স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ৩৭ জনের চাকরির সুযোগ

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে যুব উন্নয়নের যুব সংগঠনের মাঝে চেক বিতরণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনের যুবকল্যাণ তহবিল থেকে প্রাপ্ত মেহেরপুরে নির্বাচিত ৫ টি যুব সংগঠনকে ২০২২-২০২৩ অর্থবছরের ২ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।

মেহেরপুর জেলা যুব উন্নয়নের দপ্তরের উপ পরিচালক ফিরোজ আহমেদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন প্রমূখ।

চেক বিতরণ অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুর, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাকিব প্রমুখ।




মাইক্রোসফট ওয়ার্ড-এর অজানা ফিচার

আমরা প্রায় অনেকেই বেশ কয়েক বছর ধরে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আসছি। এর মাধ্যমে খুব সহজেই যে কোনও কিছু লেখার কাজ খুব সহজেই করা যায়। এটি অফিস থেকে শুরু করে স্কুল ও কলেজ প্রায় সব জায়গাতেই ব্যবহার করা হয়।

শিক্ষার্থীরা সহজেই ওয়ার্ডে কলেজের কাজ করতে পারেন, অন্য দিকে অফিসের লোকেরাও এর মাধ্যমে প্রচুর কাজ করে থাকেন। সুতরাং মাইক্রোসফট ওয়ার্ড অনেকের কাছেই খুবই গুরুত্বপূর্ণ একটি টুল, যা ব্যবহার করে খুব কম সময়ে বিভিন্ন ধরনের কাজ খুব সহজেই করে ফেলে যায়।

মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। এর মাধ্যমে নিজেদের লেখা প্রয়োজন অনুযায়ী বড় করা যায় এবং ছোট করা যায়। এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে, যা প্রতিদিনের গুরুত্বপূর্ণ কাজকে আরও সহজ করে তুলতে সাহায্য করে।

আমরা প্রায় অনেকেই এর কিছু মৌলিক ফিচার ব্যবহার করে থাকি। কিন্তু সকলের জেনে রাখা প্রয়োজন যে, এটিতে এমন অনেক শর্টকাট পাওয়া যায়, যা প্রতিদিনের কাজকে আরও সহজ করে তোলে। মাইক্রোসফট ওয়ার্ডে এমন অনেক ফিচার রয়েছে, যা সম্পর্কে অনেকেই জানেন না। এক নজরে দেখে নেওয়া যাক মাইক্রোসফট ওয়ার্ডের কিছু অজানা ফিচার।

টুলবার লুকানো যেতে পারে

ওয়ার্ড পেজের উপরের টুলবারটি অনেক জায়গা নেয়। এমন পরিস্থিতিতে, কেউ যদি কোনও বাধা ছাড়াই লিখতে চান, তাহলে তিনি এই টুলবারটি লুকিয়ে রাখতে পারেন। এর জন্য, তাকে Ctrl + F1 বাটনে ক্লিক করতে হবে। এর পরে পুরো টুলবারটি লুকানো যাবে।

শব্দ মোছা

শব্দের প্রতিটি অক্ষর মুছে ফেলার জন্য বারবার ব্যাকসেপস ব্যবহার করার প্রয়োজন নেই। এর জন্য একটি সহজ কৌশল রয়েছে।

যখনই কেউ একটি শব্দ মুছে ফেলতে চান, তখন Ctrl key-এর সঙ্গে Backspace বাটনে ক্লিক করতে হবে। এটি একবারে পুরো শব্দটি মুছে ফেলবে।

টেক্সট সিলেক্ট

এছাড়াও টেক্সট সিলেক্ট করার জন্য ড্যাগিং এবং হাইলাইট করার বিকল্প ব্যবহার করা যেতে পারে।

যে কোনও শব্দে ডাবল ক্লিক করলে সেটি হাইলাইট হবে। এছাড়াও কপির যে কোনও অংশে ট্রিপল ক্লিক করলে পুরো বাক্য/অনুচ্ছেদ সিলেক্ট হবে।

ক্যারেক্টার সিলেক্ট করা যাবে

একইভাবে টেক্সটও খুব সহজে সিলেক্ট করা যায়। এর জন্য, মাউসের পরিবর্তে, Shift + Ctrl কি এবং Arrow বাটনে ক্লিক করতে হবে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে আলমারি ও ফুটবল বিতরণ

