দামুড়হুদা দুধপতিলা মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন

দামুড়হুদা দুধপতিলা কওমী মাদ্রাসা ও এতিমখানা নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার দুধপাতিলা গ্রামের মোকাম তলায় ‘দুধপাতিলা কওমী মাদ্রাসা ও এতিমখানা’র শুভ উদ্বোধন করা হয়।

২০২১-২২ অর্থ বছরের নির্ধারিত মূল্য ৪ লক্ষ টাকা, চুক্তি মূল্য ৩ লক্ষ ৮০ হাজার টকায় ১৫ টি কলম বিশিষ্ট ৬০ ফিট/২৮ ফিট ৩ তালা ভবনের কাজ করছেন মেসার্স রাহিব ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে।

ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারের আমলে বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা এতিমখানার ব্যাপক উন্নয়ন হয়েছে। অসংখ্য স্কুল কলেজ হয়েছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বর্ননা করেন। যা বিগত কোন সরকারের আমলেই হয়নি।

এসময় উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রকৌশলী মোছা: আনিছা খানম, উপসহকারী প্রকৌশলী মো: রোকনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ছাবের আলী, দুধপাতিলা কওমী মাদ্রাসা ও এতিমখানা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইউপি সদস্য শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহাজান আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।




নিয়োগ দেবে সজীব গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সজীব গ্রুপ। প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

সেলস অফিসার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে। বয়স সর্বনিম্ন ১৮ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৩ আগষ্ট, ২০২৩।

সূত্র : বিডিজবসর




আলমডাঙ্গা শিক্ষার্থী উপস্থিতি রেখে শ্রেণী শিক্ষকদের ধর্মঘট

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে চলমান ৪র্থ দিনের মত আন্দোলনের অংশ হিসেবে আলমডাঙ্গার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুঁলিয়ে কর্মচারীরা আন্দোলন করছেন। একই দাবিতে শ্রেণী ক্লাস বন্ধ রেখে ধর্মঘট করছে শিক্ষকরাও। টানা ৪র্থ দিন আন্দোলন চলায় শিক্ষার মানউন্নয়নে ব্যাঘাত ঘটছে।

গত রবিবার (১৬ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুঁলিয়ে দেয় শিক্ষক ও কর্মচারীরা। এ সময় তারা কর্মবিরতি আন্দোলন শুরু করেন।

তবে ব্যতিক্রম চিত্র দেখা যায় পৌর শহরের আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। সেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী স্কুল ড্রেস পরে স্কুলে আসলেও শিক্ষক-কর্মচারীরা তাদের উপস্থিত (হাজিরা) নিয়ে রুম থেকে বের করে দিয়ে শ্রেণিকক্ষগুলোতে তালা লাগিয়ে দেয়।

শিক্ষক-কর্মচারী জানিয়েছেন, তাদের এক দফা দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না হওয়া পযর্ন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কয়েক জন শিক্ষার্থী জানান, গরমের মধ্যে যাতায়াতের জন্য প্রতিদিন ৩০/৪০ টাকা খরচ করে স্কুলে আসতে হয়। শিক্ষক ও কর্মচারীরা ধর্মঘট করায় শ্রেণী ক্লাস বন্ধ রেখেছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তির পাশাপাশি শিক্ষার মানউন্নয়নে ব্যাঘাত ঘটছে।

ওই স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন, ধর্মঘটের মধ্যেও শিক্ষার্থীদের উপস্থিত ৫০% হলেও তাদের ক্লাস বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিত (হাজিরা) নেবার বিষয়ে তিনি জানেন না বলে জানান।

এদিকে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আলমডাঙ্গায় আজ বুধবারও সকাল থেকে ক্লাস বন্ধ রেখে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মঘট পালন করছেন শিক্ষকরা।

এ ব্যাপারে শিক্ষক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ আন্দোলন চলবে। এ উপজেলায় প্রায় ৬৫টি’ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।




