গাংনীতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে অভিযান চালিয়ে সুমন হোসেন (২০) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
সুমন গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মাদরাসা পাড়ার টুকুল হোসেনের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) জহির রায়হান জানান, ঝিনাইদহের শৈলকুপার দিনমজুর বকুল হোসেন ও তার স্ত্রী আকলিমা খাতুন ও ভিকিটিম সাহারবাটি গ্রামের সব্জী ব্যবসায়ী সুমনের বাড়িতে ভাড়ায় থাকেন।
আজ বুধবার ভোররাতের দিকে বাড়ির মালিক সুমন হোসেন ভাড়াটিয়া বকুলের পালিত মেয়েকে (ভিকটিম) একা পেয়ে ধর্ষণ করে।

এই ঘটনায় পালিত পিতা বকুল হোসেন বাদি হয়ে সুমনের নামে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৭, তারিখ ১৬/০৮/২০২৩ ইং।

মামলা হওয়ার পর এসআই জহির রায়হান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করেন।

আজ বুধবার (১৬ আগস্ট) বেলা ১১ টার দিকে গ্রেফতারকৃত সুমন হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।




মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের আলোচনা সভা

মেহেরপুর জেলা প্রশাসক মো: শামীম হাসান বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু তার জীবনে সকল অর্জনের বিনিময়ে এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। কিন্তু একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোশররা ৭৫ এর এই দিনে জাতীর জনককে হত্যা করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে মেহেরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সাথে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মো: শামীম হাসান।

মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর জেলা প্রশাসক মো: শামীম হাসান আরও বলেন, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনারা যে উদ্যেশ্যে মুক্তিযুদ্ধ করেছেন বঙ্গবন্ধুর সেই স্বপ্ন সফল করতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। মুক্তিযোদ্ধা ভাতা তিন হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। আপনাদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপনারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধুর আদর্শের সোনা বাংলা গড়তে আপনারা সহযোগীতা করবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসনের আরডিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: রনী খাতুন।




জীবননগরে জাতীয় শোক দিবস পালন  

জীবননগরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে উপজেলার সকল সরকারি বে-সরকারি, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত, দো’য়া, আলোচনা সভা, হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ,জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলার সহকারী কমিশনার(ভূমি) তিথি মিত্র, জীবননগর থানার অফিসার ইনচাজ এস.এম জাবিদ হাসান,উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা সমাজ সেবা অফিার জাকির হোসেন মোড়ল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম, পিআইও মোঃ মিজানুর রহমান ,একটি বাড়ি একটি খামার প্রকল্পের আব্দুল সাত্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা ব্যবস্থাপক ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের শেখ হারুন- অর- রশিদ।এছাড়া জীবননগর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, দো’য়া ও আলোচনা সভার আয়োজন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুলইসলাম, সাধারণ সম্পাদক আবু. মো. আব্দুল লতিফ অমল, সহসভাপতি বজলুর রহমান, পৌর আওয়ামীলীগের সিনিয়ার সহসভাপতি সেকেন্দার মিয়াসহ উপজেলা পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলালীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।




মেহেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে এমএএস ইমনের খাবার বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এমএএস ইমনের উদ্যোগে দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরের দিকে এমএএস ইমনের অফিস চত্তরে আনুষ্ঠানিকভাবে এই খাবার বিতরণ করা হয়েছে।

এসময় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অরুপ শিশির, নিসান সাবের, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফ রেজা পান্না,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিক স্বপন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সদস্য মফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সদস্য কামরুল হাসান চান্দু, মেহেরপুর জেলা শ্রমিকলীগের সদস্য সচীব মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা বেলাল হোসেন ছাত্রলীগের সাবেক নেতা ইব্রাহিম হোসেন প্রমুখ।




মেহেরপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাদক মামলায় ৮ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মোঃ হিরক মিয়াকে গ্রেফতার করছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি মেহেরপুুর ক্যাম্পের একটি টিম।

গ্রেফতারকৃত হিরক মিয়া গাংনী উপজেলা শহরের পশু হাসপাতাল এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ৩ টার দিকে র‌্যাবের একটি দল গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গাংনী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাছ থেকে গ্রেফতার করেন।

