অস্থির কুষ্টিয়ার সবজি বাজার: ত্যক্ত-বিরক্ত ক্রেতারা

হঠাৎ সবজি বাজারে দামের তাপে পুড়ছেন ক্রেতা। কয়েকটি সবজির দাম হয়ে গেছে দ্বিগুণ। অনেক কাঁচা তরকারির কেজিতে বেড়েছে ২০ থেকে ৫০ টাকা। এর মধ্যে বড় গোল বেগুন কেনাবেচা হচ্ছে অস্বাভাবিক দামে; এক কেজি কিনতে গুনতে হচ্ছে ৮০-১০০ টাকা। সবজির পাশাপাশি আবারও চড়েছে ডিমের বাজার। দুই দিনের ব্যবধানে ডজন উঠেছে সর্বোচ্চ ১৬০ টাকায়। হঠাৎ সবজি ও ডিমের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা।

তবে বিক্রেতারা বলছেন, সম্প্রতি টানা কয়েক দিনের বৃষ্টিতে কৃষক সবজি তুলতে পারেননি। ফলে ক্ষেতে নষ্ট হয়ে গেছে অনেক সবজি। এ কারণে মাঠ পর্যায় থেকে শহরে সবজির সরবরাহ কমে গেছে। তাতে চাহিদার চেয়ে সবজির জোগানে দেখা দিয়েছে ঘাটতি। এতে তেতে উঠেছে সবজির দাম। আবার কিছু ব্যবসায়ী বৃষ্টির সুযোগও নিচ্ছে।

ব্যবসায়ীদের এসব যুক্তিতে ত্যক্ত-বিরক্ত ক্রেতারা। তারা বলছেন, একেকবার একেক ছুতায় জিনিসপত্রের দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। সরকারের নিয়ন্ত্রণে নেই বলে ব্যবসায়ীরা যে যার মতো করে দাম নিচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভোক্তারা। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া শহরের পৌর বাজারে ১০০ টাকা দরে বেগুন কেনার পর বেসরকারি চাকরিজীবী আবুল হোসেন বলেন, ‘বাসার পাশে মঙ্গলবাড়ীয়া থেকে না কিনে পৌর বাজারে এলাম। এখানেও সেই একই দর। দুই দিনের বৃষ্টিতে দাম আকাশচুম্বী হবে কেন? সবজি তো আমদানি করতে হয় না।’

মজমপুরে রাতের কাঁচাবাজারে সবজি কেনার পর জামেনা বেগম বলেন, ‘সবকিছুর দাম সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এতে কম আয়ের মানুষের কষ্ট বাড়ছে।’

আজ শহরের মিউনিসিপ্যালিটি বাজার, রাজারহাট, মঙ্গলবাড়ীয়া, চৌড়হাস কাঁচাবাজারসহ কয়েকটি খুচরা বাজার ঘুরে শুধু পেঁপে আর আলু ছাড়া ৬০ টাকার কমে কোনো সবজি পাওয়া যায়নি। তিন-চার দিন আগে কুষ্টিয়ায় ঢ্যাঁড়সের কেজি ৪০ ও গোল বেগুনের কেজি ৬০ টাকায় বিক্রি হয়েছে। দ্বিগুণ দাম বেড়ে বাজারে এখন সবজি দুটি বিক্রি হচ্ছে যথাক্রমে ৬০ থেকে ৭০ ও ৮০ থেকে ১০০ টাকা দরে। এ ছাড়াও শসা ৫০ টাকা কেজি, কচু ৮০-১০০ টাকা কেজি, ওল ৭০ টাকা কেজি, পেয়াজ ৮০-১০০ টাকা কেচি, রসুন ২০০ টাকা কেজি, কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।

গত শুক্রবার বরবটির কেজি ছিল ৪০ টাকা। কেজিতে তা বেড়ে এখন ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। একইভাবে পটোল ও চিচিঙ্গা কেজিতে ২০ টাকা করে বেড়ে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। তিন দিন আগে করলা, ধুন্দুল ও ঝিঙ্গের কেজি ৩০ থেকে ৪০ টাকায় কেনা গেছে। এখন গুনতে হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। নতুন সবজি হিসেবে শিমের দাম এমনিতেই বেশি; কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। ছোট একটা ফুলকপি কিনতে গেলেও ক্রেতাকে খরচ করতে হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। প্রতিকেজি ফুলকপি বিক্রি হচ্ছে ১০০ টাকা এবং বাধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি, গাজর ১৫০ টাকা কেজি, আদা ২০০ টাকা কেজি, করলা ৮০ টাকা কেজি, লাউ ৪০-৬০ টাকা পিস এবং মিষ্টি কুমড়া কেজিপ্রতি ৪০ -৫০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। বাজারে মুলার চাহিদা কম থাকে, সেটির কেজিও এখন ৫০ থেকে ৬০ টাকা। কম দামের সবজি বলতে এখন শুধু পেঁপে মিলছে কেজি ২৫-৩০ টাকা কেজি। কলমি শাক ১০ টাকা আটি, লাল শাক ২০ টাকা আটি এবং পুইশাক ৩০ টাকা আটিতে বিক্রি হচ্ছে।

