নিয়োগ দিবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ‘রিসার্চ অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

পদের নাম : রিসার্চ অ্যাসোসিয়েট

পদসংখ্যা : ০১ জন

শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর

অভিজ্ঞতা : ০৬ বছর

বেতন : ১,০৫,৪১৩ টাকা

চাকরির ধরন : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ

বয়স : নির্ধারিত নয়

কর্মস্থল : ঢাকা

আবেদনের নিয়ম : আগ্রহীরা career.ti-bangladesh.org এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৪।




দামুড়হুদায় কীটনাশক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে মোবাইল কোর্টে কীটনাশক ব্যবসায়ীর ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার বেলা ১২ টার দিকে কানাইডাঙ্গা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানাগেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গায় মোবাইল কোর্টে কীটনাশক ব্যবসায়ী কামরুল হাসানকে নকল থিয়োভিট সার বিক্রির অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ধারা মোতাবেক ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের জেল প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন আক্তার। এস এ পিপিও খবিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মামুন অর রশীদ ও মো:জান্নাতুল ফেরদৌস। অভিযান পরিচালনায় সাহায্য করেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম।




চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

দামুড়হুদা উপজেলার দর্শনায় সড়ক দুর্ঘটনায় উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ২ বারের সাবেক চেয়ারম্যান ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নিহত হয়েছে।

বুধবার(১৪ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টার দিকে দর্শনা -মুজিবনগর সড়কের দর্শনা পৌরসভার রামনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি উপজেলার আরামডাঙ্গা গ্রামের আহমেদ আলী মন্ডলের বড় ছেলে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গার আরামডাঙ্গার নিজবাড়ি হতে দর্শনায় যাবার পথে উপজেলার দর্শনা পৌরসভার রামনগর মোড়ে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারের একটি বিল্ডিংয়ের সাথে সজোরে ধাক্কা মারলে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে দ্রুত উদ্ধার করে তাকে দর্শনা মুক্তি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত্যু ঘোষণা করেন।

মোটরসাইকেল চালানো অবস্থায় স্টোক করেছে বলে ধারণা করা হচ্ছে। পরে চেয়ারম্যানের পরিবারের সদস্যরা এসে লাশ নিজ বাড়িতে নিয়ে যায়। তিনি কার্পাসডাঙ্গা ইউপি দুই দুই বারের ইউপি সদস্য ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১৯৯২ ও ২০১১ সালে নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন,দর্শনা রামনগর গ্রামে একটি দেওয়ালে ধাক্কা লেগে তার মৃত্য হয়।বর্তমানে তার লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।তবে দৃর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে আছে।




মেহেরপুরে সশস্ত্র বাহিনী বোর্ডের মতবিনিময় সভা

সশস্ত্র বাহিনী বোর্ডের উদ্যোগে মেহেরপুর সদর গাংনী ও মুজিব নগর উপজেলার সশস্ত্র বাহিনী প্রাক্তন সদস্যদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৩০ মিনিটের সময় বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মেহেরপুর জেলা ইউনিটের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের সভাপতি মোঃ মিনারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেজর মোছাঃ সাবিনা খাতুন।

এসময় তিনি সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যদের ন্যায্য দাবী যথা প্রাক্তন সেনাসদস্যদের স্ত্রী-ছেলেমেয়ে বাবা-মা সহ দেশের যেকোন সরকারি হাসপাতালে সকল রোগের সম্পূর্ণ ফ্রী চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা এইসকল বিষয় নিয়ে উপস্থিত প্রাক্তন সদস্যদের সুখ-দুঃখের বিভিন্ন কথা ধৈর্য সহকারে শুনেন এবং পরবর্তী কার্যক্রমের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

এ ছাড়াও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মেহেরপুর জেলা ইউনিট কমান্ডেরর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কোষাধক্ষ্য আব্দুল হামিদ ও অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।




বিশ্ব ভালোবাসা দিবসে কোর্টে হলো বিয়ে, অবশেষে মুক্তি

গত চার মাস আগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিল ঝিনাইদহের মহেশপুর উপজেলার জোকা গ্রামের জুবায়ের রহমান (২২)।

তিনি পার্শ্ববর্তী গোপালপুর গ্রামের ১৭ বছর বয়সী এক নাবালিকাকে পালিয়ে বিয়ে করার অপরাধে মেয়ের বাবা তার বিরুদ্ধে আদালতে মামলা করে। ঘটনাটি ঘটে ২০২৩সালের ২৩ নভেম্বর।

