ফ্রিল্যান্সারদের আয়ের উৎসে কোনো কর দিতে হবে না: আইসিটি প্রতিমন্ত্রী

ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো উৎসে কর দিতে হবে না। তথ্যটি স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত ৩০ সেপ্টেম্বর ঢাকার একটি হোটেলে ফেলিসিটি ইন্টারনেট ডাটা সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘বিএফএসআই ক্লাউড এবং সাইবার সিকিউরিটি’ শীর্ষক নলেজ শেয়ারিং অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বাংলাদেশের ফ্রিল্যান্সারদের আশ্বস্ত করে বলেন, তাদেরকে কোনো উৎসে কর দিতে হবে না। তারা ট্যাক্সের আওতার বাইরে।

গত কয়েকদিন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছিলো যে, দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয়ের ওপর ১০% কর দিতে হবে। এমন খবর ছড়িয়ে পড়ায় ফ্রিল্যান্সারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিরূপ মন্তব্য আসতে শুরু করে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন আইসিটি প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বিভিন্ন মহলে গুজব ছড়ানো হচ্ছে যে, ফ্রিল্যান্সারদের কর দিতে হবে। এটা করে একটি চক্র বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৪ বছরে প্রযুক্তিবান্ধব আওয়ামী লীগ সরকার ফ্রিল্যান্সিং সেক্টরের উন্নয়ন ও বিকাশে ফ্রিল্যান্সারদের জন্য প্রশিক্ষণ, উদ্যোক্তা হিসেবে তৈরি করতে অনুদান প্রদান, তাদের আইডিসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে।’

বিভ্রান্তিটি তৈরি করা হয় গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ কর্তৃক ইস্যুকৃত ‘আয়কর আইন, ২০২৩ এর ১২৪ ধারা (আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর 52Q) অনুযায়ী সেবা, রেভিনিউ শেয়ারিং ইত্যাদি বাবদ প্রাপ্ত রেমিট্যান্সের উপর উৎসে কর কর্তন ও জমাদান প্রসঙ্গে’ ইস্যুকৃত একটি প্রজ্ঞাপন থেকে। তাতে বলা হয়, নতুন আয়কর আইন অনুসারে সকল উৎসকর নির্ধারিত কোডের অনুকূলে জমা দিতে হবে। এই প্রজ্ঞাপনে কোথাও ফ্রিল্যান্সারদের ১০% উৎসকর দেওয়ার কথা বলা নেই।

বাংলাদেশ ব্যাংকের ওই প্রজ্ঞাপনের সংযুক্তি জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-১১ এর ১২ সেপ্টেম্বরের চিঠিতে ফি, সেবা চার্জ বা পারিশ্রমিক বা প্রকৃতির রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে কাজের বিনিময়ে বিদেশ থেকে পাঠানো অর্থ কোনো ব্যক্তির হিসাবে পরিশোধ বা জমা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রাপকের হিসাবে অর্থ পরিশোধ বা জমা প্রদানকালে উক্ত পরিশোধিত বা জমাকৃত অর্থের ওপর ১০% হারে কর কর্তন করার কথা উল্লেখ থাকায় এই বিভ্রান্তি তৈরি হয়। প্রকৃত পক্ষে, বিদেশ থেকে অর্জিত অর্থে কর আছে বটে, তবে তা ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

জাতীয় রাজস্ব বোর্ডের কর পরিদর্শক শাদনান মাহমুদ জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের জারিকৃত প্রজ্ঞাপনটি একদমই রুটিন প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনের কারণ হল সেবা খাত, রেভিনিউ শেয়ারিং খাত এইসব খাত থেকে বিদেশ থেকে যে আয় আসে, সেই আয়ের উপর যে কর তা আগে বিভিন্ন কর অঞ্চলে জমা দিতে হতো। নতুন আয়কর আইন আসার পর সরকার নিয়ম করেছে যে, এই খাতের কর বিভিন্ন কর অঞ্চলে জমা না দিয়ে মাত্র একটা কর অঞ্চলের কোডে জমা দেয়া লাগবে। ওই কর অঞ্চল ঢাকা-১১ সেটিই একটা চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংককে মনে করিয়ে দিয়েছে। এর বেশি আর কোন কথা চিঠিতেও লেখা নেই।।