সাম্প্রতিক সময়ে আলুর দর নিয়ে হয়েছে বেশ হইচই। দামও বেঁধে দেয় সরকার। তাতেও সুফল মেলেনি। গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় থেকে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলুর দর ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।

মজমপুরের কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী মো. মতিয়ার বলেন, ‘পৌরবাজারে পাইকারদের কাছে বেগুনের দাম শুনেই অবাক হলাম। দুই দিনের ব্যবধানে দ্বিগুণ দাম নিয়েছে। সকালে পৌর বাজারে গেলে সবজির দরকষাকষির সুযোগ থাকে না। কারণ কাঁচামাল কম আসে বাজারে।’
একই বাজারের সবজি ব্যবসায়ী মো. কারিবুল বলেন, বৃষ্টির ছুতায় পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। এ কারণে শুধু ক্রেতা নয়, খুচরা বিক্রেতারাও পড়েছে বিপদে।

তবে বৃষ্টির কারণে ক্ষেতে সবজি নষ্ট হয়ে যাওয়ায় ব্যাপারীরা বাজারে সবজি কম আনছে বলে দাবি করেন পাইকারি ব্যবসায়ীরা।

পৌর বাজারের পাইকারি সবজি ব্যবসায়ী সুদেব বলেন, বৃষ্টিতে সবজি তোলা সম্ভব হয়নি। এতে ক্ষেতে পঁচে গেছে অনেক সবজি। কৃষক পর্যায়ে দাম বাড়ার কারণে ব্যাপারীরা সবজি কম আনছে। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে




ঘরের সাজে বাহারি দোলনা

মানুষ এখন অনেক সৌখিন। সে হোক নিজের জন্য কিংবা কাছের মানুষের জন্য কিংবা ভালোবাসার অন্দরের জন্য। অন্দর হচ্ছে সবচেয়ে স্বস্তির জায়গা। একটা মানুষের জীবনে। তাই সবাই চায় অন্দরকে নতুনভাবে নতুন রূপে নতুন কিছু দিয়ে কোনো না কোনোভাবে সাজিয়ে তুলতে। অন্দরের প্রতিটা জায়গাকে আমরা চেষ্টা করি নিজেদের সাধ্যমতো সুন্দর করে সাজিয়ে তুলতে।

বর্তমানে অন্দরসজ্জায় সবচেয়ে জনপ্রিয় ও চলমান বস্তু হচ্ছে দোলনা। দোলনা একটা শখের জিনিস। ছোট থেকে বড় সবাই দোলনা দেখে আকর্ষিত হয়। দোলনা যেমন মনে আনন্দ দেয়, তেমনি ঘরের সৌন্দর্যও বাড়িয়ে তোলে। বাঙালিয়ানা প্রকাশের জন্য দোলনা একটি অতি সুপরিচিত সজ্জা সামগ্রী, ঘরের সবচেয়ে আকর্ষণী স্থান হয়ে ওঠে, যখন একটি দোলনা রাখা হয়।

দোলনা রাখার স্থান
আপনি যেখানে চান দোলনা রাখতে পারেন! তবে ব্যাপারটা অতটা আকর্ষণীয় হবে না। দোলনা রাখার সবচেয়ে ভালো জায়গা বারান্দা, লিভিং রুম, ওপেন স্পেস অথবা ঘরের কোনো খালি কর্নার। দোলনা দেখতে যেন রঙিন হয়, সেই বিষয় মাথায় রাখতে হবে। রঙিন দোলনা ঘরকে আরও সুসজ্জিত ও আকর্ষণীয় করে তোলে।

দোলনার ধরন-ধারণ
দোলনা সাধারণত অনেক ধরনের হয়ে থাকে। তবে আপনি কেমন দোলনা রাখবেন, তা নির্ভর করবে আপনার ঘরের জায়গা কিংবা আপনার রুচি অথবা আপনার পছন্দের ওপর। সব জায়গায় সব ধরনের দোলনা রাখা যাবে না। তাই দোলনার কয়েকটি ধরন সম্পর্কে জেনে নেওয়া যাক:

