মেহেরপুরে আরও ৪টি ইটভাটা বন্ধ, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটা বন্ধ ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোজাফফর আহমেদ, বামুন্দি ফায়ার সার্ভিস ও গাংনী থানা পুলিশের একটি দল অংশ নেন।

এর আগের দিন একই উপজেলায় তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ভাটা তিনটি বন্ধ করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদ্দাম হোসেন জানান, গাংনী উপজেলার আকুবপুর এলাকার, রূপসা ব্রিকস, জনতা ব্রিকস ও থ্রি স্টার ব্রিকসের মালিকদের এক লাখ টাকা করে ৩ লাখ টাকা এবং সমতা ব্রিকসের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ কাঁচা ইট পানি দিয়ে বিনষ্ট করা হয়েছে। অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না। এছাড়া, কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর অভিযোগ পাওয়া যায়।

এসব অনিয়মের কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মেহেরপুর জেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ১০৮ টি অবৈধ ইটভাটা গড়ে উঠেছে।




প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর। ১৩টি পদে নিয়োগ দেওয়া হবে ৬৩৮ জনকে। আগ্রহীরা আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

অধিদপ্তরে নাম: প্রাণিসম্পদ অধিদপ্তর

পদের বিবরণ: দেখুন বিজ্ঞপ্তিতে

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা প্রাণিসম্পদ অধিদপ্তর এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এর অনুকূলে ১০০ টাকা অফেরতযোগ্য হিসেবে ট্রেজারী চালানের (কোড নম্বর ১-৪৪৪১-০০০০-২০৩১ অথবা ১৪৪০৪০১-১২৩৭৫৪-১৪২২৩২৬) মাধ্যমে জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রে ট্রেজারী চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সঙ্গে ট্রেজারী চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা: ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ০৯টা থেকে আবেদন শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা 

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে মেহেরপুরে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষ্যে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান।

জেলা প্রশাসনের সহকারি কমিশনার তানজিলা শারমিন দৃষ্টির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নিবার্হী অফিসার খাইরুল ইসলাম, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন দফতরের কর্মকর্তা, পুলিশ, শিক্ষার্থী, বিকাশ এজেন্টের প্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন।




ওপেনএআই কিনতে ৯৭.৪ বিলিয়ন ডলার প্রস্তাব ইলন মাস্কের, নাকচ অল্টম্যানের

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই কেনার জন্য ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ৯ হাজার ৭৪০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছে ইলন মাস্কের নেতৃত্বাধীন এক বিনিয়োগকারী সংস্থা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ওপেনএআই এর সব সম্পদ কেনার জন্য প্রযুক্তি কোম্পানিটির বোর্ডের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মাস্কের আইনজীবী মার্ক টোবেরফ।

প্রস্তাবের জবাবে চ্যাটজিপিটির উদ্ভাবক স্যাম অল্টম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে বলেছেন, ‘না, ধন্যবাদ, তবে আপনি চাইলে আমরা টুইটার ৯ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে কিনে নিতে পারি।

এই প্রস্তাবটি ইলন মাস্ক এবং ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানের মধ্যে দীর্ঘদিনের বিরোধের নতুন এক অধ্যায়। ২০১৫ সালে তারা একত্রে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন। তবে ২০১৮ সালে সংস্থাটি ছেড়ে চলে যান মাস্ক। এরপর থেকেই দুজনের সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দেয়।

অল্টম্যান ওপেনএআই-কে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছেন। তবে মাস্ক এই সিদ্ধান্তের সঙ্গে সম্মত নয়। মাস্কের মতে, ওপেনএআই প্রতিষ্ঠার সময় মূল্য উদ্দেশ্য ছিল মানবতার উপকারে এআই তৈরি করা। তবে প্রতিষ্ঠান এখন এই নীতি থেকে সরে আসছে।

তবে ওপেনএআই দাবি করছে, উন্নত এআই মডেল তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

এই প্রস্তাবটি মাস্কের এআই কোম্পানি এক্সএআই এবং অন্যান্য ব্যক্তিগত ইকুইটি ফার্ম, যেমন: বারন ক্যাপিটাল গ্রুপ এবং ভ্যালর ম্যানেজমেন্টের সমর্থন করছে।

মাস্ক এক বিবৃতিতে বলেছেন, ‘এখন সময় এসেছে ওপেনএআইকে আবারও একটি ওপেন সোর্স এবং নিরাপত্তা-কেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত করার, যা একসময় ছিল। আমরা এটি নিশ্চিত করবো।’