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টীলের আলমারি ও বিভিন্ন ক্লাব ও বিদ্যালয়ে ফুটবল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই সব উপকরণ বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য রাজন, আবুল কাশেম, গোলাম মোস্তফাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ৭ টি বিদ্যালয়ে ৭ টি স্টীলের আলমারি ও বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে ১৮১ টি ফুটবল বিতরণ করা হয়েছে।




ভালোবাসার মানুষ চলে গেলেও পারফেক্ট প্রেম যায় না: মেহজাবীন

নাট্যজগতের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় দক্ষতায় শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। এখন আর নাটকে সীমাবদ্ধ নন তিনি।

সাম্প্রতিক এই অভিনেত্রীকে ওভার দ্য টপ (ওটিটি) প্লাটফর্মেও দুর্দান্তভাবে দেখা যাচ্ছে। এই মাধ্যমে গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন তিনি। ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজে কাজ করছেন। নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।

সেই পোস্টারের পর এবার এই সিরিজের আরও একটি পোস্টার ফেসবুকে শেয়ার করেছেন মেহজাবীন। যেখানে তার সঙ্গে দেখা গেছে অভিনেতা শ্যামল মাওলাকে। সেখানেও রহস্যময় চরিত্রে হাজির হয়েছেন এই দুই তারকা।

পোস্টার শেয়ার করে মেহজাবীন লিখেছেন, ‘প্রতিটা মানুষের জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে। ভালোবাসার মানুষ চলে গেলেও এই প্রেম কখনো চলে যায় না…।’

জানা গেছে, ‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজে থাকছে সাতটি পর্ব। এতে তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।

নির্মাতা ভিকি জাহেদ বলেন, থ্রিলার এবং হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কনটেন্ট বানিয়েছি। দর্শক অনেকদিন পর আমার নতুন কাজ দেখতে পাবেন। আইস্ক্রিন এর যেহেতু প্রথম অরিজিনাল তাই ভালো কাজের মাধ্যমে যাত্রা শুরু হোক এটা মাথায় ছিল।

সূত্র: যুগান্তর




বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি প্রকাশ

আসন্ন বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ দল। তিন ম্যাচ ওয়ানডে আর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

টাইগারদের নিউজিল্যান্ড সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। ১৭ ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে খেলতে নামবে টাইগার বাহিনী। এরপর ২০ ডিসেম্বর নেলসন আর ২৩ ডিসেম্বর নেপিয়ারে হবে পরের দুই ওয়ানডে।

চারদিনের বিরতির পর ২৭ ডিসেম্বর নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৯ আর ৩১ ডিসেম্বর পরের দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে তাউরাঙ্গাতে।

এদিকে, টাইগাররা নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে বিশ্বকাপের ঠিক পরই বাংলাদেশ সফরে আসবে কিউইরা। খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের সূচি অবশ্য আগেই জানিয়েছে বিসিবি। নভেম্বরের ২৮ তারিখ প্রথম টেস্ট মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ডিসেম্বরের ৬ তারিখে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি:

১ম ওয়ানডে: ১৭ ডিসেম্বর, ভেন্যু: ডানেডিন

২য় ওয়ানডে: ২০ ডিসেম্বর, ভেন্যু: নেলসন

৩য় ওয়ানডে: ২৩ ডিসেম্বর, ভেন্যু: নেপিয়ার

১ম টি-টোয়েন্টি: ২৭ ডিসেম্বর, ভেন্যু: নেপিয়ার

২য় টি-টোয়েন্ট: ২৯ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা

৩য় টি-টোয়েন্টি: ৩১ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা

সূত্র: ইত্তেফাক




আলমডাঙ্গায় পেটে বাচ্চা নিয়ে ঝুঁলছিলো গৃহবধূ ; মৃত্যু নিয়ে রহস্য

আলমডাঙ্গা উপজেলায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌর এলাকার এরশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

নিহত গৃহবধূর নাম সোনিয়া খাতুন (২৫)। সোনিয়া পৌর এলাকার এরশাদপুর গ্রামের টিটুর স্ত্রী ও উপজেলার আইলহাঁস ইউনিয়নের হাকিমপুর গ্রামের ইমান আলীর মেয়ে।

এলাকাবাসী জানায়, পৌর এলাকার এরশাদপুর গ্রামের হবি উদ্দিনের ছেলে টিটুর সাথে দুই বছর আগে বিয়ে হয় সোনিয়ার । বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন সোনিয়াকে মানসিক ভাবে নির্যাতন করে আসছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৫ টায় টিটু স্ত্রীকে বাড়িতে রেখে মুরগী খামারে পানি দিতে যায়। দরজা বন্ধ দেখে টিটু তার স্ত্রীকে ডাকতে থাকে। প্রতিবেশীদের সহযোগিতায় ঘরে প্রবেশ করে শোবার ঘরের (আড়া) সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

নিহতের স্বামী টিটু বলেন, সকালে মুরগী খামারে পানি দিতে যায়। ফিরে ঘর বন্ধ দেখতে পায়। প্রতিবেশীদের সহযোগীতায় ঘরের দরজা ভেঙে সোনিয়ার ফাঁসিতে ঝুলতে দেখি। তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহত সোনিয়ার পিতা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে মানসিক ভাবে নির্যাতন করতো। এটি আত্মহত্যা নয়, পরিকল্পিক হত্যা।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, এরশাদপুর গ্রামে এক গৃহবধু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করি। এটি হত্যা না আত্নহত্যা তা ময়না তদন্তের পর জানা যাবে।




মেহেরপুর পুলিশের অভিযানে গ্রেফতার-১১

মেহেরপুর জেলা পুলিশের ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ১১ জন আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে মাদক মামলার ১ আসামি, মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে চুরি ও মাদক মামলায় ৮ জন ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে মারামারি মামলার ২ আসামি গ্রেফতার হয়েছে।

সোমবার দিবাগত রাতের ভিন্ন ভিন্ন সময়ে আজ মঙ্গলবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশ এই অভিযান চালান।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১ টার দিকে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করেছে।




আলমডাঙ্গায় ট্রাক থেকে পড়ে আহত যুবকের মৃত্যু

ধান বোঝাই ট্রাক থেকে পড়ে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সেলিম হোসেন (২৫) আইলহাঁস ইউনিয়নের কুটি-পাইকপাড়া গ্রামের সামসুল ইসলামের ছেলে।

জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের সেলিম ইসলাম একই গ্রামের মান্নান মালিথার আড়তে লেবারের কাজ করতেন। গত শুক্রবার সাড়ে ৪ টার দিকে ওই আড়তের ট্রাকে ধান বোঝাই করছিলো। এসময় মাথা ঘুরে ট্রাকের উপর থেকে পাঁকা রাস্তায় পড়লে, সে গুরুত্বর আহত হয়।

তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দুপুরে মৃত্যু বরণ করেন। এঘটনায় নিহত যুবকের পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।




দর্শনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্ধোধন

দর্শনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের শুভ উদ্ধোধন করলেন দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু।

এ সময় তিনি বলেন ডেঙ্গু এখন সারাদেশেই ছড়িয়ে পড়েছে। আগের যে কোন সময়ের তুলনায় এ বছর আক্রান্ত ও মৃত্যর সংখ্যাও বেশি। ডেঙ্গু পরিস্থিতি এখন যে পর্যায়ে রয়েছে একে মহামারিই বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাই বর্তমানে ডেঙ্গু পরিস্থিতিকে জনস্বাস্থ্যর জন্য জরুরী অবস্থা হিসাবে ঘোষনা করতে সরকার পরামর্শ দিয়েছে। ডেঙ্গুজ্বর নিয়ন্ত্রন ও প্রতিরোধের লক্ষে দর্শনা পৌরসভায় মশক নিধনের শুভ উদ্ধোধন করা হলো।

গতকাল সোমবার বেলা ১২ টার দিকে দর্শনা থানা চত্বরে মশক নিধনের কার্যক্রম শুরু করে।এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক ও কাউন্সিলর সাবির হোসেন মিকা, এস আই টিপু সুলতান, যুবলীগ নেতা আব্দুস সালাম ভুট্ট, সাবেক কাউন্সিলর কানছু মাতবর প্রমুখ।