নতুন কোন দুরভিসন্ধি নিয়ে ঢাকায় ইউএস প্রতিনিধি?

ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ। বিভিন্ন কারণে আমেরিকার কাছে আগ্রহের কেন্দুবিন্দুতে অবস্থান করছে বাংলাদেশ । এই আগ্রহকে সফল করতে কিছু চাপ অব্যাহত রাখলেও প্রতি মাসেই কোন না কোন যুক্তরাষ্ট্রের প্রশাসনের প্রতিনিধি বা সিনেট সদস্যরা আসছেন বাংলাদেশে।

৪ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক ব্যুরোর ডেপুটি এসিস্ট্যান্ট সেক্রেটেরি মিরা রেসনিক। মিরা রেসনিক যেই ডিপার্টমেন্টের প্রতিনিধিত্ব করছেন সেই ব্যুরো অফ পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্স মার্কিন যুক্তরাষ্ট্রের এমন একটি এজেন্সি যা স্টেট ডিপার্টমেন্ট ও প্রতিরক্ষা বিভাগের সাথে সেতুবন্ধন করে। এটি আন্তর্জাতিক নিরাপত্তা, নিরাপত্তা সহায়তা, সামরিক অভিযান, প্রতিরক্ষা কৌশল এবং নীতি, স্থানের সামরিক ব্যবহার এবং প্রতিরক্ষা বাণিজ্যের ক্ষেত্রে নীতি প্রদান করে। এই এজেন্সির প্রধানকে বলা রাজনৈতিক-সামরিক বিষয়ক সহকারী সেক্রেটারি অফ স্টেট। মিরা রেসনিক সেই এসিস্ট্যান্ট সেক্রেটারি জেসিকা লুইস এর ডেপুটি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বশির আহমেদ বলেন, ইউএস এম্বাসির প্রটোকল অনুযায়ী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সুশাসন, মানবাধিকার বিষয়গুলো আসবে। কিন্তু মিরা রেসনিক এর আসল এজেন্ডা হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী আঞ্চলিক দেশগুলোর সাথে প্রতিরক্ষা বিষয়ে বাংলাদেশের সিভিলিয়ান সোসাইটিকে জানানো বা সতর্ক করা। বিশেষ করে চীন, মিয়ানমার এবং ভারতের সাথে বাংলাদেশের কি কি প্রতিরক্ষা কৌশল নেয়া উচিত সে নিয়ে আলোচনা করবেন। কারণ উনি যে ব্যুরোর প্রতিনিধিত্ব করছেন, সে ব্যুরোর কাজই হচ্ছে এই সকল প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষণ করা, যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কৌশল তৈরি করা, আর সংশ্লিষ্ট দেশকে বুঝিয়ে সেই কৌশল গ্রহণ করানো।

সাধারণত বিভিন্ন দেশের সাথে প্রতিরক্ষা সামরিক চুক্তি সমূহ করে থাকে এই ব্যুরো থেকে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ২০২২ সাল থেকে বাংলাদেশের সাথে সামরিক অস্ত্র বিক্রয় চুক্তি করার কথা বলে আসছেন। গত বছরের ২৪শে এপ্রিল তিনি বলেছিলেন, “প্রথমত আমরা আমাদের নিরাপত্তা সহযোগিতা বাড়াতে পারি। আমরা অন্যান্য সমমনা পরস্পর সহযোগি দেশগুলোর সমন্বয়ে নিজেদের সম্পৃক্ততাকে আরও জোরদার করতে পারি। আমরা জিসমিয়া ও আকসা এ দুটি মৌলিক চুক্তিতেও যেতে পারি। জিসমিয়া চুক্তির মাধ্যমে সামরিক ক্রয়-সংক্রান্ত সংবেদনশীল তথ্য আদান-প্রদানের মূলনীতি নির্ধারিত হবে। এ রূপরেখাটি বাংলাদেশের সশস্ত্র বাহিনী অভীষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তির সহায়তায় বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন ত্বরান্বিত হবে।“

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞ সালাম হোসেন জানান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রাণালয় এখনই জিসমিয়া চুক্তি স্বাক্ষরে রাজি নয়। বাংলাদেশ চাইছে ইলেকশনের পরে এই ব্যাপারে চিন্তা ভাবনা করবে। ধারণা করা যায় জিসমিয়া ও আকসা চুক্তি স্বাক্ষরকে তরান্বিত করতেই মিরা রেসনিক এর এই সফর।