ইলন মাস্কের পক্ষ থেকে দেওয়া ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের প্রস্তাবটি ওপেনএআই-এর সর্বশেষ বাজারমূল্যের তুলনায় অনেক কম। ২০২৪ সালের অক্টোবর মাসে ওপেনএআই সর্বশেষ তহবিল সংগ্রহ করেছিল, তখন তার বাজারমূল্য ছিল ১৫৭ বিলিয়ন ডলার। তবে বর্তমানে ওপেনএআই-এর মূল্য ৩০০ বিলিয়ন ডলার হওয়ার সম্ভাবনা আছে, যা মাস্কের প্রস্তাবের তুলনায় অনেক বেশি।

সম্প্রতি বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে একটি প্রকল্প ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার নাম ‘স্টারগেট প্রজেক্ট’। এর প্রকল্পের মূল্য ৫০০ বিলিয়ন ডলার। প্রাথমিকভাবে ওপেনএআই এবং সফটব্যাংক প্রত্যেকে ১ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে। প্রকল্পের মূল লক্ষ্য হলো উন্নত কম্পিউটিং পাওয়ারের মাধ্যমে নতুন ও শক্তিশালী এআই মডেল তৈরি করা।

ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা হওয়া সত্ত্বেও মাস্ক দাবি করেছেন যে, এই প্রকল্পটি ‘যতটুকু অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, তা আসলে তাদের কাছে নেই’। যদিও তিনি তার মন্তব্যের পক্ষে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ সামনে আনেননি।

২০২২ সালে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কেনেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। তখন থেকেই গুঞ্জন ছিল তিনি পুরো টুইটার কিনে নেবেন। সেই বছরের এপ্রিল মাসে টুইটার কেনার প্রস্তাব দেন তিনি। প্ল্যাটফর্মটি কেনার পর টুইটারকে আরও বেশি উদার, উন্মুক্ত ও স্বচ্ছ করার প্রতিশ্রুতি দেন তিনি। টুইটারের শেয়ার প্রতি ৫৪ দশমিক ২ ডলার মূল্য নির্ধারণ করে কোম্পানিটি কেনার জন্য ৪৪ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব দেন মাস্ক।

শুরুতে, টুইটারের বোর্ড এই প্রস্তাবটি এড়িয়ে যায় এবং মাস্কের প্রস্তাবকে প্রত্যাখ্যান করার প্রস্তুতি নেয়। তবে মাস্কের প্রস্তাবটি অনেক বড় অঙ্কের ছিল, যার ফলে বোর্ড শেষ পর্যন্ত চাপের মুখে পড়তে থাকে। শেষে এই প্রস্তাব মেনে নেয় টুইটারের বোর্ড এবং মাস্কের নেতৃত্বে টুইটার বিক্রি হওয়ার প্রক্রিয়া শুরু হয়। ২০২২ সালের অক্টোবর মাসে সব ধরনের আইনি বাধা দূর করে টুইটার কিনে নেন ইলন মাস্ক এবং প্ল্যাটফর্মের নতুন মালিক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এমনকি নিজের অন্যান্য কোম্পানির সঙ্গে নাম মিলিয়ে প্ল্যাটফর্মটির নাম রাখেন ‘এক্স’।

ওপেনএআই কেনার বিষয়টি তাই টুইটারের মতো হতে পারে। কারণ বিষয়টি শুধু অল্টম্যানের হাতে নেই। কোম্পানির বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা মাস্কের প্রস্তাবে রাজি হলে অল্টম্যানও ওপেনএআই বিক্রিতে বাধ্য হবে। এ ছাড়া মাস্ক এখন ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তি। বিশ্বের শীর্ষ এই ধনীর হাতে নজিরবিহীনভাবে ক্ষমতা দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই ওপেনএআই ভবিষ্যতে আরও বেশ চাপের সম্মুখীন হবে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: বিবিসি




মেহেরপুরে সাবেক কাউন্সিলরসহ ৩ আসামি গ্রেফতার

মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে সাবেক কাউন্সিলর মঞ্জুরুল কবির রিপনসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার কৃত মঞ্জুরুল কবির রিপন মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। বাকিরা হলেন- শিশু বাগান পাড়ার নুরুল ইসলামের ছেলে এনামুল হক বাবু, নতুন পাড়ার আব্দুল কাদেরের ছেলে হৃদয়।

