এখনই সময় জাফলং যাওয়ার

ভরা বর্ষায় টইটম্বুর জাফলং যাওয়ার জন্য বাইশে শ্রাবণ পর্যন্ত অপেক্ষা করার কি দরকার। সুযোগ বুঝে একটা ব্রেক নিন।

গবেষণায় দেখা গেছে, জীবনীশক্তি বাড়ানোর জন্য পাহাড় আর বনে ঘুরতে যাওয়াই ভালো। দূষণে ভরা নগরজীবনের ক্ষেত্রে তাই পথ আর কোথায়? ঠিক আছে বিশুদ্ধ অক্সিজেনের জন্য পাহাড়ে যাবেন। কিন্তু সেখানের একঘেয়েমি থেকে একটু সারল্যমাখা সৌন্দর্য কি আকাঙ্ক্ষিত নয়? হ্যাঁ, তা তো বটেই। সেজন্যই তো জাফলং এর কথা বলছি। এখানে বারবার গেলেও বিরক্তি আসবে না।

সিলেটের বাস পাওয়া সমস্যা নয়। গাবতলী, কল্যাণপুর, মহাখালী, সায়দাবাদ, মতিঝিল, মিরপুর এমনকি উত্তরা থেকেও সিলেটের বাস পাবেন। আর যদি মনে হয় সত্যজিৎ বা কলকাতার সাহিত্যের স্টাইলে ভ্রমণ করবেন তাহলে ট্রেনের বগিই ভরসা।

জাফলং সিলেটের গোয়াইনঘাটে, মেঘালয় ও বাংলাদেশ সীমান্তে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। শহর থেকে এর দূরত্ব ৬২ কিলোমিটার। বর্ষার শুরুতে বা শেষে গেলেই এর আসল সৌন্দর্য দেখতে পাওয়া যায়। সিলেট শহর থেকে জাফলং যেতে দুই ঘণ্টা সময় লাগে। পাবলিক বাস, রিজার্ভ গাড়ি বা লেগুনায় করে যাওয়া যায় জাফলংয়ে। যাওয়ার পথটাই তো মজার। যাওয়ার পথে আপনি দেখা পাবেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তার মধ্যে একটির। অন্তত সেখানে যারা গিয়েছেন একবার তারা এ কথা সবসময় বলেন। এই রাস্তা ধরে জৈন্তাপুর থেকে জাফলং যেতে সব ঝরনা ভারতের দিকে। তাই এপারে দাঁড়িয়ে হতাশ পথিকের মতো শুধু তাকিয়ে থাকতে হয়। সে আক্ষেপ থাকলো। কিছু তো করার নেই। তারপরও শান্তি আছে। আঁকাবাঁকা পাহাড়ের মধ্যে এই পথে যেতে যেতে আপনি দেখা পাবেন সারি সারি চা-বাগান, হজরত (রা.) শাহ পরানের মাজার, সবুজ পাহাড়, লালা খাল, জাফলং-ডাউকি ল্যান্ড বর্ডার আর বিশাল হাওর। এগুলোও তো কম নয়।

জাফলং পৌঁছে একটু উঁচু টিলায় দাঁড়িয়ে ওপারে পাহাড়ের খাঁজে খাঁজে সাজানো ভারতের ডাউকি শহর দেখতে পাওয়া যাবে। ডাউকি পাহাড় থেকে ছুটে আসা পাহাড়ের পানি এপারে এসে হয়েছে খরস্রোতা নদ ‘পিয়াইন’ আর ‘ধলাই’। নদের এপাড়ের ঘাটে নৌকা ভাড়া করে চলে যেতে হবে ওপাড়ে, যেখানে আছে সংগ্রামপুঞ্জি ঝরনা। সেখান থেকে দেখা যায় নয়নাভিরাম ডাউকি পাহাড় থেকে অবিরাম প্রবহমান ডাউকি জলপ্রপাত আর ঝুলন্ত ব্রিজ। বর্ষায় পিয়াইন নদে নৌকাভ্রমণের অভিজ্ঞতা দীর্ঘদিন আপনার মানসপটে ভাসবে।

