পূর্বের ‘মেহেরপুর পৌর কলেজ’ নামে ফিরছে বর্তমান ছহিউদ্দীন ডিগ্রি কলেজ। কলেজের স্টাফ মিটিং ও গভর্ণিং বাডির সভার সিদ্ধান্ত মোতাবেক প্রতিষ্ঠাকালীন নাম মেহেরপুর পৌর কলেজ নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ মোহা: মহসীন আলী স্বাক্ষরিত (স্মারক: ছডিকমে/২৫/১৯/২০২৫) এক স্মারক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্মারকে অধ্যক্ষ মোহা: মহসীন আলী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৭.০০.০০০০.০৭০.৩৫.০০১.১৭.১৩৪ তারিখ ২০/০৫/২০১৯ এর আলোকে জেলার সদর উপজেলার ‘মেহেরপুর পৌর কলেজ’-এর নাম পরিবর্তন করে তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের পিতা মরহুম ছহিউদ্দিন-এর নামে ‘ছহিউদ্দিন ডিগ্রি কলেজ, মেহেরপুর’ নামকরণ করা হয়। যা এখনও বহাল আছে এবং এ নামেই কলেজ পরিচালিত হচ্ছে। ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সে সময় কলেজ কর্তৃপক্ষকে তার পিতার নামে নামকরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য করেন।
তবে এরই মধ্যে কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীগণ কলেজের বর্তমান নাম পরিবর্তনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিষয়টি নিয়ে কলেজের স্টাফ মিটিং এবং গভর্ণিং বডির সভায় আলোচনা শেষে কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ের নাম ‘মেহেরপুর পৌর কলেজ’ নামেই আবার নামকরণ করার জন্য সিদ্ধান্ত সানন্দে গ্রহণ করা হয়।