
ঝিনাইদহের কোটচাঁদপুরে পারফরমেন্স বেইজড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (PBSSI) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনিসুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যাপক ড. শেখ মো. আমানুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক কুমার সরকার, কোটচাঁদপুর পৌর ডিগ্রি কলেজ ও কামিল মাদ্রাসার সভাপতি অধ্যাপক মতিয়ার রহমান, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, মডেল বালিকা বিদ্যালয়ের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ বাহারুল ইসলাম, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, কোটচাঁদপুর পৌর কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আক্তার জাহান এবং সাফদারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দিন।
উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা থেকে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার ফারুক হোসেন।