
সাবেক ডিএমপি কমিশনার ও তার ভাইয় এনামূল হকের বাড়িতে চুরিতে চারজন গ্রেফতার হলেও উদ্ধার হয়নি স্বর্ণালংকার ও নগদ টাকা।
আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামে সাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলামের ভাইয়ের বাড়িতে চুরির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও উদ্ধার হয়নি লুট হওয়া ১৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা।
আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) বাবলু খাঁনের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর নওদা বন্ডবিল গ্রামের মন্টু আলীর ছেলে মো. সজিব হোসেন ওরফে ফজা (২৬), আহাদ আলীর ছেলে মো. সাজিদুর রহমান (২৪), সোহরাব আলীর ছেলে মো. মোজ্জাম্মেল কাজল (২২) এবং ঝন্টু মিয়ার ছেলে মো. সোহান আলী (২৪)। সোমবার দুপুরে তাদের চুয়াডাঙ্গা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাতে শফিকুল ইসলামের ছোট ভাই ও আলমডাঙ্গা একাডেমি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হকের বসতবাড়িতে দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে ছড়িয়ে বাড়ির সদস্যদের অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে যায়।
এ ঘটনায়, এনামুল হক বাদী হয়ে ওই দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ অভিযান চালায়। তবে গ্রেফতারদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্টরা।
চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।