বাঁশ ও বেতের দোলনা
বাঁশ ও বেতের দোলনাই সবসময় বেশ জনপ্রিয়। ঘরের মধ্যে বাঙালিয়ানা সাজ আনতে এ দোলনার জুড়ি নেই। এসব দোলনার সুবিধা হলো, এটি বিভিন্ন আকৃতির হয়ে থাকে। চারকোনা ছাড়াও চাইলে গোলাকৃতির, ছোট, বড় কিংবা মাঝারি—যেকোনো ধরনের দোলনাই বেছে নেওয়া যায়। বাঁশ ও বেতের তৈরি বেশির ভাগ দোলনাতেই স্ট্যান্ড থাকে। এছাড়া ওই ধরনের দোলনার মধ্যে রঙিন কভার ও কিছু রঙিন কুশন রাখলে বসেও বেশ আরাম লাগে। চাইলে স্ট্যান্ড ছাড়াও দোলনা কিনতে পারেন। এগুলো মূলত একজনের বসার জন্য উপযোগী।

লোহার দোলনা
এই দোলনা একইসঙ্গে দেখতে সুন্দর ও সাশ্রয়ী। পুরোটাই লোহা দিয়ে তৈরি হলেও, আরামদায়ক। কারণ, এ দোলনায় বসার জায়গাটিতে ফোম দেওয়া হয়। লোহার দোলনা ঘরের থেকে ছাদেই বেশি শোভা পায়। কারুকাজটাও হয় একেবারে চিকন রড দিয়ে খুব হালকার ওপরে। লোহার দোলনায় দুই তিন জন আরাম করে বসেই দোল খাওয়া যায়।

পাটের দড়ি
পাটের দড়ি দিয়ে বানানো চারকোনা কিংবা গোলাকৃতির দোলনার চাহিদা বর্তমানের সবচেয়ে বেশি। এ ধরনের দোলনা মূলত দুই ধরনের হয়—স্ট্যান্ডসহ ও স্ট্যান্ড ছাড়া। স্ট্যান্ডবিহীন দোলনা চাইলে যেকোনো জায়গায় আপনি বহন করতে পারেন। পাটের তৈরি বলে খুব টেকসইও হয়ে থাকে। যারা ঘরে বাঙালিয়ানা আনতে চান, তাদের কাছে এ ধরনের দোলনাই বেশি প্রিয়। পাটের দোলনার আরেকটি সুবিধা হলো: বিভিন্ন রঙে পাটের দড়িগুলো রাঙিয়ে ঘরে বৈচিত্র্য আনা যায়। পাঁচের দোলনা খুবই সহজলভ্য আর বর্তমান সময়কার মানুষ এই দোলনাকে বেশি প্রাধান্য দিন।

কাঠের দোলনা
নানা রকম দোলনার মধ্যে কাঠের দোলনাও বেশ জনপ্রিয়। কাঠের দোলনা এক ধরনের আভিজাত্য বহন করে। পুরনো দিনের বাড়িগুলোতে কাঠের দোলনা দেখা যেতো বেশি। এছাড়া, বাসা বাড়ি থেকে রিসোর্টে কাঠের দোলনার ব্যবহার বেশি। সাধারণত চারকোণা আকৃতির হয় কাঠের দোলনা। তবে আপনি চাইলে আপনার ঘরে অবশ্যই কাঠের দোলনা ব্যবহার করতে পারেন। এ ধরনের দোলনার প্রধান আকর্ষণের জায়গাটি হলো এর সূক্ষ্ম কারুকাজ কিংবা বিভিন্ন ধরনের নকশা। নকশার মধ্যে ফুল, পাতার মোটিফটাই বেশি প্রাধান্য পায়। কাঠের দোলনায় আপনি চাইলে নিজ ইচ্ছামত একটু সুসজ্জিত করে নিতে পারেন।

সাধারণত পাটের দোলনা, বেতের দোলনা ও লোহার দোলনা খুব সহজেই যে-কোনো জায়গায় কিনতে পাওয়া যায়। এছাড়া, বিভিন্ন অনলাইন শপ দোলনা নিয়ে কাজ করছে। কাঠের দোলনার ক্ষেত্রে আপনি চাইলে নিজের মন মতো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারেন। দোলনা মূলত ১ হাজার ৫০০ টাকা থেকে শুরু হয়। এরপর দাম বৃদ্ধি পায় নকশার গুণগত মান ও কাঁচামালের ওপর ভিত্তি করে।




