গাংনীতে জাভেদ মিল্টনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাবেদ মাসুদ মিলনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উৎসাহ উদ্দিপনার মধ্যমে পালন উপলক্ষে গাংনীতে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রার নেতৃত্বদেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাবেদ মাসুদ মিল্টন। শুক্রবার বিকেলে একটি আনন্দ শোভাযাত্রা গাংনী বাজার স্ট্যান্ড চত্বর থেকে বের হয়ে গাংনী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা,জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল আউয়াল সহ ছাত্রদল ও যুবদল,স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় রাজমিস্ত্রী নিহত

গাংনী উপজেলার ছাতিয়ান- হাটবোয়ালিয়া রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রহিম (৩০) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন।

নিহত আব্দুর রহিম ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়ার খবির উদ্দিন আমিনের ছেলে। আজ শুক্রবার ( ১ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি মক্তবে কাজ করছিলেন রহিম। হঠাৎ রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথের মধ্যে মারা যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।




চুয়াডাঙ্গায় উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনা

চুয়াডাঙ্গা বিভিন্ন সময় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দুর্ঘটনা রোধে সড়কের দুপাশে গড়ে ওঠা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে সড়ক ও জনপথ বিভাগ।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় থেকে এই অভিযান শুরু হয়ে চলে বিকাল পাঁচটা পর্যন্ত। চুয়াডাঙ্গা শহরের পৌর এলাকা ভিমরুল্লা থেকে জীবননগর পৌর এলাকা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। একই সাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খুঁটি দিয়ে চিহ্নিত করা হচ্ছে সড়ক বিভাগের জায়গাগুলো। চুয়াডাঙ্গার প্রায় ৫০টি স্থানে ওই উচ্ছেদ অভিযান চলবে বলে জানা গেছে।

সড়ক ও জনপথ অধিদফতরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সুজাত কাজী, উপ-সহকারী প্রকৌশলী কাজী আজিজুর রহমানসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি করে ইউনিট।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের আঞ্চলিক সড়কের দুপাশে জায়গা দখল করে অবৈধভাবে পাকা, আধাপাকাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন স্থানীয়রা। সড়ক বিভাগ নোটিশ ও মাইকিং করে স্থাপনাগুলো সরিয়ে নিতে বললেও তা সরিয়ে নেননি অবৈধ দখলদাররা। তাই আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয় চলবে শুক্রবার পর্যন্ত। চুয়াডাঙ্গা পৌর এলাক থেকে জীবননগর পৌর এলাকা পর্যন্ত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগ।




স্নাতক পাসে নিয়োগ দেবে এনআরবি ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে অফিসার-নিরাপত্তা বিভাগে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

অফিসার-নিরাপত্তা বিভাগ (অফিসার-পিও)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/ ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা: ৩ থেকে ৭ বছর। বয়সসীমা: ৪০ বছর।

কর্মস্থল

বাংলাদেশের যে কোনো স্থানে।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৫ সেপ্টেম্বর, ২০২৩।

সূত্র : বিডিজবস




গাংনীতে জনসচেতনতা বৃদ্ধিতে নারী সমাবেশ অনুষ্ঠিত

গাংনীতে উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে সমাজের প্রান্তিক পর্যায়ে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা, গুজব ও অপপ্রচার এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মুক্ত মঞ্চে দিনব্যাপি নারী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগীতায় মেহেরপুর জেলা তথ্য অফিস এই নারী সমাবেশের আয়োজন করে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাজিয়া সিদ্দিকা সেতু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সমাবেশে শিক্ষার্থীদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জোড়ুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জোড়পুকুরিয়া গ্রামের কৃতিসন্তান সোনালী ব্যাংকের কর্মকর্তা হাশেম উদ্দীন, সাহারবাটি ইউপি সদস্য সাহাবুউদ্দীন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

একইসাথে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ,অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাবেশের শুরুতেই প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম হাসান বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।




গাংনীত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাংনীতে ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে গাংনী উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল হক মাস্টার, উপ দপ্তর সম্পাদক মিজানুর রহমান হিরন, মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবান, গাংনী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, সদস্য সচিব জীবন আকবর গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রুবেল হোসেন, সদস্য সচিব আশিকুজ্জামান পিন্টু, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহামুদ হাসিব, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, গাংনী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহীন রেজা।




