মেহেরপুরে পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্তসহ গ্রেফতার-১০

মেহেরপুরে পুলিশের ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে মারামারি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্তসহ ১০ আসামি গ্রেফতার হয়েছে।
এদের মধ্যে সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর ও সিআর মামলায় ৪ জন, চুরির মামলায় ১ জন ও ৩৫ ধারায় ১ জন আসামি, গাংনী থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি কামারখালি গ্রামের হাবিল উদ্দীনের ছেলে মজনুসহ ৩ জন ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে নারী নির্যাতন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ১ আসামি গ্রেফতার হয়েছে।

বুধবার দিবাগত রাতভর আজ বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন। পুলিশের সংশ্লিষ্ট থানাগুলো এই তথ্য নিশ্চিত করেছেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের পৃথক টিম এই অভিযানে অংশ নেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করেছেন।




আলমডাঙ্গা সমাজ সেবা কর্মকর্তাকে মারপিটের ঘটনায় হিসাব রক্ষক মনিরুজ্জামান বদলি

আলমডাঙ্গা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হুসাইনকে মারপিটের ঘটনায় উচ্চমান সহকারী হিসাব রক্ষক মনিরুজ্জামানকে চট্টগ্রামের পটিয়া উপজেলা সমাজসেবা অধিদফতরে বদলি করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তিনি আলমডাঙ্গা অফিসের দায়িত্বভার বুঝিয়ে দিবেন তিনি।

উল্লেখ্য, গত রবিবার দুপুর সাড়ে ৩ টার দিকে উচ্চমান সহকারী (হিসাব রক্ষক) মনিরুজ্জামানকে জেলা সমাজ সেবা অধিদফতর (ডিজি) বরাবর চিঠি তৈরি করতে নির্দেশ দেন উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হুসাইন। চিঠিতে একাধিক ভুল থাকায় তাকে পূণরায় সংশোধন করতে বললে মনিরুজ্জামান ক্ষিপ্ত হয়ে ওঠে। শুরু হয় তর্কাতর্কি। এক পর্যায়ে তার উপর আক্রমণ করেন মনিরুজ্জামান। এরপর আহত নাজমুল হুসাইনকে হারদি হাসপাতালে ভর্তি করা হয়।

উদ্ভুত ঘটনায় আলমডাঙ্গার অফিস পাড়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উপজেলা প্রশাসন জরুরি মিটিংয়ে বসেন। মিটিংয়ে অভিযুক্ত উচ্চমান সহকারীকে আসামী করে থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত হয়। ওইদিন দুপুরেই উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হুসাইন থানায় মামলা দায়ের করেন।

এরইমধ্যে অভিযুক্ত উচ্চমান সহকারী মনিরুজ্জামানকে চট্টগ্রামের পটিয়া অফিসে বদলীর আদেশ আসে।




দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১,আহত ১

দর্শনা-কার্পাসডাঙ্গা মহা-সড়কের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ঘটনাস্থলেই রাতুল মোল্লা (২৩) নামের এক মোটরসাইকেল চালক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে দর্শনক – মুজিবনগর সড়কের রুদ্রনগর মাদ্রাসার সামনে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

এসময় মূর্শিদ আলম (৩০) নামের গুরুত্বর আহত অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে। নিহত মোটরসাইকেল চালক রাতুল মোল্লা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের আনন্দবাজার পাড়ার সেতু ওরফে হকাে মোল্লার ছেলে ও আহত মোটরসাইকেল চালক মুর্শিদ আলম একই উপজেলার হাউলী ইউনিয়নের রুদ্রনগর গ্রামের উঠতিপাড়ার আব্দুল মজিদের ছেলে।

এ দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনার কবলে পড়া দুটি মোটরসাইকেল উদ্ধার করে দর্শনা থানা হেফাজতে নিয়েছে।

আজ বুধবার সন্ধা সাড়ে ৭ টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের আনন্দবাজার পাড়ার সেতু ওরফে হকাে মোল্লার ছেলে রাতুল মোল্লা (২৩) নিজ গ্রাম হতে দর্শনার দিকে যাচ্ছিল। এসময় পথিমধ্যে সড়কের রুদ্রনগর মাদ্রাসার সামনে পৌছালে বিপরিত দিক থেকে দর্শনা অভিমুখ হতে আসা একই উপজেলার হাউলী ইউনিয়নের রুদ্রনগর গ্রামের উঠতিপাড়ার আব্দুল মজিদের ছেলে মুর্শিদ আলমের (৩০) মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাতুল মোল্লা (২৩) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয় আর মারাত্বক ভাবে আঘাত পেয়ে গুরুত্বর আহত হয় মূর্শিদ আলম নামের অপর মোটরসাইকেলের চালক।