মেহেরপুর সদর থানার ওসি মেসবাহ উদ্দিন জানান, সারাদেশে অপরারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে সন্ত্রাস দমন আইনে তাদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী উপজেলার নওয়াপাড়া থেকে দবির আলী নামের এক আসামিকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।




ভ্রমণপিপাসুদের জন্য সেরা গন্তব্য

ভ্রমণপিপাসুদের জন্য এসময়ের সেরা গন্তব্য হতে পারে বাংলাদেশের আশেপাশের দেশ থাইল্যান্ড, জাপান, শ্রীলংকা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া। এক নজরে দেখে নিন এই দেশগুলোর বিখ্যাত সব ট্যুরিস্ট স্পট!

থাইল্যান্ড
এই মৌসুমে রাজধানী ব্যাংকক এর চাও প্রায়া নদীতে নৌকা ভ্রমণ করতে করতে দেখতে পারবেন গ্র্যান্ড প্যালেস, ওয়াট ফো এর মত বিখ্যাত পর্যটন স্পটগুলো। এছাড়াও ফুকেট ও কোহ সামুই এর দ্বীপগুলো উপভোগ এর জন্য এখনই সেরা সময়। ফুকেট এর জনপ্রিয় সব রেস্টুরেন্ট ও নাইট লাইফ এর উত্তেজনা, বা কোহ সামুই এর অদ্ভুত সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ – কোথায় যাবেন বেছে নিন নিজের পছন্দ মত!

জাপান
শীতের জাপান বাকি সময় থেকে সম্পূর্ণ আলাদা। এই সময় থাকে স্কি রিসোর্ট, শীতকালীন উৎসবসমূহ, ও ঐতিহ্যবাহী সব সাংস্কৃতিক অনুষ্ঠান। জাপানের সবচাইতে ঐতিহ্যবাহী শহর কিয়োটো এর কিয়োমিজু ডেরা টেম্পল, ইম্পেরিয়াল প্যালেস ও গিরোকু শীতের দিনে আরো অনন্য হয়ে ওঠে। হোক্কাইডো এর স্কি রিসোর্ট, স্নো বোর্ডিং সহ আরো অনেক শীতকালীন খেলা এসময় সারাবিশ্ব থেকে পর্যটকদের আকৃষ্ট করে।

শ্রীলংকা
বর্তমান শুষ্ক ও আরামদায়ক আবহাওয়া শ্রীলংকা ভ্রমণের সেরা সময়। এসময় পাহাড়ি অঞ্চল যেমন ক্যান্ডি এর টেম্পল অফ দ্যা ট্রুথ, ক্যান্ডি লেক এর সৌন্দর্য বা হানডুনগালা পিক এর ট্রেকিং খুবই জনপ্রিয়। এছাড়াও গাল্লে ও নুওরা এলিয়া শহরের সৌন্দর্য, ইয়ালা ন্যাশনাল পার্ক এর সাফারি সহ পুরো দেশজুড়ে উপভোগ করতে পারেন শীতকালীন বিভিন্ন উৎসব।

ফিলিপাইন
বহু সংস্কৃতির মিশ্রণের এই দ্বীপপুঞ্জের ৭১০০ টিরও বেশি দ্বীপ ঘুরে দেখতে পুরো পৃথিবী থেকে ভিড় জমান অভিজ্ঞ ট্যুরিস্ট, রোমান্টিক জুটি, এডভেঞ্চারপ্রেমী সহ সবাই। পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বচ্ছ পানি ও সাদা বালির এই দেশের সৈকত গুলোকে করেছে অদ্বিতীয়। রাজধানী ম্যানিলা এর ঐতিহাসিক সব স্থান ও কেনাকাটার অভিজ্ঞতার পাশাপাশি পালাওয়ান, সেবু, বোরা বোরা, ও তিতাসান আগ্নেয়গিরি এর মত স্পটগুলো ভ্রমণপিপাসু দের তৃষ্ণা মেটাতে যথেষ্ট।

ইন্দোনেশিয়া
১৭০০০ এর ও বেশী দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়ার বিস্তৃর্ণ অভিজ্ঞতার ঝুড়ি অপেক্ষা করছে আপনার জন্য! বালির প্রাকৃতিক সৌন্দর্য ইতিমধ্যে সারাবিশ্বে খ্যাতি লাভ করেছে। ইন্দোনেশিয়ার কমোডো আইল্যান্ড এ কমোডো ড্রাগন দেখা হতে পারে আপনার জীবনের এমন একটি অভিজ্ঞতা, যা আপনি সবসময় মনে রাখবেন।

