
“হাতধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরের গাংনীতে বিশ্ব হাতধোয়া দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার গাংনী উপজেলা প্রশাসন ও গাংনী পৌরসভার যৌথ আয়োজনে র্যালি, আলোচনা সভা ও হাতধোয়ার কৌশল শেখানো হয়।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গাংনী পৌরসভার প্রশাসক আনোয়ার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু প্রমুখ।
এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।