
আলমডাঙ্গা প্রিমিয়ার লীগ (এপিএল) এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা বিটিম মাঠে বিকালে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ফাইনাল ম্যাচে অংশ গ্রহণ করে ফাইদা গ্রুপ বন্ডবিল ও বাবুপাড়া কোবা রাইডার্স।
প্রথমে টসে জিতে কোবা রাইডার্স ১৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রান তোলে। পরে ফাইদা গ্রুপ কোন উইকেট না হারিয়ে ১০৫ রান তুলে নেই অতি সহজেই। ম্যান অব দ্যা ম্যাচ হয় ফাইদা গ্রুপ দলের নাইম হোসেন, ম্যান অব দ্যা সিরিজ মাহাফুজ আহমেদ, সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন শাওন ও সেরা বোলার খালিদ।
ম্যাচ শেষে এপিএল ক্রিকেট টুর্নামেন্ট বিজয়ী দল ফাইদা গ্রুপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
তিনি বলেন, খেলাধুলা জীবনের মানচিত্র পালটে দিতে পারে। জীবনের স্তম্ভিত পথকে গতিশীল করতে পারে। অপকর্মে অসামাজিক কর্মকাণ্ড থেকে মুক্তি দিতে পারে খেলাধুলা। তাই যুব সমাজের প্রতি আহব্বানে করি এসো মাঠে যায়, স্বপ্ন বুনি। এ দেশ, এ জাতীর প্রয়োজনে জীবন গড়ি।