগানো থেকে আজ পর্যন্ত ৮ লাখ টাকা ব্যয় হয়েছে। বর্তমানে প্রতিটি গাছে ফল ঝুলছে। ওই ফল বিক্রি করলে প্রায় সাড়ে ৩ লাখ টাকা হত। সব মিলিয়ে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, ওই চাষি।

চাষি টিপু সুলতান (টিপু) বলেন,আলমগীর ভাইয়ের নিজস্ব কোন জমি নাই। ভাগে বর্গে জমি নিয়ে চাষ করেন। ওই জমিটিও লিজ নিয়ে ড্রাগন চাষ করছিল। ২৫ কাঠা জমিতে চাষ করতে কম পক্ষে ৩/৪ লাখ টাকা খরচ হয়।এখন তো জমির প্রতিটি গাছে ফল ধরেছে, সব মিলিয়ে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে মনে হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান বলেন, ড্রাগন গাছ কাটার বিষয়টি জানতে পেরেছি। অফিসের লোকজন গিয়েছিল। তারা স্বজমিনে দেখে এসেছেন। এ ছাড়া আমরা গবেষনা কেন্দ্রে কথা বলেছি,কাটা গাছগুলো কিভাবে রক্ষা করা যায়। ক্ষতিগ্রস্ত চাষীকে থানায় পাঠানো হয়েছে মামলা করার জন্য। এ ছাড়া ব্যক্তিগত ভাবেও ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি,ব্যবস্থা গ্রহনের জন্য। বিষয়টি নিয়ে উপজেলা মাসিক আইন শৃংখলা সভাও তোলা হবে,জানিয়েছেন ওই কর্মকর্তা।

কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার বলেন,ঘটনাটি আমরা শুনেছি। অভিযোগ এখনও হাতে পায়নি। তবে লিখিত অভিযোগ করবেন বলে জানা গেছে।




জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা-তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২২ সালে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩২টি পুরস্কার দেওয়া হবে।

এতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার যুগ্মভাবে পেয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সুচিন্ত্য চৌধুরী (চঞ্চল চৌধুরী)। হাওয়া সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

আর প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। যথাক্রমে বিউটি সার্কাস ও শিমু ছবির জন্য তারা এ পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন। শিমু চলচ্চিত্রের জন্য তিনি এ পুরস্কারটি পেয়েছেন। এছাড়া পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন খান, শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন আফসানা করিম (আফসানা মিমি)। পরান ও পাপ-পুণ্যের জন্য তারা এ সম্মানে ভূষিত হয়েছেন।

আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনাকে (রওশন আর রোজিনা)। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এস. এম. কামরুল আহসানের ‘ঘরে ফেরা’। আর শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হয়েছে ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’।

প্রজ্ঞাপনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সুভাশিষ ভৌমিক, দেশান্তর সিনেমার জন্য। আর শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে পুরস্কার পেয়েছেন সাইফুল ইমাম (দিপু ইমাম), অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের জন্য।

যুগ্মভাবে শ্রেষ্ঠ শিশু শিল্পী হয়েছে যথাক্রমে রোহিঙ্গা ও বীরত্ব সিনেমার জন্য বৃষ্টি আক্তার ও মুনতাহা এমিলিয়া। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক মাহমুদুল ইসলাশ খান (রিপন খান), পায়ের ছাপ চলচ্চিত্রের জন্য। শ্রেষ্ঠ গায়ক শুভাশীষ মজুমদার বাপ্পা (বাপ্পা মজুমদার)। অপারেশন সুন্দরবনে ‘এ মন ভিজে যায়…’ গানের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন আতিয়া আক্তার আনিসা। শ্রেষ্ঠ গীতিকর রবিউল ইসলাম জীবন ও শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন।

সূত্র: ইত্তেফাক




কোটচাঁদপুরে সড়কের পাশে পড়ে থাকা শিশুটি নতুন মায়ের কোল পেল

উপজেলা শিশু কল্যান বোর্ডের মাধ্যমে নতুন মায়ের কোল পেল কোটচাঁদপুরে সড়কের পাশে পড়ে থাকা শিশুটি। গতকাল সোমবার দুপুরে নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে শিশুটিকে হস্তান্তর করা হয়।

জানা যায়,গেল বৃহস্পতিবার (২৬-১০-২৩) তারিখ সকালে সোনিয়া খাতুন ও জিনিয়া খাতুন দুই বোন হাটছিল কোটচাঁদপুর থেকে তালসার যাওয়া সড়কে।

এ সময় সোনিয়া খাতুন কাপড়ে মোড়া বাচ্চাটি দেখতে পান সড়কের পাশে। কাছে গিয়ে জীবিত বুঝতে পেরে কোলে তুলে নেন বাচ্চাটিকে। এরপর বাড়িতে ফিরে আসেন দুই বোন।

এলাকায় জানাজানি হয়,বাচ্চা পড়ে পাওয়ার ঘটনাটি। খবর পান উপজেলা সমাজ সেবা অফিস, নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। পরে শিশুটিকে পড়ে পাওয়া মা সোনিয়ার কাছে রেখে কুশনা ইউনিয়ন চেয়ারম্যান শাহারুজ্জামান সবুজের জিম্মায় দেন সংশ্লিষ্টরা।