মেহেরপুরের সেই মাটি খেকো নেতার বিরুদ্ধে এবার কোর্টে মামলা দায়ের

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের মাটি খেকো সেই যুবলীগ নেতা মুঞ্জুরুল ইসলাম ও মো: রিপনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সদর উপজেলার খোকসা গ্রামের মৃতু ফরজ আলীর ছেলে সাদিকুর রহমান ওরফে ফকির বাদী হয়ে ৪৪৭/৩৭৯/৪২৭/৫০৬ পিসি ধারায় এই মামলাটি করেন। যার মামলা নং সিআর ৫১৬/২০২৩ইং।

মামলার বিবরণে জানা গেছে, বাদির কেনার জন্য বায়নাকৃত জমিতে মঞ্জুরুল ইসলাম অবৈধভাবে প্রবেশ করে এসকেবেটর দিয়ে মাটি কেটে একই সাথে সরকারি জমিরও মাটি কেটে প্রায় ৩০০ ট্রলি মাটি বিক্রি করেছে। মাটির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। মামলার বাদী আরও বলেন, আসামিরা মাটি কেটে আমার ক্ষতি সাধন করেছেন। আমি খবর পেয়ে এসকেভেটর বন্ধ করার জন্য গেলে তারা মারার জন্য আমার দিকে ছুটে আসে। এসময় আমি প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে আসি।

জানা গেছে, আমঝুপি ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ এসকেভেটর দিয়ে বিভিন্ন স্থানের মাটি কেটে স্থানীয় ইটভাটাগুলোতে সরবরাহ করে থাকেন। তিনি শুধূ এলাকার পতিত জমিই নয়, সরকারি বেসরকারি সব জমিতেই জোর করে অবৈধভাবে মাটি কেটে মোটা অংকের টাকা নিয়ে বিক্রি করে বলে জানান স্থানীয়রা।

উল্লেখ্য যে, ১৯ জুলাই মেহেরপুর প্রতিদিনে ” মেহেরপুরের খোকসাতে সরকারি জমির মাটি কাটার অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

এদিকে আদালত তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।




এবার বাংলাতেও ব্যবহার করুন চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বললে প্রথমেই আসবে চ্যাটজিপিটির নাম। প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করা এই কৃত্রিম বুদ্ধিমত্তা একা নয়। এর বাইরেও রয়েছে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা।

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে এরই মধ্যে গুগল তৈরি করেছে তাদের এআই ‘বার্ড’। যেটি চ্যাটজিপিটির মতোই কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবটটি অনেক সুবিধা এনেছে।

এর আগেও শোনা গিয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই শিখে নিয়েছে বাংলা। আর এবার বাংলাতে সেবা দিতে শুরু করবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। নতুন আপডেটের সঙ্গে ব্যবহারকারীদের জন্য এসেছে অনেক সুবিধা।

শুধু বাংলা হয় আরও ৪০টি ভাষায় ব্যবহার করতে পারবেন গুগল বার্ড। এর মধ্যে আছে বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, কন্নর, মালয়ালম, মারাঠি, গুজরাতি, উর্দু, স্প্যানিশ, আরবি, জার্মানি, চাইনিজসহ আরও অনেক ভাষা।

সম্প্রতি গুগল তাদের এআই চ্যাটবটটি বার্ড লঞ্চ করেছে ব্রাজিল এবং ইউরোপের বিভিন্ন দেশে। এর পাশাপাশি এসেছে নতুন ফিচারও। গুগল বার্ড এখন ছবি বুঝতেও সক্ষম। চ্যাটজইপিটির পেইড মেম্বারদের ক্ষেত্রে এই ফিচার আগেই চালু হয়েছে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে আহত

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল মোমিন ওরফে সুরুজকে পিটিয়ে আহত, নগদ টাকা ছিনতাই ও মোবাইলফোন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। এঘটনার বিচার দাবি করে মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন সুরুজ।

জানা গেছে, আজ বুধবার (১৯ জুলাই) সকাল ৯ টার দিকে সুরুজ তার মায়ের নামীয় জমির কলার ক্ষেতে কাজ করছিলেন।