২০১৮ সালে Income-tax Ordinance, 1984 (Ord. No. XXXVI of 1984) এর সংশোধন করে ফ্রিল্যান্সারদের ওপর কর প্রত্যাহার করা হয়। আয়কর আইনে ফ্রিল্যান্সারদের কর দেওয়ার বিষয়টি বাতিল করা হয়েছে।




টানা বৃষ্টিতে শুধু ঢাকা নয় নিউ ইয়র্ক শহরও ডুবে

একটানা বৃষ্টিতে শুধু রাজধানী ঢাকা ডুবে না, দাদাগিরি দেখানো যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কও ডুবে যায়। শুক্রবার ভারী বর্ষণে নিউ ইয়র্ক শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর রাতে ২৩ মিলিমিটার বৃষ্টিতে রাজধানী ঢাকার বহু এলাকা পানিতে ডুবে যায়। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়। এতে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। অনেকে বলেন “এই হলো উন্নয়নের চিত্র”। অথচ অতিরিক্ত বৃষ্টি হলে শুধু ঢাকাই নয়, বহু দেশের রাজধানীও ডুবে যায়। সে কথা ভুলে যায় তথাকথিত সরকারের সমালোচকরা।

বৃহস্পতিবার রাত থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে টানা বৃষ্টি হচ্ছে। এতেই শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। এ কারণে লাগার্দিয়া বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল শুক্রবার বন্ধ রাখা হয়েছে। খবর বিবিসির।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল জানান, অনেক জায়গায় পাঁচ ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও সাত ইঞ্চির বেশিও বৃষ্টি হয়েছে। এতে বিপদ বেড়েছে। তিনি জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে ও ডুবে যাওয়া সড়কে ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছেন।

এ পর্যন্ত বন্যায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত বেসমেন্টে আটকে পড়া বাসিন্দাদের অন্তত ছয়জনকে উদ্ধার করা হয়েছে।




কোটচাঁদপুরে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালন

বিনিয়োগে অগ্রাধিকার,কন্যাশিশুর অধিকার,এ প্রতিপাদ্যে কোটচাঁদপুরে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। এ উপলক্ষ্যে শনিবার সকালে স্থানীয় শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও ন্যাপকিন বিতরন করা হয়। দিবসটি আয়োজনে ছিলেন,কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোছাঃ শরিফুননেসা নেসা মিকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন,সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়,কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি)সৈয়দ আল- মামুন,বলুহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম, সাবদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান।

অতিথিবৃন্দরা,ছাত্রীদের উদ্যেশে বাল্য বিবাহের কুফল,অপমৃত্যু রোদ,ও যৌন হয়রানি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় বিদ্যালয়ের শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন, কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম।পরে ওই বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ন্যাপকিন বিতরন করেন,অনুষ্ঠানের অতিথি বৃন্দরা।




কোটচাঁদপুরে বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থী শাকিলের মৃত্যু

বাসের ধাক্কায় কোটচাঁদপুরে এইচ এস সি পরিক্ষার্থী শাকিল বিশ্বাসের মৃত্যু হয়েছে। শনিবার (৩০-০৯-২৩) দুপুরে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর – কালিগঞ্জ সড়কের ফারাবি ড্রাগ হাউজের সামনে। এ ব্যাপারে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন মৃতের পরিবার।

প্রত্যক্ষদর্শী জুয়েল হোসেন বলেন,শনিবার বেলা ১২ টা বাজে। জীবননগর থেকে সিজান পরিবহনটি ছেড়ে আসছিল। আর একই দিক থেকে পানি বোঝাই ভ্যান নিয়ে আসছিল রিগ্যান পানির এস আর শাকিল বিশ্বাস। এ সময় বাসটি পিছন থেকে সজোরে তাকে ধাক্কা দেয়। এতে করে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করেন।

বিষয়টি নিয়ে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন,কোটচাঁদপুর থেকে তাকে যশোরে রেফার্ড করেন। যশোরে চিকিৎসাধীন অবস্থায় শাকিলের মৃত্যু হয়েছে।

