
আলমডাঙ্গা পৌরসভার পাশে অবৈধ নির্মাণাধীন বিল্ডিং তৈরির অভিযোগ উঠেছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
মৃত রফিক খাঁনের ছেলে হেলান উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি পৌর নির্মাণ আইন ও বিল্ডিং কোড অমান্য করে রাস্তার উপর বিল্ডিংয়ের ছাদ নির্মাণ করছিলেন।
বিষয়টি পৌর প্রশাসক ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের দৃষ্টি আকর্ষণ করলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেন।
তিনি বলেন, আশা করছি, এমন পরিস্থিতি এড়াতে এখন থেকে কেউ আর বিল্ডিং কোড ও পৌর নির্মাণ আইন অমান্য করবে না।
আলমডাঙ্গা নাগরিক কমিটির সদস্য সচিব হাবিব করিম চঞ্চল বলেন, পৌর প্রশাসকের নেতৃত্বে আলমডাঙ্গা পৌরসভা সকল দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে। নাগরিকের সহযোগিতা পেলে আশা করছি অচিরেই পৌরসভা আমাদের কাঙ্ক্ষিত শহর উপহার দিতে পারবে।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নির্দেশ দিয়েছেন অবৈধ স্থাপনা ভেঙে নিতে এবং নতুন এস্টিমেট পাশ করিয়ে বিল্ডিং নির্মাণের কাজ শুরু করার জন্য।