
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু অভিযান চালিয়ে দুইজনকে জরিমানা করেছে।
গতকাল আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু অভিযান চালিয়ে একটি দোকানে ও একটি মটর সাইকেল যাত্রী কে জরিমানা করেছে। আলমডাঙ্গা সহকারি কমিশনার ভুমি প্রধান সড়কে রাস্তার পাশে চলাচলের রাস্তা দখল করে মালামাল রাখার কারণে মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে এই অভিযোগে অত্যবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় আলামিন ক্রোকারিজের মালিককে ৫০০০ টাকা এবং ড্রাইভিং লাইসেন্স ও মটর সাইকেলের কোন কাগজ পত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোটরসাইকেল চালক জাকির হোসেনকে ১৫০০টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা পৌর সভার স্যানিটারী ইন্সপেক্টর মাহফুজ রানা, বাজার পরিদর্শক সুরত আলি, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুল করিম চঞ্চল, আবু সাইম, জেহের আলি, মনিরুজ্জামান, সোহেল রানা, আশরাফ আলি, হাফিজুর রহমান মন্ডল প্রমুখ।