দামুড়হুদায় সুবিধা ভোগিদের নিয়ে মতবিনিময় সভা

দামুড়হুদা সদর ইউনিয়ন চত্বরের বোর্ড মাঠে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধা ভোগীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুস্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসান মিতার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ০২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করলে দেশের মানুষ আরো বেশী বেশী সুবিধা পাবে। দেশের মানুষ এখন নিরাপদে রাত্রি যাপন করে। দেশের মানুষ এখন ডিজিটাল সেবা পাচ্ছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন ধরনের এসব ভাতা শেখ হাসিনার সরকারের আমলেই শুরু হয়েছে। তিনি দেশের প্রান্তিক জনগণের কথা ভাবেন। তাদের কথা চিন্তা করেন। দেশে প্রচুর পরিমাণে উন্নয়ন হয়েছে যা এখন দেশের জনগণ ভোগ করছে। কৃষিখাতে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, যোগাযোগ খাতে সহ দেশের সব খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ডঃ কিসিন্জার চাকমা, বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু,
সদর ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন বগা, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু সহ আওয়ালীগ, যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মী বৃন্দ ও সুবিধাভোগী নারী পুরুষগন মত বিনিময সভায় অংশ গ্রহন করেন।




দেশে মূল্যস্ফীতি কমবে, প্রবৃদ্ধি হবে এবার ৬ শতাংশ: আইএমএফ

বাংলাদেশে এবার ৬ শতাংশ প্রবৃদ্ধি হবে, সেই সাথে মূলস্ফিতি কমবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ)। মঙ্গলবার প্রকাশিত ‘গ্লোবাল ইকনোমিক আউটলুক’ প্রতিবেদনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এই পূর্বাভাস দিয়েছে আইএমএফ। যেটি বাংলাদেশের অর্থনীতির জন্য সুখবর বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সরকার ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির অর্জনের লক্ষ্যমাত্রা ধরেছে।

গত ৩ অক্টোবর বিশ্ব ব্যাংক ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদন বলেছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ অর্জিত হতে পারে। গত এপ্রিলে বিশ্ব ব্যাংক পূর্বাভাস দিয়েছিল ৬ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে। গত সেপ্টেম্বরে ম্যানিলাভিত্তিক উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পূর্বাভাস দিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৫ শতাংশ।

মরক্কোর মারাকাশ শহরে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলন চলাকালে আইএমএফের ‘গ্লোবাল ইকনোমিক আউটলুক’ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সপ্তাহব্যাপী এ আয়োজনে বিশ্বের ১৯০টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। যোগ দিয়েছেন বিভিন্ন দেশের অর্থমন্ত্রীসহ নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিশেষজ্ঞ, বেসরকারি খাত ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা।

প্রতিবেদনে বলা হয়, চলতি ২০২৩-২৪ অর্থবছর শেষে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ২ শতাংশে নেমে আসবে। গত ২০২২-২৩ অর্থবছর শেষে এই হার ছিল ৯ দশমিক ৭ শতাংশ।

সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক বা মাসওয়ারি) দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৩৭ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৮২ শতাংশ।

১২ মাসের গড় হিসাবে (২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর) দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৯ শতাংশ।

মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে নীতি সুদহার ও ব্যাংক ঋণের সুদহার বাড়নোসহ নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ও সরকার। তার আগের অর্থবছরে (২০২১-২২) গড় মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ১৫ শতাংশ।

আইএমএফ প্রতিবেদনে বলা হয়, বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে ভারসাম্যে ঘাটতি অব্যাহত থাকবে।

আইএমএফ প্রতিবেদনে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও বিস্তারিত বলা হয়েছে। সংস্থাটি বলেছে, মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিজনিত সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বিশ্ব অর্থনীতি। যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি বাজার বিঘ্নিত হয়েছে; সেই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতির রাশ টানতে নীতি সুদহার অভূতপূর্ব হারে বাড়ানো হয়েছে-এসব কারণে বিশ্ব অর্থনীতি গতি হারালেও থমকে যায়নি।

আইএমএফ বলেছে, মূল্যস্ফীতির হার অভূতপূর্ব উচ্চতায় উঠে গেলে গত বছরের শেষ বিশ্ব অর্থনীতির কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে, যদিও মূল্যস্ফীতির হার ধীরে ধীরে নিয়ন্ত্রণের মধ্যে এসেছে।