পরের দিন ২৪ নভেম্বর মেয়ের বাবা জসিমউদ্দীন বাদি হয়ে নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ ও নির্যাতনের মামলা করেন যার নং মহেশ/জি.আর ৪৭২/২৩। পরে ওই মামলায় গ্রেফতার করে জুবায়ের কে জেল হাজতে প্রেরণ করা হয়।

জুবায়ের মহেশপুর উপজেলার জোকা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে । দীর্ঘ দুই মাস জেলা খাটার পর আইনী প্রক্রিয়া শেষে দুই পরিবারের সম্মতিতে পহেলা ফাল্গুন ১৪ ফেব্রুয়ারি বিশ্বভালবাসা দিবস কে স্মরণে রাখতে কোর্টেই আয়োজন করা হয় এই ব্যতিক্রমি বিয়ের।

৫লাখ টাকা দেন মোহরে নারী ও শিশু বিশেষ আদালতে বিয়ে সম্পন্ন হয় জুবায়ের ও জেসমিন আক্তারের মধ্যে। এই বিয়েতে উপস্থিত ছিলেন সিনিয়র ও জেলা দায়রা জজ নাজিম্মুদ্দৌলাসহ কোর্টের অন্যান্য বিচারক, কৌশুলী ও আইনজীবীগণ। বিয়ের পর আসামি জুবায়ের কে জামিনে মুক্তি দেওয়া হয়।




সঙ্গীত-নৃত্য-অভিনয়ে একুশে পদক পেলেন যারা

চলতি বছর সঙ্গীত-নৃত্য-অভিনয়ে একুশে পদক পেয়েছেন আটজন। তারা হলেন সংগীতে জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর), শুভ্র দেব; নৃত্যকলায় শিবলী মোহাম্মদ; অভিনয়ে ডলি জহুর ও এমএ আলমগীর।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে বাংলাদেশ সরকার ১৯৭৬ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে দিনব্যাপী পিঠা উৎসব

পহেলা ফাল্গুন উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট পিঠা উৎসব। বাহারী নানা প্রকারের পিঠার প্রদর্শণ করা হয় স্টলগুলোতে।

বুধবার সকালে শহরের চারুগৃহ শিশুস্বর্গ স্কুলে এ পিঠা মেলার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল। ভাপা পুলি, পাটি সাপটা,পাতা নকঁশিসহ বাহারি নামের পিঠার স্টল দেওয়া হয়।

আর সেখানে বাসন্তিসহ নানান সাজে সেজে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ অংশ নেয়। সৃষ্টি হয় উৎসবের আমেজ। সঙ্গে সেখানে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

চারুগৃহ শিশুস্বর্গ স্কুলের অধ্যক্ষ আরেফিন অনু বলেন, বসন্ত উৎসব উপলক্ষে ছোট শিশুসহ সকলের মধ্যে হরেক রকম পিঠার পরিচয় করিয়ে দিতেই এ পিঠা মেলার আয়োজন।

দিনভর আয়োজনে ৭ টি স্টলে অন্তত অর্ধশত প্রকার পিঠার প্রদর্শণ করা হয়।




কুষ্টিয়ার মিরপুরে ২৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কুষ্টিয়ার মিরপুরে প্রায় ২৩ কোটি টাকার বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ কর্ণেল সামসুল আরেফিন হলে এক মাদক বিরোধী সভা শেষে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করে বিজিবি।

কুষ্টিয়া-৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল এমারাত হোসেন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।

এ সময় অতিথিরা ভারতীয় মদের বোতল ভেঙে ও গাঁজায় আগুন ধরিয়ে ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর রোলার দিয়ে মদ ও ফেনসিডিলের বোতল নষ্ট করা হয়।

বিজিবি জানায়, গত এক বছরে বিজিবির জব্দ করা ৮ হাজার ৭শ’ ৯৩ বোতল বিদেশী মদ, ৯ হাজার ৪শ’ ৪২ বোতল ফেনসিডিল, ২শ’ ৩৪ কেজি গাঁজা, ১ লক্ষ ৫৮ হাজার ৫শ’ প্যাকেট পাতার বিড়ি, ১ হাজার ৭৮ পিচ ইয়াবা, কোকেন সাড়ে ৯ কেজি, ভায়াগ্রা ৪শ’ ৪৫ পিচ, ২৭ কেজি ৬শ’ গ্রাম হেরোইন ও বিভিন্ন প্রকার ট্যাবলেট ৩ লক্ষ ৫১ পিচ। যার আনুমানিক মূল্য প্রায় ২৩ কোটি টাকা।

বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন বলেন, ‘সীমান্ত এখন অনেকটাই সুরক্ষিত, বিজিবি চেষ্টা করছে মাদকদ্রব্য পুরোপুরি নিয়ন্ত্রণ করতে।




বাস্তবতার প্রেক্ষাপটে মেধা’র শিক্ষা সহায়তামূলক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবীদার–ইবির ভিসি

ইসলামী বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম বলেছেন, বাস্তবতার প্রেক্ষাপটে মেধা’র শিক্ষা সহায়তামূলক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। কেননা বাংলাদেশে সুবিধাবঞ্চিত এমন অনেক শিক্ষার্থী আছে যারা প্রকৃত অর্থে মেধাবী, কিন্তু দূর্ভাগ্যবশতঃ লেখাপড়া চালিয়ে যাওয়ার মত আর্থিক সংগতি তাদের নেই। ঐ সকল শিক্ষার্থীদের খুঁজে বের করা, তাদেরকে লেখাপড়ায় উৎসাহিত করা এবং আর্থিক পৃষ্ঠপোষকতা করা সমাজের হিতৈষী ব্যক্তিবর্গের একটি নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। এ ক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তি বিশেষ উপকৃত হয় তা নয়- বরং সমাজ-জাতি ও দেশ উপকৃত হয়। যেটি আপনারা নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর মতো করে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আপনাদের এই মেধার সহযোগিতা পেয়ে মেধাবী শিক্ষার্থীরা অনেক বড় হয়ে আলোকবর্তিকা হয়ে কাজ করছে।

আজ বুধবার সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত কুষ্টিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেধা’ তার কার্যক্রমের ২৫তম বর্ষপূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ইতিহাসে কবি নজরুল-ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মত এমন আরও অনেক দৃষ্টান্ত আছে, যাঁরা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও তাদের প্রতিভার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অনেক অবদান রেখেছেন।

আপনাদের নিঃস্বার্থ-কল্যাণমূলক কাজের ফলশ্রুতিতে সহায়তাপ্রাপ্ত মেধাবীরা আগামীদিনে সমাজের নিকট প্রতিভাবান বিকশিত ব্যক্তিত্ব হিসেবে উপহার স্বরূপ হয়ে উঠবে, এই প্রত্যাশা করি। আমি আরও আশা করি মেধা’র দৃষ্টান্ত অনুসরণ করে আরও অনেকে এরূপ কল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন।

মেধার সভাপতি ইন্জিনিয়ার খন্দকার সালাহউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আমিনুল হক, মেধার সহ সভাপতি শাহ নেওয়াজ আনসারী মঞ্জু, মাহবুব আলম রতন, সদস্য এসএম কাদেরী শাকিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেধার সদস্য সচিব শামীম আহমেদ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় চারজন গুনীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়৷ পাশাপাশি রজতজয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপী মেধার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এরআগে মেধার রজতজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।




বদলে যাবে গুগল সাইন ইন মেনু

গুগল সাইন ইনের মাধ্যমে গুগল সার্ভিস পাওয়া সহজ হয়েছে আগের তুলনায়। তবে সম্প্রতি কোম্পানিটি জানিয়েছে তারা গুগলের সাইন ইন মেনুতে বড়সড় পরিবর্তন আনতে হয়েছে। মূলত সাইন ইন মেনুটিকে আরও মডার্ন ও স্লিক করার দিকেই তাদের মনোযোগ বেশি। গুগল ইতোমধ্যে তাদের নতুন পরিবর্তনের ব্যানারটি প্রচার করতে শুরু করেছে। ফলে ব্যবহারকারীরা যাতে নতুন আপডেটে ভিমড়ি না খান।

গুগলের সাইন ইন একটি গুরুত্বপূর্ণ ফিচার। নতুন অ্যাকাউন্ট তৈরি আর বারবার লগিন দেওয়ার ক্লান্তিকর অভিজ্ঞতা সামাল দিতে হলে এর বিকল্প নেই। সাইন ইন প্রক্রিয়ার মাধ্যমে কয়েক সেকেন্ডেই তা করে নেওয়া যায়। প্লাটফর্মের সঙ্গে ছবি বা অন্যান্য প্রেফারেন্স গুগলই এই সার্ভিসে সরবরাহ করে।

বর্তমানে সাইন ইন মেনু একটু আউটডেটেড বলে মনে হচ্ছে। গুগল মূলত নতুন ডিজাইন আনতে যাচ্ছে। একদম ওপরে পাসকির মাধ্যমে লগিনের সুযোগও দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস