মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারীসহ দুই নেতা গ্রেফতার

মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা রুহুল আমিনসহ (৫৫) দুইজনকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের পৃথক দুটি টিম তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতের এই দুই নেতাকে গ্রেফতার করেন। মাওলানা রুহুল আমিন মেহেরপুর শহরের খন্দকারপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে।

অপর গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক সদর উপজেলার রাজনগর গ্রামের মৃত রবগুল বিশ্বাসের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত জামায়াত নেতাদের আগামীকাল শুক্রবার (১১ আগষ্ট) সকালের দিকে আদালতে প্রেরণ করা হবে।




মেহেরপুরে র‍্যাবের অভিযানে কুরিয়ার সার্ভিস থেকে নকল বিড়ি উদ্ধার

মেহেরপুরে একটি অভিযানে নকল ব্যান্ডরোল যুক্ত তিন লক্ষ একাশি হাজার সাতশো শলাকা বিড়ি উদ্ধার করেছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার ১০ আগষ্ট বিকালে র‍্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে এক অভিযানে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের নিকট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পাড়ায় এস এ কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যান্ডের নকল বিড়ি উদ্ধার করা হয়।

সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে বিভিন্ন কোম্পানির বিড়ির প্যাকেটে নকল ব্যান্ডরোল যুক্ত করে সার্ভিসে মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য বুকিং দেওয়া হচ্ছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে র‍্যাব-১২ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে এক লক্ষ সাতাশ হাজার দুইশো শলাকা নকল আজিজ বিড়ি, এক লক্ষব পচিশ হাজার শলাকা কারিগর বিড়ি এবং চল্লিশ হাজার পাচশ শলাকা মিঠি নকর বিড়ি উদ্ধার ও জব্দ করে র‍্যাব।

র‍্যাবের সুত্র জানায় জব্দকৃত সকল বিড়ি নকল ব্যান্ডরোল যুক্ত।




গাংনীতে নাশকতার মামলায় ইউনিয়ন জামায়াতের আমীর গ্রেফতার

নাশকতা ও বিস্ফোরক আইনে পুলিশের দায়ের করা মামলায় গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন জামায়াতের আমীর জয়নাল আবেদীন (৫৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত জয়নাল আবেদীন গাংনী উপজেলার শালদহ নওদাপাড়া এলাকার শরিয়তুল্লাহর ছেলে। সে রাইপুর ইউনিয়ন জামায়াতের আমীর।

তার নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা নং ৪৩, তারিখ ৩০/০৬/২৩ ইং রয়েছে।

গাংনীর এলাঙ্গী ক্যাম্পের ইনচার্জ (এসআই) সুফল কুমারের নেতৃত্বে পুলিশের একটি টিম আজ বৃহস্পতিবার (১০ আগষ্ট) সন্ধ্যার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে জামায়াত নেতা জয়নাল আবেদীনকে গ্রেফতার করে গাংনী থানায় নেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃত জামায়াত নেতাকে আগামীকাল শুক্রবার (১১ আগষ্ট) সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।




ঝিনাইদহে তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং মাদকাসক্তি, আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা তথ্য অফিস ঝিনাইদহ এর আয়োজনে কালীগঞ্জ উপজেলার কালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মোঃ আবুবকর সিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজীম (আনার)।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক গোলক মজুমদার, কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহমুদ হাসান ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহানাজ পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের একমাত্র কামনা ছিলো বাংলাদেশের মানুষ যেন খাদ্য পায়, আশ্রয় পায় এবং উন্নত জীবনের অধিকারী হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একইরূপ স্বপ্ন দেখেন। তিনি এদেশের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ এদেশের নারী সমাজের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানাবিধ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বক্তব্যে বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরেন।

অন্যান্যের মধ্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান বক্তব্য প্রদান করেন। এ নারী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন।




চুয়াডাঙ্গায় রেল বাজার ব্যবসায়ী সমিতির মানববন্ধন

চুয়াডাঙ্গা শহরের শতাব্দীর ঐতিহ্যবাহী রেল বাজার বাঁচাতে চুয়াডাঙ্গা রেল বাজার ব্যবসায়িক সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় রেল বাজার কৃষি ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা শহরের রেল গেটে ওভারপাস নির্মাণে রেলবাজারের এক পাশের দোকানপাট ম্যাপের মধ্যে পড়াই রেল বাজার ব্যবসায়ী সমিতি ‘উন্নয়নে বাধা নয়, পুনবার্সন চাই’ স্লোগানে এ মানববন্ধনের আয়োজন করে।