আইএমএফ বলেছে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দা হওয়ার আশঙ্কা নেই। অর্থনীতির বিশেষ ক্ষতি না করে মূল্যস্ফীতির হার কমিয়ে আনা সম্ভব হবে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে। দেশটি উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে রেকর্ড হারে নীতি সুদহার বাড়ালেও বেকারত্ব তেমন একটা বাড়বে না বলেই পূর্বাভাস।




বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ জীবনী প্রেক্ষাগৃহে দেখা যাবে শুক্রবার

নিপীড়িত বাঙালির মুক্তির জন্য গর্জে উঠেছিল একটি তর্জনী। তাঁর বজ্রবাণীতে জেগে উঠেছিল সাত কোটি বাঙালি। যিনি বাঙালিদের জন্য এনে দিয়েছেন স্বাধীন ভূখণ্ড। নিজের মতো করে এগিয়ে চলার পথ দেখিয়েছেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির প্রাণের স্পন্দন। দেশবাসী বঙ্গবন্ধুকে দেখেছে আন্দোলন সংগ্রামের অপ্রতিরুদ্ধ মানুষ হিসেবে। কিন্তু এর বাইরে কেমন মানুষ ছিলেন তিনি? কীভাবে বেড়ে উঠেছেন? তাঁর জীবনে কী প্রেম এসেছিল? সন্তানদের সাথে তিনি সময় কাটাতেন কীভাবে? এমন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খায় সব বয়সের মানুষের। এমন অসংখ্য প্রশ্নর উত্তর এবার মিলবে এবং চোখের সামনে ভেসে উঠবে ‘মুজিব—একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের মাধ্যমে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা “মুজিব: একটি জাতির রূপকার” আগামী ১৩ অক্টোবর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আর ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

“মুজিব: একটি জাতির রূপকার”প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, এই সিনেমাটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। এটি একটি সিনেমা নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক। ১৫ আগস্টের ঘটনা কখনও চিত্রায়িত হয়নি, কিন্তু এই সিনেমায় সেই দৃশ্য চিত্রায়িত হয়েছে। সেই মর্মান্তিক দৃশ্যের মাধ্যমেই সিনেমাটি শেষ হয়েছে। এই দৃশ্য দেখা খুবই কষ্টের।

বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ বলেন, ‘বায়োপিকে অভিনয় করা যেকোনো শিল্পীর জন্য কঠিন। এমন একটি চরিত্রে অভিনয় করেছি, যেটা বাঙালির কাছে ভীষণ আবেগের একটি চরিত্র। এই আবেগের কারণে অনেক খন্দকার মোশতাকরা আবার অনেক কিছু বলে।’

অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘একজন মানুষ একটা দেশের জন্য জীবন দিয়েছেন, সেই সত্যি ইতিহাস কিছু আমরা দেখতে পাব সিনেমাটিতে।’

এই চলচ্চিত্রে খন্দকার মোশতাক আহমেদ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। তিনি বলেন, ‘মুজিব সিনেমাটি আমার কাছে একটি স্বপ্নের নাম, একটি আবেগের নাম।’

২০২১ সালের জানুয়ারিতে ভারতে শুরু হয় “মুজিব: একটি জাতির রূপকার”সিনেমার দৃশ্যধারণের কাজ। শেষ হয় ওই বছরের ডিসেম্বরে। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার এবং ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।




গাংনীতে নিখোজের এক মাস পর খোয়া ভাঙ্গা শ্রমিকের মরদেহ উদ্ধার

নিখোজের একমাস পর প্রেমিকার বাড়ির পরিত্যাক্ত কুয়ার মধ্যে থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের সহযোগীয় গভীর কুয়া থেকে মরদেহ উদ্ধারের ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের বাগান পাড়ায়। নিহত লাল্টু গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের শাহিন উদ্দিনের ছেলে।

নিহত লাল্টুর ভাই পল্টু মিয়া বলেন, তার ভাই ইটের খোয়া ভাঙ্গার কাজ করতে এসে সাবিনার সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। সাবিনা একদিন আমাদের বাড়িতে গিয়ে আমার ভাইকে বিয়ে করার জন্য হুমকি দেয় তখন আমরা তাদের সর্ম্পকের বিষয়ে জানতে পারি। গত সেপ্টেম্বর মাসের ১২ তারিখে আমার ভাই লাল্টু বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বিভিন্ন জায়গায় খোজ করে কোন সন্ধান না পেয়ে গাংনী থানায় একটি জিডি করি।

