জাতীয় নির্বাচন আগামী ৭ জানুয়ারি

আগামী ৭ জানুয়ারি রোববার বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

বিকাল ৫টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভায় নির্বাচনের দিন-ক্ষণসহ তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত হয়। সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

সিইসির ভাষণ একযোগে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়। এবারই প্রথম তফসিল ঘোষণা সরাসরি সম্প্রচার করা হলো। আগে সব সময় রেকর্ড করা ভাষণ প্রচারিত হত।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সে হিসেবে এই সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, এর আগে ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে।

সেই হিসাবে গত ১ নভেম্বর নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে। এর আগে কমিশনের পক্ষ থেকে একাধিকবার ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে ভোট আয়োজনের প্রস্তুতির কথা জানানো হয়েছে।

সূত্র: ইত্তেফাক




সেঞ্চুরির ফিফটি করে শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি

নিজের ৩৫তম জন্মদিনে সেঞ্চুরি করে মাইলফলক স্পর্শ করেছিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে স্বদেশী কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেলেছিলেন কোহলি। এবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে শচীনকে ছাড়িয়ে গেলেন এই ব্যাটিং জিনিয়াস।

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ভারত। সাবলীল ব্যাটিংয়ে ১০৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। এটি ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি তার। শচীনের ৪৯ সেঞ্চুরিকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটে এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন কোহলি।

৮ চার ও ১ ছক্কার সাহায্যে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরির দেখা পান কোহলি। চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় সেঞ্চুরি। এর আগে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানে টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেন কোহলি। ২০০৩ বিশ্বকাপে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ৬৭৩ রান করেছিলেন শচীন। সেই রেকর্ডও নিজের দখলে নিলেন কোহলি।

সূত্র: ইত্তেফাক




সংলাপে আওয়ামী লীগের ‘না’; নিরপেক্ষ থাকবে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু শর্তহীন সংলাপের যে আহবান জানিয়েছেন এখন তার সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র একটি নিরপেক্ষ অবস্থানে থাকবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আজ বুধবার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকদের সাথে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত। এরপর সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস।

সাংবাদিকদের ওবায়দুর কাদের বলেন, ‘এই সময়ে কখন সংলাপ হবে কখন নির্বাচনের প্রক্রিয়া চলবে এইটা একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে ডায়লগের ব্যাপারে আমাদের যে সিদ্ধান্ত সেটা ছিল অত্যন্ত পরিষ্কার। আমরা আগেও বলেছিলাম শর্তযুক্ত কোনো সংলাপের চিন্তাভাবনা আমরা করছিনা। তারা তাদের যে একদফা— প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্বাচন কমিশনের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা তারপরেও আমরা চিন্তাভাবনা করে দেখব। তবে এটা অনেক আগের কথা, সেই সময় পেরিয়ে গেছে। এখন আর সেই পেরিয়ে যাওয়া সময়কে এগিয়ে নিয়ে আসার সুযোগ নেই ‘

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় পার্টির যদি কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না, এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।’

এদিকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের বলেন, ‘আগামী নির্বাচনে একটি নিরপেক্ষ অবস্থানে থাকবে যুক্তরাষ্ট্র। নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষপাতমূলক দৃষ্টি ভঙ্গি অবস্থান না নিয়ে বরং একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র।’

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চায়। চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপর জোর দেন মার্কিন রাষ্ট্রদূত।

দেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই চিঠি তিন দলের কাছে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার ডি হাস।




দ্বাদশ সংসদ নির্বাচন সহিংসতামুক্ত দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত দেখতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও সবার জন্য উন্মুক্ত নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছে দেশটি।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নকারী বলেন, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সহিংসতার মধ্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বারবার রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানাচ্ছেন। যুক্তরাষ্ট্র কি বিএনপি-জামায়াতের এ ধরনের সহিংসতা অবসানের নিশ্চয়তা দিতে পারে? বাংলাদেশে একই গোষ্ঠীর এ ধরনের সহিংসতার অতীত রেকর্ড আছে।

জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা ক্রমাগত বলে আসছি যে, বাংলাদেশে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উন্মুক্ত ভাবে হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। একসঙ্গে নির্বাচন সহিংসতামুক্ত ভাবেও হওয়া উচিত।

