
মেহেরপুরের ঐতিহ্যবাহী সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর আয়োজনে মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সভাপতি অ্যাড. এম. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নূরুল আহমেদ, নাট্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান এবং উপদেষ্টা মীর রওশান আলী মনা।
সাহিত্য বাসর পরিচালনা করেন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সাধারণ সম্পাদক মেহের আমজাদ। কবিতা আবৃত্তিতে অংশ নেন কবি ম. গোলাম মোস্তফা, এস. এম. এ. মান্নান নূর আলম, আবু লায়েছ লাবলু, সাদিকুজ্জামান সেন্টু, মোঃ শাহজাহান, নূর হোসেন, শহিদুল ইসলাম কানন, সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর নিয়মিত সাহিত্যচর্চার মধ্য দিয়ে মেহেরপুরসহ সারাদেশে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে।