মেহেরপুরে গণপ্রকৌশল দিবসসহ আইডিইবি’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার সকালে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে “নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি” প্রতিপাদ্য একটি র‌্যালি বাহির করা হয়।

র‍্যালীটি মেহেরপুর পৌর কমিউনিটি হল রুমের সামনে থেকে শুরু করে মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান (বকুল), কোষাধক্ষ্য জাহাঙ্গীর হোসেন, উপদেষ্টা নুরুল ইসলাম সহ আমিনুল ইসলাম সাগর প্রমুখ।