এ দূর্ঘটনায় নিহত রাতুল মোল্লার লাশ বাড়িতে নেওয়া হয় ও গুরুত্বরভাবে আহত মুর্শিদ আলমকে স্থানীয় ও পথচারীদের সহযোগীতায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে।

নিহত রাতুল মোল্লা দর্শনা সরকারী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ও আহত মূর্শিদ আলম পেশায় পান ব্যবসায়ী।

এ দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল হতে নিহত রাতুল মোল্লার ইয়ামাহ আরএক্স ১০০ সি:সি: যার রেজিঃ নং-(রাজশাহী-হ-১১-১৫৮১) ও গুরুত্বর আহত মুরশীদ আলমের ডাউন (ঝিনাইদহ-হ-১১-৮৫২৪) মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে দর্শনা থানা পুলিশ।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ দূর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নিহতর ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোন অভিযোগ হয়নি। তবে নিহত রাতুলের লাশ পরিবারের নিকট হতে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হতে পারে।




জীবননগরে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের বিদায় সংবধনা

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম খানকে বিদায় সংবধনা প্রদান করা হয়েছে। আজ বুধাবর বিকাল সাড়ে ৫টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা শেষে এ বিদায় সংবধনা প্রদান করা হয়।

জীবননগর উপজেলার বিদায়ী নিবাহী অফিসার মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান,নবাগত উপজেলা নিবাহী অফিসার হাসিনা মমতাজ,জীবননগর উপজেলার সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান,সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিলটন,রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মিজা,হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস,বাকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান ,জীবননগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্জল,সাংবাদিক সালাউদ্দিন কাজল,মিঠুন মাহমুদ,মাজেদুল মিল্টন,রিপন হোসেন,মুতাসিন,তুহিন প্রমুখ।




চুয়াডাঙ্গা যুবলীগের তারুণ্য জয়যাত্রা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা আওয়ামী যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে চারটার সময় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে এই তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সভাটি সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক নঈন হাসান জোয়ার্দার। সভাটি আয়োজনে ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামিম আল সাইফুল সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এম জাহাঙ্গীর আলম, এ্যাড. শাহারিয়ার কবির, জুবায়ের আহমেদ সাব্বির,  প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন ইউনিটের আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য শরিফ হোসেন দুদু, এ্যাডভোকেট তসলিম হাসান ফিরোজ, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক সোনাহার মনন্ড।

সভাটি সঞ্চায়লনা করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু ও জিল্লুর রহমান জিল্লু।অনুষ্ঠানের শুরুতে চুয়াডাঙ্গা জেলা যুব লীগের সকল নেতাকর্মিরা বিএনপির কালো হাত ভেঙে ফেলা হোক স্লোগান করতে করতে সভায় উপস্থিত হন। এরপর শুরু হয় সভার মুল আনুষ্ঠানিক পর্ব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন হাফেজ উমর ফারুক।

এসময় সভায় উপস্থিত বক্তারা বলেন, আজকের এই সভার মাধ্যমে আওয়ামী যুবলীগ আগামি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সফল ভুমিকা রাখবে। আগামী নির্বাচনের রাজপথ দখল করে রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয় কাজ করতে হবে। প্রতিটি জেলায় জেলায় তারুণ্যের জয়যাত্রায় সভা শুরু হয়েছে। এই ভাবে বিএনপিকে প্রতাহিত করবো। বিএনপির সকল প্রকার সফল হতে দেব না। মিথ্যা ও অপপ্রচারে কোন কান দিবেন না। জামাত বিএনপিকে বলতে চাই। আওয়ামী যুবলীগের মাটি চুয়াডাঙ্গার ঘাঁটি। তারুণ্য এই জয়যাত্রায় মাধ্যমে যুবলীগ আগামি জাতীয় সংসদ নির্বাচনে অগণিত ভুমিকা রাখবে। সারা বাংলাদেশে নৌকার জয় চাই। শেখ হাসিনা আছে বলেই আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে শেখ হাসিনার ভোট দেন। বাংলাদেশের আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগের সরকার পতন ঘটানো স্বপ্ন বাদ দিতে হবে বিএনপির। তথ্য নির্ভর বাংলাদেশ গড়েছে। সবাই একসাথে জবাব দিব বিএনপির।

এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু,আজাদ আলী,হাফিজুর রহমান হাপু,আবু বক্কর সিদ্দিক আরিফ,আলমগীর হোসেন খোকা সহ চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা মাসুদুর রহমান,দরূদ হাসান,হাসানুল ইসলাম পলেন,জুয়েল জোঃ,রামিম হাসান সৈকত,শেখ রাসেল,খালিদ মন্ডল সহ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।




কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে কাঁথা ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে আহত ২

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে  আজ বুধবার বিকাল ৫ ঘটিকার সময় নকশীকাঁথা ব্যবসায়ীদের মধ্যে ক্রয়-বিক্রয় করাকে কেন্দ্র করে বাকবিতন্ডা সৃষ্টি হয়।এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

এই সংঘর্ষে দুই জন আহত। আহতদের মধ্যে কার্পাসডাঙ্গা কলোনি পাড়ার মৃত আলী আহমেদ ছেলে শফিউদ্দিন (৪০), কার্পাসডাঙ্গার মিজানুর রহমানের ছেলে রাজু (৩৫) আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাৎক্ষণিক কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে খবর গেলে এস আই ইমরান হোসেন ও এ এস আই মোসলেম উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সূত্রে জানা গেছে কোনো পক্ষ হতে কোনো অভিযোগ দাখিল হয়নি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দ্রুত পুলিশের হস্তক্ষেপে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার জন্য বলেন।




জেলা পর্যায়ে সন্ধানী ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য

মেহেরপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গাংনীর সন্ধানী ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নানা সাফল্যের চিত্র তুলে ধরা হলো।

আজ বুধবার সকালের দিকে জেলাপ্রশাসক মোঃ আজিজুল ইসলাম তাঁর সম্মেলন কক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ গার্লস গাইড, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও সাংস্কৃতিক ইভেন্টে শ্রেষ্ঠদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজমানি প্রদান করেন।

এবছর মেহেরপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ পর্যায়) নির্বাচিত হয়েছে সন্ধানী স্কুল এন্ড কলেজ, গাংনী, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক পর্যায়) নির্বাচিত হয়েছে মোঃ হাবিবুর রহমান, অধ্যক্ষ, সন্ধানী স্কুল এন্ড কলেজ, গাংনী, শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাধ্যমিক পর্যায়) নির্বাচিত হয়েছে সন্ধানী স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির আতকিয়া ফাইজা, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে সন্ধানী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির জান্নাতুস ছামানিয়া ছোঁয়া, শ্রেষ্ঠ গালর্স গাইড শিক্ষক নির্বাচিত হয়েছে শুকেশ চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ গালর্স গাইড লিডার নির্বাচিত হয়েছে সন্ধানী স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির আতকিয়া ফাইজা, শ্রেষ্ঠ গালর্স গাইড গ্রুপ নির্বাচিত হয়েছে সন্ধানী স্কুল এন্ড কলেজের গালর্স গাইড গ্রুপ, বাংলা রচনায় ১ম হয়েছে সন্ধানী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির মোছাঃ হালিমা খাতুন, ইংরেজি বক্তব্যে ১ম হয়েছে সন্ধানী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির সানজিদা আক্তার যুথি, খ গ্রুপে একক বিতর্কে ১ম হয়েছে সন্ধানী স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির উম্মে জুমাইল জান্নাত, গ গ্রুপে একক বিতর্কে ১ম হয়েছে সন্ধানী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির হালিমা খাতুন, তাৎক্ষণিক অভিনয়ে ১ম হয়েছে সন্ধানী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির মোছাঃ হালিমা খাতুন এবং নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক গান ও লোকগীতিতে ১ম হয়েছে সন্ধানী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির জান্নাতুস ছামানিয়া ছোঁয়া।

