ঝিনাইদহে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার (১৭ই জুলাই) বেলা ১২টার দিকে গাছের চারা বিতরণ করা হয়।

গাছের চারা বিতরণের এই কর্মসূচি উদ্বোধন করেন ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ রুস্তম আলী। এই সময়ে তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে ফলস ও বনজ বৃক্ষ রোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিপ ইনস্ট্রাকটর মোঃ আসাদুজ্জামান, সিনিয়র শিক্ষক মোঃ আবুল হাসনাত, সিনিয়র ইনস্ট্রাকটর শীতল চন্দ্র, জাপানি ভাষা প্রশিক্ষক আবু বক্কার সিদ্দিক, জব পেজমেন্ট অফিসার আব্দুল্লা আল মামুন ও অন্যান্য কর্মকর্তা সহ কর্মচারীবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন কালে ঝিনাইদহ কারিগরি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ রুস্তম আলী বলেন জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক এর নির্দেশক্রমে গ্রাম এবং শহরকে সবুজায়ন করার লক্ষ্যে এবং প্রবাসীদের স্মরণে এতিম এবং গরিবদের মাঝে একটি করে গাছ বিতরণ করা হবে এবং প্রবাস যেতে ইচ্ছুক দের মাঝেও বৃক্ষ বিতরণ হবে বলে তিনি উল্লেখ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন কালে ঝিনাইদহ কারিগরি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ রুস্তম আলী বলেন জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক এর নির্দেশক্রমে গ্রাম এবং শহরকে সবুজায়ন করার লক্ষ্যে এবং প্রবাসীদের স্মরণে এতিম এবং গরিবদের মাঝে একটি করে গাছ বিতরণ করা হবে এবং প্রবাস যেতে ইচ্ছুক দের মাঝেও বৃক্ষ বিতরণ হবে বলে তিনি উল্লেখ করেন।




গাংনীতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে পানসোনা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। তিনি দেবীপুর স্কুল পাড়ার আব্দুস সাত্তারের স্ত্রী।  আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, পানসোনা খাতুন মানসিক ভাবে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন। গেল কয়েকদিন আগে চোখ অপারেশন করে আসার পর থেকে বেশি অসুস্থ হয়ে পড়েন। তিনি নিদিষ্ট কোন কারণ ছাড়াই মানসিক সমস্যার জন্য আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসীর ধারণা।

পানসোনা খাতুনের স্বামী আব্দুস সাত্তার বলেন, আমি সকাল বেলায় মাঠে ঘাস কাটতে গিয়েছিলাম; এরমধ্যে আমার এক ভাই এসে খবর দিলে বাড়ি ছুটে এসে দেখি ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পরে আমার এক নাতি হাঁসুয়া দিয়ে ওড়না কেটে মরদেহ নিচে নামায়।

এদিকে ঘটনাস্থলে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আজমল হোসেন, গাংনী থানার (ওসি) তদন্ত মনোজিৎ কুমার নন্দী সহ পুলিশের একটি টিম উপস্থিত হয়েছেন।




আড়ম্বর পরিবেশে মেহেরপুর বাজু’সের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয় প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সকাল ১১ টার সময় একটি বর্ণাঢ্য র‌্যালী মেহেরপুর কাঁসারি বাজার সোনা পট্টি থেকে বের হয়ে বড়বাজার ও ডিসি কোর্ট চত্তর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। বাজুসের মেহেরপুর জেলা শাখার কার্যালয়ের সামনে ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি ইশ্বর কুমার পাত্রের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাজুসের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোমিন, সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মনা, অর্থ সস্পাদক ইমদাদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বাজুসের কেন্দ্রীয় সভাপতি সায়েম সোবহান আনভীরের দীর্ঘায়ু কামনা করে বক্তারা বলেন, দেশে এখন জুয়েলারি ব্যবসার স্বর্ণযুগ চলছে। আগে স্বর্ণ ব্যবসায়ীরা নানাভাবে হয়রানির স্বীকার হয়েছেন। এই ব্যবসা টিকিয়ে রাখতে তারা বিভিন্ন কারনে জেল পর্যন্ত খেটেছেন। এখন ব্যবসায়ীরা নির্বিঘ্নে জুয়েলারি ব্যবসা করতে পারছেন। এসময় মেহেরপুর জেলার বিভিন্ন স্তুরের স্বর্ণ ব্যবসায়ী ও স্বর্ণশিল্পর সাথে জড়িত কারিগরবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও

মুজিবনগর : বাজুসের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুজিবনগর উপজেলা জুয়েলার্স এসোসিয়েশনের পক্ষ থেকে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুজিবনগর উপজেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক স্বরজিৎ এর নেতৃত্বে একটি র‌্যালী বল্লভপুর রোড থেকে শুরু হয়ে কেদারগঞ্জ হয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা হয়। এসময় জুয়েলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বরোজিৎ কুমার, রনজিৎ কুমার, মোশাররফ হোসেনসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গাংনী : গাংনী উপজেলা জুয়েলার্স এসোসিয়েশন (বাজু’স) এর উদ্যোগে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে একটি র‌্যালি গাংনী থানার মোড় থেকে শুরু হয়ে গাংনী হাসপাতাল বাজার ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা হয়। এসময় বাজুস গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শুষান্ত কুমার পাত্র, সহসভাপতি সালাহ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক রানা আহম্মেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




মেহেরপুর টিটিসিতে কোরিয়ান ভাষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন

মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তে কোরিয়ান ভাষা এবং সেভ মটর ড্রাইভিং এবং ব্যাসিক মেইনটেন্যান্স কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম সোমবার (১৭ জুলাই) দুপুরের দিকে টিটিসি ভবনে এই কোর্সের অনুষ্ঠানিক উদ্বোধন করেন।

টিটিসির অধ্যক্ষ মো: আরিফুল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল ইন্সট্রেক্টর শিখা খানম, কম্পিউটার ইন্সট্রেক্টর আলামিন হোসেন, ইলেক্ট্রনিক ইন্সট্রেক্টর মাসুদ পারভেজ, ইলিকট্রিক্যাল ইন্সট্রেক্টর সোহেল রানা, গার্মেন্টস ইন্সট্রেক্টর আনিছুর রহমান, চালক ইন্সট্রেক্টর সাজিবুল ইসলাম, জাপানী ভাষা প্রশিক্ষক আল ইমরান, কোরিয়ান ভাষা প্রশিক্ষক শফিকুল আলম প্রমুখ।




‘বেদের মেয়ে জোসনা’কে ছাড়িয়ে যাচ্ছে ‘প্রিয়তমা’!

বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কম সময়ে সুপারহিট সিনেমা উপহার দিলেন শাকিব খান। হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি এবার ‘বেদের মেয়ে জোসনা’র সর্বমোট আয়ের রেকর্ড ভাঙতে চলেছে।

এতোদিন ঢালিউডে ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমাটি আয়ের তালিকায় প্রথম স্থানে ছিলো। তোজাম্মেল হক বকুল এর পরিচালনায় ১৯৮৯ সালে নির্মিত ‘বেদের মেয়ে জোসনা’র আয় ছিল প্রায় ২০ কোটি টাকা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ।

‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার কাহিনিই শুধু দর্শকদের মন জয় করেনি। এ সিনেমার গানও দর্শকের মন ছুঁয়ে যায়। সিনেমাটির টাইটেল সং ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে’ এখনও দর্শকের মুখে মুখে। এ গানটি এতটাই জনপ্রিয় যে বলিউডে এ গানের সুর একাধিকবার ব্যবহার করেছেন বিভিন্ন সঙ্গীত শিল্পী ও সুরকাররা।

বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ব্যবসা সফল এই সিনেমাটি ওই সময় ১,২০০ টি সিনেমা হলে প্রদর্শিত হয়। এবার সে সিনেমার আয়ের রেকর্ড ভাঙলো ‘প্রিয়তমা’।

মূলত রোমান্টিক ঘরানার সিনেমা অভিনীত ‘প্রিয়তমা’ । এ সিনেমায় তুলে ধরা হয়েছে আশাহত এক প্রেমিককে যিনি তার ভালোবাসার মানুষ প্রিয়তমাকে হারিয়ে নিস্তব্ধ। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান এবং কলকাতার ইধিকা পাল।

দ্রুত ব্যবসাসফল এ সিনেমাটির আয় কত জানেন? পরিচালক হিমেল আশরাফের ফেসবুক স্ক্রল করে এ সিনেমার আয়ের একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়। চলতি বছর কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কিছুদিনের মধ্যেই পরিচালক হিমেল জানান, প্রথম কয়েকদিনে দর্শকদের কেনা টিকিট আর একটি ওটিটি প্লাটফর্মে সিনেমাটি বিক্রি করেই ‘প্রিয়তমা’ সিনেমা নির্মাণের খরচ উঠে লাভের মুখ দেখেছেন প্রযোজক। কিন্তু এ হিসেবের স্পষ্ট আয়ের অংক প্রকাশ করেনি পরিচালক।
সে হিসাব প্রকাশ না করলেও পরিচালক হিমেল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, দেশের ১০৭টি হলে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ১০ কোটি ৩০ লাখ। ১০৯টি হলে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির আয় ৮ কোটি ৫৫ লাখ।

