১৪৩ দেশের মধ্যে মোবাইল ইন্টারনেট স্পিডে বাংলাদেশের অবস্থান ১২০তম

ইন্টারনেট গতি মাপার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওকলা জানিয়েছে, বাংলাদেশে ইন্টারনেট স্পিডে অবনতি হয়েছে। বিশ্বের ১৪৩ দেশের মধ্যে মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান ১২০তম। গত জুনে বাংলাদেশের অবস্থান ছিল এক ধাপ উপরে, ১১৯তম। আর ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে জুলাইয়ে ১৮২ দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৬তম।

মোবাইল ও ফিক্সড ব্রডব্যান্ড উভয় শ্রেণিতেই জুন মাসের তুলনায় জুলাই মাসে এক ধাপ অবনতি হয়েছে। বুধবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মোবাইল নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা, ব্যবহারযোগ্যতা নির্ণয় ও বিশ্নেষণের জন্য বিশ্বব্যাপী পরিচিত প্রতিষ্ঠানটির প্রতিবেদনে আরও বলা হয়, জুলাইয়ে মোবাইল ইন্টারনেটে বাংলাদেশের গড় ডাউনলোড স্পিড ছিল প্রতি সেকেন্ডে ১৭ দশমিক ১৮ মেগাবিটস (এমবিপিএস)। গড় আপলোড স্পিড ছিল ৮ দশমিক ৯৯ এমবিপিএস।

পাশাপাশি একই মাসে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল ৩৭ দশমিক ৯২ এমবিপিএস আর আপলোড স্পিড ছিল ৩৯ দশমিক ২১ এমবিপিএস।

কোনো দেশে মোবাইল ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি নির্ধারণে ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে জ্বরসহ ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ

মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই জ্বর-সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় অনেকের জায়গা হয়েছে হাসপাতালের বেডসহ প্রবেশ পথে, মেঝেতে এমনকি সিঁড়ির ওপরে।

মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার বলেন, চলতি আগস্ট মাসের ১ থেকে ২৯ তারিখ পর্যন্ত সর্দি কাশি জ¦র নিয়ে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৯০৩ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে পুরুষ ২৫৬ জন, নারী ২৮৫ ও শিশু রোগীর সংখ্যা ৩৬২ জন।

এছাড়া গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ১ হাজারের বেশি নারী ও শিশু রোগী চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

চিকিৎসকেরা বলছেন, আবহাওয়া পরিবর্তন হওয়ায় বৃদ্ধ নারী ও শিশুরা সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। মেহেরপুর জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এক সপ্তাহ ব্যবধানে দ্বিগুনের বেশি বেড়েছে শিশু রোগীর সংখ্যা।

অভিভাবকেরা বলছেন, জ¦র-সর্দি কাসিতে আক্রান্ত শিশুদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পর, হাসপাতালে ভর্তি করেও কোনো লাভ হচ্ছে না। আবার হাসপাতালে এসে জায়গা পাওয়াটাও কঠিন যাচ্ছে। তাই মেঝেতে কিংবা সিঁড়ির ওপরে যেখানে জায়গা হচ্ছে সেখানে থেকেই ভালো চিকিৎসা পাবার আসায় ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

গতকাল বুধবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত শিশু ও মেডিসিন ওয়ার্ড ঘুরে দেখা যায়, শয্যার থেকে বেশি রোগী থাকায় বেশ কয়েকজনকে রাখা হয়েছে ডায়রিয়া ওয়ার্ডের প্রবেশ পথের মেঝেতে, কেউবা সিঁড়ির ওপরে, বাথরুমের প্রবেশ পথে।

মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা সদর উপজেলার ঝাঁঝাঁ গ্রামের ফাকের আলী, নওদাপাড়া গ্রামের জরিনা খাতুন, বুড়িপোতা গ্রামের সুন্দরী খাতুনসহ প্রায় শতাধিক রোগীকে হাসপাতালের সিঁড়ির নিচে ও ডেঙ্গু ওয়ার্ডের পথে শুয়ে রয়েছেন। সুন্দরী খাতুন বলেন, ‘আমার মেয়ে ভালই ছিল হঠাৎ করে প্রচন্ড জ¦র ও মাথা ব্যাথা হলো। তারপরে এই হাসপাতালে ভর্তি করেছি। বেড না পেয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছি। আমাদের মত কয়েক শ রোগী এভাবেই চিকিৎসা নিচ্ছেন।’

চিকিৎসা নিতে আসা ১ বছর বয়সী শিশু হাদিছা খাতুনের মা রহিমা খাতুন বলেন, ‘আমার মেয়ের ঠান্ডা লাগা এক সপ্তাহের বেশি হয়ে গেল। গ্রামের ডাক্তারের কাছে চিকিৎসা করেছি, তবে কোনো পরিবর্তন হচ্ছে না। আমি গতকাল হাসপাতালে এসে ভর্তি হয়েছি। এখানকার ডাক্তাররা বলছে কয়েকদিন থাকতে হবে।’

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের মকছেদ আলী জানালেন, ‘আমার ছেলে আজ দুদিন ধরে জ¦র সর্দি কাসিতে ভুগছে। আজ হাসপাতালে ভর্তি হয়েছে। বেড না পেয়ে ফ্লোরেই সুয়ে চিকিৎসা নিচ্ছি। কষ্ট হলেও ভালো চিকিৎসা সেবা পাওয়ার আসায় এখানে ভর্তি হয়েছি।’

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. আব্দুল্লাহ আল মারুফ জানান, আবহাওয়ার কারণে বাচ্চাদের গরম কাপড় পরালে অনেক সময় ঘেমে গিয়ে ঘাম শরীরেই শুকিয়ে যাচ্ছে। আবার রাতের বেলায় ফ্যান চালিয়ে রাখলে এক সময় ঠাণ্ডা হয়ে যাচ্ছে। এতে শিশুরা বেশি ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ বাচ্চাদের অভিভাবক মায়েদের একটু বেশি সর্তক হতে হবে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আর এমও ডা. মোখলেচুর রহমান জানান, বতর্মানে মেহেরপুর জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যারা ভর্তি আছেন তাদের সেবার কোনো কমতি হচ্ছেনা। এখানে সিটে সাংকুলান না হওয়ায় মেঝেতে বা সিঁড়ির নিচে রাখতে বাধ্য হচ্ছি। আমাদের বেডের তুলনায় বেশি রোগী ভর্তি আছে। তবে, ওষধের কোনো কমতি নেই, পাশাপাশি ডাক্তার থেকে নার্স সকলেই সেবা প্রত্যাশীদের প্রতি আন্তরিক।




মেহেরপুরে ফার্স্ট চয়েজ ফ্যাশন হাউজের উদ্ধোধন

আধুনিক পোশাক এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সামগ্রী নিয়ে মেহেরপুরে ‘ফার্স্ট চয়েজ ফ্যাশন হাউজ’ নামের একটি দোকানের উদ্ধোধন করা হয়েছে।

আজ বুধবার(৩০ আগষ্ট) মেহেরপুর পৌর এলাকার কাঁশারীপাড়ায় এই ফার্স্ট চয়েজ ফ্যাশন হাউজের উদ্ধোধন করা হয়।

ফার্স্ট চয়েজ ফ্যাশন হাউজের স্বত্বাধিকারী মিলন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান।

স্বর্ণালী ফুল ঘরের স্বত্বাধিকারী রাশেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি শেখ মমিন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন, দপ্তর সম্পাদক আবু হোসাইন কাঁকন প্রমুখ।




দামুড়হুদা ও দর্শনা উন্নয়ন মৃলক কাজ পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার 

দামুড়হুদা ও দর্শনা উন্নয়ন মৃলক কাজ পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। আজ বুধবার ৩০ শে আগষ্ট বুধবার সারাদিন ব্যাপী দামুড়হুদা ও দর্শনায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ।

উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের জন্য উপজেলা পরিষদ ভবনে ওয়েটিং রুম” ক্ষনিকালয় উদ্বোধনের মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন, এর পর উপজেলা নির্বাহী কার্যালয় পরিদর্শন, পরিষদ চত্বরে বৃক্ষ রোপন ও নির্বাহী অফিসারের নিরাপত্তায় নিয়োজিত আনসারদের জন্য আনসার ব্যারাক উদ্বোধন । তারপর পর্যায়ক্রমে কার্পাসডাঙ্গায় জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ ও কবির স্মৃতি বিজড়িত আটচালা ঘর পরিদর্শন করেন,এবং আটকবর চত্বরে আট শহীদদের উদ্দেশ্যে পুষ্পমাল্য অর্পণ ও আট শহীদ কমপ্লেক্স ভবনে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের বিভিন্ন দুর্লভ ছবি ও কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন।এরপর ডিসি ইকো পার্ক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন রকম ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করেন এবং তালসারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের সাথে কথা বলেন। এ সময় বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ বৃক্ষ রোপনে গুরুত্ব দিয়ে বলেন বৃক্ষ আমাদের প্রিয় বন্ধু! বৃক্ষ ছাড়া মানবজাতি অচল। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় সেই অক্সিজেন গ্রহণ করি এবং বেঁচে থাকি সুতরাং আমাদের সকলকে এই বৃক্ষের প্রতি যত্নশীল হতে হবে।এবং ডিসি ইকোপার্কে আগত দর্শনার্থীদের জন্য রান্নাঘর রসুই বাড়ি ও নতুন করে পিকনিক শেডের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এবং মধ্যান্যভজে অংশ নেন এবং পরিশেষে দর্শনা চেকপোস্ট পরিদর্শন করেন এ সময় দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু পৌরসভার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, কুষ্টিয়া মিরপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এমারত হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হামিদ রেজা, উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আবু রাসেল, এনডিসি শাহাদাত হোসেন, সহকারি কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন,দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, বিভাগীয় কমিশনারের গোপনীয় সহকারী গৌতম মন্ডল প্রমুখ।




কোটচাঁদপুর বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

ঝিনাইদাহের কোটচাঁদপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কোটচাঁদপুর ৫নং এলাঙ্গী ইউনিয়ন বিএনপির আয়োজনে বুধবার বিকালে উপজেলা বিএনপির মেন বাস স্ট্যান্ডে দলীও কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইকরামুল হক এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক মোঃ সাইফুর রহমান মিন্টু,উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মঈন উদ্দিন খান, এলাঙ্গী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খোকা, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মন্টু,এলাঙ্গী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দরা বলেন আগামী পহেলা সেপ্টেম্বরে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল স্তরে নেতৃবৃন্দের উপস্থিতি কামনা করেন




গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মেহেরপুরে বিএনপি’র মিছিল ও সমাবেশ

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ বুধবার বিকাল পাঁচটার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড: মারুফ আহমেদ বিজন প্রমুখ।

এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেয়।

এর আগে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে কাঁসারী বাজার মোড় থেকে সংক্ষিপ্ত মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।




ঝিনাইদহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৫’শ ৯জন

ঝিনাইদহে দিন দিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। মারা গেছে ১ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫’শ ৯জন তার মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৫৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন।

সিভিল সার্জন ডা: শুভ্রা রানী দেবনাথ জানান, গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় সর্বমোট ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং বর্তমানে হাসপাতালগুলোতে ৫৩ জন রোগী ভর্তি রয়েছে। এ নিয়ে এ বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যায় ৫’শ ৯ জন এবং সুস্থ হয়েছেন ৪৫৫ জন।

আজ বুধবার সকালে শৈলকুপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানিক শেখ (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মৃত মানিক শেখ শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের দবির শেখের ছেলে। সে ২ দিন যাবত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।