গাংনী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, ‘গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের ইটের খোয়া ভাঙ্গা শ্রমিক লাল্টুর সাথে হাড়াভাঙ্গা বাগানপাড়ার সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী সাবিনা খাতুনের পরকিয়া সর্ম্পক গড়ে ওঠে। একমাস আগে লাল্টু নিখোজ হলে তার স্বজনরা বিভিন্ন জায়গায় খুজে না পেয়ে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী করে। পুলিশ প্রাথমিক তদন্তে সন্দেহভাজন হিসেবে মঙ্গলবার রাতে কথিত প্রেমিকা সাবিনাকে পুলিশ হেফাজতে নিলে সে লাল্টুর মরদেহ সর্ম্পকে তথ্য দেয়। তার দেওয়া তথ্যের উপর ভিত্তি আজ প্রেমিকা সাবিনার বাড়ির পরিত্যাক্ত কুয়ার মধ্যে থেকে ফায়ার সার্ভিস কর্মিদের সহযোগীতায় লাল্টুর অর্ধগলিত মরদেহ ও তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। এই হত্যাকান্ডে সাথে আরো কেউ জড়িত আছে কি না সে বিষয়ে তদন্ত চলছে। অর্ধ গলিত মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।’




এসএসসি পাসে নিয়োগ দেবে মীনা বাজার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মীনা বাজার। প্রতিষ্ঠানটিতে সেলসম্যান/ ক্যাশিয়ার (ধানমন্ডি) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

সেলসম্যান/ ক্যাশিয়ার (ধানমন্ডি)

যোগ্যতা

প্রার্থীকে এসএসসি পাস হতে হবে। বয়স ১৮ থেকে ২৮ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনা জ্ঞান থাকতে হবে। শিফ্ট/রোস্টার অনুযায়ী ডিউটি করতে হবে।

কর্মস্থল

ঢাকা (ধানমন্ডি)

বেতন

৮,০০০ – ১০,০০০/- (মাসিক )।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

সরাসরি সাক্ষাতকারের ঠিকানাঃ বাড়ী-৪৪, রোড-১৬(নতুন), ২৭(পুরাতন), ধানমণ্ডি, ঢাকা (মীনা বাজার আউটলেট বিল্ডিং, ২য় তলা)

আবেদনের শেষ তারিখ

০২ নভেম্বর ২০২৩।

সূত্র : বিডি জবস




কোটচাঁদপুরে ৪৫টি মন্ডপে সাজসজ্জার কাজ শেষের দিকে, মন্ডপগুলোতে পাহারা

এ বছর কোটচাঁদপুরে ৪৫ টি মন্ডপে উদযাপন করা হবে শারদীয় দূর্গা উৎসব। মন্ডপগুলোর সাজসজ্জার কাজ শেষের দিকে। নিরাপত্তায় পাহারা চলছে মন্ডপে মন্ডপে। তবে এখনো পর্যন্ত কোন থিয়েট মনে করছেন না বলে জানিয়েছেন, কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,এ বছর কোটচাঁদপুরে ৪৫ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দূর্গা উৎসব। তবে গেল বছরের থেকে এ বছর ১ টি পূজা কম হচ্ছে এ উপজেলায়। মন্ডপের সাজসজ্জার কাজ প্রায় শেষের দিকে।

অন্যদিকে নিরাপত্তা রক্ষায় স্বেচ্ছাসেবকরা ইতোমধ্যে মন্ডপে বসিয়েছেন পাহারা। সাথে রয়েছে গ্রাম পুলিশ। এ ছাড়া পুলিশের নজরদারী রয়েছে সার্বক্ষনিক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে কোটচাঁদপুরের দ্যুতিয়ার কুটি পূজা মন্ডপের সভাপতি সাধন হালদার বলেন,মন্ডপের কাজ এখনো শেষ হয়নি। তবে আমরা এক সপ্তাহ ধরে পাহারা দিচ্ছি মন্ডপ। তিনি বলেন,এখানে কোন সমস্যা হয় না। আর কোন ভয় ও নাই। তারপরও সর্তকতার সঙ্গে আছি।