দেশের ৮৪টি হলে তৃতীয় সপ্তাহে সিনেমাটি প্রেক্ষাগৃহে এখনও চলছে। তা থেকে আয়ের অংক কত তা অবশ্য এখনও পরিচালকের কাছ থেকে জানা যায়নি।

এদিকে পরিচালক হিমেল সিনেমাটির আয় নিয়ে সর্বশেষ পোস্ট করেন রোববার (১৬ জুলাই)। ওই পোস্ট থেকে জানা যায়, আমেরিকা, কানাডার প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই আয় ৮৪ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ ৭২ হাজার টাকা।

হিমেল আশরাফ তার ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন, আমেরিকা ও কানাডার পর প্রিয়তমা মুক্তি পাবে অস্ট্রেলিয়া, দুবাই, সৌদি আরব, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমান, মালয়েশিয়া, ভারত ও সুইডেনে।

এ হিসেব থেকে দেখা যাচ্ছে, ৮৪টি হলে ৩য় সপ্তাহ এবং বিভিন্ন দেশে থেকে (আমেরিকা ও কানাডা বাদে) সিনেমাটির আয় ছাড়াই ‘প্রিয়তমা’ সিনেমা ‘বেদের মেয়েজোসনা’র রেকর্ড আয় প্রায় ছুঁয়ে ফেলেছে। অর্থাৎ খুব শিগগিরই ‘বেদের মেয়ে জোসনা’র আয়ের রেকর্ড ভাঙছে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা।

তবে গত প্রায় ৩৪ বছরের মুদ্রাস্ফীতি এবং টাকার মানের বিষয়টি বিবেচনায় নিলে এখনো সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় ধরাছোঁয়ার বাইরে ‘বেদেরে মেয়ে জোসনা’।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুর টিটিসিতে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মেহেরপুর জেলা প্রশাসকের উদ্যোগে মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষধি গাছের এক হাজার চারা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৭ জুলাই) দুপুরের দিকে মেহেরপুর টিটিসি প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই চারা বিতরণ করেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।

টিটিসির অধ্যক্ষ মো: আরিফুল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল ইন্সট্রেক্টর শিখা খানম, কম্পিউটার ইন্সট্রেক্টর আলামিন হোসেন, ইলেক্ট্রনিক ইন্সট্রেক্টর মাসুদ পারভেজ, ইলিকট্রিক্যাল ইন্সট্রেক্টর সোহেল রানা, গার্মেন্টস ইন্সট্রেক্টর আনিছুর রহমান, চালক ইন্সট্রেক্টর সাজিবুল ইসলাম, জাপানী ভাষা প্রশিক্ষক আল ইমরান, কোরিয়ান ভাষা প্রশিক্ষক শফিকুল আলম প্রমুখ।




বর্ষা এলে – ইলিয়াছ হোসেন

বর্ষা এলে আকাশ জুড়ে
মেঘের ভেলা ভাসে,
মেঘের ফাঁকে দিবাকরে
ক্ষণে ক্ষণে হাসে।

কখনো মেঘ ভারী হয়ে
অঝোর ধারায় ঝরে,
রিমঝিম রিমঝিম বৃষ্টির শব্দে
হৃদয় আনচান করে।

পুকুর নদী খাল ও বিলে
যৌবন ফিরে পায়,
কদম কেয়া জুঁই কামিনী
সৌরভ যে ছড়ায়।

চাষির মনে খুশির জোয়ার
জাম কাঁঠাল আমে,
হাট বাজারে বিক্রি করে
মনের মতো দামে।

বর্ষার শোভায় মুগ্ধ হয়ে
কাব্য লিখেন কবি,
চিত্রকরে তুলি দিয়ে
আঁকেন বর্ষার ছবি।




টিকটকে ফ্যামিলি শেয়ারিং ফিল্টার

শর্ট-ফর্ম ভিডিওর শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম টিকটক। এখন পর্যন্ত তারা একাধিক নতুন ফিচার নিয়ে কাজ করছে। কিশোর-কিশোরীদের নিরাপত্তা বৃদ্ধি ও কল্যাণের জন্য উল্লেখযোগ্য দুটি উদ্যোগ ঘোষণা করেছে।

পিতামাতা ও অভিভাবকদের মূল্যবান সব ফিডব্যাকের ফলে টিকটক তাদের ফ্যামিলি পেয়ারিং ফিচারের মাধ্যমে কনটেন্ট ফিল্টারিংয়ের ক্ষমতা বৃদ্ধি করেছে। তাই এখন অপ্রাপ্তবয়স্করা কনটেন্টগুলো দেখছে তাদের পিতামাতা বা অভিভাবকরা সেগুলো আরও বেশি করে কাস্টমাইজ করতে পারবেন।

