
একতা আর আন্দোলনের জয় হলো ছাত্র জনতার দর্শনায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি উপলক্ষ্যে-বিজয় উৎসব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ১০ টায় দর্শনা হল্ট ষ্টেশনে ট্রেনের যাত্রা বিরতি উপলক্ষ্যে-বিজয় উৎসব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রজনতার আয়োজনে দীর্ঘ দিনের দর্শনাসহ আশপাশের মানুষের প্রানের দাবি পৃরন হলো।এ সময় উপস্থিত ছিলেন,দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মশিউর রহমান,দর্শনা থানার যুবদলের আহবায়ক জালাল উদ্দীন লিটন,দর্শনা ছাত্রদলের সভাপতি আরাফাত রহমান,দর্শনা ছাত্র সমন্বয়কের সাবেক যুগ্ন আহবায়ক তানভীর অনিক,এ আর রিফাত,প্রমুখ।পরে ছাত্র জনতা একটি কনসার্ট গানের আয়োজন করে।