
“আমি কন্যা শিশু,স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা চত্বরের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তারিক উজ জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু সালেহা বেগম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালেহা বগেম মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহবুব মুর্শেদ শাহীন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সহকারী অধ্যাপক শাহানুর আলম, রিপোর্টার ইউনিটের সভাপতি মোখলেছুর রহমান লাড্ডু, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন। এসময় হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও হরিণাকুণ্ডু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলার তিনজন মহিলা উদ্যোক্তাকে অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।