
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হিতামপুর এলাকা হতে অবৈধ জালটাকাসহ এক জন কে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) র্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন হিতামপুর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ও জাল টাকা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি একই তারিখ দিবাগত রাত আনুমানিক ০১.৪৫ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন হিতামপুরগ্রামের মোঃ আব্দুর রহমান সবুজের সারের দোকান (রাফি এন্টারপ্রাইজ) এর সামনের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ জাল টাকাসহ মোঃ আশিক খান আকরাম (২৩)কে গ্রেপ্তার করে। আকরাম একই উপজেলার ধাওড়া মধ্যপাড়া গ্রামের মোঃ আতিয়ার খাঁর ছেলে।
সে সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেপ্তারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ জাল টাকা ২১,০০০/-(একুশ হাজার) , ০১টি মোবাইল এবং ০২টি সিমকার্ড উদ্ধারপূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে ঝিনাইদহের শৈলকুপা থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানান।


