ঝিনাইদহে অস্ত্র মামলায় শিবির নেতার ২৪ বছরের কারাদন্ড

ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র মামলায় আকরাম হোসেন নামের এক শিবির নেতার ২৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ দেন।

দন্ডিত আকরাম হোসেন উপজেলার এড়েন্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ১১ জুলাই কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর আলিম মাদ্রাসা থেকে জঙ্গি ও নাশকতামুলক কার্যক্রমের প্রস্তুতির সময় ১ টি ওয়ান শ্যুটার গান ও ১০ রাউন্ডগুলিসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি আকরাম হোসেনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই পুলিশের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামী করে মামলা করা হয়। পরের মাসে পুলিশ আদালতে ৪ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় ৩ টি ধারায় আকরাম হোসেনকে ২৪ বছরের কারাদন্ড দেয়। বাকি আসামীদের বেকসুর খালাশ দেওয়া হয়েছে।




ঝিনাইদহ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে মিছিলে মিছিলে উত্তাল ছিল ঝিনাইদহ।

গত ১৫ বছরের মধ্যে আজ সোমবার ( ৯ অক্টোবর) ছিল ঝিনাইদহ জেলা বিএনপির সবচে বড় শোডাউন। এক দফার দাবী আদায়ে হাজারো বিএনপি নেতাকর্মী জেলার ৬ উপজেলা থেকে সমবেত হয় ঝিনাইদহ শহরে। নেতাকর্মীদের গগনবিদারী শ্লোগানে মুখরিত হয়ে ওঠে ঝিনাইদহ। শহরের অলিগলি দিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সামিল হয় মুল মিছিলে। সকাল ১১টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাব, আরাপপুর, চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড, মডার্ণমোড়, আদর্শপাড়া, হামদহ ও উজির আলী স্কুল এলাকাসহ বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করে। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় প্রেসক্লাব থেকে উজির আলী স্কুল মাঠ পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে হাটের রাস্তায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে শহরের হাটের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, কেন্দ্রীয় নেতা মীর রবিউল ইসলাম লাভলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপপু, বিএনপি নেতা মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, মাহবুবুর রহমান শেখর, আলমগীর হোসেন, শাহজাহান আলী, জিয়াউল ইসলাম ফিরোজ, জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা সোমেনুজ্জামান, মুশফিকুর রহমান মানিক, শ্রমিক দল নেতা আবু বকর, টোকন জোয়ারদার, রুহুল আমিন পিকুল ও রেজাউল ইসলাম বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধান অতিথি এ্যাডভোকেট এম এ মজিদ বলেন, দ্রুত সময়ের মধ্যে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দিতে হবে। নইলে পরবর্তী পরিস্থির জন্য এই সরকার দায়ী থাকবে। তিনি বলেন, সরকারের মন্ত্রীরা তলে তলে ঠিক থাকার কথা বললেও এই সরকারের তলা ফেটে পানি উঠতে শুরু করেছে। যে কোন সময় বঙ্গপোসাগরে ডুবে যাবে।




মেহেরপুরে মাদক ব্যবসায়ী যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে হেরোইন রাখার অভিযোগে তাজুল ইসলাম তাজু নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দন্ডাদেশ দিয়েছে আদালত।

সোমবার ৯ অক্টোবর দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল্লাহ এ রায় দেন। সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী তাজুল ইসলাম মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এমদাদ হোসেনের ছেলে।

মামলার অভিযোগ পত্র থেকে জানা গেছে, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর দুপুর মেহেরপুর জেলা গোয়েন্দা বিভাগের এস আই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তাজুল ইসলামের বাড়ির সামনে থেকে তাজুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মামলায় ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

মামলার অপর আসামি আলফাজ হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে অ্যাডভোকেট এহান উদ্দিন মনা কৌশলী ছিলেন।




নিয়োগ দেবে পপুলার ডায়াগনস্টিক সেন্টার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড । প্রতিষ্ঠানটিতে এসি টেকনিশিয়ান পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