এসময় কুলবাড়িয়া গ্রামের সুমন, মামুন, আব্দুল লতিব, জুয়েল, আব্দুল কুদ্দুছ, হুদাল্লিল, মুলুক, নাজাতুল্লাহ ও তাদের লোকজন কলার ক্ষেতে দেশীয় অস্ত্র লাঠি শোঠা, লোহার রড ও হাসুয়া নিয়ে হামলা চালিয়ে আমাকে বেধড়ক মারপিট করে।

এসময় আমার কাছে থাকা একটি এন্ড্রয়েট স্যামসাং মোবাইল ফোন পুড়িয়ে দেয় এবং নাগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সেটিতে আগুন লাগিয়ে দেয়। এছাড়া গলায় হাসুয়া ধরে হত্যার হুমকী দেয়।

এঘটনায় আব্দুল মোমিন বাদী হয়ে মেহেরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।




৬৯-এ পা রাখলেন আফজাল হোসেন

আশির দশকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় এক নাম আফজাল হোসেন। আজ (১৯ জুলাই) নন্দিত অভিনেতা, নির্মাতা, লেখক ও চিত্রশিল্পী আফজাল হোসেনের জন্মদিন। জীবনের ৬৮ বসন্ত পেরিয়ে ৬৯-এ রাখলেন গুনী এই অভিনেতা।

জন্মদিন প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, নিজের জন্মদিন নিয়ে খুব বেশি কিছু আকাঙ্ক্ষা কখনোই থাকে না। প্রিয় কিছু মানুষ দিনটি উদযাপন করার চেষ্টা করেন। তারা আমাকে ভালোবাসেন বলেই এ কাজটি করেন। জন্মদিনে সবার কাছে দোয়া চাই।

১৯৫৪ সালের ১৯ জুলাই সাতক্ষীরার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন আফজাল হোসেন। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন তিনি।

মডেলিং ও বিজ্ঞাপনচিত্রকে শিল্প পর্যায়ে প্রতিষ্ঠিত করার ব্যাপারে অনেক অবদান রয়েছে এই তারকার। একটি পণ্যকে ভোক্তার কাছে উপস্থাপন করার যে পথ তিনি দেখিয়েছেন, সে পথ ধরেই বাংলাদেশের বিজ্ঞাপনচিত্রের আজ এতো দূর এগিয়ে আসা।

আশির দশকে তার অভিনীত দর্শকপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘কুল নাই কিনার নাই’, ‘পারলে না রুমালি’, ‘জোহরা’, ‘ওহ দেবদুত’, ‘রক্তের আঙ্গুরলতা’ ইত্যাদি। এছাড়া দুই জীবন, নতুন বউ , পালাবি কোথায় সিনেমা গুলোতে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। সম্প্রতি তিনি দুটি সিনেমাতে অভিনয়ের কাজ শেষ করেছেন। সিনেমা দু’টি হচ্ছে সেলিনা হোসেনের গল্প অবলম্বনে নির্মিত হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ এবং ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ‘অপরাজেয়’।

সূত্র: ইত্তেফাক




১০ অক্টোবর শুরু এনসিএল

আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশের দু’টি প্রথম শ্রেণির টুর্নামেন্টের একটি জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। ইতোমধ্যেই আসন্ন মৌসুমের ঘরোয়া ক্যালেন্ডার চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দ্বি-স্তর বিশিষ্ঠ চার দিনের এই টুর্নামেন্টে সাতটি বিভাগ এবং ঢাকা মেট্রো অংশ নিবে। ১৭ নভেম্বর শেষ হবে এনসিএল। এরপর ২৬ নভেম্বর থেকে শুরু হবে দেশের প্রথম শ্রেণির শীর্ষ টুর্নামেন্ট হিসাবে বিবেচিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।

এনসিএলের পারফরমেন্সের ভিত্তিতে বিসিএলের চারটি দলে জায়গা করে নেবেন ক্রিকেটাররা। বিসিএল শেষ হবে ১৯ ডিসেম্বর। ওয়ানডে ফরম্যাটের বিসিএল চলবে ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

আগামী বছরের ১০ জানুয়ারি থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনের জন্য সময়সূচিতে পরিবর্তন হতে পারে।

