
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামের মাঠে আগাছানাশক ছিটিয়ে ২৭ কাঠা জমির ধান বিনষ্ট করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন আলাল উদ্দীন নামের এক কৃষকের জমিতে আগাছানাশক স্প্রে করে।
পুরো জমির ধান নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ওই কৃষক।
জানা গেছে, শিমুলতলা গ্রামের আলাল উদ্দীন সহড়াবাড়ীয়া গ্রামের মাঠে নিজ জমিতে ধান আবাদ করেছিলেন। তিন দিন আগে প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে ধানের ক্ষেতে আগাছানাশক স্প্রে করে। আজ বৃহস্পতিবার সকাল থেকে আগাছানাশকের প্রতিক্রিয়ায় ধান গাছ শুকিয়ে মারা যেতে শুরু করে।
এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী কৃষক।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল জানান, লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।