উল্লেখ্য, রেসনিক আঞ্চলিক নিরাপত্তা এবং অস্ত্র স্থানান্তরের ব্যুরো অফিসের তত্ত্বাবধান করেন, যা বিদেশি সামরিক অস্ত্র বিক্রয়, তৃতীয় পক্ষের সাথে ক্রয় বিক্রয়, এবং প্রতিরক্ষা কৌশল ডিজাইন ও বিক্রয় তত্ত্বাবধান করেন। এবং জি২জি এর মাধ্যমে প্রতি বছরে ৪০ বিলিয়ন ডলার এরও বেশি লেনদেন করে। বাংলাদেশের অগ্রসরমান অর্থনীতি, মিয়ানমারে চীন-রাশিয়ার যৌথ কর্মকান্ড, এই সকল কারণেই যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের আঞ্চলিক গুরুত্ব অপরিসীম। যুক্তরাষ্ট্র এই কারণেই চাইছে বাংলাদেশের সাথে নিরাপত্তা ও প্রতিরক্ষা সরঞ্জাম থেকে শুরু করে কৌশল বাংলাদেশকে দিতে।




আলমডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় পথচারী নিহত

আলমডাঙ্গার কয়রাডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় মো. আব্দুর রহমান (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০র দিকে উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুর রহমান উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. এজিদ আলির ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে চিৎলা বাজার থেকে নিজ বাড়িতে পায়ে হেটে যাচ্ছিলো। পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে আব্দুর রহমানের। এর পরপরই পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার শারীরিক অবস্থা অবনতি হলে কুষ্টিয়ায় রেফার্ডের প্রস্তুতি নিচ্ছিলো হাসপাতাল কতৃপক্ষ। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে নিহত আব্দুর রহমানের লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেন।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সকালে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




দামুড়হুদায় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 

দামুড়হুদায় ১৪ সেপ্টেম্বর-২০২৩ স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভা কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই শেখর চন্দ্র মল্লিক, উপজেলা পাট অফিসার রিয়াজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, হাউলী ইউপি সচিব নাঈম উদ্দিন সহ উপজেলার সকল ইউপি সচিব, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি বৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১৮,১৯,২০ এই তিন দিন উপজেলা চত্বরে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।




গাংনীতে ৩ টি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ, মুল্যবিহীন পন্য বিক্রী ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করার অপরাধে তিনটি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া ও চিৎলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

পূর্বে সতর্ক করার পরেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্য বিহীন পন্য বিক্রীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় চিৎলা বাজারে মেসার্স মিন্টু স্টোর নামক প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই বাজারের মেসার্স আনারুল স্টোরকে ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৩৮ ধারায় ২ হাজার টাকা এবং সারের মুল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রীর করার অপরাধে একই আইনের ৩৮ ও ৫১ ধারায় মেসার্স আসিফ এন্টারপ্রাইজ নামক সার-কীটনাশক বিক্রয় প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় এই দোকান থেকে বেশ কিছু খাদ্যপণ্য ও সার জব্দ করা হয়। পরে জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্য জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম উপস্থিত ছিলেন।




হারিয়ে যাচ্ছে পাথরের শিলপাটা

আমরা আধুনিকতার ছোঁয়ায় অনেক ঐতিহ্যই ভুলতে চলেছি। আধুনিক প্রযুক্তির ব্যবহারে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিলপাটা। বাংলাদেশের গ্রাম বাংলার মানুষের বাড়িতে হলুদ, মরিচ, আদা, রসুন ও নানা রকমের ভর্তা বানাতে ব্যবহার হতো শিল পাথরের পাটা।

এককালে ঘরে ঘরে শিলপাটা ছিল রান্নার মসলা বাটার অন্যতম উপায়। প্রতিটি পরিবারে শিলপাটার ব্যবহার ছিল ব্যাপক। কিন্তু কালের বিবর্তনে ঐতিহ্যের ধারক ও বাহক বাঙালীর সমাজ ব্যবস্থার পারিবারিক অঙ্গন থেকে হারিয়ে যাচ্ছে শিলপাটার ব্যবহার। তবে এখন শিল-পাটার বিকল্প হিসেবে এযুগের মানুষ ব্যবহার করছে বিভিন্ন আধুনিক ইলেক্ট্রনিক্স সামগ্রী। কেননা এ যুগের মানুষ আধুনিকতায় ঝুঁকে পড়েছে। শিলপাটা দিয়ে বেটে খাওয়ার চাইতে আধুনিক ইলেক্ট্রনিক্স সামগ্রী দিয়ে সেসব জিনিস করে খাওয়া খুব সহজ।

