নানা গুণের সূর্যমুখী

সূর্যমূখী এক ধরণের একবর্ষী ফুল গাছ। বিশ্বের বিভিন্ন দেশে এই ফুলের বাণিজ্যিক চাষ হয়ে থাকে। দৃষ্টিনন্দন ফুল হিসেবে সূর্যমুখী সবার কাছে পরিচিত। ফুলটি তেলবীজ হিসেবেও দারুণ সমাদৃত। সূর্যমুখীর বীজ ও তেলে রয়েছে নানা উপকারী গুণ। আমাদের শরীরের কার্যক্ষমতা বাড়াতে এবং শরীরকে দীর্ঘদিন কর্মক্ষম রাখতেও সূর্যমুখীর ভূমিকা অনন্য। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক সূর্যমূখীর নানা ধরনের উপকারি গুণাগুণ সম্পর্কে-

ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে

জটিল ব্যাধি ক্যানসার প্রতিরোধ করতে খুবই পারদর্শী সূর্যমুখীর তেলে থাকা সেলেনিয়াম উপাদান। এতে থাকা ম্যাগনেসিয়াম উপাদান আমাদের মানসিক চাপ দূর করে। মাইগ্রেনের সমস্যা এবং আমাদের মস্তিষ্ককে শান্ত রাখতে সাহায্য করে এই উপাদান।

হাড়ের সমস্যা সমাধানে

হাড়ের জোড়ায় ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, দেহের চামড়ায় জ্বালা-পোড়া, হাঁপানি ইত্যাদি রোগ সারিয়ে তুলতে এই তেল খুবই উপকারী।

ত্বকের যত্নে সূর্যমুখী

সূর্যমুখী ফুলে আছে লিনোলাইক অ্যাসিড, যা ত্বকে মেলানিন উৎপাদন কমায়। এছাড়া রোদে পোড়া ত্বক থেকে ট্যান দূর করে এই সূর্যমুখীর তেল। ত্বকের যাবতীয় সমস্যা যেমন ব্রণ, র‍্যাশ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, বলিরেখার প্রবণতা কমাতে সাহায্য করে। সূর্যমুখীর তেলের লিনোলাইক অ্যাসিড খুব অল্প সময়ে ত্বকের গভীর ক্ষত থাকলে তা সারিয়ে তোলে। যাদের ত্বক স্পর্শকাতর, তারা ত্বকে কিছু লাগাতে ভয় পান। এ ক্ষেত্রে সূর্যমুখীর তেল চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন।

শরীরের ব্যথা ও ক্ষয় রোগ দূর করে

এই বীজে আছে ভিটামিন-ই, যা আমাদের দেহের নানা রকম ব্যথা দূর করতে সহায়তা করে। সেই সঙ্গে সূর্যমুখী বীজের তেলে বিদ্যমান ভিটামিন-ই আমাদের ত্বককে রক্ষা করে সূর্যের আল্ট্রা-ভায়োলেট রশ্মি থেকে। ত্বকের অযথা বুড়িয়ে যাওয়া ও ক্ষয় রোধে এই তেল খুবই উপকারী।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

সূর্যমুখী বীজ আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দারুণভাবে কার্যকরী করে তোলে।

পুষ্টিগুণে ভরপুর

প্রচুর পরিমাণে খাদ্যশক্তি থাকায় সূর্যমুখী বীজের তেল আমাদের দুর্বলতা কাটাতে কার্যকরী। আমাদের দেহের কার্যক্ষমতা বাড়াতে এবং দীর্ঘদিন কর্মক্ষম রাখতেও সূর্যমুখী তেলের ভূমিকা অনন্য। সূর্যমুখী বীজ আমাদের দেহের হাড় সুস্থ রাখে ও মজবুত করে। আমাদের দেহে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও কপার এর চাহিদা পূরণ করে সূর্যমুখী তেল।




নিয়োগ দেবে গণ উন্নয়ন কেন্দ্র

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র। সংস্থাটিতে মনিটরিং, ইভ্যালুয়েশন, একাউন্টিবিলিটি এন্ড লার্নিং (মিল) অফিসার জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

