
আলমডাঙ্গায় পুলিশের কঠোর অভিযানের ফলে ১১ মামলার সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন পলাতক থাকা জিয়াউর রহমান নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর ৪টা ৩০ মিনিটে কুষ্টিয়া সদর থানার কালিশংকরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে , গ্রেফতারকৃত জিয়াউর রহমান আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের মাঝেরপাড়ার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের পুত্র। তার বিরুদ্ধে মোট ১১টি মামলা আদালতের ওয়ারেন্টে উল্লেখিত ছিল, যার মধ্যে ১০টি মামলায় সাজা প্রাপ্ত এবং ১টি সিআর মামলা অন্তর্ভুক্ত।
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান পিপিএম জানান, জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতারের জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে পুলিশ পরিদর্শক (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার, এসআই (নিঃ) বাবলু খান, এএসআই (নিঃ) রোকন উদ্দিন, এএসআই (নিঃ) আসাদুল হক ও এএসআই (নিঃ) রাসেল তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন।
এলাকাবাসীর বরাতে জানা যায়, সাজাপ্রাপ্ত জিয়াউর রহমান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তিনি সরোজগঞ্জ বাজারে মেসার্স খাদ্য ভান্ডার নামের ভূষি ও চাউল সংরক্ষণ গোডওয়ান পরিচালনা করতেন। তবে ব্যবসায়িক বিভিন্ন জটিলতার কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন।
আলমডাঙ্গা থানা পুলিশ আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


