প্রধানমন্ত্রীর নির্দেশে মেহেরপুরে আসেননি জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নির্দেশে মেহেরপুরে আসেননি জন প্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বিষয়ে বলেন, আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী কিন্তু মেহেরপুরে  যাবার জন্য আমাকে বলেছিল।

আমি বলেছি যে, মেহেরপুরে ঢুকতে পারবা না। কারণ ঢাকায় তো করোনাভাইরাস আছে। এক্ষেত্রে কোনো মানুষ মেহেরপুরে ঢুকুক, আমি চাই নাই।

তাকে আমি যেতে দিই নাই। আমি বলেছি, তুমি এখানে বসে টেলিফোনে বা অন্যকোন মাধ্যমে কাজ করো।

ঢাকায় যারা রয়েছে আমি তাদেরকে বলেছি ঢাকায়ই থাকতে হবে। কেউ এখান থেকে নিজের জায়গায় যেতে পারবে না।

রবিবার খুলনা ও বরিশাল বিভাগের জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে মেহেরপুরের উদ্দেশ্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী৷

মেপ্র/এমএফআর