দুই দফা দাবিতে কোটচাঁদপুর মাল্টিপারপাস হেলর্থ ভলানটিয়ারের মানববন্ধন

দুই দফা দাবিতে কোটচাঁদপুরে মানববন্ধন করেছেন,মাল্টিপারপাস হেলর্থ ভলানটিয়ার (এম এইচ ডি)’রা। বৃহস্পতিবার সকালে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন,এম. এইচ.ভি এ্যাসোসিয়েশন,কোটচাঁদপুর শাখার সভাপতি জিয়াউর রহমান, সাধারন সম্পাদক মুরাদ হোসেন,(এমএইচভি) শিরিনা খাতুন,শাহানাজ পারভীন, অমল হালদার,রানা আহম্মেদ,পিয়াস হোসেন।

তারা বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। বর্তমানে তা বেড়ে ১৪.৬৯০ টিতে দাঁড়িয়েছে।

এ সব ক্লীনিক থেকে বাংলাদেশে প্রতিদিন ৬ লক্ষ মানুষ সেবা নিচ্ছেন। বছরে ১৮ কোটি মানুষ সেবা নিয়ে থাকেন বলে জরীপে দেখা গেছে।

ক্লীনিকগুলোয় সেবার মান বৃদ্ধি করতে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কমিউনিটি বেষ্ট হেলর্থ কেয়ার (সি.বি.এইচ.সি)প্রকল্পের আওতায় পরীক্ষার মাধ্যমে ১০৭ উপজেলায় মাল্টিপারপাস হেলর্থ ভলানটিয়ার (এম এইচ ডি) নিয়োগ দেন।

ওই সময় কোটচাঁদপুরের ১১ টি কমিউনিটি ক্লীনিকে ৭৭ জন মাল্টিপারপাস হেলর্থ ভলানটিয়ার (এম এইচ ডি) নিয়োগ পান। যা ছিল এক বছরের জন্য। পরে আরো দুই বছর প্রকল্পটি চালু ছিল।

এমএইচভিরা বলেন, সম্প্রতি হঠাৎ করে এক নোটিশে জানতে পারি আগামী সেপ্টেম্বর মাস থেকে কার্যক্রম বন্ধ হচ্ছে। এ কারনে প্রকল্পটি পূনরায় চালুর দাবীতে বৃহস্পতিবার মানববন্ধন করা হয়। সিবিএইচসি আওতায় প্রকল্পটি চালু করন ও বেতন ভাতা বৃদ্ধির দাবীতে এ মানববন্ধন করা হয়।

বক্তারা আরও বলেন, এ প্রকল্পটি বন্ধ হলে আমরা আবার বেকার হয়ে যাবো। এ কারনে ২১০০০ হাজার পরিবারের দিকে লক্ষ্য রেখে আমাদের প্রকল্পটি ৩০-০৯-২০২৩ ইং তারিখের পর থেকে পুনরায় চালু করার জোর দাবী জানাচ্ছি।

মানববন্ধন পালনে,বৃহস্পতিবার সকাল থেকে মাল্টিপারপাস হেলর্থ ভলানটিয়ার (এম এইচ ডি)’রা জড়ো হতে থাকেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে। ১০ টায় শুরু হয় মানববন্ধন। যা চলে ঘন্টাব্যাপী। মানববন্ধনে অংশ গ্রহন করেন, এ উপজেলায় কর্মরত ৭৭ জন (এম এইচ ভি)।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ বলেন, তাদের নিয়োগ কোন দিন ছিল না। বাছাই করে তাদের কমিউনিটি ক্লীনিকের আওতায় কাজে দেয়া হয়েছিল। এর জন্য তারা একটা সম্মানি পেত।

আগামী সেপ্টেম্বর মাস থেকে তাদের কার্যক্রম বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর। তবে কি কারনে বন্ধ রাখবেন,সেটা সম্পর্কে কোন কিছুই জানাননি ওই চিঠিতে।

