
আলমডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যপণ্যের বাজারে শৃঙ্খলা আনতে ভোক্তা-অধিকারের তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। গতকাল রবিবার সকাল ১২টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় এ অভিযান চলে।
অভিযান চলাকালে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের অভিযোগে শ্রী উজ্জ্বল কুমার সাহার প্রতিষ্ঠান মেসার্স মদন মহন মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, লিখিত অভিযোগের প্রেক্ষিতে DTSI মবিলের দাম বেশি নেওয়ায় মো. গোলাম মোস্তফার প্রতিষ্ঠান তাজ মটরসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে দুটি প্রতিষ্ঠান থেকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে ভোক্তার অধিকার ক্ষুন্ন না করার জন্য সতর্ক করা হয়। এছাড়া হোটেল ও মিষ্টান্ন ব্যবসায়ীদের অবিলম্বে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে— ভোক্তা স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।