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জেলার ৮ জন সেরা মেধাবী ছাত্রাছাত্রী নির্বাচিত হয়েছে সন্ধানী স্কুল এন্ড কলেজ থেকে। জেলা পর্যায়ে ৮ জন সেরা মেধাবী ছাত্রছাত্রীরা হলো- দৈনন্দিন বিজ্ঞানে ৭ম শ্রেণির লাইবা জামান , ১০ম শ্রেণির জ্যুয়িনা ইসলাম ও ১২শ শ্রেণির নাজমুস সাকিফ গণিত ও কম্পিউটারে ৮ম শ্রেণির মুবিনা ইসলাম ও দ্বাদশ শ্রেণির নাজমুস সাকিফ, ভাষা ও সাহিত্যে ৯ম শ্রেণির উম্মে জুমাইল জান্নাত ও ১২শ শ্রেণির জয়া আফরিন মিষ্টি এবং বাংলাদেশ স্টাডিজে ১২শ শ্রেণির ইফ্ফাত নওশীন রাকা। বিজয়ী ছাত্রছাত্রী ও শিক্ষকমন্ডলীকে সন্ধানী সংস্থার পক্ষ থেকে অভিনন্দন।

“জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩” প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক)-সহ ০৯টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এছাড়াও জেলার শ্রেষ্ঠ স্কাউটস দল নির্বাচিত হয়েছে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটস দল।

১.হামদ নাত:ক গ্রুপে রুহানি ইসলাম ফারিন(শ্রেণি :৮ম) ২. ইংরেজি রচনা: ক গ্রুপে সোহানুর রহমান (শ্রেণি: ৮ম) ৩. ইংরেজি রচনা: খ গ্রুপে হাসিনা খাতুন (শ্রেণি:১০ম) ৪. জারী গান: খ গ্রুপে উলমাতুন নেছা পূর্ণিমা ও তার দল ৫. দেশোত্মবোধক গান: (ক) গ্রুপ:কামিনি (৬ষ্ঠ) ৬. রবীন্দ্রসংগীত: (খ) গ্রুপ: সোনিয়া (শ্রেণি: ১০ম), ৭.উচ্চাঙ্গ সংগীত: (ক) গ্রুপ: মার্দিয়া জামান মমো (শ্রেণি: ৮ম) . উচ্চাঙ্গ সংগীত: (খ) গ্রুপ: উলমাতুন নেছা পূর্ণিমা (শ্রেণি: ১০ম) ৯. লোকসংগীত: (ক) গ্রুপ: সামিউল ইসলাম (শ্রেণি: ৬ষ্ঠ)।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




ঝিনাইদহ দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার

ঝিনাইদহ থেকে র‌্যাব-৬ এর হাতে দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত ২জন পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।

বুধবার সকালে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার ইসতিয়াক আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৮ জুলাই রাতে র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, দস্যুতা মামলার ৫ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত ২ জন পলাতক আসামী ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি একই তারিখ ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাটগোপালপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আজাদ শেখ (৪৮) ও অনিক ওরফে সাদ্দাম (২৪) কে গ্রেপ্তার করে। তারা উভয়ে ঝিনাইদহের কালীগঞ্জ থানার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ঝিনাইদহ শহরের চাকলাপাড়া বিদ্যুৎস্পৃষ্টে শওকত আলী (৫০) নামের একব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। শওকত আলী সদর উপজেলার মহিষাকুন্ডু এলাকার মৃত শুকুর আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, শওকত আলী চাকলাপাড়া একটি ভাড়া বাসায় ইজিবাইক চার্জের ব্যবসা করত। বুধবার সকালে চার্জরত ইজিবাইকের প্লাগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।




ঝিনাইদহে বিএনপির পদযাত্রা কর্মসূচী পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে ঝিনাইদহে বিএনপির পদযাত্রা কর্মসূচী পালিত হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে ঝিনাইদহ জেলা বিএনপি বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামান থেকে এই পদযাত্রা শুরু করে। এতে ঝিনাইদহ সদর উপজেলা ছাড়াও ৬ উপজেলা থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আরাপপুরে গিয়ে শেষ হয়।

পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং বিভিন্ন উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, বর্তমান আওয়ামী সরকারকে অবৈধ দাবী করে দ্রুত নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবী জানান।