লেখক: মোহাম্মদ ফাহাদ
কো-ফাউন্ডার, ফ্লাইকরো

সূত্র: ইত্তেফাক




গাংনীতে শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ ও র‌্যালী

মেহেরপুরের গাংনী উপজেলার সকল বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরি জাতীয় করনের দাবীতে র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ করেছে বেসরকারি কলেজ শিক্ষক সমিতি গাংনী উপজেলা শাখা।

মঙ্গলবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারের সামনে এ কর্মসুচি পালন করেন তারা।

‘হাতে হাত,কাধে কাধ, এক সাথে চলবো পথ, এ প্রতিপাদ্যে শিক্ষক কর্মচারিদের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠানের আগে বিক্ষোভ সমাবেশ ও র‌্যালী করেন তারা।

উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি বেদারুল আলমের নেতৃত্বে একটি র‌্যালী গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষকরা।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোঃ বেদারুল আলম,সাধারণ সম্পাদক এসএম সায়েম,নির্বাহী সদস্য মোঃ আবুল কালম আজাদ সপন প্রমুখ।

এসময় শিক্ষকরা সরকারের কাছে দাবী কওে বলেন, সরকারি শিক্ষকরা যে সিলেবাস অনুযায়ী শিক্ষাকরা পাঠ দান করেন। আমরাও সেই সিলেবাস ও নিয়মকানুন অনুযায়ীকলেজ পরিচালনা করি। তবে কেনো আমাদেও সাথে বৈষম্য করা হয়। বক্তারা বলেন, আমরা আমাদের অধিকার আদায়ে বৃহৎ কর্মসুচি পালন করবো।




তিন সন্তানের কার সঙ্গে মিল রয়েছে শাহরুখ খানের

শাহরুখ খান। এই নামের আগে কোনো বিশেষণের প্রয়োজন পড়ে না। কারণ শাহরুখ খান মানেই বলিউড বাদশাহ কিং খান। সারা বিশ্বে তার রয়েছে কোটি কোটি ভক্ত-অনুরাগী ও সিনেমাপ্রেমী। শুধু শাহরুখের অভিনয়ই নয়, তার ব্যক্তিত্বেও মুগ্ধ অনুরাগীরা। অনেকেই তার দ্বারা অনুপ্রাণিত হন। অনেকের আবার জীবনের লক্ষ্যই থাকে বাদশাহর মতো হয়ে ওঠা।

কিন্তু তার সন্তানেরা নাকি কেউ তার মতো হয়নি। বিষয়টি নিজেই জানিয়েছিলেন বাদশাহ শাহরুখ খান। ২০২৪ সালে একটি অনুষ্ঠানে অভিনেতা জানিয়েছিলেন আরিয়ান, সুহানা কিংবা আব্রাম কেউ-ই তার মতো হয়নি। তার স্বভাব পায়নি। আর সে কারণেই ঈশ্বরের কাছে কৃতজ্ঞ বলিউড বাদশাহ।

কিং খান বলেন, তার তিন ছেলেমেয়েই মানুষ হিসাবে খুব ভালো হয়েছে। কিন্তু তারা কোনোভাবেই আমার মতো হয়ে উঠতে পারেনি। তিনি বলেন, আমি মনে করি, আমার ছেলেমেয়েরা আমার থেকে মানুষ হিসাবে অনেক ভালো।

শাহরুখ আরও বলেন, আমি সত্যিই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ওরা খুবই ভালো সন্তান। মানুষ হিসাবে ওরা সত্যিই খুবই ভালো হয়েছে। তিনি বলেন, তবে কন্যা সুহানা ও কনিষ্ঠ পুত্র আব্রামের সঙ্গে একটি মিল রয়েছে তার। তার মতোই সুহানা ও আব্রামের গালেও টোল পড়ে বলে জানান বাদশাহ।

কাজের ক্ষেত্রে প্রথম থেকেই সন্তানদের অগাধ স্বাধীনতা দিয়েছেন শাহরুখ খান। প্রথমেই জানিয়ে দিয়েছিলেন ভবিষ্যতে যে কোনো পেশাই তারা বেছে নিতে পারেন। কখনই সন্তানদের নির্দেশ দেননি অভিনেতা বা ইঞ্জিনিয়ার হয়ে উঠতে হবে। বাবা হিসাবে শাহরুখের একটাই চাওয়া ছেলেমেয়েরা যেন সুস্থ থাকে।