পিয়াইনের পাশে স্তূপে স্তূপে পাথর সাজানো। স্বচ্ছ পানি দেখলে একেবারে মন জুড়িয়ে যায়। আবার হুট করে নামা বৃষ্টি অন্য জগতে নিয়ে যায়—হিমশীতল পানি দেয় অন্য রকম আবেশ। এখানে নৌকাভ্রমণ সবচেয়ে আকর্ষণীয় বিষয়। এটা একটা অনন্য অভিজ্ঞতা।

জাফলংয়ের সৌন্দর্যের একটি বড় অংশ এখানকার পাথর। হ্যাঁ অবাক হওয়ার কিছু নেই। সারাবিশ্বেই অনেক সুন্দর জায়গার প্রাণ পাথর। এখানেও তাই। সহস্র বছর ধরে ক্ষয়ে ক্ষয়ে যাওয়া পাহাড়ের নুড়ি থেকেই এই পাথরের স্তূপের সৃষ্টি। এখানকার অন্যতম আকর্ষণ হচ্ছে বিশাল সব চা-বাগান। আশপাশেই আছে চুনাপাথরের খনি। স্থানীয় জাতিগোষ্ঠীর মধ্যে সংস্কৃতির মেলবন্ধনে দারুণ আবহ সৃষ্টি করে। সেই সঙ্গে এখানকার স্থানীয় বাজার ঘুরলেই পাবেন আদিবাসীদের হস্তশিল্প আর গয়না। ফিরতি পথে স্মৃতিস্বরূপ নিয়ে আসতে পারেন এসব। স্বচ্ছ পানি আর সবুজের আবহে জাফলং ভ্রমণ আপনার স্মৃতির পাতায় নিশ্চয়ই দারুণ অভিজ্ঞতা জুড়ে দেবে। আর যেমনটা বলেছি, সারল্যমাখা এই প্রকৃতির কোলে আপনি কদিন মানসিক প্রশান্তিতে থাকবেন। আবার যখন ফিরবেন দখল-দূষণের নগরীতে তখন মানসিক প্রশান্তিই আপনাকে দেবে শান্তি।

সূত্র: ইত্তেফাক




কোটচাঁদপুর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারী কমপ্লেক্স পরিদর্শনে ৪২ জন শিক্ষার্থী

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪২ জন ছাত্র /ছাত্রী পরিদর্শন করলেন,কোটচাঁদপুর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারী কমপ্লেক্স। এ সময় তারা ফিস হ্যাচারী ম্যানেজমেন্টের উপর করেন ব্যবহারিত ক্লাস,প্রশিক্ষন নেন হাতে -কলমে। হ্যাচারি কমপ্লেক্সে আসতে পেরে উচ্ছাস প্রকাশও করেছেন ওই শিক্ষার্থীরা।

জানা যায়,খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের ৪২ জন ছাত্র/ছাত্রী শনিবার পরিদর্শনে আসেন,কোটচাঁদপুর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারী কমপ্লেক্স।

এ সময় ওই শিক্ষার্থীরা ফিস হ্যাচারী ম্যানেজমেন্টের উপর করেন ব্যবহারিক ক্লাস। হাতে-কলমে নেন প্রশিক্ষন। প্রশিক্ষনার্থী চৈত্রি রানী মন্ডল ও নবরিতা রায় বলেন,এটি বাংলাদেশের কেন্দ্রীয় মংস্য হ্যাচারী কমপ্লেক্স। ফিসারিজে ভর্তি হবার পর এ হ্যাচারীর গল্প শুনেছি। আজ স্বচক্ষে দেখলাম। সব কিছু দেখে অনেক ভাল লাগলো।

এখানে এসে কি শিখলেন,এমন প্রশ্নে শিক্ষার্থীরা বলেন, এতদিন আমরা বইয়ে পড়েছি। হাতে কলমে শেখার জন্য আসলাম। এখানে এসে জানতে পারলাম, মেল আর ফিমেল মাছ চেনার উপায়। মাছ থেকে কিভাবে ডিম সংগ্রহ করতে হয়। সেই ডিম থেকে কিভাবে রেনু হয়। আর কিভাবে রেনু গুলো বাজার জাত করা হয়।