মনিটরিং, ইভ্যালুয়েশন, একাউন্টিবিলিটি এন্ড লার্নিং (মিল) অফিসার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত বা সমবিষয়ে স্নাতকস্তরের ডিগ্রি থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর। ইংরেজি লেখা, পড়া এবং বলার ক্ষেত্রে দক্ষতা। বাংলায় সাবলীলভাবে লেখা, পড়া এবং কথা বলা। মাইক্রোসফট অফিস-এ দক্ষ হতে হবে। ইমেইল যোগাযোগে দক্ষ হতে হবে। ভার্চুয়াল পদ্ধতিতে মিটিং এবং প্রশিক্ষণ প্রদানের অভিজ্ঞতা থাকতে হবে। মৌখিক ও লিখিত যোগাযোগে দক্ষতা। আন্তঃব্যক্তিক দক্ষতা এবং দলে ও মাল্টি কালচার পরিবেশে কাজের ক্ষমতা। প্রকল্প এলাকায় ঘন ঘন ভ্রমণ করার দক্ষতা।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

৬০,০০০/- (মাসিক )।

আবেদন প্রক্রিয়া

আপনার জীবনবৃত্তান্ত যেখানে পাঠাবেন recruitment@gukbd.net

আবেদনের শেষ তারিখ

২৭ অক্টোবর ২০২৩

সূত্র: বিডিজবস




চুয়াডাঙ্গায় এক সঙ্গে চার নবজাতক শিশুর জন্ম

চুয়াডাঙ্গায় এক সঙ্গে জন্ম নিয়েছে চার নবজাতক শিশু সন্তান। এক সঙ্গে এই চার নবজাতক শিশু সন্তানের জন্ম দিয়েছেন তসলিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূ।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে দশটার সময় শহরের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি বিভাগে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আকলিমা খাতুন সফল নরমাল ডেলিভারি করেন।

তসলিমা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের ইমরান হোসেনের স্ত্রী।

জন্ম নেওয়া সন্তানদের বাবা ইমরান হোসেন বলেন, আরও দুই মাস পর বাচ্চা জন্ম নেওয়ার কথা ছিল। আজকে সকালে হঠাৎ আমার স্ত্রীর ব্যাথা উঠলে দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসি। এ সময় নরমাল ডেলিভারিতে এক সঙ্গে চার শিশুর জন্ম হয়। যার মধ্যে তিনটি মেয়ে ও একটি ছেলে। জন্মের আধা ঘণ্টা পর ছেলে সন্তানটি মারা যায়। বর্তমানে বাচ্চাদের মাসহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছে। এখন পর্যন্ত আমার সন্তানদের নাম রাখা হয়নি।

সদ্য জন্ম নেওয়া চার নবজাতক শিশুর বাবা ইমরান হোসেন পেশায় একজন আটো চালক।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আকলিমা খাতুন বলেন, আজকে সকালে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় ও অত্যন্ত প্রসব বেদনা নিয়ে হাসপাতালে আসে। এই রোগীর আগেও একটা বাচ্চা হয়েছে সিজারের মাধ্যমে। যে কারণে নরমাল ডেলিভারি খুবই ঝুঁকিপূর্ণ ছিলো তার জন্যে। এর পরও তার অবস্থা বুঝে আমরা খুব দ্রুত ডেলিভারির সিদ্ধান্ত নিই। এতে ৪ যমজ শিশু জন্ম নেয়। এক্ষেত্রে অতিরিক্ত রক্তক্ষরণের সম্ভাবনা অনেক বেশি থাকে। বাচ্চারা ও বাচ্চার মা আমাদের তত্ত্বাবধানে আছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, একসাথে জন্ম নেওয়া ৪ জমজ সন্তান মধ্যে ৩ জন শিশু সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে। আমাদের তত্ত্বাবধানে তারা সুস্থ রয়েছে।




মেহেরপুর পৌরসভার উন্নয়নমূলক কাজ পরিদর্শনে মেয়র

মেহেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড মল্লিকপাড়ায় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।

আজ (২৬ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে আরসিসি ড্রেন সহ রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেহেরপুর পৌরসভাকে বাংলাদেশের ভেতর একটি মডেল পৌরসভা বাস্তবায়ন করার লক্ষ্যে মেহেরপুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে উন্নয়নমূলক কার্যক্রম চলছে তারি ধারাবাহিকতায় উন্নয়নমূলক কাজ  পরিদর্শন করছেন মেহেরপুর পৌরসভার মেয়র।




আজ হুমায়ূন সাধুর চতুর্থ মৃত্যুবার্ষিকী

আজ নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধুর (হুমায়ূন কবীর সাধু) চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

