
দর্শনায় হাতুড়ি পিটা করার অভিযুক্ত আসামী রিমন আলী গ্রেফতার হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আসামীর নিজ বাড়ি থেকে কালিদাসপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে রিমন হোসেন (৩৮) কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ০৯/০৯/২০২৫ তারিখ বেলা সাড়ে ৩টার দিকে দর্শনা পুরাতন বাজার বন্ধু জুয়েলার্সর মালিক সঞ্জয় কুমার শান্তারাকে হাতুড়ি দিয়ে মারপিট করে রিমন হোসেন ঢাকায় পালিয়ে যায়। দীর্ঘ ৪দিন পর রিমন হোসেন বাড়িতে ফিরে এলে গতকাল বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনার বিবরণে রিমন আলী বলেন, গত ৩ তারিখে আমার চাচীর কাছে মধুমালা নাম ১ লাখ ২০ হাজার টাকা ধার নিয়েছিলাম। গত ৪ তারিখ ওনাকে ব্যাক করার কথা। তো ৪ তারিখ ব্যাক করতে পারিনি। পরবর্তী ৭ তারিখে আমার নিজের ব্যবহার করা স্বর্ণ চাচীরে দিলাম। আপনি এ স্বর্ণগুলো কোথাও রেখে টাকাটা নিয়ে নেন। সঞ্জয়ের কাছে রেখেছে। বলেছে যে এক লাখ ২০ হাজার টাকা ৬ হাজার টাকা লাভ দিতে হবে, ১ ঘন্টার জন্য যা ২ঘন্টার বা তিনদিন বা ১৫ দিনের জন্য ৬ হাজার টাকা লাভ দিতে হবে। ১৫ দিনের তার্গেটে ৬ হাজার টাকা নেয়। ৭ তারিখে এ ঘটনা এর ২দিন পর ০৯/০৯/২০২৫ তারিখ বলেছি ৬ হাজার টাকার কিছু কম নিতে হবে। সে এত রাজি হয় না। আমিও এ ঘটনায় টেনশনে ছিলাম। তাকে বার বার অনুরোধ করি ২ হাজার কম দিতে চাই। সে রাজি না হলে আমি রাগ করে তাকে হাতুড়ি দিয়ে মাথায় মেরে দিয়েছি।
এ বিষয় দর্শনা থানার অফিসার্স ইনচার্জ শহীদ তিতুমীর জানান, গত ০৯/০৯/২০২৫ তারিখ দর্শনা পুরাতন বাজার বন্ধু জুয়েলার্সর মালিক সঞ্জয় কুমার শান্তারাকে হাতুড়ি দিয়ে মারপিট করে পালিয়ে যায়। দীর্ঘ ৪দিন পর রিমন হোসেন বাড়িতে ফিরে এলে গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে দর্শনা পুলিশ তাকে গ্রেফতার করে। দুপুর দেড়টার দিকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।