
মেহেরপুর সদর উপজেলার ৫নং পিরোজপুর ইউনিয়নে আগামী তিন মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি মেহেরপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী হাসমত উল্লাহ ও যুগ্ম সমন্বয়কারী সালাউদ্দিন রনির স্বাক্ষরিত এক পত্রে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন, মোঃ টিটন এবং সদস্য সচিব হিসেবে আনারুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মোঃ পাইন আলী, মুফতি মোঃ মফিজুর রহমান ও মোঃ মনিরুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন মোঃ উল্লাস, মোঃ রবিউল ইসলাম ও শ্রী ছমির দাস। মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন আব্দুল হালিম।
এছাড়াও আব্দুস সালাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ লুৎফর রহমান, মোঃ রাজন, মোঃ বিপ্লব, মোঃ নাসিম রেজা, মোঃ আজিজুল, মোঃ শামীম, মোঃ রবিউল ইসলাম, সুন্নত আলী, মোঃ মহিদুল ইসলাম ও অধ্যাপক মোহাঃ দারুস সালাম সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।