এ ব্যাপারে ঝিনাইদহের সিভিল সার্জন শুভ্রা রানী দেব নাথ বলেন,এমএইচভিদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে ছিলেন মন্ত্রণালয়। বন্ধ ও করেছেন মন্ত্রণালয়। এটা নিয়ে আমাদের কিছু বলার নাই। এম এইচভিরা কোটচাঁদপুরে মানববন্ধন করেছে,এটা আপনি জানেন কি,এমন প্রশ্নে তিনি বলেন, করতে পারে। তবে এটা উপজেলা লেবেলে করে লাভ কি। ঢাকায় গিয়ে করুক। যাতে করে বিষয়টি মন্ত্রী সচিবদের নজরে আসে।




মেহেরপুরে ইসলাম প্রসারে ও প্রচার নিয়ে আলোচনা সভা

১৫ আগস্ট স্মরনে মাসব্যাপী কর্মসূচির শেষ দিনে ইসলাম প্রসারে ও প্রচারে বঙ্গবন্ধু ও তার কণ্যা শেখ হাসিনার অবদান নিয়ে ইমাম ও মাদ্রাসা ছাত্রদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন এবং প্রধান অতিথি ছিলেন জেলা হাজী সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম রসুল।

বিশেষ অতিথি ছিলেন জেলা হাজী সমিতির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সদর উপজেলা ইমাম সমিতির সভাপতি রোকনুজ্জামান, পৌর ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান ও বিএমএ’র সভাপতি ডাক্তার আবু তাহের। বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, তামিমের অভিষেক

এশিয়া কাপে নিজদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে বোলিংয়ে পাঠান অধিনায়ক সাকিব আল হাসান।

এই ম্যাচে অভিষেক হচ্ছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিমের। নাইম শেখের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন তিনি। একাদশে রয়েছেন তিন পেসার। তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গে রয়েছেন মোস্তাফিজুর রহমান।

জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ। বুধবার (৩০ আগস্ট) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন, ‘চারটা জায়গাতে যদি আমরা ভালো খেলি, তাহলে আমাদের ভালোভাবে জেতার সম্ভাবনা বেশি থাকবে। আমরা সেটাই করার চেষ্টা করব, অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই। এমনটা না যে শুধু পেস বোলাররা আমাদের জিতিয়ে দেবে কিংবা শুধু ব্যাটাররা জিতিয়ে দেবে এটা নয়। আমরা চাই সবদিক থেকে ওদের চেয়ে ভালো খেলে জিতব।’

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাইম, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।




বুসান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের তিন সিনেমা

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে প্রতি বছর অনুষ্ঠিত হওয়া এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসান চলচ্চিত্র উৎসব-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। এর মধ্যে নিউ কারেন্ট কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ (দ্য রেসলার) ও বিপ্লব সরকারের সিনেমা ‘আগন্তুক’। এ ছাড়া এশিয়া থেকে প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের জন্য ‘জিসোক’ বিভাগে জায়গা করে নিয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

সংবাদমাধ্যম অনুযায়ী, ২৮তম এ আসরটি শুরু হবে অক্টোবরের ০৪ তারখি থেকে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা ‘বলী (দ্য রেসলার)’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন। সাগর পাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সরকারি অনুদানের এই সিনেমার প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন।

‘আগন্তুক’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। অনেকদিন ধরে নিখোঁজ কাজলের বাবা হঠাৎ একদিন ফিরে এলে শুরু হয় টানাপড়েন। একটি পরিবারের সম্পর্কগুলোর দ্বন্দ্ব সরল ও সূক্ষ্মভাবে দেখানো হয়েছে চলচ্চিত্রে।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায় একজন নামকরা অভিনেত্রী এবং একজন নির্মাতার গল্প বলবেন মোস্তফা সরয়ার ফারুকী। যেখানে ওই নির্মাতা ও অভিনেত্রীর বিয়ের পর বাচ্চা নেওয়া, বাচ্চা নেওয়ার পরের স্ট্রাগল ফুটে উঠবে সিনেমার পর্দায়। অনেকের ধারণা, এটি ফারুকী-তিশারই জীবনের একটি অংশ হতে যাচ্ছে।

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয়। দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অব কালচার স্পোর্টস এন্ড ট্যুরিজমের সহযোগিতায় ও বুসান সিটি এবং কোরিয়ান ফিল্ম কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হওয়া উৎসবটি ইতিমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্যালন্ডারে একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে জায়গা করে নিয়েছে।

সূত্র: ইত্তেফাক