মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা চলছে। এ খবর পাওয়া পর্যন্ত জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসান, বিএনপি নেতা মনোয়ারুল হোসেন চঞ্চল, আজিমুল বারি লাভলুসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে বলে জানা গেছে।
অভিযোগ উঠেছে, আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও তার ভাই সফিকুল ইসলামসহ তার কর্মী সমর্থকরা এ হামলা চালিয়েছে। তারা সম্মেলন স্থলে নেতাকর্মীদের বাঁধা প্রদান করছেন। প্রতিরোধ করতে গেলেই হামলা শিকার হচ্ছেন বলে জানিয়েছেন আহতরা।
বিস্তারিত আসছে..