অপারেশন ডেভিল হান্ট’ শুরু

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে গঠিত আইনশৃংখলা বাহিনী পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ এর প্রথমদিনেই গাংনীতে দুই জনকে আটক করা হয়েছে। এরা হলেন, গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মোশররফ হোসেন ও তেরাইল গ্রামের রুবেল হোসেন।

গতকাল শনিবার বিকালে গাংনী থানা পুলিশ ও মেহেরপুর সেনাবাহিনীর একটি টিম যৌথ অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করে।
তবে, তাদের কাছে থেকে ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ফলে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।

ওসি বানী ইসরাইল জানান, মেহেরপুর সেনাবাহিনী ও গাংনী থানা পুলিশের যৌথটিম শনিবার বিকালের দিকে তাদের বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে দুই গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আজ রবিবার সকারেল দিকে আটকদের আদালতে নেওয়া হবে বলে জানান ওসি বানী ইসরাইল।




তামিমের নেতৃত্বে ক্রিকইনফোর বিপিএলের সেরা একাদশে যারা আছেন

ফরচুন বরিশালে শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের একাদশ আসর। সদ্যসমাপ্ত এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাটে-বলে নজর কেড়েছেন দেশি-বিদেশি অনেক ক্রিকেটার। তাদের মধ্য থেকে সেরা ১১ জনকে বেছে নিয়েছে ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

ইএসপিএনক্রিকইনফোর একাদশে পাঁচ ব্যাটার, দুই অলরাউন্ডার ও এক স্পিনারের সঙ্গে রয়েছেন তিন পেসারও।

এই একাদশের অধিনায়ক তামিম। ওপেনিংয়ে তার সঙ্গে রায়েছেন খুলনা টাইগার্সের বাঁহাতি ব্যাটার নাঈম শেখ। ৫১১ রান করে এবারের বিপিএলের সেরা রান সংগ্রাহকও এই ওপেনার। আর তামিমও আছেন সেরা চার রান সংগ্রাহকেদের মধ্যে।

এই নিয়ে ষষ্ঠবারের মতো ক্রিকইনফোর বিপিএলের সেরা একাদশে জায়গা পেলেন তিনি।

তিনে রয়েছেন সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি ব্যাটার জাকির হাসান। চিটাগাং কিংসের গ্রাহাম ক্লার্ককে রাখা হয়েছে চার নম্বরে। অলরাউন্ডার হিসেবে রংপুর রাইডার্সের খুশদিল শাহ আছেন পাঁচে।

সদ্যসমাপ্ত আসরে স্পিনারের মধ্যে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। উইকেটরক্ষক হিসেবে ছয়ে রয়েছেন খুলনা টাইগার্সের মাহিদুল ইসলাম অঙ্কন।

সাতে থাকা বরিশালের পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। চিটাগংয়ের রহস্য স্পিনার আলিস আল ইসলাম রয়েছেন আট নম্বরে।

৯ নম্বরে রাখা হয়েছে দুর্বার রাজশাহীর তারকা পেসার তাসকিন আহমেদকে।

এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। চিটাগংয়ের ডানহাতি পেসার খালেদ আহমেদ আছেন দশে। ১১ নম্বরে থাকা রংপুরের বাঁহাতি পাকিস্তানি পেসার আকিফ জাভেদ।

ইএসপিএনক্রিকইনফো একাদশ তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, জাকির হাসান, গ্রাহাম ক্লার্ক, খুশদিল শাহ, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আকিফ জাভেদ।

সূত্র: কালের কন্ঠ




মেহেরপুরে দুই সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেফতার

দু’জন সাজাপ্রাপ্তসহ আদালতের পরোয়ানাভূক্ত ৫ জন পলাতক আসামি গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত থেকে গতকাল শনিবার ভোররাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ পতক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন শনিবার বিকালে প্রেসনোট দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, মেহেরপুর সদর থানার মামলা নং ৩৬ তাং ২৫/০৯/২১, জিআর নং-২৯২/২১ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেহেরপুর শহরের ৫ নং ওয়ার্ডের হঠাৎপাড়া এলাকার মৃত নুর হোসেনের ছেলে মোঃ সহিদুল ইসলাম, সিআর ২৭/২০১৯ মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সদর উপজেলার চাঁদবীল গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজু আহমাদ, জিআর ৪১/২০১৯ মামলার পলাতক আসামি কালিগাংনী গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে মোকাদ্দেস ইসলাম, সিআর ৯৭৫/২০২৩ (ঝিনাইদহ কোর্ট) মামলার পলাতক আসামি শিশিরপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মোছা: রসিয়া খাতুনকে গ্রেফতার করা হয়েছে।

ছাড়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারা ১৫(৩)/২৫ ডি আইনে দায়ের করা মামলা নং ৩৭, তারিখ ২৪/১১/২৪ এর এজাহার নামীয় আসামি শোলমারী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মো: সেন্টু মিয়াকে (৪০) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিনের নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ ফারুখ হোসেন, এসআই (নিঃ) অরুন কুমার দাস, এসআই (নিঃ) শফিকুল ইসলাম শিশু, এসআই (নিঃ) উজ্জল হোসেন, এএসআই(নিঃ) দেবদাস মন্ডল, এএসআই(নিঃ) মোঃ মিরাজুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ হাসান শাহনেওয়াজ, এএসআই(নিঃ) মোঃ মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স পৃৎক এসব অভিযানে অংশ নেন।

গ্রেফতারকৃত আসামিদের বিকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




ভালোবাসা দিবসে আসছে আগুনের নতুন গান

গানে এখনো নিয়মিত নব্বই দশকের সুপারহিট গায়ক আগুন। সম্প্রতি প্রকাশ হয়েছে তার কণ্ঠে ‘আমি তোমারে হারালে মরিব’ শিরোনামের একটি গান। এতে তার সহশিল্পী ছিলেন সালমা। গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। প্রকাশের পর গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে আগ্রহ দেখা গেছে বেশ।

 

আগুন জানান, আগামী ভালোবাসা দিবসে তার কণ্ঠে একক আরেকটি নতুন মৌলিক গান প্রকাশ পাবে। এর শিরোনাম ‘এক গ্লাস নীরবতা’। গানটি লিখেছেন ও সুর করেছেন আলী আকতার রুনু।

 

নতুন দুই গান প্রসঙ্গে আগুন বলেন, ‘সালমা খুব চমৎকার গায়। আমার সঙ্গে দ্বৈত গানটিতে বেশ ভালো গেয়েছে। এটি বেশ মেলোডিয়াস একটি গান। শ্রোতাদের ভালো লাগছে, এটা একটু একটু করে বুঝতে পারছি। সময় গড়ালে এটি আরও শ্রোতাপ্রিয়তা পাবে বলে বিশ্বাস করি।

অন্যদিকে এক গ্লাস নীরবতা গানটিও বেশ ভালো হয়েছে। এটি নিয়ে আমি খুব আশাবাদী।’ এদিকে আজ আগুনের জন্মদিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তার জন্ম হয়। দিনটিতে বিশেষ কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। পারিবারিক আবহে দিনটি কাটাবেন বলে জানিয়েছেন তিনি।

 

সূত্র: যুগান্তর




মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এর জন্মদিন পালন

মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ জন্মদিন পালন করা হয়েছে।

গতকাল শনিবার রাত ৯টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের কেক কাটা আয়োজন করা হয়েছে।

মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নের বিএনপির নেতা আবুল হাশেমের নেতৃত্বে কেক কাটা হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল হক লাভলু। জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি।

জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান জনি, শ্যামপুর ইউনিয়নের যুবনেতা উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, পৌর ছাত্রনেতা ফুর্তি হাসান, মেহেরপুর জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ন আহবায়ক নাজমুল হাসান সোহাগ, সহ বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।




মুজিবনগরে অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক

মুজিবনগরে ছিনতাই করার সময় জনগণের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করছে মুজিবনগর থানা পুলিশ।