এ সময় ব্যবসায়ীরা বলেন, বর্তমান দেশের আর্থসামাজিক উন্নয়নে আমরা ব্যবসায়ী যারা আছি কোন প্রকার বাধা সৃষ্টি করতে চায় না কিন্তু চুয়াডাঙ্গা রেল বাজারের ফ্লাইওভারের কারণে কিছু দোকান অপসারণ হবে। কিছু ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হবে যা কখনোই কাম্য নয়। শতবর্ষের পুরাতন বাজার রেল বাজার ভেঙ্গে কোন প্রকার উন্নয়ন আমরা চাই না। ঐতিহ্যবাহী রেল বাজার যদি ভেঙ্গে ফেলা হয় তাহলে ভেঙ্গে ফেলার আগে আমাদেরকে সঠিক পূর্ণবাসন ও ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তৌফিকুল ইসলাম জোয়ার্দ্দার শাহিনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি জগলু মিয়া, পরিবেশক সমিতির দপ্তর সম্পাদক অপু বিশ্বাস, জেলা দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক ফারুক হোসেন, জেলা দোকান মালিক সমিতির সদস্য মনিরুজ্জামান মুকুল, রেল বাজার ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক লিমন মল্লিক, রেল বাজার দোকান মালিক সমিতির ব্যবসায়ীক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শুভ বিশ্বাস, আশরাফ,অর্পণ, রনি,মালেক সহ ব্যবসায়ীকবৃন্দ।

মানববন্ধনে সঞ্চালনা করেন রেল বাজার দোকান মালিক সমিতির সদস্য আরিফ শরিফ। ব্যবসায়ীরা দাবি করেন, রেল বাজারের একপাশে ডিস্ট্রিক বোর্ডের জায়গা আছে, সেখানে পুনবার্সন করার।




মুজিবনগরে এনজিও ঋণ পরিশোধ করতে না পেরে রাজমিস্ত্রির আত্ম*হত্যা

১৫ থেকে ১৬ টি এনজিও থেকে ঋণ নিয়ে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে দিশেহারা ছিলেন রাজমিস্ত্রি হিরক মন্ডল (৩৬)। আজকে তার বাড়িতে এনজিও আত্মবিশ্বাস, সিএস, সেতু, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতিসহ কয়েকটি এনজিও’র মাঠ কর্মী এসেছিলো কিস্তির টাকা নিতে। এসব এনজিও সংস্থাগুলোর কিস্তির টাকা দিতে না পারায় হিরক মন্ডলকে নানা ভাবে অপমান অপদস্ত করে। এক পর্যায়ে সে অপমান সইতে না পেরে নিজ ঘরের বাঁশের আড়ার সাথে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

আজ বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকাল সাড়ে ৪টার দিকে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

হিরক মন্ডল মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের উৎপল ওরফে নতু মন্ডলের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি।

হিরক মন্ডলের স্ত্রী শেফালী মন্ডল বলেন, পরিবারের দারিদ্রতা ঘোঁছাতে একের পর এক ১৫ থেকে ১৬ টি এনজিও থেকে ঋণ নেওয়া হয়েছে। তিনি বলেন, এক সমিতির ঋণ পরিশোধ করতে আরেকটি সমিতির কাছ থেকে ঋণ নিয়েছিলাম। এভাবে প্রতিনিয়ত সমিতির সংখ্যা বেড়ে গেছে। আমরা দরিদ্র থেকে আরও বেশি দরিদ্র হয়ে গেছি।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এই আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




স্নাতক পাসে নিয়োগ দেবে আড়ং

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আড়ং। প্রতিষ্ঠানটিতে ‘কনসালট্যান্ট’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

কনসালট্যান্ট

যোগ্যতা

প্রার্থীকে স্নাতক পাস হতে হবে। তবে ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতকধারীদের অগ্রাধারিকার দেওয়া হবে।

কর্মস্থল

ঢাকা।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যামে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৫ আগষ্ট, ২০২৩ ।

সূত্র : বিডিজবস




মেহেরপুরে ১০ গ্রাম হেরোইনসহ নারী মাদকব্যবসায়ী আটক

১০ গ্রাম হেরোইন সহ নাজমা খাতুন (৩০) ওরফে খুশি খাতুন নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক নাজমা খাতুন মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের সমিরুল ইসলাম ওরফে আজিলের স্ত্রী।