এসি টেকনিশিয়ান।

যোগ্যতা

প্রার্থীকে অষ্টম শ্রেণি/এসএসসি/এইচএসসি/সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট থাকত

অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৯ অক্টোবর ২০২৩

সূত্র : বিডিজবস




মেহেরপুরে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন

বাংলাদেশ তামাক বিরোধী জোট ও শানঘাট পল্লী উন্নয়ন সংস্থা এর আয়োজনে মেহেরপু‌রে জাতীয় তামাকমুক্ত দিবস পা‌লিত হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর‌ জেলা ক্লাবে”দেশব‌্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন: তামাক কোম্পা‌নি বেপরোয়া” শীর্ষক বিষয় নি‌য়ে সংবাদ সম্মেলন অনু‌ষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লি‌খিত বক্তব‌্য পাঠ করেন, শানঘাট পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহিবুল ইসলাম ওহিদ। সংবাদ সম্মেলনে তিনি তামাকের বি‌ভিন্ন ক্ষ‌তিকর বিষয় তুলে ধরেন। এছাড়া তি‌নি বি‌ভিন্ন সুপা‌রিশমালা বাস্তবায়নের দা‌বি তুলে ধরেন। সুপা‌রিশগু‌লো হচ্ছে, দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রন আইন সংশোধনী চুড়ান্ত করা, তামাক কোম্পানির প্রভাব থেকে নীতি সুরক্ষায় এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে ‘কোড অব কনডাক্ট গ্রহন’, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসুচি দ্রুত চুড়ান্ত এবং দেশব্যাপী যথাযথ কার্যক্রম গ্রহন করা, টাস্কফোর্স কমিটিসমুহ সক্রিয় করা, কমিটির ত্রৈমাসিক সভা নিয়মিতকরণ, সভার সিদ্ধান্তসমুহ যথাযথভাবে বাস্তবায়ন করা, আইন লঙ্ঘনের দায়ে তামাক কোম্পানি/ প্রতিনিধিকে আর্থিক জরিমানার পাশাপাশি জেল প্রদান, আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহন করা, তামাক নিয়ন্ত্রণ আইন মনিটরিং কার্যক্রমের সাথে বেসরকারী সংস্থাগুলোকে সম্পৃক্তকরা, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুসারে একটি শক্তিশালী তামাক কর নীতি প্রনয়ন ও বাস্তবায়ন করা।

সংবাদ সম্মেলনে অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছিলেন, এস‌পিএইচআর এর নির্বাহী প‌রিচালক আবু আবিদ, পিজেইউএস এর নির্বাহী প‌রিচালক গোলাম কিব‌রিয়া, মেহেরপুর জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, কালের কন্ঠের জেলা প্রতি‌নি‌ধি ইয়াদুল মো‌মিন, বাসস প্রতি‌নি‌ধি দিলরুবা খাতুন, সাংবা‌দিক আমিরুল ইসলাম অল্ডাম, মহ‌সিন আলী, শা‌হিন সি‌দ্দিকী, আক্তার হোসেন, মাসুদ রানা, পাভেল মাহমুদ, মাসুদ রানা, তোফা‌য়েল হোসেন, রা‌ফিউল ইসলাম রা‌ফি, এস এ সা‌দিক।




প্রাণনাশের হুমকি, ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তায় শাহরুখ

গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা ‘জাওয়ান’। এরপর থেকেই মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড বাদশা। যে কারণে মহারাষ্ট্র সরকারের কাছে তিনি লিখিত অভিযোগ জানান।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে এবার শাহরুখের নিরাপত্তা আরও বৃদ্ধি করেছে মহারাষ্ট্র সরকার। এখন থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন শাহরুখ খান।