কোটচাঁদপুর দুধসরা পূজা মন্ডপের সভাপতি নিতাই রায় বলেন,রংঙ্গের কাজ এখনও হয়নি। তবে নিরাপত্তায় জন্য, পাহারা চলছে।কোন দিন কোন দূর্ঘটনা ঘটেনি। এরপর যদি কিছু হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটচাঁদপুর শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায় বলেন,গেল বছর থেকে এ বছর একটি পূজা কম হচ্ছে। গেল বছর ৪৬ টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা পূজা হয়েছিল। এ বছর ৪৫ টিতে অনুষ্ঠিত হবে। একটা মন্ডপে জায়গা নিয়ে সমস্যার করনে হচ্ছে না। এ বছর পৌর সভায় ২০ টি আর ইউনিয়ন পর্যায় ২৫ টি মন্ডপে এ পূজা অনুষ্ঠিত হবে। পূজার প্রস্তুতি কেমন,এবং নিরাপত্তা নিয়ে কি ভাবছেন,এমন প্রশ্নে তিনি বলেন,সবগুলো পূজা মন্ডপ ঝুঁকিপূর্ন। আবার সবগুলোর অবস্থায় ভাল। এরপরও আমরা গেল এক সপ্তাহ ধরে স্বেচ্ছাসেবকদের দিয়ে পাহারা বসিয়েছি। কারন হিসেবে তিনি বলেন, গেল কয়েকদিন আগে ঝিনাইদহে পূজা মন্ডপে ভাংচুর হয়েছে।

পূজার প্রস্তুতি নিয়ে তিনি বলেন,আগামী ২০ অক্টোবর শারদীয়া দূর্গা পূজার ষষ্ঠী। এর মধ্যে অনেক মন্ডপের সাজসজ্জার কাজ শেষ করেছেন মন্ডপ কমিটি। কিছু বাকি থাকলেও খুব জোরেশোরে চলছে কাজ।

কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল-মামুন বলেন,নিঃছিদ্র নিরাপত্তার স্বার্থে গেল এক সপ্তাহ যাবৎ পূজা মন্ডল গুলোতে পাহারা বসানো হয়েছে। এর দায়িত্বে রয়েছেন,স্ব স্ব মন্দির কমিটির স্বেচ্ছাসেবক। এ ছাড়া রয়েছে গ্রাম পুলিশ। আর আমরা তদারকিতে আছি সার্বক্ষনিকভাবে। আমরা সবগুলো মন্ডল ঝুকিপূর্ণ মনে করছি,আবার সবগুলোর অবস্থাই ভাল। আমরা এখনও পর্যন্ত কোন থিয়েট মনে করছি না।




এএফসি কাপ খেলতে মালদ্বীপে ফুটবলাররা

এই মালদ্বীপে এএফসি কাপ ফুটবলে খেলতে গিয়েছিল বসুন্ধরা কিংস। মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকায় ফেরার বিমানে ওঠার আগে মালদ্বীপের বিমানবন্দর থেকে শতাধিক বোতল বিদেশি মদ কিনেছিলেন কিছু ফুটবলার। ঢাকায় নেমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে মদসহ ধরা পড়েন পাঁচ ফুটবলার। গত ২০ সেপ্টেম্বর রাতে ঘটেছে এই ঘটনা। ঠিক ২০ দিনের মাথায় আবার সেই মালদ্বীপে বাংলাদেশের ফুটবলাররা। সেবার ক্লাব ফুটবল খেলতে গিয়েছিল। এবার জাতীয় দলের খেলা খেলতে গিয়েছে।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল গতকাল দুপুরে মালদ্বীপে পৌঁছে গেছে। মালদ্বীপের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ। প্রথম ম্যাচ আগামীকাল বিকাল ৪টায়, মালেতে। মালদ্বীপের বিপক্ষে ফিরতি ম্যাচ ১৭ অক্টোবর ঢাকায়। তবে মালদ্বীপের বিপক্ষে কালকের ম্যাচটা দেশের ফুটবলে অনেক কিছু নির্ভর করছে। একটা ম্যাচ হলেও মালদ্বীপের বিপক্ষে ঢাকার ম্যাচসহ হিসাব হবে।

বাংলাদেশ এগিয়ে থাকলে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে, যেখানে গ্রুপে রয়েছে লেবানন, ফিলিস্তিন এবং অস্ট্রেলিয়া। সেই হিসেবে মালদ্বীপের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের ফুটবলের জন্য মহাগুরুত্বপূর্ণ। দুই বার খেলে সমীকরণ বলে দেবে আগামী দুই তিন বছর বাংলাদেশের ফুটবল কোন পথে যাবে। আরও পরিষ্কার করতে গেলে আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে থাকতে হবে। ফিফার ম্যাচ আর পাবে না। এশিয়ান কাপের বাছাই থাকবে, সেটিও যে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে তা-ও বলা যাচ্ছে না।