হুমায়ূন সাধুর জন্ম চট্টগ্রামে। শৈশব ও কৈশোর কেটেছে সেখানেই। ৯ ভাইবোনের মধ্যে তিনি সপ্তম। মা মরিয়ম বেগম ছিলেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে ঢাকায় আসা সাধু সহকারী হিসেবে কাজ শুরু করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে পাশাপাশি যাত্রা করেন অভিনয়শিল্পী হিসেবেও।

সাধুর প্রথম চলচ্চিত্র ‘হোমো-সেপিয়েন্স’। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গুঞ্জন’ ও ‘গড ভার্সেস গড’। ‘বেঁচে থাকার জন্য আমি’ ও ‘পাখি পাকা পেঁপে খায়’ নামে নাটক সিরিজ তৈরি করেন তিনি।

হুমায়ূন সাধুর আলোচিত নাটক ‘চিকন পিনের চার্জার’। নাটকটির লেখক ও পরিচালক তিনি নিজেই। এ নাটকে অভিনয়ও করেছেন ও তার বিপরীতে ছিলেন অভিনেত্রী শাহতাজ।

তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মেড ইন বাংলাদেশ’, ‘বিউটি সার্কাস’, ‘সাত ভাই চম্পা’, ‘চোরাবালি’। এছাড়া, ‘ঊন মানুষ’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করেন তিনি।

হুমায়ূন সাধুর প্রযোজনায় ‘আমার ঘরে বিরাজ করে লালনগীতি’ নামে একটি সংগীত অ্যালবাম আমাজন থেকে বের হয়।

২০১৯ সালের অমর একুশে বইমেলায় প্রকাশ পায় সাধুর প্রথম বই ‘ননাই’। একটি সিনেমা নির্মাণের কাজও হাতে নিয়েছিলেন তিনি। কিন্তু তার শেষ ইচ্ছাটা আর পূরণ হয়নি।




টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

এবারের বিশ্বকাপে নাজেহাল অবস্থা ইংল্যান্ডদের। বড় এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে। সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বড় ব্যবধানে হারে বর্তমান চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় পেতে মরিয়া ইংলিশরা। তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড। একাদশে ফিরেছেন মইন আলি, লিয়াম লিভিংস্টোন ও ক্রিস ওকস।

ইংল্যান্ডের মতোই অবস্থা শ্রীলঙ্কার। ৪ ম্যাচে মাত্র একটিতে জয় লঙ্কানদের। তবে সবশেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে লঙ্কানরা। একাদশে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার আঞ্জেলো ম্যাথিউস ও পেসার লাহিরু কুমার।

ইংল্যান্ড একাদশ: ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, লিয়াম লিভিংস্টোন, জস বাটলার (অধিনায়ক), বেন স্টোকস, মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, মার্ক উড ও আদিল রশিদ।

শ্রীলঙ্কা একাদশ: কুসল পেরেরা, পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধানাঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা, কুশান রাজিথা ও লাহিরু কুমারা।




মুজিবনগরে মহিলা জামায়াতের ৫ কর্মী আটক

মুজিবনগরে সরকার বিরোধী গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনা করাকালীন সময়ে জিহাদী বইসহ জামায়াতের ৫ নারী নেতা-কর্মীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার সময় মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মন্ডল পাড়ার মৃত লুৎফর ময়রার ছেলে আশাদুল ময়রার বাড়িতে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন,উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের তাছাবউদ্দীন এর স্ত্রী কহিনুর বেগম (৪৫), আরিফুল ইসলামের স্ত্রী শারমিনা খাতুন (২২), আবু বক্কর এর স্ত্রী রওশনারা খাতুন (৪৬), জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী পারভিনা খাতুন (৩৪) এবং আশাদুল হক এর স্ত্রী সখিসোনা (৪০)।