তারা বলেন, দিনশেষে আজকের দিনটা সারা জীবনের জন্য মনে রাখারও মত একটা দিন।

এ ছাড়া হ্যাচারী ম্যানেজার আশরাফুল ইসলামের প্রশিক্ষন আমাদের মুগ্ধ করেছে। চোখ খুলে দিয়েছেন সামনে দিনে এগিয়ে যাবার।

শিক্ষার্থী আরো বলেন,আমরা আরো বেশি খুশি হয়েছি, আশরাফুল ইসলাম কে দেখে। কারন তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওনাকে এ পর্যায় দেখে ফিসারিজে পড়ার আগ্রহটা আরো বেড়ে গেছে আমাদের।

এ সময় উপস্থিত ছিলেন,ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর খন্দকার আনিসুল হক,সহযোগী অধ্যাপক শাহিন পারভেজ, কোটচাঁদপুর হ্যাচারী কমপ্লেক্সের প্রশিক্ষক কর্মকর্তা রবিউল আওয়াল মন্ডল, কোটচাঁদপুর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারী কমপ্লেক্সের ম্যানেজার আশরাফুল ইসলাম।




এইচএসসি পাসে নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

এসএমও (সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার) শোরুম বিভাগ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে এইচএসসি/ যেকানো বিষয়ে স্নাতক পাস হতে হবে। বয়স ২০ থেকে ২৮ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্মার্ট, উদ্যমী এবং কঠোর পরিশ্রমী হতে হবে। ইলেকট্রনিক্স পণ্য এবং শোরুমে অভিজ্ঞতা আছে এমন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২ আগষ্ট , ২০২৩।

সূত্র : বিডিজবস




রোমাঞ্চকর ম্যাচে সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ

ভারতের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুর করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় সিরিজে সমতা আনে ভারত। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হয়ে দাঁড়ায় অলিখিত ফাইনাল। সেই অলিখিত ফাইনালে টাই করে সমতায় থেকে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।

আজ (শনিবার) সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ফারজান পিঙ্কির সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ২২৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ২২৬ রান তাড়া করতে নেমে জয়ের পথে ছিল ভারত। তবে শেষ ওভারের নাটকীয়তায় ভারতকে ২২৫ রানে অলআউট করে সিরিজ ড্র করে বাংলাদেশ।

২২৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ৩২ রানেই জোড়া উইকেট হারায় ভারত। তবে এরপর স্মৃতি মান্ধানা ও হারলিন দোয়েল মিলে শুরুর ধাক্কা সামাল দেন। তৃতীয় উইকেট জুটিতে ১০৭ রানের জুটি গড়েন। এই জুটিতেই জয়ের ভীত পায় ভারত।

তবে এরপর দ্রুতই আরও দুই উইকেত হারায় ভারত। দলীয় ১৩৯ রানে ৮৫ বলে ৫৯ রান করে স্মৃতি ও ২১ বলে ১৪ রান করে হারমানপ্রীত কর আউট হন।

এরপর দলীয় ১৯১ ও ১৯২ রানে ভারতের আরও দুই উইকেট তুলে ম্যাচে ফেরে বাংলাদেশ। হারলিন ১০৮ বলে ৭৭ ও দিপ্তি শর্মা ১ বলে ১ রান করে আউট হন।

এরপর দলীয় ২১৬ থেকে ২১৭ রানের মধ্যে আরও তিন উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রাখেন জেমিমাহ রদ্রিগেজ।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ৩ রান। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন মাত্র ১ উইকেট। শেষ ২ রান নিয়ে ম্যাচ ড্র করে ভারত। ওভারের তৃতীয় বলে ভারতের মেঘনা সিংকে আউট করে ভারতের জয় ছিনিয়ে নেন মারুফা আক্তার। শেষ পর্যন্ত ম্যাচ টাই করে মাঠ ছাড়ে দু’দল।