উল্লেখ্য, সুহানা পেশা হিসাবে বেছে নিয়েছেন অভিনয়কেই। আগামীতে ‘কিং’ সিনেমায় দেখা যাবে তাকে। অন্যদিকে আরিয়ান ক্যামেরার পেছনে পরিচালনার কাজ শুরু করেছেন।

সূত্র: যুগান্তর




হরিণাকুন্ডুতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

ঝিনাইদহের হরিণাকণ্ডুতে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে তাফসীর মাহফিলের আয়জনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (৪৫) নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন।

মঙ্গলবার সকালে হরিনাকুণ্ড উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদপুর ইউনিয়নের মেম্বর আশরাফ উদ্দীন স্বপন জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের দবির মন্ডল ও তার ভাই খবির মন্ডলের সাথে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের মহিন, বকুল ও সাঈদের সমর্থকদের বিরোধ চলে আসছিলো।

সোমবার সন্ধ্যায় গ্রামে তাফসীর মাহফিল আয়োজন নিয়ে মিটিংয়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই জেরে সকালে দবির ও মোশাররফ গ্রামের মাঠে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। এঘটনার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দু’পক্ষের অন্তত ৮/১০ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন। মৃত মোশাররফ হোসেন ওই গ্রামের খবির মন্ডলের ছেলে এবং পেশায় একজন দলিল লেখক। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মাহবুবুল আলম বলেন, সকালে হরিণাকুন্ডু থেকে কয়েকজন রোগী এসেছিলো।

এদের মধ্যে আমরা মোশাররফকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে একই পরিবারের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনায় মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হলে হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় মহিন নামের একজনকে আমরা আটক করে হেফাজতে নিয়েছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।




সেরা প্রস্তুতি না হলেও সেরা স্বপ্নই দেখছেন ফিল সিমন্স

বিপিএলের পর কালক্ষেপণ না করে অনুশীলনে নেমে পড়েছে টাইগার বাহিনী। দিন-রাত মিলিয়ে চলছে সেই অনুশীলন। তবু প্রধান কোচ ফিল সিমন্স এমন প্রস্তুতিকে সেরা প্রস্তুতি বলতে রাজি নন।

ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দল ওয়ানডে সিরিজ খেলে নিজেদের প্রস্তুতি নিচ্ছে। সেখানে বাংলাদেশ নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। তাতে তুলনামূলকভাবে টাইগারদের প্রস্তুতিকে সেরাদের কাতারে ফেলতে চান না কোচ।

এদিকে প্রস্তুতিতে সেরাদের কাতারে না থাকলেও স্বপ্নটা সেরাদের মতো করেই দেখছেন। তার মতে, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে বাংলাদেশ।

গতকাল বাংলাদেশের প্রস্তুতির বিষয়ে ফিল সিমন্স বলেছেন, ‘আমি মানছি যে, অন্য দলগুলো যেভাবে ম্যাচ খেলে প্রস্তুতি নিচ্ছে, সেভাবে আমরা নিচ্ছি না। তাই এটি সেরা প্রস্তুতি নয়। তবে একটা জিনিস আমি বলব যে, তারা খেলার মধ্যে ছিল এবং সাদা বলের ক্রিকেটই খেলছিল। তাতে দক্ষতার দিক থেকে তারা তীক্ষ্ণই রয়েছে। আগামী ছয় থেকে সাত দিনে ক্রিকেটারদের মানসিকতা ৫০ ওভারের ক্রিকেটের দিকে আনতে হবে। তাদের দক্ষতা রয়েছে, পারফর্ম করতে দেখেছি আমরা। তাই এখন ৫০ ওভারের মানসিকতা আনাটাই মূল ব্যাপার।’

বৈশ্বিক এই টুর্নামেন্ট নিয়ে সিমন্সের অগাধ বিশ্বাস রয়েছে। ক্যারিবিয়ান এই কোচ বিশ্বাস করেন, বাংলাদেশ ট্রফি জেতার মতো যোগ্য দল। তার মতে, ‘যদি এটা বিশ্বাস না করতাম, তাহলে এখানে আমি থাকতাম না। যখনই কোনো টুর্নামেন্টে খেলতে হবে, সেরা সাফল্য বের করে আনতে হবে। আর যে দিনে ম্যাচ গড়াবে, ঐ দিনে সেরাটা দিয়ে লড়াই করতে হবে। আমি দলকে এটাই বোঝানোর চেষ্টা করছি। ক্যারিবিয়ান সফরে আমি ক্রিকেটারদের দেখেছি, তারা কতটা শক্তিশালী। সুতরাং আমরা ভালো খেলতে পারলে বেশ ভালো সম্ভাবনা রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার।’

অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে কিছুটা সংশয় রয়েছে। ফর্মহীনতার কারণে বিপিএলে তিনি নিয়মিত খেলতে পারেননি। তবে শান্তকে নিয়ে আত্মবিশ্বাসী কোচ সিমন্স। ‘আমি তার ব্যাপারে একটা জিনিস বলতে পারি, তিনি কঠোর পরিশ্রমী। মাঠে না খেললেও প্রতিনিয়ত পরিশ্রম করে গেছেন। তিনি তার নিজের কাজটা করেছেন। খেলাটা এখন ৫০ ওভারের। আর অধিনায়ক এই ফরম্যাটে খেলেননি এমন নয়। তবে তার শক্ত মানসিক অবস্থা অবশ্যই প্রয়োজন হবে, আর আমার মনে হয় সেটা তার রয়েছে।’

এদিকে শান্তর পাশাপাশি নাহিদ রানাকে নিয়েও কিছুটা শঙ্কা রয়েছে। বিপিএলের শেষ দিকে রংপুর রাইডার্সের হয়ে জ্বলে উঠতে দেখা যায়নি গতিদানবকে। রানাকে নিয়ে সিমন্স বলেছেন, ‘হ্যাঁ, বিপিএলের শেষ কয়েক ম্যাচে তাকে স্বাভাবিকের চেয়ে কিছুটা ধীরগতির মনে হয়েছে। এমনকি শেষ দিকে এসে রানআপও তার স্বাভাবিক সময়ের মতো ছিল না। তবে তিনি কিছুটা বিশ্রাম পেয়েছেন। বিশ্রামের পর তাকে আবারও আগের অবস্থায় মনে হয়েছে। গতি ফিরে আসছে এবং ক্যারিবিয়ানে যেমন ছিল, তেমনটাই দেখা যাচ্ছে।’

এ দিকে চ্যাম্পিয়নস ট্রফির খেলা ৫০ ওভারের হলেও জাতীয় দলের সবাই সম্প্রতি ২০ ওভারের বিপিএল শেষ করেছেন। দুটি ভিন্ন ফরম্যাট, খেলার ধরনও ভিন্ন। বিপিএলের প্রভাব ৫০ ওভারের ক্রিকেটে পড়লে অবস্থা বেগতিক হতে পারে। বিষয়টি নিয়ে বাংলাদেশের কোচ বলেছেন, ‘আমাদের দুই দিন অনুশীলন হয়েছে। এই দুই দিনে বিপিএল নিয়ে কোনো কথা হয়নি খেলোয়াড়দের সঙ্গে। তারা লম্বা সময় ধরে ব্যাট করা ও ঠিক জায়গায় বল করাতেই নজর দিচ্ছেন, সেটি ৫০ ওভারের ক্রিকেটের জন্য। আমার মনে হয় না বিপিএল কোনো প্রভাব ফেলবে। আর সামনের কয়েক দিন আমাদের অনুশীলনের সেশন দ্বিগুণ করে দেওয়া হয়েছে। যেখানে আমরা সকালে ব্যাটিং-বোলিং করব, পরে সন্ধ্যায় আলোর নিচেও সেটি চলবে। এভাবেই আমরা ৫০ ওভার ব্যাটিংয়ের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি।’

চ্যাম্পিয়নস ট্রফি শেষে বিসিবির সঙ্গে ফিল সিমন্সের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর মেয়াদ বাড়বে কি না, সেটি নিয়ে কথা বলতে রাজি হননি এই ক্যারিবিয়ান। সাকিব আল হাসানের বিষয়েও তিনি মুখ খোলেননি। বাংলাদেশের পোস্টারবয় হিসেবে খ্যাত সাকিব রয়েছেন দেশের বাইরে। বৈশ্বিক এই টুর্নামেন্টে তার খেলার কথা থাকলেও বোলিং অ্যাকশনে সমস্যা হওয়ায় দলে জায়গা হয়নি।

সূত্র: ইত্তেফাক