এসময় তাদের কাছ আল্লহর পথে জিহাদ, মুসলমানদের দৈনন্দিন জীবন, ইসলাম ও জাহিলিয়াতের চিরন্তন দ্বন্দ্ব, আখিরাতের প্রস্তুতি, আল্লাহর নৈকট্য লাভের উপায়, ঈমানের হকিকত, আমিরে জামায়াতের আহবান, সফল জীবনের পরিচয়, পর্দার বিধান, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা: শফিকুর রহমানের বক্তব্য, তাফহীমুল কুরআন, সহ ১৮ টি বিভিন্ন বই জব্দ করা হয়।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, আটক জামায়াতের নারী নেতা কর্মীরা সরকারেরর বিরুদ্ধে বিদ্বেষ বিতৃষ্ণা ও মিথ্যা রটনা ছড়িয়ে নাশকতকা সৃষ্টিসহ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি করার লক্ষে ১৪/১৫ জন নারী সরকার বিরোধী সন্ত্রাস ও নাশকতা কার্যকলাপ করার উদ্যেশ্যে পরিকল্পনা ও গোপন মিটিং করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলায় এজাহার নামীয় ৫ জন ও অজ্ঞাতনামা আরো ১৪/১৫। জনকে আসামি করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মেহেদী রাসেল।




মেহেরপুরে চার সবজি ও মুদি ব্যবসায়ীকে জরিমানা

মূল্য তালিকা প্রদর্শণ না করায় মেহেরপুর বড়বাজারের তিন সবজি ও এক মুদি ব্যবসায়ীর ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

আজ বৃহস্পতিবার দুুপুর ১২ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম সহযোগীতা করেন।

সহকারী পরিচালক সজল আহমেদ জানান, বড়বাজারে সোবহান সবজি ভান্ডারে পণ্যের খুচরা মুল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের ক্রয় ভাউচার না রাখার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো: সোবহানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ২ হাজার টাকা জব্বার সবজি ভান্ডারের মালিক মো: জব্বারকে ১হাজার টাকা, মিন্টু সবজি ভান্ডারের মালিক মো: আসাদুজ্জামান মিন্টুকে ২ হাজার টাকা, মুদি ব্যবসায়ী রবিউল স্টোরের মালিক মো: রবিউল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, অভিযান চলাকালে এসময় সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং অতিরিক্ত দাম নেয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।




চুয়াডাঙ্গায় পুলিশ ক্যাম্পের ইনচার্জের বিরুদ্ধে অর্থবাণিজ্যের অভিযোগ তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

চুয়াডাঙ্গার হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই শেখ রকিবুল ইসলামের বিরুদ্ধে মারধর ও অর্থবাণিজ্যের গুরুত্বর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তীত্বে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরির্দশন করেছেন। কমিটি লিখিত স্বাক্ষতকার গ্রহণ করেছেন অনেকের। মিলতে শুরু করেছে ঘটনার সত্যতা। প্রথম থেকে শেষপর্যন্ত মধ্যস্থতাকারি সাইফুল ইসলামকে পেলে পরিষ্কার হবে ৯৫ হাজার টাকার ভাগ কে কত নিয়েছে।

চুয়াডাঙ্গার হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই শেখ রকিবুল ইসলামের বিরুদ্ধে পিকাপভ্যানসহ ঢাকা ধামরাইয়ের ৪ জনকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। দীর্ঘ সময় দেনদরবার করে নেহালপুর গ্রামের সাইফুলের মাধ্যস্থতায় আটককৃতদের ছেড়ে দেবার গুরুত্বর অভিযোগ ওঠে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ পিপিএমকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করেন সংশ্লিষ্ট বিভাগ।

গতকাল বুধবার ২৫ অক্টোবর বেলা ১১টার দিকে তদন্ত কমিটির প্রধান ঘটনাস্থল পরির্দশন করেন এবং অনেকের লিখিত বক্তব্য গ্রহণ করেন। যাদের মধ্যে আছেন সোরাফ হোসেন, বোন রেহেনা ওরফে জয়নব, রেহেনার মেয়ে রিক্তা খাতুন।

লিখত বক্তব্যে প্রত্যেকেই জানান, ঢাকার মেহমানরা পিকাপ নিয়ে গত শুক্রবার ৪ জন তাদের বাড়িতে বেড়াতে আসে। রাত সাড়ে ৩টার দিকে হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আটক করার সময় গরুচোর অপবাদ দিয়ে মারধরও করে। তাদেরকে ছাড়াতে ডিঙ্গেদহ বাজারের ২টি বিকাশের দোকান থেকে ১ লাখ টাকা উত্তোলন করা হয়। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর মধ্যস্থতা এবং এবং ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া পর্যন্ত দায়িত্ব পালন করে গ্রামের ওয়াজেদ আলীর ছেলে সাইফুল ইসলাম।