নিরাপত্তার অংশ হিসেবে শাহরুখ খান সর্বদা তাঁর দেহরক্ষী হিসেবে ছয়জন পুলিশ কমান্ডো পাবেন। সশস্ত্র দেহরক্ষীরা থাকবেন মহারাষ্ট্র পুলিশের বিশেষ সুরক্ষা ইউনিট থেকে। নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে থাকবে এমপি-৫, একে-৪৭ অ্যাসল্ট রাইফেল, গ্লক পিস্তল। যাতায়াতের জন্য থাকবে একটি বিশেষ গাড়িও। এর পাশাপাশি বাদশার বাসভবন মান্নাত পাহারা দেবেন চারজন সশস্ত্র পুলিশ।

এই নিরাপত্তার বিষয়টি পুরোটাই ব্যক্তিগতভাবে পরিচালিত হবে। এই নিরাপত্তা ব্যবস্থার ব্যয়ভার বহন করবেন শাহরুখ নিজেই। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার জন্য রাজ্য সরকারকে মোটা টাকা দেবেন তিনি।

প্রসঙ্গত, এর আগে গত বছর পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালার হত্যার পরে প্রাণনাশের হুমকি পান সালমান খান। তখন ভাইজানকেও ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়। ২০২০ সালে শিবসেনা সংসদ সদস্য সঞ্জয় রাউতের সঙ্গে বিবাদের পরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কঙ্গনা রনৌতকে এই নিরাপত্তা দেয়। এবার সেই তালিকায় সংযোজন হল শাহরুখ খানের নাম।




মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ ও দেশনেত্রী আখ্যায়িত করে তার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি সহ অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাথুলী বাস স্ট্যান্ড মোড়ে যেয়ে শেষ হয়।

এর আগে কলেজ মোড়ে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতা কর্মীরা। মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, জেলা বিএনপির সেক্রেটারি ও সাবেক এমপি আমজাদ হোসেন,জেলা বিএনপি সহ সভাপতি আলমগীর খান ছাতু, জাবেদ মাসুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে।

এ সময় মাসুদ অরুন বলেন,’শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে।

অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সরকার পতনের আন্দোলন এই মেহেরপুর থেকেই শুরু হবে। ‘




২৪ ডিসেম্বর থেকে যে মোবাইলগুলিতে আর চলবে না হোয়াটসঅ্যাপ

দুশ্চিন্তায় একাধিক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী! কারণ এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি হালফিলে ঘোষণা করেছে যে, আগামী ২৪ অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড ৪.১ বা তারও পুরোনো তথা ‘আউট ডেটেড’ ওএস সংস্করণ দ্বারা চালিত ফোনে আর অ্যাপ সাপোর্ট করবে না। এক্ষেত্রে মেটা মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটি, কোন কোন ডিভাইসের জন্য অ্যাপ সাপোর্ট বন্ধ করতে চলেছে সেই তালিকাও প্রদান করেছে। এমত পরিস্থিতিতে, আপনার ব্যবহৃত মোবাইলটিও যদি এই তালিকায় সামিল থাকে তবে লেটেস্ট ওএস ভার্সনে ডিভাইসকে আপগ্রেড করাতে হবে অথবা নতুন একটি ফোন কিনতে হবে। না হলে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে বা চ্যাটিং করার সুবিধা পাবেন না আপনারা।

আকস্মিক সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত সম্পর্কে হোয়াটসঅ্যাপ তাদের একটি সাম্প্রতিক FAQ নোটে জানিয়েছে -‘অ্যাপ সাপোর্ট নিয়ে আমরা প্রতি বছর অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলির মতো, কোন ডিভাইস ও সফটওয়্যারগুলি সবচেয়ে পুরোনো এবং সেগুলির ইউজার সংখ্যা কতটা কম তা যাচাই করে দেখি। যার পরই, পুরোনো ডিভাইসগুলির একটি তালিকা তৈরি করা হয়।’ মূলত সংস্থাগুলি, বহু বছর আগে লঞ্চ হওয়া ফোনগুলির জন্য লেটেস্ট অপারেটিং সিস্টেম বা সিকিউরিটি প্যাচ রিলিজ করতে চায় না। ফলে হোয়াটসঅ্যাপ চালানোর জন্য প্রয়োজনীয় ফাংশনালিটির অভাব দেখা দেয় পুরোনো ওএস চালিত ডিভাইসে। তাই এই সকল ফোনের জন্য অ্যাপ সাপোর্ট বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না উক্ত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির।

