
মেহেরপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে “সদর উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার সময় মেহেরপুর জেলা স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষকে মাদক থেকে দূরে রাখে, সমাজে শৃঙ্খলা ও ঐক্য সৃষ্টি করে। তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এবং জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক মাধব চন্দ্র ভাস্কর, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ড. অশোক চন্দ্র বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা মাহবুল উল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য সচিব আতর আলী, আমদহ ইউনিয়ন চেয়ারম্যান রওশন আলী টোকন, পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল এনামুল কবিরসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও ক্রীড়ানুরাগীরা।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামে সদর উপজেলার আমদহ ইউনিয়ন ও পিরোজপুর ইউনিয়ন দল। খেলার শুরুতেই স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল উপচে পড়া।


