ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের রতিডাঙ্গা গ্রামে লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সাঈদ হোসেন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সাঈদ হোসেন রতিডাঙ্গা গ্রামের মৃত সাফাই মোল্লার ছেলে।
স্থানীয় ও স্বজনরা জানায়, সকালে শ্রমিক সাঈদ হোসেনকে একই গ্রামের জাহিদ বিশ্বাস তার গাছ থেকে লিচু পাড়তে ডেকে নিয়ে যায়। গাছে উঠলে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, গাছ থেকে পড়ে একজনের মৃত্যুর ঘটনা শুনেছি। মরদেহ এখনো কুষ্টিয়াতে রয়েছে।