হোয়াটসঅ্যাপ তাদের সাম্প্রতিক নোটিসে আরও জানিয়েছে যে, অ্যাপ সাপোর্ট বন্ধ করার আগে পুরোনো অপারেটিং সিস্টেম চালিত ফোন ব্যবহারকারীদের রিমাইন্ডার পাঠানো হবে। যাতে তারা নিজেদের ডিভাইসের ওএস আপগ্রেড করাতে পারেন। অথবা নতুন ফোনে সুইচ করতে পারেন। কেননা অ্যাপ সাপোর্ট বন্ধ হওয়ার পর, পুরোনো-সফ্টওয়্যারে রান করা অ্যান্ড্রয়েড ফোনে আর হোয়াটসঅ্যাপ পরিচালনা বা চ্যাটিং করা সম্ভব হবে না।

২৪ অক্টোবরের পর এই ডিভাইসগুলিতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ :আগামী ২৪ অক্টোবর থেকে যেসব ডিভাইসের জন্য হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ করে দেওয়া হবে, সেগুলির তালিকা নিচে দেওয়া হল –

Nexus 7, Samsung Galaxy Note 2, Samsung Galaxy S2, Samsung Galaxy Nexus, Samsung Galaxy Tab 10.1, Samsung Galaxy S, HTC One, HTC sensation, HTC Desire HD, Sony Xperia Z, Sony Xperia S2, Sony Ericsson Arc 3, Motorola Droid Razor, Motorola Zoom, LG Optimus G Pro, LG Optimus 2X, Asus E Pad Transformer, Acer Iconia Tab A5003 ।

আপনারা যদি নিজেদের ফোনের চলমান ওএস ভার্সন সম্পর্কে না জেনে থাকেন, তবে ডিভাইসের সেটিংস অপশনে গিয়ে সফটওয়্যার সংক্রান্ত তথ্য চেক করে নিতে পারেন।




টাইগারদের উড়িয়ে দেওয়ার হুমকি ইংলিশ অলরাউন্ডারের

আফগানিস্তানকে দাপটের সঙ্গে হারিয়ে গত পরশু শনিবার ৬ উইকেটের বড় জয় নিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। আর এ জয়ে গেল কয়েক দিন ধরে চলা তর্কবিতর্ক ভালোভাবেই চাপা দিয়েছেন টাইগাররা। বেড়েছে আত্মবিশ্বাসও। তবে এবার আরো ভালো ক্রিকেট খেলতে হবে টাইগারদের। কারণ আসরে সাকিবদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। যারা কিনা বাংলাদেশের বিপক্ষের ম্যাচকে টার্গেট করেই অপেক্ষা করছে আসরে লড়াইয়ে ফেরার। এমনটি হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন।

এবারের আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গত আসরের দুই ফাইনালিস্ট দল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ঐ ম্যাচে ইংলিশরা পাত্তাই পায়নি কিউইদের সামনে। প্রথমে ব্ল্যাকক্যাপসের বোলারদের দাপট পরে ব্যাটারদের তাণ্ডব। সব মিলিয়ে আসরের শুরুতেই ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করতে হয় গেল আসরের চ্যাম্পিয়নদের। যেখানে আসর শুরুর আগে সেরা চারের জন্য ফেভারিট তো বটেই এবারও জিততে পারে বিশ্বকাপ বাটলারদের নিয়ে এমন বাজি ধরেছেন অনেকে।

