ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত স্কুল ও কলেজ কম্পাউন্ডে এই ভবনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইউট্যাব ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদ শাখার সভাপতি প্রফেসর ড. মো. ফারুকুজ্জামান খান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ওবাইদুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলীমুজ্জামান টুটুল, প্রকল্প পরিচালক ড. নওয়াব আলী খান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন, এবং প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. শরিফ উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।