ওই সাংবাদিক দ্বিতীয় প্রশ্ন করে বলেন, নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যকার (টু প্লাস টু) মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিনয় কোয়াত্রা ভারতীয় উপমহাদেশের জন্য স্থিতিশীল বাংলাদেশের কথা পুনর্ব্যক্ত করেন। তৃতীয় দেশের হস্তক্ষেপে ক্রমবর্ধমান চরমপন্থা নিয়ে উদ্বেগ জানান। ভারত ও যুক্তরাষ্ট্রের ঠিক কী বিপদ হতে পারে? বাংলাদেশের ব্যাপারে ভারতের এ ধরনের অবস্থান নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র কি ভিন্নমত দেবেন?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, এই বিষয় নিয়ে আমার কোনও মন্তব্য নেই।




চুয়াডাঙ্গার পুলিশ সুপার বদলি, নতুন পুলিশ সুপার ফয়জুল রহমান

চুয়াডাঙ্গা জেলা  পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে বদলি করার হয়েছে। নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে ঢাকা মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার আর. এম ফয়জুল রহমান নিয়োগ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা।

এদিকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।




ঝিনাইদহের বয়বৃদ্ধ দানেচ বিশ্বাসের পাশে সাইদুল করিম মিন্টু

ঝিনাইদহ সদর উপজেলার জাড়গ্রামের সেই বয়বৃদ্ধ দানেচ বিশ্বাসের পাশে দাড়িয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হ্যাপি ক্লাব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাইদুল করিম মিন্টু। আজ বুধবার সকালে তার বাড়িতে চাল, ডাল, তেল, শাড়ী, লুঙ্গি, গামছাসহ খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়িতে যান তিনি।

জানা যায়, জাড়গ্রামের অসহায়, দরিদ্র বয়বৃদ্ধ দানেচ বিশ্বাস এক টুকরা জমিতে ভাঙ্গাচোরা ঘরে বসবাস করে। একটি মেয়েকে বিয়ে দেওয়ার পর স্ত্রীকে নিয়ে বাড়িতেই থাকেন। ৮০ বছর বয়স হওয়ায় বয়সের ভারে নুই্যয়ে পড়েছেন। বৃদ্ধ বয়সেও অন্যের জমিতে দিনমজুরের কাজ করে চলে তার সংসার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রচার করা হলে সাইদুল করিম মিন্টুর নজরে আসে। সংবাদটি দেখে তাকে সহযোগতিা করার জন্য নির্দেশ দেয় ঝিনাইদহ হ্যাপি ক্লাব ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে। পরে বুধবার সকালে দানেচ বিশ্বাসের বাড়িতে চাল, ডাল, তেল, শাড়ী, লুঙ্গি, গামছাসহ খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়িতে যান।

সেসময় আরও উপস্থিত ছিলেন হ্যাপি ক্লাব ফাউন্ডেশনের সভাপতি রাশিদ নাইব অনিক, সহ-সভাপতি আল হাদি জীবন, সহ-সভাপতি সৈকত আলি, যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তাদির আল ফাহাদ, সহ-সম্পাদক বিশ্বাস হাজুজ্জামান আরিফ, আপ্যয়ন বিষয়ক সম্পাদক অনান্য সদস্যরা।




অতিরিক্ত রাত জাগলে যেসব ক্ষতি

অনেকেই কাজের বাহানায় রাত জাগেন। অনেকে নিজেকে সময় দেন রাতেই। কিন্তু রাত জাগার ফলে কিছু শারীরিক ব্যধি আপনাকে কাবু করে ফেলে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, রাতে না ঘুমালে শারীরিক কিছু সংকট বাড়তে শুরু করে।

উচ্চ রক্তচাপ
রাতে না ঘুমালে স্ট্রেস হরমোন নির্গত হয়। আর স্ট্রেস হরমোন নির্গত হলে রক্তচাপও বাড়তে শুরু করে। সেটা সামনে বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে।

হৃদরোগ
নিয়মিত না ঘুমালে রক্তচাপ বাড়বে। এর সঙ্গে আসতে শুরু করে হার্ট্রেট কমে যায়। তখন হৃদরোগের সমস্যাও বাড়ে।

ত্বকের সমস্যা
স্ট্রেস হরমোন নির্গত হলে ত্বকের কোলাজেন ভাঙতে শুরু করে। স্কিন কেয়ার দিলেও পর্যাপ্ত উপকার মেলে না।

ওজন বাড়ে
২০১৪ সালে এক গবেষণায় দেখা গেছে, যারা রাতে ৬-৭ ঘণ্টা না ঘুমালে ৩০ শতাংশ মানুষের ওজন বাড়ার শঙ্কা থাকে।