তবে আর পিছনে ফিরে তাকাতে চাইছে না ইংল্যান্ড। এবার তাদের পুরো ফোকাস ১০ অক্টোবর ধর্মশালার ম্যাচের দিকে। এ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ লড়াইয়ে ফিরতে চান বাটলাররা। শুধু তাই নয় এই খেলা মাঠে গড়ানোর আগে রীতিমতো বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার খানিকটা হুমকিও দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার লিভিংস্টোন। জানান, আগের ম্যাচের থেকে দ্বিগুণ আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান তারা। বলেন, ‘একটা ম্যাচ দিয়ে একটা টুর্নামেন্ট বিবেচনা করা যাবে না। আমাদের এই দলটার একটা বিষয় খুব ভালো যে যখন আমরা কোনো ম্যাচ হেরে যাই তখন আমরা আরো বেশি আক্রমণাত্মক হয়ে যাই। মঙ্গলবারে (বাংলাদেশের বিপক্ষে ম্যাচে) আমাদের এমনটা করার সুযোগ আছে। কন্ডিশনের কারণে বল খুব ভালো উড়ে। আপনি দেখলে এটা বুঝতে পারবেন। বাউন্ডারি মারতে এটি আপনাকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। সেখানে বাউন্ডারি এতটা বড় নয়। সেই সঙ্গে আমাদের লাইন আপে যে শক্তি আছে তাতে এটা আমাদের জন্য আরো ভালো হবে।’

ইংল্যান্ড দলের বেশ কিছু খেলোয়াড় রয়েছে যারা নিয়মিত খেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। সেই সুবাধে ভারতের সব মাঠেই তাদের কম বেশি খেলার অভিজ্ঞতা রয়েছে। তেমনি ধর্মশালায় ঝোড়ো ইনিংস খেলার অভিজ্ঞতা রয়েছে ইংলিশ এই অলরাউন্ডারেরও। চলতি বছরের গেল মে মাসে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ৪৮ বলে ৯৪ রানের ইনিংস খেলেছিলেন লিভিংস্টোন। এছাড়া শুধু তিনি নয় তার সঙ্গে এই মাঠে ঐ ম্যাচে দারুণ বোলিং করেছিলেন ইংলিশ বোলার স্যাম কারানও। আর এই দুই ক্রিকেটারকেই দেখা যাবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে। সেগুলোই জয় পাওয়ার আত্মবিশ্বাস দিচ্ছে ইংলিশদের। এ প্রসঙ্গে লিভিংস্টোন বলেন, ‘আমি, স্যামি (স্যাম কারান) এবং জস (বাটলার) সবাই এখানে খেলেছি। যা হয়ত আমাদের সহায়তা করবে। ঐ মাঠে আমাদের ভালো স্মৃতি আছে এবং আশা করি, আমি এ ম্যাচে (বাংলাদেশের বিপক্ষে) সেটার পুনরাবৃত্তি ঘটাতে পারব।’




মেহেরপুরে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

“স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে স্থায়ী সরকার গাইডলাইন বাস্তবায়ন জরুরি”এই প্রতিপাদ্যে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মেহেরপুরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপির সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার সভা কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম সভাপতিত্বে আলোচনা সভায় আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নু এবং বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম বক্তব্য দেন।

এসময় আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নু বলেন,সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আশেপাশে ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রির কোনো লাইসেন্স প্রদান করা যাবে না। বিশেষ করে স্কুলের সামনে যেন সিগারেটের দোকান না থাকে এবং অপ্রাপ্ত বয়স্ক কাউকে যেন সিগারেট বিক্রি না করা হয় সে বিষয়ে অভিযান চালালে তামাক জাতীয় ব্যবহার অনেক অংশেই কমে আসবে।

তিনি আরো বলেন, আগামী অর্থ বছরের বাজেটে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা শুধু প্রচার প্রচারণার বাজেট রাখবো।

আলোচনা সভায় এছাড়াও শানঘাট পল্লী উন্নয়ন নগরের নির্বাহী পরিচালক মোঃ মহিবুল আলম ওহিদ,এসপিএইসআর এর নির্বাহী পরিচালক আবু আবিদ,মফিজুল ইসলাম,নজরুল ইসলাম, সাজেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।