বিয়ে বাড়ির অনুষ্ঠানে হলুদ বাঁটো, মেন্দি বাঁটো, বাঁটো ফুলের মৌ, বিয়ের সাঁজন সাঁজবে কন্যা… এইসব গীত গাওয়ার মধ্য দিয়ে গ্রামের সকল শ্রেণী পেশার নারীরা বিয়ে বাড়িতে দু-তিন দিন আগে থেকে হলুদ, মেহেদি বাটতেন। তাছাড়া সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে ভোজনবিলাসী গৃহিণীরা নানা রকম স্বাদের মসলা বেটে দিতেন। গ্রাম বাংলায় এখনও অনেক ভোজনবিলাসী পরিবার আছে যারা শিলপাটায় বাটা মসলা ছাড়া রান্না খেতে পছন্দ করেন না। গ্রাম বাংলায় শিলপাটা নিয়ে প্রচলিত রয়েছে নানা কল্পকাহিনী। গুড়া মসলা বাজারে সহজলভ্যতা ও বাণিজ্যিকভাবে প্রচলন হওয়ায় পাথরের শিল-পাটায় মসলা পেষার গুরুত্ব একেবারেই হ্রাস পেয়েছে। গৃহিণীরাও পরিশ্রম থেকে রেহাই পেতে প্যাকেটজাত মসলার দিকে ঝুঁকে পড়েছেন।

অনেক প্রবীণ গৃহিণীরা বলেন, যুগ যুগ ধরে গ্রামাঞ্চলের মানুষ শিলপাটায় বিভিন্ন ধরণের খাদ্য তৈরির কাজে ব্যবহার করে আসছে। শিলপাটায় পেষা কাঁচামরিচ ও শুটকি মাছ ও কালোজিরার ভর্তার স্বাদ আজও অতুলনীয়। ‘পাটায় পেষা মসলার রান্নার ঘ্রাণ, স্বাদ মেশিনে গুঁড়ো করা মসলার চেয়ে অনেক বেশি। তাই তারা এখনো শিলপাটায় পিসেই রান্নার মসলা তৈরি করেন।’ শুধু এ কারণেই একটু কষ্টসাধ্য হলেও গ্রামের অনেকেই শিলপাটার ঐতিহ্য ধরে রেখেছেন। সময়ের প্রবাহে পাড়া-মহল্লার প্রতিটা দোকানে মরিচ, হলুদ ও ধনিয়াসহ নানা প্যাকেটজাত মসল্লায় বাজার ভরে আছে। হাত বাড়ালেই সব মসল্লার গুড়া পাওয়া যাচ্ছে।

একসময় দেশের জেলা শহরগুলো ও আশপাশের এলাকায় প্রতিনিয়ত দেখা মিলতো শিল-পাটা খোদাইকারীর। কাঁধে শিলপাটা বয়ে নিয়ে খোদাইকারীরা বাড়ির সামনে গিয়ে ডেকে উঠতো- ‘পাটা খোদাইবেন, ডেকছির কান্দা লাগাইবেন’ এখন আর সেই হাকডাকের দৃশ্য চোখে পড়েনা। শোনা যায় না বাড়ির আঙ্গিনায় শিল-পাটা খোদাই করার টুকটাক শব্দ।

শিলপাটার ব্যবহার হ্রাস পাওয়ায় বাধ্য হয়ে অনেক কারিগর পেশা বদল করতে বাধ্য হয়েছেন। কিন্তু অনেক কারিগর উপার্জন কমে যাওয়ার পরেও অনেক বাধা-কষ্ট পেরিয়ে বাপ-দাদার ঐতিহ্য ওই পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে লোকনাথ বাবার আবির্ভাব দিবস উদযাপন

ঝিনাইদহে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৩ তম আবির্ভাব দিবস উদযাপন করেছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ, পুরাতন হাঠ খোলা ঝিনাইদাহ জেলা শাখা।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাঙ্গলিক পূজার আয়োজন করা হয়। বাবার পূজা দিতে শত শত ভক্ত লোকনাথ মন্দিরে সমাগম হয়। বাবার মাঙ্গলিক পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

