
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফলে মেহেরপুর জেলা থেকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ১১ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে ফলাফল ঘোষণা করা হয়। মেহেরপুর জেলার সুপারিশপ্রাপ্ত ১১ জনের মধ্যে গাংনী উপজেলায় রয়েছেন ৯ জন এবং সদর উপজেলায় রয়েছেন ২ জন।
সুপারিশপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজের ডা. সামিয়া সুলতানা, রংপুর মেডিক্যাল কলেজের ডা. আবু জার গিফারী, বরিশাল মেডিক্যাল কলেজের রুবিয়া খাতুন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ডা. আসিফ হাসান, ঢাকা মেডিক্যাল কলেজর ডা. নাহিদ হাসান, ডা. ইশতিয়াক হোসেন, খুলনা মেডিক্যাল কলেজর ডা. মো. মাহবুবুর রহমান নয়ন, খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজর ডা. ওমর ফারুক, ডা. ফারিহা, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ডা. সরোয়ার রাব্বি ও ফরিদপুর মেডিক্যাল কলেজের ডা. রাসেল রানা।
গত ২০ জুলাই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ৫ হাজার ২০৬ জন সাময়িকভাবে উত্তীর্ণ হন। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন। পরে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়।