সূত্র: হেলথইন




জীবননগরের আ. লীগের মনোনয়ন প্রত্যাশী বকুলের গ্রেফতারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজারে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান বকুলের নেতৃত্বে ব্যবসায়ীদের পিটিয়ে আহত, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর লুটপাটের প্রতিবাদে ও হামলার নির্দেশ দাতা বকুল কে অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। ৭ দিনের মধ্যে আসামীদেরকে গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
বুধবার(১৫ নভেম্বর) বেলা ১১ টায় উথলী বাসস্ট্যান্ড বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ব্যবসায়ীরা বলেন,গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় সাদিকুর রহমান বকুল তার সন্ত্রাস বাহিনী নিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। অনেক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে। দোকানপাট ভাংচুর করে লুটপাট করে নিয়ে চলে যায়।তাদের হাত থেকে ভ্যানচালক, প্রতিবন্ধী কেও রক্ষা পায়নি। আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত না আমরা সাধারণ ব্যবসায়ী। আমাদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানচ্ছি। আগামী ৭ দিনের মধ্যে প্রধান আসামী বকুল সহ অন্যান্য আসামীদের গ্রেফতার না হলে আমরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা করবো।
উল্লেখ্য যে, গতকাল মঙ্গলবার বিকাল থেকে জীবননগর শহরে সাদিকুর রহমান বকুলের নেতৃত্বে তার কর্মী সমর্থক বাহিনী দেশীয় অস্ত্রসহ লাঠি নিয়ে জীবননগর শহরে ব্যাপক তান্ডব চালায়। পরে জীবননগর থেকে ফেরার পথে সন্ধ্যায় উথলী ডিগ্রি কলেজের সামনে ট্রাক ও গাড়ী ভাংচুর করে। বাসস্ট্যান্ড বাজারের ব্যবসায়ীদের পিটিয়ে আহত করে দোকান ভাংচুর ও লুটপাট করে। এই ঘটনায় ৬ জন ব্যবসায়ী গুরুতর আহত হয়। পরে আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।গতকাল রাতে জীবননগর থানায় ২ টি মামলায় ৯ জনের নাম উল্লেখ সহ ৪০-৫০ জন অজ্ঞাতনামা আসামী করে মামলা করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গতরাতে আব্দুল্লাহ আল মামুন নামের এক আসামীকে গ্রেফতার করে জীবননগর থানা পুলিশ।  প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উথলী বাজার কমিটির সভাপতি আসাদুর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ প্রদীপ।



জীবননগরে ভুয়া চিকিৎসকসহ তিন প্রতিষ্ঠানে ৪৬ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে ভুয়া চিকিৎসকসহ দুই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক মালিককে ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখানে সরকার নির্ধারিত মূল্যেও চেয়ে অতিরিক্ত মূল্যে সেবা প্রদানের অভিযোগ প্রমাণিত হয়। ফলে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটির মালিক জাকির আহমেদকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জীবননগর জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসসেবা প্রদান করে আসছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল মান্নানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে গ্রাম্য চিকিৎসক হয়ে নামের সাথে ডিএমএফ ডিগ্রি লেখা ও রোগীদের সাথে প্রতারণা করার অভিযোগে ভুয়া চিকিৎসক শরিফুদ্দীনকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০ এর ২৮ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন জীবননগর মর্ডান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র জানান, চিকিৎসাসেবার মতো এমন একটি বিষয়ে প্রতারণা মারাত্মক একটি অপরাধ। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাবাহ বিন মজিদ, স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমানসহ জীবননগর থানা পুলিশের একটি দল।



প্রথম সেমিফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে ভারত

বিশ্বকাপের প্রথম পর্ব শেষ। এবার লড়াই নক আউটের। ফাইনালে উঠার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ভারত। বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল স্বাগতিক ভারত। এখন পর্যন্ত একটি ম্যাচেও হারের মুখ দেখেনি তারা। নয় ম্যাচের সবকটিতে জিতে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত। বিশ্বকাপে একমাত্র দল হিসাবে কোন ম্যাচ না হেরে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। সেই ধারা ধরে রেখে ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে রোহিত শর্মার দল। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত।

অপরদিকে, দারুণ শুরু করেছিল নিউজিল্যান্ডও। টানা চার জয় বিশ্বকাপ শুরু করেছিল কিউইরা। মাঝে টানা চারে হারের তেঁতো স্বাদ পায় তারা। তবে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে কেইন উইলিয়ামসের দল। প্রথম পর্বে ভারতের কাছে হারলেও এই ম্যাচ জিতে ফাইনালে যেতে চায় কিউইরা।

জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে কেন উইলিয়ামসনের দল। নিউজিল্যান্ডও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চাপম্যান, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও লকি ফার্গুনসন।

সূত্র: ইত্তেফাক