বাংলাদেশ ফুটবল দল ওসব ভাবনায় না গিয়ে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে কীভাবে জয় পাবে সেটা মাথায় ঢুকিয়েছে। কালকের ম্যাচটা যে ঢাকার হোম ম্যাচের সমীকরণ পরিষ্কার করবে। বাংলাদেশের জন্য এই ম্যাচ যেমন গুরুত্বপূর্ণ তেমনি মালদ্বীপের জন্যও তাই।

আগের মতো শক্তিশালী দল নিয়ে যায়নি স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। মদকাণ্ডে বিতর্কিত ফুটবলার তপু বর্মন, গোলরক্ষক আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিনকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন ফুটবলার শাকিল আহমেদ, হাসান মুরাদ এবং জায়েদ আহমেদ চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন। তাদের জন্য সুযোগ। প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন সাজ্জাদ হোসেন, আলমগীর মোল্লা, দিপক রায়, আরমান ফয়সাল আকাশ, আমিনুর রহমান সজিব। গতকাল দুপুরে মালদ্বীপের মালেতে পৌঁছেছেন ফুটবলাররা। সন্ধ্যার পর অনুশীলনে চলে যান।

বাংলাদেশের চূড়ান্ত দল

মিতুন মারমা, পাপ্পু হোসেন, ইসা ফয়সাল, শাকিল হোসেন, হাসান মুরাদ, রহমত মিয়া, হৃদয়, রবিউল হাসান, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, মেহেদী হাসান শ্রাবণ, বিশ্বনাথ ঘোষ, তারিক রহমান কাজী, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা, মজিবর রহমান জনি, রাকিব হোসেন, মতিন মিয়া, জায়েদ আহমেদ, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।

সূত্র: ইত্তেফাক




স্পর্শ না করেই ব্যবহার করা যাবে অ্যাপল ওয়াচ ৯

সম্প্রতি অ্যাপলের বার্ষিক ইভেন্টে নতুন ওয়াচ সিরিজ ৯ এবং ওয়াচ আল্ট্রা ২ উন্মোচন করা হয়। এবার ওয়াচ সিরিজ ৯ এবং ওয়াচ আল্ট্রা ২-এর জন্য নতুন ডাবল ট্যাপ ফিচার চালু করেছে অ্যাপল।

ওয়াচওএস ১০.১ পাবলিক বেটা ভার্সনে ফিচারটি সংযোজন করা হয়েছে। নতুন এ ফিচারের মাধ্যমে ঘড়ি স্পর্শ না করেও শুধু দুই আঙুলের জেসচারের মাধ্যমে স্মার্টওয়াচ নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। ডাবল ট্যাপ জেসচারের ফিচারটি নতুন অ্যাপল ওয়াচের জন্য উল্লেখযোগ্য এক সংযোজন। এর আগে মূলত ট্যাপ ও টাচের মাধ্যমেই অ্যাপল ওয়াচ ব্যবহার করা হতো।

নতুন ফিচারটির মাধ্যমে অ্যাপল ওয়াচ সিরিজ ৯ এবং অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ ব্যবহারকারীরা ডিসপ্লেকে স্পর্শ না করেও শুধু ওয়াচ পরিহিত হাত দিয়ে তাদের ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবে। ওয়াচ পরিহিত অবস্থায় হাতে দুবার তর্জনী আঙুল ও বুড়ো আঙুল একসঙ্গে ট্যাপ করে ব্যবহারকারীরা ফোন কল রিসিভ বা রিজেক্ট করা, টাইমার ঠিক করা, নোটিফিকেশন দেখা, গান প্লেব্যাক নিয়ন্ত্রণ করার মতো বিভিন্ন কাজ করতে পারবে।

ডাবল ট্যাপ ফিচারটি অ্যাপল ওয়াচের নতুন মডেলগুলোর উন্নত নিউরাল ইঞ্জিনের ব্যবহার করে কাজ করে থাকে। মেশিন লার্নিং অ্যালগরিদম দ্বারা অ্যাক্সিলেরোমিটার, জাইরোস্কোপ এবং অপটিক্যাল হার্ট সেন্সরের মতো সেন্সরগুলোর প্রাপ্ত ডাটা দিয়ে উন্নত রিডিং দিয়ে থাকে। যদিও অ্যাপল এর আগে আইফোনের অ্যাক্সেসিবিলিটি সেটিংসে অনুরূপ একটি অপশন ছিল, তবে বর্তমানে চালু হওয়া ফিচারটি আরো বেশি নির্ভুল তথ্য দিতে সক্ষম।