
মেহেরপুর সদর উপজেলা টাইলস, পাইপ ও স্যানিটারি নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
সভাপতি পদে মোহর আলী খান তুষার ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে উজ্জ্বল আলী ২১২ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন মুন্না ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে শামীম রেজা ১৯০ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল করিম মুক্তা ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, অ্যাডভোকেট মিজানুর রহমান ও অ্যাডভোকেট মোখলেসুর রহমান খান নির্বাচন পরিচালনা করে।