ঝিনাইদহে সুইপার কলোনী স্থাপনের সিদ্ধান্তে প্রতিবাদ ও বিক্ষোভ

ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজের প্রস্তাবিত স্থানে সুইপার কলোনী স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি দিয়েছে এলাকাবাসী।

বুধবার (৩০ আগস্ট) সকালে পৌরসভা ঘোরাও করে বিক্ষোভ করে পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দারা। সে সময় তারা বলেন, শহরের বিশ^রোড সংলগ্ন কলাহাটের পাশে পৌর মডেল স্কুল এন্ড কলেজ নির্মানের জন্য জায়গায় ক্রয় করা হলেও সেখানে সুইপার কলোনী করার সিদ্ধান্ত গ্রহন করে পৌর কর্তৃপক্ষ। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘেরাও বিক্ষোভ শেষে পৌরসভার মেয়র কায়ূম শাহরিয়ার জাহেদী হিজলের নিকট সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার জাহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত বাতিল না করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন বিক্ষোভকারীরা।

এ ব্যাপারে ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার হিজলকে বার বার ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।




দামুড়হুদায় ইজিবাইক চালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক চালক জহুরুল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একই মামলায় ১ জনকে দুই বছরের কারাদণ্ড এবং ২ জনকে খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার বেলা ১২টায় অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন যশোরের চাচড়ার রায়পাড়ার আব্দুস ছালামের ছেলে ফজলুর রহমান, ঠাকুরগাঁওয়ের মাধবপুর গ্রামের শ্রী গনেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী দিপক কুমার রায় ও গোপালগঞ্জ জেলার গাড়ইগাত গ্রামের শহিদুল ইসলামের ছেলে আবু সুফিয়ান মোল্লা। এর মধ্যে ফজলুর রহমান পলাতক রয়েছেন।

মামলার অপর এক পলাতক আসামি পিরোজপুরের সেউতিবাড়ীয়া গ্রামের মৃত সেকেন্দার আলী হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদারকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া দুই আসামি চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার ইয়ামিন আলীর ছেলে মোহাম্মদ দিলন ও দামুড়হুদার জয়রামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আনোয়ার হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ আগস্ট বিকেলে দামুড়হুদার পরানপুর মাঠের একটি বেগুন ক্ষেতে ইজিবাইক চালক জহুরুল ইসলামকে গলা কেটে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন ছয় জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলাটি তদন্ত শেষে একই বছর ৩০ নভেম্বর ৬ জনকে আসামি করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার উপপরির্দশক (এস আই) আরিফুর রহমান।




ক্লিনার অ্যাপ ‘ক্লিন’ করছে গুগল

প্লেস্টোরকে বিভিন্ন ম্যালওয়্যার ও ক্ষতিকর অ্যাপ থেকে রাখতে কাজ করছে গুগল। এর অংশ হিসেবে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের অ্যাপ সরিয়ে নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজমোচায়না।

অনেক সময় ভুয়া অ্যাপের কারণে ভালোগুলোও ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি প্লেস্টোর থেকে এসডি মেইডসহ বেশকিছু ক্লিনার অ্যাপ অপসারণ করেছে গুগল। অপসারণ করা অ্যাপগুলোর ডেভেলপার রেডিটে তাদের দুর্দশার কথা জানিয়েছে এবং হঠাত্ অ্যাপ অপসারণের পাশাপাশি অ্যাকাউন্ট বাতিলের কথাও বলেছে।

এসডি মেইড অ্যাপটি অপসারণের কারণ হিসেবে গুগলের স্টকওয়্যার নীতিমালা ভঙ্গের কথা বলা হয়েছে। তবে ডেভেলপারের দাবি অ্যাপটিতে এমন কোনো ফিচার ছিল না যা ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত ও তথ্য সংগ্রহ করে। এমনকি গিটহাবেও এসডি মেইডের সোর্স কোড তালিকাভুক্ত করা হয়েছে।

সূত্র: ইত্তেফাক