তদন্তকমিটর নিকট রিক্তা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার আত্নীয়কে ছাড়াতে আমি ওই দারোগার পা পর্যন্ত চেপে ধরি এবং ধমকও খায়। এতকিছু করেছি কারণ ঢাকার আত্নীয়দের নেহালপুরে আমাদের বাড়িতে আমিই পাঠিয়েছি। আর আমাদের বাড়িতে এসে তারা বিপদে পড়েছে এর জন্য আমিই দায়ি।

এদিকে একটি সূত্র জানিয়েছে, এরি মধ্যে হতদরিদ্র রিক্তার মা একটি গরু ৭০ হাজার টাকা দিয়ে বিক্রি করে সেই টাকা ক্ষতিপুরণ হিসাবে ঢাকাতে পাঠিয়ে দিয়েছে। এব্যাপারে তদন্ত কমিটির প্রধান কোন মন্তব্য না করলেও তদন্ত কমিটির সামনে কয়েকটি সত্যতা মিলেছে। যার মধ্যে কোন সুনিদৃষ্ট অভিযোগ ছাড়াই ৪ জনকে আটক করা। মারধর করা। কোন উর্দ্ধতম কর্মকর্তাকে না জানিয়ে দীর্ঘ সময় ক্যাম্পে আটকিয়ে রাখা। বিকাশের মাধ্যমে ১ লাখ টাকা উত্তলন করা। এখন সাইফুলকে পেলেই ৯৫ হাজার টাকা কি ভাবে কোন ক্ষাতে খরচ হয়েছে তা পরিষ্কার হবে।

ঢাকা ধামরাইয়ের আব্দুর রহমান বলেন, আমার শিশু ছেলেকে পুলিশ ধরেছে এবং মারপিট করেছে এমন সংবাদ পেয়ে হিজলগাড়ীতে ছুটে আসি। ডিঙ্গেদহ বাজারে পরিবহণ থেকে নামার সাথে সাথে গতিরোধ করে সাইফুল। সে নানা প্রকার ভয়ভীতি দেখাতে থাকলে আমি ও আমার স্ত্রী সন্তানের কথা ভেয়ে আরও ভয় পেয়ে যায়। তাই সাইফুলের কথায় রাজি হয়ে বিকাশের মাধ্যমে ১ লাখ টাকা উত্তলন করি। যার মধ্য থেকে ৫ হাজার টাকা আমাকে দেয়। বাকি ৯৫ হাজার টাকা সে নিয়ে আমাদেরকে হিজলগাড়ী ক্যাম্পে নিয়ে যায়। একপর্যায় গত শনিবার বিকাল ৪ টার দিকে আমার ছেলেসহ বাকিদের পুলিশ ছেড়ে দেয়। এদের মধ্যে আমার শিশু ছেলে ও এক ভাইকে পুলিশ মারধর করেছে। তার ছবি তদন্ত কর্মকর্তাকে দিয়েছি।

তদন্ত কমিটির সামনে সোরাফ হোসেন আরও জানায়, আটক এবং টাকা পয়সা লেনদেনর বিষয়টি জানাজানি হয়ে পড়লে ওই দারোগা গত রোববার বেলা ১১টার দিকে আমি একটি মাঠে কাজ করছিলাম সেখানে আসে এবং আমাকে ধমক দিয়ে ধরে নেবার চেষ্টা করে ও শাসাতে থাকে। মাঠের লোকজন এর প্রতিবাদ করলে দারোগা চলে যায়।




মেহেরপুরে কর্মীসমর্থক নিয়ে মুজিব সিনেমা দেখলেন অ্যাড. আব্দুস সালাম

মুজিব সিনেমা দেখার পর মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম আবেগ জড়িত কন্ঠে ও অশ্রুসিক্ত নয়নে বলেন,’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যারা পৃথিবীর কলঙ্কিত ইতিহাস তৈরি করেছে সমগ্র জাতি তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।’ প্রায় শতাধিক দলীয় ও ব্যক্তিগত কর্মী সমর্থকদের নিয়ে মুজিব সিনেমা দেখার পর মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম এ কথা বলেন।

বুধবার ২৫ অক্টোবর সন্ধ্যায় মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান শতাধিক নেতাকর্মীর বহর নিয়ে মেহেরপুর সিনেমা হলে “মুজিব—একটি জাতির রুপকার” বায়োপিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাস্তব জীবনের ঘটনা সম্বলিত সিনেমা দেখতে উপস্থিত হন।

এ সময় তার সাথে আওয়ামী লীগ ও তাতী লীগের নেতাকর্মীসহ নিজস্ব প্রায় শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।