গতকাল বুধবার রাতে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে নাজমা খাতুনকে গ্রেফতার করে।

গোপন সুত্রে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে, এস আই মদনমোহন সাহা, এএসআই জিএম শহিদুল ইসলামসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা নাজমা খাতুনের বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার হাত ব্যাগ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

এ ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরের দিকে নাজমা খাতুনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




‘ওয়ানডে অধিনায়ক’ নিয়ে মুখ খুললেন লিটন

বাংলাদেশ ওয়ানডে দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান ও লিটন দাসের নাম জোর শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, মেহেদী হাসান মিরাজেরও নাম। এখন জানার আগ্রহ— কার ঘাড়ে উঠছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের দায়িত্ব।

বৃহস্পতিবার ঢাকার সোনারগাঁও হোটেলে একটি ফিন্যান্স সার্ভিস প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন লিটন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, কে হচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক?

প্রশ্নোত্তরে লিটন বলেন, সবাইকে অপেক্ষা করতে হবে। এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের বিষয়। আপনারা হয়তো ২-১ দিনের ভেতরেই খবরটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে এই জিনিসটা বোর্ড থেকে পেলে খুব ভালো হবে। আমার বলা উচিত হবে না কোনোভাবেই।

তিনি আরও যোগ করেন, যেহেতু আমি বোর্ডের কর্মীর মতো, পারিশ্রমিক পাই, উপার্জন করি। এই জিনিসগুলোর জন্য একটু অপেক্ষা করেন।

তবে দায়িত্ব পেলে তিনি শতভাগ দিতে চাইবেন, এমন কথাও বলেন লিটন, ‘যেহেতু অনেক দিন ধরে খেলছি, দল আমার কাছে অনেক ভালো কিছু চায়। আমিও চাইব দেশকে ভালো কিছু দিতে। আমি শতভাগ দেওয়ার চেষ্টা করব যেটা সবসময় করে এসেছি।’

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন লিটন। তার নেতৃত্বে বাংলাদেশ দল গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচেও তামিম ইকবালের অবর্তমানে তিনি ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।

লিটন গতকালই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে এসেছেন। টুর্নামেন্টের ফাইনালিস্ট সারে জাগুয়ার্সের হয়ে ৮ ম্যাচ খেলে ৭ ইনিংসে ব্যাট করে লিটন ১৫২ রান করেছেন, গড় মাত্র ২১.৭১, স্ট্রাইক রেট ১০০.৬৬।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে জামায়াত নেতাসহ ১০ আসামি গ্রেফতার

মুজিবনগরে জামায়াতের ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক ও জেলা আমিরের ঘনিষ্ট সহযোগী নাশকতা মামলার আসামি তৌফিক মোল্লা(৫২)কে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি ধারার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তৌফিক মোল্লা মুজিবনগর উপজেলার নাজিরা কোনা গ্রামের জাহান আলী মোল্লার ছেলে।

গ্রেফতারকৃত জামায়াত নেতার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে মুজিবনগর থানা পুলিশ।

মুজিবনগর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মেহেদী রাসেল এর নেতৃত্বে, থানার এসআই উত্তম কুমার, এসআই মোঃ আশিক, এসআই সজীব, এএসআই শাখাওয়াত, এএসআই সীমা খাতুন এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল বুধবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে।

এছাড়া আদালতের পরোয়ানাভূক্ত অন্য আসামীরা হলেন উপজেলার মোনাখালী গ্রামের কালু শেখের ছেলে চঞ্চল হোসেন(৩৫), রসিকপুর গ্রামের মৃত ছোবহান শেখের ছেলে আবদাল হোসেন (৫০), গোপীনাথপুর গ্রামের মৃত আকছেন আলীর মেয়ে শাহনাজ খাতুন(৩৫), বিশ্বনাথপুর গ্রামের রায়েল বিশ্বাস এর ছেলে রুবেল বিশ্বাস (২৫)।

এদিকে গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলায় ২ আসামি গ্রেফতার হয়েছে। এছাড়া মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলায় ১ ও জিআর মামলায় ২ আসামি গ্রেফতার হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে পুলিশের পৃথক টিম রাতভোর আজ ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের আজ বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরের দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।