
মেহেরপুর শহরের ফৌজদারী পাড়া যুব সংঘের আয়োজনে মরহুম তুষার স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের চিজ এন্ড ফিজ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আকাশ, মুকিম, শোভন, মারুফ, মাহফুজ, নয়ন, হাবিব, সেলিম, মনা, মুন্না, রাকিবুল ইসলাম রিপন, লিটনসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এবারের প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশগ্রহণ করবে— বুলু আইজ, ফ্যালকন বয়েজ, রেড সকস, সেভেন স্টার, নাইট টাইগার ও গোল হান্টার।
টুর্নামেন্ট উপলক্ষে খেলোয়াড় ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।