সিপিসি-মেহেরেপুর ক্যাম্পের কমান্ডার সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে মাদক মামলা নং জিআর ৩৫৪/১৭,০৯(ক) এবং ১৯(৪) মামলায় ৮ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করে  মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




মুজিবনগরে শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মুজিবনগর গ্রামীণ ব্যাংক নামের এনজিও প্রতিষ্ঠান ।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার টার দিকে ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠানে এ উপলক্ষে সংস্থার সদস্যদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ সকল গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক লিংকন আলী,সেকেন্ড ম্যানেজার রাশেদুল ইসলাম,ফিল্ড অফিসার মামুনুর রশিদ,আবু সাঈদ প্রমুখ।

মুজিবনগর উপজেলা শাখার গ্রামীণ ব্যাংকের কর্মসূচি অনুষ্ঠানের আওতায় ১৫শ জন সদস্যদের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।




মেহেরপুর পৌর মেয়র রিটনের উদ্যোগে খাবার বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে মেহেরপুর পৌরমেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

খাবার বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, আব্দুল মান্নান, মেহেরপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এমএএস ইমন।

মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার কাউন্সিলর আল মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য মফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান।

এছাড়া উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি রেহানা মান্নান, মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সফুরা খাতুন প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সবশেষে পথচারিদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।




 দামুড়হুদা সদর ও হাউলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শোক দিবস পালন

১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের উদ্যেগে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ১১ টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি নেতৃত্বে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, সদর ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত আলি, শামসুল আলম,নূরুল হক,আশরাফুল আলম সুমন,কামরুল ইসলাম,হাসান আলি,আব্দুল আলিম, শাহানাজ খাতুন ,রুপালি খাতুন,হাসিনা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর ইউনিয়ন পরিষদের সচিব শামীম উদ্দীন।

১৫ ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উদ্যেগে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন হাউলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন,হাউলি ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম টিক্কা,আব্দুল হান্নান, রিকাত আলি, শাহাজামাল হোসেন, হাউলী ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক কামরুল ইসলাম মিফতাহ, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আহমেদ, যুগ্ন আহ্বায়ক রায়হানুল ইসলাম, অনুষ্ঠানটি পরিচানা করেন হাউলি ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দীন।




দামুড়হুদায় ৫ শত গ্রাম গাঁজাসহ আটক -২

দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫শত গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে।

আটকৃতরা হলো ছানোয়ার হোসেন (২৩) গোপালপুর গ্রামের জবুরের ছেলে ও একি গ্রামের তরিকুল ইসলাম( ৩০) রেজাউলের ছেলে। গতকাল সোমবার রাত ১১ টার দিকে জুড়ানপুর মসজিদ মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করেন।

পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবীর এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এস আই ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা থানাধীন জুড়ানপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে গোপাল পুর গ্রামের জবুর ছেলে ছানোয়ার হোসেন ও রেজাউল ইসলামের ছেলে তরিকুলকে জুড়ানপুর মসজিদ মার্কেটের সামনে থেকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশী করে ৫ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে।




মুজিবনগরের ৩ ছাগল চোর আটক, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

মুজিবনগর উপজেলার মোনাখালী উত্তর পাড়া খেলার মাঠে ৩ ছাগল চোর ধরে গণধোলাই দিয়েছে জনগণ।

ছাগল চোররা হলেন, মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের জহরুল হকের ছেলে রিকশাচালক সাগর (২৩), একই গ্রামের মুক্তিযোদ্ধা মিয়ারুল ইসলামের ছেলে কবির (৩৫) ও মোনাখালী গ্রামের খোকন ফকিরের ছেলে রায়হান (২৫)।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে মোনাখালী উত্তর পাড়ার শান্ত শেখের একটি ছাগল চুরি করে রিক্সা করে পালিয়ে যাওয়ার সময় মোনাখালি চকশ্যামনগর মাঠের মাঝে প্রধান সড়ক থেকে ছাগল সহ ওই তিন চোরকে আটক করা হয়।

পরে তাদেরকে মোনাখালী উত্তরপাড়া খেলার মাঠে নিয়ে আসলে উত্তেজিত জনতা গণধোলাই দেয়।

খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের বিশ্বনাথপুর আইসি ক্যাম্পের এ এস আই সোহেল ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা জন্য মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করেন।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বলেন, আটককৃত ছাগল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।