অভিভাবকরা তাদের কিশোর-কিশোরীদের জন্য যেসব শব্দ, হ্যাশট্যাগ এবং থিমকে অনুপযুক্ত মনে করেন সেগুলো কনটেন্ট ফিল্টারিং টুল ব্যবহারের মাধ্যমে ফিল্টার করতে পারবেন। এর মধ্য দিয়ে তারা তাদের সন্তানদের জন্য একটি উপযুক্ত অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবেন।

নিরাপত্তার কাঠামোকে সুসংহত এবং অন্তর্ভুক্তিমূলক করতে টিকটকের সঙ্গে বিখ্যাত বিশেষজ্ঞরা কাজ করছেন। যার মধ্যে রয়েছে ফ্যামিলি অনলাইন সেফটি ইনস্টিটিউট। বিশেষজ্ঞদের দক্ষতার মাধ্যমে টিকটক অভিভাবকদের উদ্বেগ দূর করে এবং একই সাথে অনলাইনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কিশোর-কিশোরীদের অধিকারও রক্ষা করে। এই প্রচেষ্টার অংশ হিসেবে, টিকটক স্বচ্ছতা নিশ্চিত করে এবং অভিভাবকদের যুক্ত করা কিওয়ার্ডগুলো কিশোর-কিশোরীরা দেখতে পায়। টিকটকের এই স্বচ্ছতা অনলাইনে নিয়ন্ত্রণ এবং এর নিরাপত্তা নিয়ে আলোচনা করতেও উৎসাহিত করে। সেই সঙ্গে সন্তান এবং পিতামাতার মধ্যে পারস্পরিক বোঝাপড়াকেও গুরুত্বপূর্ণ করে তোলে।

টিকটকের নতুন কনটেন্ট ফিল্টারিং ফিচারটি ব্যবহার করলে ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীরা তাদের বয়স অনুযায়ী অনুপযোগী বা জটিল বিষয়ের কনটেন্টগুলো আর দেখতে পারবে না। ফ্যামিলি পেয়ারিং ছাড়াও প্লাটফর্মটি চালু করেছে ইয়ুথ কাউন্সিল। তরুণ ব্যবহারকারীদের জন্য এটি টিকটকের নতুন একটি উদ্যোগ। টিকটকের নীতি ও ফিচার তৈরিতে তরুণরা এতে আরও সক্রিয় হতে পারেন। কিশোর-কিশোরীদের ধারণা, নতুন ভাবনা এবং যেকোনো উদ্বেগ শেয়ার করার জন্য ইয়ুথ কাউন্সিল একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ফলে টিকটক কমিউনিটিকে আরও নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক করতে তারা অবদান রাখতে পারবে।

সূত্র: টেকক্রাঞ্চ




স্নাতক পাসে নিয়োগ দেবে হীড বাংলাদেশ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হীড বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

শাখা ব্যবস্থাপক।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্নাতক/ স্নাতকোত্তর পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সর্বনিম্ন দুই বছর শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত মাইকোফাইন্যান্স কর্মসূচীর সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী ও মোটর সাইকেল চালনায় সক্ষম হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

৩০,০০০ – ৩৫,০০০/- (মাসিক )।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২০ জুলাই, ২০২৩।

সূত্র : বিডিজবস




মুজিবনগরে বৃদ্ধের আত্ম*হত্যা

মুজিবনগরে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জাহান আলী (৬৫) নামে এক বৃদ্ধ।

জাহান আলী মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের মৃত সেধু মালের ছেলে। গতকাল রবিবার দিবাগত রাতের কোন এক সময় মুজিবনগর উপজেলার মানিকনগর-নাজিকোনা রোডে লাউগাড়া মাঠে জৈনেক হিসাব এর পুকুরের পাশে আমগাছের সাথে গলাই রশি দিয়ে আত্মহত্যা করে সে।

আত্মহত্যার বিষয়ে বাগোয়ান ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম মেহেরপুর প্রতিদিনকে বলেন, কি কারনে সে আত্মহত্যা করেছে এটা বলা যাচ্ছে না। তবে তার মাথার সমস্যা ছিল।

ঘটনা সত্যতা স্বীকার করে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মেহেদি রাসেল মেহেরপুর প্রতিদিনকে বলেন, জাহান আলী রবিবার দিবাগত রাত্রের কোন এক সময় গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তার মাথায় কিছুটা সমস্যা থাকার কারণে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

এ সময় মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আজমল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।