এরপর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জহুরুল ইসলাম, তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে শিশুটির অভিভাবকত্ব নিতে চাওয়া ব্যক্তিদের নিকট থেকে আবেদন আহবান করেন।

এরপেক্ষিতে ওই শিশুটির অভিভাবকত্ব নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিশু কল্যান বোর্ডের সভাপতি বরাবর আবেদন করেন,ওই শিশুটির কুড়িয়ে পাওয়া মা সহ ৯ জন।

রবিবার প্রত্যেকের পৃথক ভাবে স্বাক্ষাৎকার গ্রহন করেন,উপজেলা শিশু কল্যান বোর্ড। এরপর সবাইকে বাড়ি ফিরে যেতে বলেন সংশ্লিষ্টরা।
সোমবার দুপুরে শিশু কল্যান বোর্ডের উপ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ৯ জনের মধ্যে ৩ জনকে প্রাথমিক ভাবে মনোনীত করেন,কমিটি। মনোনীতরা হলেন, যশোর বাঘারপাড়ার মুক্তা খাতুন (২৩),কোটচাঁদপুরের রামপ্রসাদ মজুমদার,ঝিনাইদহ সদরের ফাতেমা খাতুন।

পরে ওই ৩ জনের আবারও স্বাক্ষাৎকার গ্রহন করেন,কমিটি। এরপর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফাতেমা -সোহেল দম্পতির হাতে তুলে দেন শিশুটিকে।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) নিরুপমা রায়,কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপকমিটির আহবায়ক ডাঃ আব্দুর রশিদ,সদস্য সচিব ও সমাজ সেবা কর্মকর্তা জহুরুল ইসলাম, কমিটির সদস্য সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম,ডাঃ তানভীর জামান প্রতিক।

এদিকে বাচ্চাটির কুড়িয়ে পাওয়া মা সোনিয়া খাতুন, অভিযোগ করে বলেন,আমার একটা বাচ্চা মারা গেছে। আল্লাহ ওই বাচচাটিকে আবার আমার কোলে দিয়ে ছিল। আমি পাবার পর থেকে বুকের দুধ পান করাচ্ছি। তারা আমার কথা ভাবলেন না,তারা ভাবলেন ধন সম্পত্তির কথা। তিনি এ সব বলছিলেন আর কাঁদছিলেন। পরে তিনি ক্ষুব্দ হয়ে মনে কস্টো নিয়ে খালি হাতে বাড়িতে ফিরে গেলেন।

অন্যদিকে ফাতেমা -সোহেল দম্পতি বাচ্চাটিকে কোলে পেয়ে খুশিতে বলেন, অনেক দিন পর হলেও আল্লাহ আমাদের কথা শুনেছেন। আমরা পিতা – মাতা হতে পারলাম। আমরা তাকে সারা জীবন এ ভাবে আলগে রাখবো। আপনারা আমাদের জন্য ও বাচ্চাটির জন্য দোয়া করবেন।

কমিটির দায়িত্ব প্রাপ্ত সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায় বলেন,উপজেলা শিশু কল্যান বোর্ড আছে। সেই বোর্ড একটা উপ-কমিটি করে দিয়ে ছিল। তাদের সিদ্ধান্ত অনুযায়ী বাচ্চাটি হস্তান্তর করা হয়েছে।




ঝিনাইদহে নবগঙ্গা নদীর বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহের নবগঙ্গা নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে সদর উপজেলার জাড়গ্রামসহ ৫ টি গ্রামের মৎস্যজীবি ও বাসিন্দারা।

কর্মসূচিতে ব্যানার ফেস্টুন নিয়ে এলাকাবাসী, মৎস্যজীবীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। সেসময় স্থানীয় মৎস্যজীবি বিমল কুমার, মহন্তলাল, জয়গোপাল, পরিতোষ কুমার, কৃষক ওসমান গণি, আমিরুল ইসলাম, গোলাম মওলা, ট্যাংরা বিশ্বাস, গোলাম মোস্তফা, কামরুল ইসলাম, আবুল কালাম, সবুর হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সদর উপজেলার জাড়গ্রাম, হামিরহাটি, চাঁদপুর, হাকিমপুর ও রাউতাইল গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর ৮ টি স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ করছে পার্শবর্তী হরিণাকুন্ডু উপজেলার প্রভাবশালী ফজলু মালিথা, রবিউল ইসলামসহ দখলদাররা। স্থানীয় কৃষকরা নদীতে গেলে তাদের মারধর করা হয়। এমনকি নদীর পানিও ব্যবহার করতে দেয়া হয় না। তাই দ্রুত বাঁধ অপসারণ করার দাবি তাদের। পরে জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন তারা।




এসএসসি পাসে নিয়োগ দেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘স্টুয়ার্ড ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

স্টুয়ার্ড।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে এসএসসি/ এইচএসসি পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৩০ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শেষ তারিখ

৮ নভেম্বর ২০২৩

সূত্র : বিডিজবস




মেহেরপুরে বিজিবি মোতায়েন

বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা তিন দিনের অবরোধে নাশকতা ঠেকাতে মেহেরপুরে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মেহেরপুরের জেলা প্রশাসক শামিম হাসান মেহেরপুর প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে বিজিবির ওই দলটি মেহেরপুরে  পৌছেছে।