মন্দিরের সভাপতি রনি সাহা জানান, প্রতিবছরে এখানে আমরা লোকনাথ পুজো করে থাকি শত শত ভক্তের এখানে আগমন হয়। এবার আমরা সন্ধ্যা ছয়টার দিকে নীলা কীর্তন আয়োজন করেছি। নীলা কীর্তন শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।




মেহেরপুরে কান ধরে মাদক সেবন ও চুরি না করার অঙ্গিকার

মেহেরপুর পানি উত্তোলনের বৈদ্যুতিক মোটর চুরি করে ধরা পড়ার পর পৌরসভায় সালিশে একে অপরের কান ধরে আর জীবনে চুরি ও মাদক সেবন না করার অঙ্গিকার করে ক্ষমা প্রার্থনা করে।

গত রোববার রাতে ৯ নম্বর ওয়ার্ডের গোরস্থান পাড়ার যুবক শাকিল হোসেন, সুজন হোসেন, রাজু ও ময়না গোরস্থানের ভূগর্ভস্থ পানি উত্তোলনের বৈদ্যুতিক মোটর চুরি করে বিক্রি করে।

বিভিন্ন মাধ্যমে চোর সনাক্ত হলে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন মঙ্গলবার দুপুরে অবিভাবকদেরসহ চার যুবককে কাউন্সিলরদের মাধ্যমে পৌর কার্যালয়ে হাজির করেন। এসময় অবিভাবকদের নির্দেশে চার যুবক একে অপরের কান ধরে জীবনে আর চুরি ও মাদক সেবন করবেনা বলে অঙ্গিকার করে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে। তাদের পুলিশে হস্তান্তর না করারও অনুরোধ জানায়।

যুবকরা তাদের পাড়ার অধিকাংশ যুবক ও কয়েকজন নারীর নাম উল্লেখ করে বলেন- তারা হেরোইন, ফেন্সিডিল ও গাঁজা ব্যবসা করে । তারাই তাদের বিপথগামী করেছে। অবিভাবকদের অনুরোধে ও যুবকদের ক্ষমা প্রার্থনায় তাদের ছেড়ে দেয়া হয়।




নিয়োগ দেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

সফটওয়্যার ইঞ্জিনিয়ার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্নাতক (সিএসই/আইটি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং)। বয়স: সর্বনিম্ন ২১ বছর। চাকরির ধরন: ইন্টার্নশিপ।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শেষ তারিখ

১৩ সেপ্টেম্বর, ২০২৩।

সূত্র : বিডিজবস




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

মেহেরপুর সদর থানা পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার ৩ আসামি গ্রেফতার হয়েছেন।গতকাল সোমবার দিবাগত রাতে বিভিন্ন সময়ে পৃথকভাবে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মাদক মামলা ৭ এর আসামি মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে জনি হোসেন (২৬), ১৫১ ধারায় গ্রেফতারকৃত আসামি সদর উপজেলার বন্দর গ্রামের জাহের আলীর ছেলে মোস্তাক হোসেন (৩০) ও মামলা নং ২৯ এর আসামি পিরোজপুর যাদুখালিপাড়া এলাকার খোকন পাইকের ছেলে দিপন পাইক (২৬)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক টিম গোপন সংবাদে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




হাসপাতালে ভর্তি আফজাল হোসেন

হার্ট অ্যাটাক করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। গতকাল রাতে অসুস্থ হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

সংবাদমাধ্যমকে আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন। তিনি বলেন, ‘আফজাল হোসেন হার্ট অ্যাটাক করেছেন। তাকে সিসিইউতে রাখা হয়েছে’।

তিনি আরও বলেন, আজ থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং করার কথা ছিল। কিন্তু গতকাল আফজাল ভাই কল করে বললেন-তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। তিনি অসুস্থ হয়ে পড়ায় শুটিং বাতিল করা হয়। সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং শুরু করা যাচ্ছে না।

নিজের জীবনের গল্পে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নির্মাণ করছেন শিহাব শাহীন। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চারদিন শ্যুটের পর দেশে ফেরেন নির্মাতা ও তার টিম। দেশে ফিরে মঙ্গলবার থেকে আবারও ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিল।

সূত্র: ইত্তেফাক