
ঝিনাইদহের মেয়ে মালিহা তাসনিম নতুন কুঁড়ি শিশু প্রতিযোগিতায় লোকসংগীত বিভাগে খুলনা বিভাগীয় অডিশনে ৯.৭৭ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে চূড়ান্ত বাছাই পর্বে অংশ গ্রহণের সুযোগ পেয়েছে। অন্যদিকে রবীন্দ্র সংগীতে ৬.৫০ পেয়ে ৭ম হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুনকুড়ি’ গানের প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে সেরা তিনে ও সাতে জায়গা করে নিয়েছেন ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পানির ট্যাংকি পাড়ার হাসান মাসুদের মেয়ে মালিহা তাসনিম।
হরিণাকুন্ডু উপজেলা সহকারী শিক্ষাকর্মকর্তা (এটিইও) হাসান মাসুদ ও ঝিনাইদহ মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক এর কন্যা মালিহা তাসনিম।
যেখানে দেশের আট বিভাগের ৪০জন প্রতিযোগী অংশ নেবেন। আগামীর প্রজন্মের মধ্যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। হাটিহাটি পাপা করে মালিহা আজ যে অবস্থানে পৌঁছেছে, তা অত্যন্ত গর্বের বিষয়। তার আগামীর পথচলায় আরও সাফল্য কামনা করছে ঝিনাইদহবাসী। মালিহার এই সাফল্যে ঝিনাইদহের সর্বস্তরের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ঝিনাইদহের মেয়ে মালিহা তাসনিম এখন সেরা হওয়ার স্বপ্ন সফল করার পথে হাঁটছেন সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন এই প্রতিশ্রুতিশীল ছাত্রী।