
আসন্ন ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নির্বাচনে “১নং ভাংবাড়ীয়া ইউনিয়ন সর্বজনীন শিক্ষা উন্নয়ন পরিষদ” এই নির্বাচনে অংশগ্রহণ করছে। গতকাল মঙ্গলবার বিকেলে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে আসন্ন ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ঐক্যবদ্ধ ১নং ভাংবাড়ীয়া ইউনিয়ন সার্বজনীন শিক্ষা উন্নয়ন পরিষদ প্যানেলের এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।
এসময় ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু এ নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। আবু তারেক মেম্বারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি টিপু সুলতান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, সহ-সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোমিরুল ইসলাম রাজু।
ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মাবুদ পিন্টু মেম্বার, ওয়ার্ড বিএনপি সভাপতি মতিয়ার রহমান, আবুল হাসেম, সাধারণ সম্পাদক মজিবর রহমান সেন্টু, উপজেলা যুবদলের সদস্য আবুজার, সেলিম রেজা, সাইফুল ইসলাম বদর, সাধন কুমার বিশ্বাস, সাইদুর রহমান, হাসমত, রাজাবুল, মকিবুল, জামান, শাকিবুল সহ স্কুল প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য বিন্দু।
‘১নং ভাংবাড়ীয়া ইউনিয়ন সার্বজনীন শিক্ষা উন্নয়ন পরিষদ’ প্যানেলের প্রার্থীরা হলেন মোট ৫ জন। তারা হলেন- মোঃ আবু সাঈদ আলী, মোঃ আহসান হাবীব, মোঃ তরিকুল ইসলাম, মোঃ শামীম রেজা ও মহিলা অভিভাবক সদস্য মোছাঃ সাহার বানু। আগামী ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার এই নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা – ৪৫০ জন। সভাপতি বাদে মোট ৫টি পদের জন্য ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী ইশতেহার এ ২০ বিষয়ে অঙ্গীকার দেওয়া হয়। তার মধ্যে অন্যতম বিষয়গুলো হলো, ” গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য মাসিক বেতন ফ্রি বা ক্ষেত্র বিশেষে হাফ করার উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি ছাত্র/ছাত্রী যেন পড়ার টেবিলে বসে, সেই কারণে স্কুলে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে ১টি করে প্রত্যেকটি সাবজেক্টে পরীক্ষার ব্যবস্থা করা হবে। অনিয়মতান্ত্রিক ভাবে কোন ছেলে, মেয়ের কাছ থেকে আর্থিক লেনদেন করলে সেটার ব্যবস্থা নেওয়া হবে। আমাদের স্কুল থেকে যে সমস্ত মেধাবী ছাত্ররা পাশ করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, তাদের আমরা ডেকে স্কুলের ছেলে-মেয়েদের উৎসাহ প্রদান করানোর জন্য চেষ্টা করবো।”
বিএনপি-জামায়াতের মধ্যে সমঝোতা না হওয়ার কারণে এই নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।