জেমিমাহ ৪৫ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে নাহিদা ৩টি ও মারুফা নেন ১টি উইকেট। ১-১ সমতায় থেকে সিরিজ শেষ করলো দু’দল।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের দ্বি-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) সকাল ১০ টার সময় মানব উন্নয়ন কেন্দ্র (মউক)এর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ঠ সমাজসেবক আব্দুর রকিবের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মউকের নির্বাহী প্রধান ও কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান সেলিম।

নারী ও শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন আলোচনায় অংশগ্রহন করেন সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, জাকিয়া আক্তার আল্পনা, মুজিবনগর উপজেলা কমিটির সভাপতি আজিমুল বারী মুকুল, সদর উপজেলার সভাপতি আবুল হাশেম, গাংনী উপজেলা নারী নির্যাতনের প্রতিরোধ ফোরামের সভাপতি নবীরউদ্দীন প্রমুখ।

সভার কার্যবিবরনী পাঠ করেন মউকের প্রোগ্রাম ম্যানেজার ফাহিমা আখতার।

সভায় মেহেরপুর জেলার বর্তমান পারিবারিক সহিংসতা সহ নারী ও শিশু নির্যাতনের উপর বিভিন্ন তথ্য বহুল আলোচনা করে সকল ধরনের নির্যাতিতদের পাশে থেকে এই কমিটি কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন মউকের প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ ফাহিমা আখতার ও মেহেরপুর জেলা জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সদস্যরা।




মেহেরপুরে সম্প্রীতি ও আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে সামাজিক সম্প্রীতি ও আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২২ শে জুলাই) সকাল দশটায় মেহেরপুর কমিউনিটি সেন্টারে মেহেরপুর পৌর ইমাম পরিষদ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর পুরো ইমাম পরিষদের সভাপতি মাওলানা হাসানুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আরো উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম সহ বিভিন্ন উলামা ও ইমামগণরা।

এ সময় বক্তারা আদর্শ সমাজ গঠনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখে।




পর্দায় আসছে ‘ডেপ ভার্সেস হার্ড’

হলিউডের সাবেক তারকা জুটি জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের দাম্পত্য জীবন ও বিচ্ছেদের ঘটনা নিয়ে আগ্রহের কমতি নেই অনেকের। সেই তুমুল আগ্রহকে সামনে রেখেই নির্মিত হতে যাচ্ছে ডকুমেন্টারি সিরিজ। সম্প্রতি স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ‘ডেপ ভার্সেস হার্ড’ ডকুমেন্টারি সিরিজের মুক্তির তারিখ ঘোষণা করেছে।

দি ইকোনিমিক টাইমস এবং ইন্টারন্যাশনাল নিউজের খেবর অনুযায়ী ‘ডেপ ভার্সেস হার্ড’ দর্শকদের জনি ও অ্যাম্বারের বিচ্ছেদের সময়ে চলা মামলার ঘটনাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে।

জানা যায়, হলিউডের সবচেয়ে আলোচিত ঘটনায় নির্মিত ডকুমেন্টারি সিরিজটির পরিচালক ও নির্বাহী প্রযোজক এমা কুপার। ‘ডেপ ভার্সেস হার্ড’ ডকুমেন্টারি সিরিজটি ২০২৩ সালের ১৬ আগস্ট মুক্তি পাবে।

বিশ্বে বিচার সম্প্রচারের প্রভাবের ওপর একটি বিশেষ ফোকাসসহ চূড়ান্ত রায়ের ওপর অনলাইন মিডিয়া কাভারেজ এবং সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ার প্রভাবের দিকে নজর দেওয়া হবে এই ডকুমেন্টারিতে।




সাংবাদিকের ভূমিকায় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা

গুগল এবার পরীক্ষামূলকভাবে আরেকটি অভিনব কাজ শুরু করছে। তারা এবার কৃত্রিম বুদ্ধিমত্তার আরেকটি সংস্করণ তৈরি করছে। এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা সংবাদ লিখতে পারবে। বর্তমান বিশ্বে দ্রুত ও কার্যকর পদ্ধতিতে সংবাদ পরিবেশন করাই ক্রেডিট। সেই চ্যালেঞ্জটি গুগল নিচ্ছে।

এই প্রজেক্টের কোডনেম জেনেসিস। বলা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তাটি তথ্য নিয়ে খবর বানাতে পারবে। তবে এই কৃত্রিম বুদ্ধিমত্তাটি কোনো সংবাদমাধ্যম হয়ে উঠবে এমন নয়৷ বরং একজন সাংবাদিকের ব্যক্তিগত সহকারি হয়ে উঠবে টুলটি। অন্তত গুগলের এমনই দাবি। গুগল ইতোমধ্যে ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমসের মতো পত্রিকার অনেককে পিচ করে দেওয়া হয়েছে টুলটি। তবে নিউইয়র্ক টাইমসের অনেক সাংবাদিক জানিয়েছে, এই টুল এখনও সংবাদ পরিবেশনের পদ্ধতিটিই বুঝতে পারেনি। একটি সংবাদ নিরপেক্ষ ও সঠিক হিসেবে দাঁড় করানোর সক্ষমতার জায়গার অভাব টুলের রয়েছে।

তবে একথা তারা জানিয়েছে, কোনো সাংবাদিক শিরোনাম এবং বিভিন্ন লেখার স্টাইল অনুসরণ করার জন্য এই টুলটি ব্যবহার করতে পারেন। অনেক করপোরেশন অবশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কন্টেন্ট জেনারেট করছে। কিন্তু যখন সংবাদমাধ্যমের প্রসেস করা হয় ডাটা তখন একটু আলাদা পদ্ধতিই অনুসরণ করতে হয়। সিনেটের কাছে যে পিচ দেওয়া হয়েছে তারা অন্তত অর্ধেক নিউজ কন্টেন্টই ঠিক করতে হয়েছে বলে জানিয়েছে। তবে গুগল চ্যালেঞ্জ নিয়েছে। সামনেই হয়তো দেখা যাবে গুগলকে এই টুল সঠিকভাবে ব্যবহার করতে।

সূত্র:ইত্তেফাক




মেহেরপুরে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের গণসংযোগ

বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুরের সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

গতকাল শুক্রবার বিকালে তিনি মুজিবনগর উপজেলার কেদারগন্জ বাজার , গৌরিনগর , পুরন্দরপুর, খানপুর, কালিতলা, দারিয়াপুর, মোনাখালি, সদর উপজেলার চকশ্যামনগর ও বামনপাড়া গ্রামে গনসংযোগ শেষ করেন। এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস প্রফেসর আব্দুল মান্নানের সাথে সাক্ষাৎ করেন।

পরে তিনি মেহেরপুরে নিজ বাসভবনে নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা খালেদুজ্জামান খান ডালিম, ন্যাপের সাধারণ সম্পাদক মির্জা গালিব উজ্জ্বল, সহ সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সুজন, আবু তালহা বিন হাবিব জুয়েল মোঃ সেলিম রেজা, সাজেদুর রহমান সাজু নয়ন আহামেদ, সাইদুর ইসলাম , ইকবাল হোসেন, শেখ কায়সার হামিদ বুলবুল, রবিউল ইসলাম, আতিকুর রহমান টিপু , আব্বাস উদ্দিন, জিয়া, সুমন আহমেদ, গোলাম নবী, শফিকুর ইসলাম লিল্টু, হুমায়ূন কবির বাবু, মতিউর, আহসান হাবিব লাল মিয়া, হুমায়ূন কবির, মিরাজুল ইসলাম প্রমুখ।




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

মেহেরপুর সদর থানা পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৩ জন আসামি গ্রেফতার হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক টিম গতকাল শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১, পেন্ডিং মামলায় ১ ও আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলার ১ জন আসামি রয়েছে।

গ্রেফতারকৃতদের আজ শনিবার (২২ জুলাই) সকাল ১১ টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।