গতকাল শুক্রবার রাত নয়টার দিকে মুজিবনগর কমপ্লেক্সের পিছন ভবেরপাড়া আনন্দবাস সড়কের জৈনেক ফিরোজ মোল্লাদের মেহগনি বাগানের কাছ ছিনতাই করার সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃত ছিনতাইকারীরা হল উপজেলার আনন্দবাস গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে মো. স্বাধীন আলী (২০) এবং আসান মল্লিক ছেলে সেলিম মল্লিক (৩২)।

ঘটনার বিবরণে জানা গেছে, মুজিবনগর উপজেলার বগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের নজির হালসোনার ছেলে আলী হোসেন একজন ক্ষুদ্র আলু ব্যবসায়ী তিনি উপজেলার বিভিন্ন সাপ্তাহিক হাটে আলু বিক্রয় করেন। প্রতিদিনের ন্যায় তিনি ভবেরপাড়া গ্রামের সাপ্তাহিক হাটে আলু বিক্রিয় করতে আসেন আলু বিক্রয় শেষে সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে ভবেরপাড়া বাজার হতে বাই সাইকেল যোগে মুজিবনগর মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এর পিছনের রাস্তা দিয়ে আনন্দবাসের দিকে যাওয়ার সময় ভবেরপাড়া গ্রামের ফিরোজ মোড়লের মেহগনি বাগানের সামনে দুইজন ছিনতাই কারি হাতের দা ও লাঠি নিয়ে পথ রোধ করে কুপিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে তার নিকটে থাকা আলো বিক্রয়ের নয় শত টাকা নিয়ে নাই পরে তার ডাক চিৎকার শুনে মাঠের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর সময় আনন্দবাস মোড়ে থাকা পুলিশের দল দ্রুত এসে তাদেরকে হাতেনাতে আটক করে। সময় পুলিশ তাদের কাছ থেকে ছিনতায় হওয়া নয় শত টাকা একটি ধারালো দা এবং লাঠি আকৃতি একটি গাছের ডাল উদ্ধার করে।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছিনতায় করার সময় হাতেনাতে ২ ছিনতাইকারিকে আটক করে ১৮৬০ সালের পেনাল কোডের ৩৯২ ধারায় মামলা দিয়ে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরি, বেতন কত জানেন?

ঢাকার ব্রিটিশ হাইকমিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকায় এডুকেশন অ্যাডভাইজার পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: এডুকেশন অ্যাডভাইজার, গ্রেড-এসইও, ঢাকা

পদসংখ্যা: ১

যোগ্যতা: এডুকেশন, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাক্ষেত্রে অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। লেখা ও কথা বলায় পারদর্শী হতে হবে। আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা সম্পর্কে জানাশোনা থাকতে হবে। প্রোগ্রাম ডিজাইন ও ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

কর্মঘণ্টা: সপ্তাহে ৩৬ ঘণ্টা

বেতন: মাসিক বেতন ২,৪৭,৯০৬ টাকা

সুযোগ-সুবিধা: ছুটি, মাতৃত্বকালীন ছুটি, বিশেষ ছুটি, সবেতন অসুস্থতাজনিত ছুটি, স্বাস্থ্যবিমা, সপ্তাহে দুই দিন ছুটি, ভ্রমণসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে।

আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৭ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত।

সূত্র: যুগান্তর




মুজিবনগরে ওয়ারেন্ট ভুক্ত চার আসামী গ্রেফতার

মুজিবনগরে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ।

শনিবার রাত ১টা হতে ভোর ৫ টা মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর নের্তৃত্বে এস আই উত্তম কুমার, এস আই নাজমুল ইসলাম, এ এস আই সোহেল রানা, এ এস আই সিমা খাতুন ও সঙ্গীয় ফোর্স সহ মুজিবনগর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সি আর -৮১/২৪, সি আর- ১১৫/২৪ ওয়ারেন্টভুক্ত আসামী বিদ্যাধরপুর গ্রামের আলিউল আজিম এর স্ত্রী আলিয়া খাতুন , সি আর নং-১১৫/২৪ এর ওয়ারেন্টভুক্ত আসামী মাঝপাড়া গ্রামের মৃত আজিজুল এর ছেলে ঝন্টু, মাঝপাড়া গ্রামের মৃত আজিজুল এর স্ত্রী আম্বিয়া খাতুন, জি আর নং-৮২/২১ এর ওয়ারেন্টভুক্ত আসামী ভবেরপাড়া গ্রামের মৃত জানিয়েল মন্ডল এর ছেলে সাগর মন্ডল কে নিজ এলাকা হতে গ্রেফতার করা হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান মুজিবনগর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে
আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সেই সাথে মুজিবনগর থানা এলাকায় ওয়ারেন্ট মূলে আসামী গ্রেফতার ও মাদক উদ্ধার অভিযান অব্যাহত আছে।