আগামী বছরের ১২ মার্চ থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ওয়ানডে প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে শান্তিপূর্ণভাবে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

এক দফা দাবি আদায়ে বিএনপির পদযাত্রা মেহেরপুর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে এই পদযাত্রা কর্মসূচি শুরু হয়।

পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, আলমগীর খান ছাতু, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

এদিকে কর্মসূচি সফল করতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সী মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

পদযাত্রাটি বিটিসি থেকে শুরু হয়ে মেহেরপুর কলেজ মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, হোটেল বাজার, বড় বাজার, কাথুলি মোড় থেকে ছহি উদ্দীন ডিগ্রী কলেজে গিয়ে শেষ হয়।

এর আগে, বুধবার (১৯ জুলাই) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিটিসি’র সামনে গিয়ে অবস্থান নেন বিএনপি নেতা-কর্মীরা। তাদের সবার হাতে ব্যানার, প্ল্যাকার্ড ফেস্টুন দেখা গেছে। অনেকেই ধানের ছড়া হাতে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এদিকে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। পোশাকে, সাদা পোশকে নজরদারি করছেন পুলিশের গোয়েন্দা সদস্যরা।




ভারপ্রাপ্তের ভারে ন্যুজ মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই দেড় বছর চলছে মুজিবনগর উপজেলার মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ফলে দিন দিন কমছে বিদ্যালয়টির শিক্ষার মান। এতে প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

এই শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত হলেও নিয়োগের কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে অন্যান্য তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর নিয়োগ যথারীতি চলছে। ইতোমধ্যে দুই জন তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগ দিয়ে মোটা অংকের বানিজ্য হলেও ওই বিদ্যালয়ের উন্নয়নে একটি টাকা পাওয়া যায়নি বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেক আলী।

সভাপতি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেড় বছর ধরে প্রধান শিক্ষকের পদটি ঝুলিয়ে রেখেছেন বলে একটি সূত্র দাবী করেছেন। সভাপতির নিজের ক্ষমতা টিকিয়ে রাখতেই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়োগে বাধাগ্রস্ত করছেন। এক্ষেত্রে একবারও প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন ‘দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান প্রধানের পদ ফাঁকা থাকলে শিক্ষা কার্যক্রমের ব্যাঘাত ঘটবে এটাই স্বাভাবিক। অন্য পদে নিয়োগ চলছে অথচ যেটা জরুরি সেই প্রধান শিক্ষকের নিয়োগ হচ্ছে না। এমন পরিবেশে আমরা আমাদের ছেলে-মেয়েদের শিক্ষা গ্রহণ নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।’

স্থানীয় বাসিন্দা বলেন, একজন প্রতিষ্ঠান প্রধানকে কেন্দ্র করেই সে প্রতিষ্ঠানের সাফল্য রচিত হয়। অথচ কিছু মানুষ নিজেদের সুবিধা আদায়ে ও নিয়োগ বাণিজ্য করতে বছরের বছর ধরে এসব স্কুল ও কলেজে প্রধান শিক্ষক নিয়োগ বাধাগ্রস্ত করেন।

এব্যাপারে মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি শাহাবুদ্দীন জানান, পরস্পর জানা শোনার মধ্য দিয়ে একজন প্রধান শিক্ষক খোঁজা হচ্ছে। এধরনের চেনা জানা প্রধান শিক্ষক পাওয়া যায়নি বলে প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। তাছাড়া গ্রামের স্কুল এজন্য সার্কোলারও দেওয়া হয়নি। চেনা জানা প্রধান শিক্ষক পাওয়া গেলে পত্রিকায় সার্কোলার দেওয়া হবে।

এ বিষয়ে মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্বাছ উদ্দীন বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি স্কুলের ব্যবস্থাপনা কমিটির উপর নির্ভর করে। পূর্নাঙ্গ কমিটি না থাকলে সেখানে নিয়োগ দেওয়া সম্ভব নয়। তবে অতি দ্রুত যাতে নিয়োগ দেওয়া যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিৎ।