তৃতীয় পৃষ্ঠা




দ্বিতীয় পৃষ্ঠা




প্রথম পৃষ্ঠা




দর্শনা থানার ওসির সাথে জাহাঙ্গীরের শুভেচ্ছা বিনিময়

দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি)বিপ্লব কুমার সাহা’র সাথে বিশিষ্ট্য সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম শুভেচ্ছা মতবিনিময় করেছেন।

গতকাল শনিবার রাত ৭ টার দিকে সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম দর্শনা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) বিপ্লব কুমার সাহা’র ফুলের শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, ওসি(তদন্ত) ওসি অপারেশন মতবিনিময় কালে বিশিষ্ট্য সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গা -২ আসনের সর্বসাধারনের উন্নয়নে কাজ করার লক্ষ্যে আগামী দ্বাদশ নির্বাচনে আশা ব্যক্ত করে
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফয়সাল আহমেদ,আহাদ আলী,টিপু সুলতান,পিন্টু মিয়া।




কুষ্টিয়ায় আর্টিকেল নাইনটিনের সাইবার ও ফ্যাক্টচেক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুষ্টিয়ায় আর্টিকেল নাইনটিনের সাইবার ও ফ্যাক্টচেক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থী, সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ মোহা: আব্দুল করিম
প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন আর্টিকেল নাইনটিনের (সাউথ এশিয়া) প্রোগ্রাম অফিসার মেহনাজ পারভীন, ফ্যাক্টচেকার, ফ্যাক্টওয়াচ শুভাশীষ দীপ ও সেন্টার ফর ল এন্ড পলিসি এ্যাফেয়ার্স’র আইসিটি পলিসি এনালিষ্ট তৌফিক আহমেদ শাহীন।

প্রশিক্ষণে ফ্যাক্টচেক বিষয়ক ধারণা, ফ্যাক্টচেকিং টুলস, ভুয়া তথ্য যাচাই, সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য কিভাবে ছড়ায় ও ফ্যাক্ট ফাইন্ডিং সম্পর্কে শিক্ষার্থী ও সাংবাদিকদের প্রশিক্ষণ এবং ফ্যাক্টচেক প্রতিবেদন লেখার কৌশল, ভুয়া ছবি ও ভিডিও চিত্রের ফ্যাক্টচেক করার পদ্ধতি, ফ্যাক্টচেকিং সাইট পর্যবেক্ষণ এবং সত্যতা যাচাই সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

এসময় চ্যানেল আইয়ের কুষ্টিয়া জেলা প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক,ইত্তেফাকের জেলা প্রতিনিথিধ মোস্তাফিজুর রহমান মঞ্জু, ভোরের পাতার জেলা প্রতিনিধি কাঞ্চন হালদার, প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত ও বার্তা টোয়েন্টিফোরের ষ্টাফ করেসপন্ডেন্ট এনএম জামাল উপস্থিত ছিলেন।




আলমডাঙ্গায় যুগ্ম জেলা ও দায়রা জজ শাহীনের মৃত্যু

ক্যান্সারে আক্রান্ত হয়ে যুগ্ম জেলা জজ আহসান হাবীব মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

আহসান হাবীবের (৪০) মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এইচ এম হাবিবুর রহমান জিন্নাহ এবং সুপ্রিম কোর্ট প্রশাসনসহ বিচার বিভাগীয় কর্মকর্তারা।

গতকাল শনিবার বাদ আসর লালমাটিয়ার স্থানীয় মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বাড়িতে নেওয়া হয়। আজ রোববার সকালে স্থানীয় মসজিদে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।




দামুড়হুদায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৫ম খেলায় দর্শনা রামাজুস জয়ী

দামুড়হুদায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দর্শনা মাথাভাঙ্গা যুবসংঘ রামাজুস বনাম যশোর চৌগাছা একাডেমির মধ্যেকার ৫ম খেলায় দর্শনা মাথাভাঙ্গা যুবসংঘ রামাজুস ২-০ গালে জয়লাভ করেছে।

গতকাল শনিবার বিকাল ৪টায় দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে দামুড়হুদা গোল্ডকাপ টুর্নামেন্টের ৫ম খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধের ১২মিনিটের মাথায় রামাজুসের ৯নং জার্সি পরিহিত খেলোয়ার হোসেন আলির করা গোলে ১-০তে এগিয়ে যায় রামাজুস।এরপর চৌগাছা গোল পরিশোধ করে খেলায় ফিরতে মরিয় হয়ে চেষ্টা করে। কিন্তু প্রথমার্ধের ২৪ মিনিটের মাথায় রামাজুসের একই খেলোয়ার হোসেন আলি আরো চৌগাছার গোল রক্ষককে পরাজিত গোলের জালে আরো একটি বল জড়িয়ে গোলের ব্যবধান বাড়ায়-২-০। প্রথমার্ধের খেলা ২-০তে শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলায় রামাজুসের ৯নং খেলোয়ার হোসেন আলি তার হেট্রিক পূর্ণ করার চেষ্টা করে ব্যাথ্য হয় এসময় কোন গোল না হওয়ায় রামাজুস-২-০গোলে জয়লাভ করে।

দামুড়হুদা উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজি আব্দুল কাদির,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাক সাবেক জেলা পরিশদের সদস্য শফিউল কবির ইউসুফ,দামুড়হুদা গাল্স স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি ইসমাইল হোসেন,আব্দুল মমিন মাষ্টারসহ মাঠ ভর্তি দর্শক খেলা উপভোগ করেন। খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এম নুরুন্নবী, শরিফ উদ্দীন,ক্রীড়া সংস্থার নির্বহী সদস্য নওশাদ আলি,জাকির হোসেন,সহিদ আজম সদু,সন্টু প্রমুখ।

খেলা পরিচালনা করেন,আব্দুস সবুর, রবিউল ইসলাম,ও সৈয়দ মাসুদুর রহমান। ধারাভাষ্যে ছিলেন মোস্তাফিজুর রহমান। আজ রোববার মেহেরপুর একাদশ বনাম মহেশপুর ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।




কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ব্যবসায়ীদের জরিমানা

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে গতকাল শনিবার বিকাল ৪ টার দিকে ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে এসময় ২০০৯ এর ৩৮ ধারায় তুষার ডিম হাউজের মালিক হাজী নজরুল ইসলামকে ১০০০ টাকা,কার্পাসডাঙ্গা কাঁচাবাজারে তাইফুর রহমান কে ৫০০ টাকা ও বগা মন্ডলকে ৫০০ টাকা বকুল হোসেন’কে ৫০০ টাকা সহ মোট ২৫০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত ।

এসময় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস, নাজির সাখাওয়াৎ হোসেন, রফিকুল ইসলাম সহ কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর রাসেল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন প্রতিটা ব্যবসায়ীকে মূল্যতালিকা টাঙিয়ে রেখে ব্যবসা করতে হবে এবং সরকারি নির্ধারিত মূল্যের বেশি দামে পন্য বিক্রি করলে আইনের আওতায় আনা হবে আলুর নির্ধারিত দাম ৩৬ টাকায় খুচরা বাজারে বিক্রি করতে হবে পেয়াজ ৬৫ টাকার উপরে বিক্রি করা যাবে না তিনি বলেন।

আরো ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের একটি টিম সহ আনসার বাহিনী।




আলমডাঙ্গার বামানগরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্ত আজ

আলমডাঙ্গা উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় এক মানসিক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার দুপুর ২ টার দিকে উপজেলার হারদি ইউনিয়নের বামানগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম রেবেকা খাতুন (৩৩)। তার বাবার বাড়ি উপজেলার কুমারী ইউনিয়নের হাড়গাড়ি এলাকায়। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া নিয়েছে। আজ রবিবার মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুরে রেবেকা খাতুনের ঘরের দরজা বন্ধ পায় বাড়ির লোকজন। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের প্রবেশ করে তাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। এরপর তারা লাশটি নিচে নামিয়ে থানায় খবর দেয়। বিষয়টি নিয়ে সন্দেহ হলে পুলিশ গিয়ে লাশটি থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, রেবেকার স্বামী সে একজন রাজমিস্ত্রি কাজ করেন। দীর্ঘদিন রেবেকা খাতুন মানসিক রোগে ভুগছিল। শনিবার দুপুরে পরিবারের লোকজনের অনুপস্থিতিতে সে গলায় ফাস লাগিয়ে আত্নহত্যার করেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, শনিবার সন্ধ্যায় লাশটি ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজ রবিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।




জীবননগরে ২ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ দুই জ্বালানী গ্যাস বিক্রেতাকে জরিমানা করেছে। আজ শনিবার জীবননগর বাজারের মেসার্স মিনহাজ মেশিনারী কে ১৫ হাজার টাকা এবং জীবননগর গ্যাস হাউজ কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহাম্মেদ জীবননগর বাজার পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে জীবননগর বাজারের উপজেলা পরিষদ রোডের পাশের্^ অবস্থিত মেসার্স মিনহাজ ট্রেডার্স ও জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের পাশের্^ অবস্থিত মেসার্স জীবননগর গ্যাস হাউজে গ্যাস বিক্রির কোন রশিদ ও তালিকা মূল্য প্রদর্শন না করার অপরাধে মেসার্স মিনাহজ ট্রোর্ডের মালিক মতিয়ার রহমানকে ১৫ হাজার টাকা ও জীবননগর গ্যাস হাউজের মালিক ইকবাল উদ্দীন একরামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে বিক্রয়ের রশিদ প্রদান করা ও মূল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশ প্রদান করা হয়।

এছাড়াও জীবননগর কাচা বাজারে পরিদর্শন কালে আলু, পেয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তদারকি কালে ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও সরকার নির্ধারিত মুল্যে মালামাল বিক্রয়ের জন্য বলা হয় ও সতর্কীকরণ মুলক লিফলেট বিতরণ করা হয়।

ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সহযোগীতা করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ ও সহকারী ভূমি কমিশনার তিথি মিত্র জীবননগর বাজার পরিদর্শনে যান এবং কাচা বাজারসহ নিত্য পন্যের বিভিন্ন দোকানে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রিসহ মুল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশ প্রদান করেন।