শাকিল বিশ্বাস (১৯)। সে কোটচাঁদপুরের জগন্নাথপুর গ্রামের লিটন বিশ্বাসের ছেলে। তাঁরা দুই ভাই বোন। শাকিল পরিবারের বড় ছেলে। সে ছিলেন কোটচাঁদপুর সরকারি কেএমএইচ ডিগ্রি কলেজের এইচএস সি পরিক্ষার্থী। আর একটা মাত্র পরীক্ষা দেয়া বাকি রয়েছে।

রিগ্যান পানির মালিক রিগ্যান বলেন,৩ মাস হল শাকিল আমার পানির বিক্রির এস আরের কাজ করছেন। শনিবার সকালে কারখানা থেকে পানি নিয়ে বিক্রি করতে বের হয়। পথিমধ্যে কোটচাঁদপুর চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আর মাত্র একটি পরীক্ষা বাকি আছে বলে জানিয়েছেন,তাঁর স্বজনরা।

এ ব্যাপার কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। মৃতের লোকজন থানায় আসছে জানতে পারলাম। তারা মামলা করলে,ব্যবস্থা নেয়া হবে।




বাঁধনের বলিউড সিনেমায় শাহরুখ!

বলিউডে পা রাখতে চলেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ সিনেমায় দেখা যাবে তাকে। এটা পুরোনো খবর। নতুন খবর এই সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে। পরিচালক নিজেই জানালেন এই সংবাদ।

আগামী ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘খুফিয়া’। সিনেমার মুক্তি সামনে রেখে নিউজ১৮-কে সাক্ষাৎকার দিয়েছেন বিশাল ভরদ্বাজ। সেখানে তিনি জানান সিনেমাটিতে ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে বলিউড বাদশাকে দেখা যাবে!

অনেকদিন ধরেই শাহরুখ খানের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল বিশাল ভরদ্বাজের। এজন্য শাহরুখের সঙ্গে আলোচনাও করছিলেন পরিচালক। শাহরুখের ‘জাওয়ান’ সিনেমা মুক্তির আগে থেকে কথা চলছিল। এবং সিনেমা মুক্তির পরও। আলাদা করে কাজ শুরু না করলেও পরিচালকের আসন্ন সিনেমায় আসছেন শাহরুখ।

এই সিনেমায় শাহরুখের অভিনয়ের বিষয়ে বিশাল ভরদ্বাজ বলেন, ‘অনেকদিন ধরেই ভক্তরা শাহরুখ-বিশালকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করছিলেন। আমি বলেছিলাম সময় হলেই দেখবেন। এবার সময় হয়েছে। এখন ভক্তরা সুপারস্টারকে (শাহরুখ) ‘‘খুফিয়া’’ সিনেমায় ‘‘ইনডিরেক্ট ক্যামিও’’ চরিত্রে দেখতে পাবেন।’

গত ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারের ভাঁজে ভাঁজে রহস্য, অ্যাকশন এবং রোমান্স। পুরো ট্রেইলার জুড়ে টাবুর উপস্থিতি নজর কেড়েছে। মাঝামাঝি সময়ে পর্দায় বাঁধনের আগমন, শেষভাগে তার ঝলক কৌতূহল তৈরি করে দর্শক মনে। গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি একজন মেয়ের চরিত্রে আজমেরি হক বাঁধন অভিনয় করেছেন।




স্নাতক পাসে নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি । প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি অফিসার-কন্টাক্ট সেন্টার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

ট্রেইনি অফিসার-কন্টাক্ট সেন্টার।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে ৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.০০ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর ছয় মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নতুন স্নাতক ডিগ্রিধারীদেররাও আবেদন করতে পারবেন। ইংরেজি ও বাংলায় মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা।

কর্মস্থল

ঢাকা (গুলশান)।

বেতন

২৮,০০০/-টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন এই লিংকে গিয়ে।

আবেদনের শেষ তারিখ

১০ অক্টোবর, ২০২৩

সূত্র : বিডিজবস




ঝিনাইদহে ঋণের চাপে চা দোকানি আত্মহত্যা ঘটনায় আটক ১

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানীতে ঋণের চাপে সিরাজুল ইসলাম সুরুজ নামের এক চা দোকানি আত্মহত্যার ঘটনায় তরিকুল ইসলাম নামের এক সুদের কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনাহাটি গ্রামের মৃত শহর আলী মুন্সির ছেলে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, গত ৮ সেপ্টেম্বর হলিধানী এলাকায় ঋণের চাপে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সিরাজুল ইসলাম সুরুজ নামের এক চা দোকানী। এ নিয়ে গণমাধ্যমে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করা হয়। পরবর্তীতে সিরাজুল ইসলাম সুরুজের স্ত্রী ছফুরা খাতুন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। বিষয়টি তদন্ত করে এজাহার নামীয় আসামী তরিকুলকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।




মেহেরপুরে সাংবাদিকদের সাথে এম এ এস ইমনের মতবিনিময়

মেহেরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঘোষণা করে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এম এ এস ইমন।
শনিবার দুপুরে মেহেরপুর জেলা শহরের একটি রেস্টুরেন্টে তিনি এ মতবিনিময় করেন। এম এ এস ইমন মেহেরপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য।

মতবিনিময়কালে তিনি বলেন, মেহেরপুরের মাটি উর্বর। যেখানে বছরে চারটা ফসল উৎপাদন হয়। এখানে মানুষের ভাত-কাপড়ের তেমন অভাব নেই। মেহেরপুরে সব থেকে বড় সমস্যা হলো কর্মসংস্থানের। কারণ এখানে শিল্পকারখানা নেই, ব্যবসা বাণিজ্যের প্রসার নেই। মেহেরপুর আরও একটি বড় সমস্যা সেটি হলো শিক্ষার মান ভালো না। এখানে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান নেই। অনেকে গ্রাজুয়েট পাশ করছে কিন্তু চাকরির বাজারে গিয়ে তারা টিকতে পারছে না। আমার ইচ্ছা এ দুটি বিষয়কে সবচেয়ে বেশি গুরত্ব দেওয়া। বেকার সমস্যার সমাধান করতে পারলে অন্যান্য যেসকল ছোট ছোট সমস্যা আছে সেগুলো সমাধান হবে।

তিনি বলেন, বেকার সমস্যা সমাধানের জন্য আমি মনে করেছিলাম, মেহেরপুরে একটি স্থলবন্দর প্রতিষ্ঠা হওয়া দরকার। সে লক্ষ্যে মেহেরপুরের মানুষদের সাথে নিয়ে দীর্ঘদিন যাবৎ স্থলবন্দর আন্দোলন করেছি। সরকার বিষয়টিকে গুরত্ব দিয়ে ইতোমধ্যে গেজেট প্রকাশ করেছে। আমি আশা করেছিলাম স্থলবন্দর প্রতিষ্ঠা হয়ে যাবে। কিন্তু কোন না কোন ঘাটতির কারণে সেটি এখনও প্রতিষ্ঠা পাইনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ বৃহৎ রাজিৈনতক দল। এখানে নেতৃত্বের গ্রুপিং থাকবে। জননেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইবো। বাকিটা নেত্রির ইচ্ছা। তবে মেহেরপুরের মানুষের সাথে কথা বলে, তৃণমূল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলে জেনেছি সকলেই পরিবর্তন চায়।
এছাড়াও তিনি বলেন, আমি যদি সুযোগ পাই বাল্যবিয়ে, ভিক্ষুকক্তু, মুজিবনগরভিত্তিক পর্যটন নগরীসহ মাদকের নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

মতবিনিময় অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, সাবেক সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাবেক সভাপতি আলামিন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলমসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা এম এ এস ইমন গত জাতীয় নির্বাচনেও স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছিলেন। তিনি বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে বিভিন্ন সময় বুকলেট বিতরণ, গণসংযোগ অব্যহত রেখেছেন।




ভুল পোস্টে রিপোর্টের সুযোগ নেই এক্সে

কোনো পোস্টে ভুল বোঝাবুঝি বাড়তে পারে এমন তথ্য দেওয়া হলে রিপোর্ট করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু সে সুযোগ বন্ধ করে দেওয়া হলে? হয়তো ক্ষুদ্র পরিসরে বিষয়টি এত চিন্তার কিছু নয় কিন্তু বড় পরিসরে?

ইলন মাস্কের ‘এক্স’ সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই ঘটনা ঘটছে। ২০২১ সালে প্রথম টুইটারে অভিযোগের সুযোগ চালু করা হয়। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে রাজনৈতিক ভুল বোঝাবোঝি যেন না ছড়ায় তার লক্ষ্যেই এমন ফিচার চালু করা হয়েছিল। তবে চলতি বছর সেপ্টেম্বরেই ফিচারটি বন্ধ করে দেওয়া হয়।

আর বন্ধ করার পর থেকেই অস্ট্রেলিয়াতে নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটাতে পারে এমন আশঙ্কাও বাড়ছে। এ নিয়ে দায়িত্বশীল একাধিক ব্যক্তি জানিয়েছেন, এক্সের পোস্টের মাধ্যমে সহজেই ভুল বুঝাবুঝির পরিসর অনেক বাড়তে পারে।

সূত্র: ইত্তেফাক




ফরাসি ক্লাব ফুটবলারের আত্মহত্যার চেষ্টা

ফরাসি ক্লাব নিসের ফুটবলার অ্যালেক্সিস বেকা বেকাকে নিয়ে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকেই আলোচনা তুঙ্গে উঠেছে। তবে ফুটবলকে কেন্দ্র করে নয়; আত্মহত্যার চেষ্টা করতে গিয়েই আলোচনায় এসেছেন তিনি। ২২ বছর বয়সের এই ফুটবলার ফ্রান্সের মাগনঁ সেতুতে উঠে আত্মহত্যার হুমকি দিয়ে বসেন।

এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ ও মনোরোগ বিশেষজ্ঞ। নিজেদের মধ্যে কয়েক ঘণ্টা আলোচনার পর আত্মহত্যা করা থেকে বিরত করেন বেকা বেকাকে। পরে দমকল বাহিনীর সাহায্যে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়। খবর স্পোর্টস টাইগার, স্পোর্টস কিডার।

বেকা বেকার আত্মহত্যা করতে যাওয়ার কারণ হিসেবে ফরাসি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় আত্মহত্যা করতে যান এই ফুটবলার। তবে এ দাবি অস্বীকার করেছেন তার প্রতিনিধি। তিনি জানিয়েছেন, নিসের উত্তর-দক্ষিণাঞ্চলে অবস্থিত মাগনঁ ভায়াডাক্ট থেকে লাফ দিয়ে আত্মহত্যার হুমকি দেন বেকা বেকা। উল্লেখ্য, সেতুটি ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটার উঁচুতে নির্মিত। উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলের ছয় কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছিল দীর্ঘ যানজট।

এদিকে বেকা বেকার লাফ দেওয়ার হুমকির খবর ছড়িয়ে পড়ার পর ক্লাবজুড়ে তৈরি হয় আতঙ্ক। ঘটনার আকস্মিকতায় বাতিল করা হয়েছে ক্লাবের কোচ ফ্রান্সেসকো ফারিওলির ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনও। ফরাসি সংবাদমাধ্যম ইনস্ট্যান্ট ফুটকে দেওয়া সাক্ষাৎকারে বেকা বেকার প্রতিনিধি বলেন, ‘সম্পর্ক ভেঙে যাওয়ার যে কারণের কথা বলা হচ্ছে, তা মিথ্যা। এ ঘটনার সঙ্গে এমন কোনো সম্পর্ক নেই।’

‘সম্পর্ক ভেঙে যাওয়ার যে কারণের কথা বলা হচ্ছে, তা মিথ্যা। এ ঘটনার সঙ্গে এমন কোনো সম্পর্ক নেই’
– ফরাসি সংবাদমাধ্যম ইনস্ট্যান্ট ফুটকে দেওয়া সাক্ষাৎকারে বেকা

এদিকে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শেষ পর্যন্ত সব কিছু ভালোভাবে শেষ হওয়ায় সবাই খুব স্বস্তি বোধ করছে।’