‘জিরো ক্লিক’ সাইবার হামলার ঝুঁকিতে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তবে সম্প্রতি এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। মেটা জানিয়েছে, পারাগন সলিউশন নামে একটি স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘জিরো ক্লিক’ নামে বিশেষ ধরনের সাইবার হামলা চালাচ্ছে, যা ব্যবহারকারীদের অজান্তেই তাদের ডিভাইস থেকে তথ্য চুরি করছে।

কীভাবে কাজ করে ‘জিরো ক্লিক’ সাইবার হামলা?

হোয়াটসঅ্যাপের নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, জিরো ক্লিক এতটাই উন্নত ও সূক্ষ্ম পদ্ধতির সাইবার হামলা যে ব্যবহারকারীরা বুঝতেই পারেন না তাদের ডিভাইস আক্রান্ত হয়েছে। সাধারণত, হ্যাকিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীকে কোনো লিংকে ক্লিক করা বা ফাইল ডাউনলোডের প্রয়োজন হয়। কিন্তু জিরো ক্লিক প্রযুক্তি ব্যবহারকারীর কোনো অংশগ্রহণ ছাড়াই সক্রিয় হয়ে যায়।

হ্যাকাররা বিশেষভাবে তৈরি বার্তা, ছবি বা অডিও ফাইল পাঠিয়ে থাকে, যা হোয়াটসঅ্যাপে পৌঁছানো মাত্রই স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়। এতে ডিভাইসের সংরক্ষিত তথ্য, ব্যক্তিগত ছবি, বার্তা এমনকি কল রেকর্ডিংও হাতিয়ে নিতে পারে তারা।

কারা বেশি ঝুঁকিতে?

বিশ্বজুড়ে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের সদস্যরা এই সাইবার হামলার প্রধান লক্ষ্যবস্তু। এটি অত্যন্ত বিপজ্জনক কারণ, সাধারণ অ্যান্টিভাইরাস বা নিরাপত্তা সফটওয়্যার দিয়েও এই আক্রমণ ঠেকানো কঠিন।

কীভাবে নিরাপদ থাকবেন?

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হামলা থেকে রক্ষা পেতে নিম্নলিখিত সতর্কতাগুলো মেনে চলা জরুরি:

– হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করুন।
– ডিভাইসের নিরাপত্তাব্যবস্থা আপডেট রাখুন।
– অপরিচিত ব্যক্তির পাঠানো সন্দেহজনক বার্তা বা কল এড়িয়ে চলুন।
– দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা (Two-Step Verification) চালু করুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




মেহেরপুরের আশরাফপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুরে মরহুম ফারুক হুসাইন চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে আশরাফপুর ক্রিকেট টিমের আয়োজনে আশরাফপুর জনকল্যাণ ক্লাব ফুটবল মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশ নেয় বুড়িপোতা ইউনিয়নের শালিকা টাইগার একাদশ ও কুতুবপুর ইউনিয়নের সুবিদপুর একাদশ।

এতে কুতুবপুর ইউনিয়নের সুবিদপুর একাদশ চ্যাম্পিয়ন এবং বুড়িপোতা ইউনিয়নের শালিকা টাইগার একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

আশরাফপুর ক্রিকেট টিমের অধিনায়ক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান জনি, মোঃ বিপ্লব আহমেদ, মোঃ তুষার আহমেদ, মোঃ মিলন হালসনা প্রমুখ।