
মেহেরপুরে পৃথক দুটি মামলায় দণ্ডবিধির ৩২৩ ও ৩২৪ ধারায় তিন আসামিকে জেল-জরিমানা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলী এসকল আদেশ দেন।
প্রথম মামলায় শফিকুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। অনাদায়ে ১৫ দিনের প্রবেশন কারাদণ্ড দিয়েছে আদালত।
মামলার বিবরণে জানা যায়, পূর্বের শত্রুতার জের ধরে বাদী ও সাক্ষীদের ওপর আসামিরা অতর্কিতে হামলা চালায়। এতে বাদী হাসুয়া ও লোহার রডের আঘাতে রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
দ্বিতীয় মামলায়, মোঃ ফজলুল হক ওরফে ফজলুকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড।
অপর আসামি ইকবালকে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা ধারালো দা ও লোহার রড নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে বাদী, তার ভাই বাবলু ও ভাবি কদভানুর ওপর হামলা চালায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
মামলাগুলোর তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।


